HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-১ : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
১. কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান হতে এককালীন যে অর্থ পাওয়া যায়, তাকে কী বলে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. চাঁদা
খ. অনুদান
গ.প্রবেশ ফি
ঘ.অডিট ফি
২. প্রারম্ভিক সম্পত্তি ও দায়: নগদ তহবিল ১২,০০০ টাকা; দালানকোঠা ৫০,০০০ টাকা; আসবাবপত্র ৩০,০০০ টাকা; প্রদেয় বেতন ৬,০০০ টাকা; অনাদায়ী চাঁদা ১০০ টাকা; প্রাপ্য ভাড়া ১৪,০০০ টাকা; লাইব্রেরি পুস্তক ২,০০০ টাকা। মূলধন তহবিলের পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ৪৫,০০০ টাকা
খ. ৫৬,০০০ টাকা
গ.১,০২,০০০ টাকা
ঘ.১,০২,১০০ টাকা
৩. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
(অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. প্রকৌশলীদের ফার্ম
খ.সিটি ডেন্টাল কলেজ
গ.ল্যাব এইড হাসপাতাল
ঘ.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট খরচের বিপক্ষে যে তহবিল তৈরি করা হয় তার নাম কী? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. মূলধন তহবিল
খ. বিশেষ তহবিল
গ.খরচ তহবিল
ঘ.সঞ্চিত তহবিল
৫. চলতি সালের বকেয়া আয় কোথায় লিপিবদ্ধ হয়? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক. মূলধন তহবিল নির্ণয়ে
খ.প্রাপ্তি-প্রদান হিসাবে
গ.আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ.লাভ-ক্ষতি বণ্টন হিসাবে
৬. মনিহারি ক্রয় ৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১,০০০ টাকা, সমাপনী মজুদ ২,০০০ টাকা, ব্যবহৃত মনিহারির পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
[ঢাকা সিটি কলেজ]
ক. ৩,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
৭. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক. চাঁদা প্রাপ্তি
খ.লকার ভাড়া প্রাপ্তি
গ.পুরাতন সম্পদ বিক্রয়
ঘ.বিনিয়োগের সুদ প্রাপ্তি
৮. প্রাপ্তি-প্রদান হিসাবের বহিভর্‚ত লেনদেন কোনটি?
(অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. সকল প্রকার নগদ প্রাপ্তি
খ.সকল প্রকার নগদ পরিশোধ
গ.চলতি ও বিগত বছরের প্রাপ্তি ও প্রদান
ঘ.বকেয়া লেনদেন
৯. প্রদত্ত বেতন ১৫,০০০ টাকা, চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের জন্য অগ্রিম বেতন ৩,০০০ টাকা হলে বেতন বাবদ খরচ কত টাকা? (প্রয়োগ)
[ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. ৭,০০০ টাকা
খ. ১৩,০০০ টাকা
গ.১৭,০০০ টাকা
ঘ.২৩,০০০ টাকা
১০. খাদ্যসামগ্রীর প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা, ক্রয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ উদ্বৃত্ত ২,০০০ টকা। আয়-ব্যয় হিসেবে কত টাকা দেখাবে? (প্রয়োগ) [দনিয়া কলেজ, ঢাকা]
ক. ২,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৪২,০০০ টাকা
১১. মূলধন তহবিল থেকে কোনটি বিয়োগ করা হয়?
(অনুধাবন) [গাজীপুর কমার্স কলেজ]
ক. আয়াতিরিক্ত ব্যয়
খ.সমাপনী নগদ উদ্বৃত্ত
গ.মোট আয়
ঘ.চাঁদা
১২. একটি উকিল সংঘের সদস্য সংখ্যা ২০০ জন। মাসিক চাঁদার হার ২০ টাকা। চলতি বছরে ১০ জন সদস্য ৩ মাসের চাঁদা প্রদান করেনি। তাহলে আয়-ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ৪৮,০০০ টাকা
খ. ৪৫,৬০০ টাকা
গ.৪০,৮০০ টাকা
ঘ.৭,২০০ টাকা
১৩. পুরাতন সম্পদ বিক্রয়ের লাভ কী ধরনের আয়? (জ্ঞান)
[সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
ক. মুনাফা জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় প্রাপ্তি
গ.মূলধন জাতীয় প্রাপ্তি
ঘ.মূলধন জাতীয় আয়
১৪. শাপলা ক্লাবের কর ও অভিকর ৭,৫০০ টাকা ১৫ মাসের জন্য দেয়া আছে। আয়-ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ) [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
ক. ৭,৫০০ টাকা
খ. ৭,৩০০ টাকা
গ.৭,২০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
১৫. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে প্রাপ্তি-প্রদান হিসাব হতে নিচের কোনটি গ্রহণ করতে হয়? (অনুধাবন) [বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
ক. প্রারম্ভিক হাতে নগদ
খ. সমাপনী উদ্বৃত্ত
গ.চাঁদা
ঘ.কমিশন
১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্য পরিচালনার নিট আয়কে কী বলা হয়? (জ্ঞান) [গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. আয়ের অতিরিক্ত ব্যয়
খ.ব্যয়ের অতিরিক্ত আয়
গ.নিট লাভ
ঘ.নিট ক্ষতি
১৭. অব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)[বি এ এফ শাহীন কলেজ, যশোর]
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ.৪ ভাগে
ঘ.৫ ভাগে
১৮. অনুদান ১,২০,০০০ টাকা। অনুদানের পাঁচ-দশমাংশ মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় কত টাকা? (প্রয়োগ) [সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ]
ক. ১,২০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৭৫,০০০ টাকা
১৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে কার নিকট জবাবদিহি করতে হয়? (জ্ঞান)
[অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]
ক. মালিকের
খ. সরকারের
গ.সদস্যগণের
ঘ.আদালতের
২০. মূলধন তহবিলে অন্তর্ভুক্ত থাকে (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. প্রারম্ভিক সম্পদ
ii. গত বছরের বকেয়া আয়
iii. গত বছরের বকেয়া খরচ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২১. অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো (অনুধাবন)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
i. চাঁদা
ii. অনুদান
iii. পরামর্শ ফি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২২. পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি সমন্বয়ে বলা থাকলে (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
i. চাঁদার সাথে বিয়োগ হবে
ii. উদ্বর্তপত্রে দায় হিসেবে দেখাতে হবে
iii. উদ্বর্তপত্রের সম্পদ হিসেবে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. বিগত বছরের বকেয়া খরচ চলতি বছরেও অপরিশোধিত থাকলে (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
i. সংশ্লিষ্ট খরচের সাথে যোগ
ii. মূলধন তহবিলে দায়
iii. উদ্বর্তপত্রে দায়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. প্রারম্ভিক দায় হলো (অনুধাবন)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i. বিগত বছরের বকেয়া বেতন
ii. বিগত বছরের বকেয়া চাঁদা আয়
iii. বিগত বছরের বকেয়া মনিহারি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত থেকে বিরত
(অনুধাবন) [নারায়ণগঞ্জ কমার্স কলেজ]
i. বকেয়া আয়
ii. বকেয়া ব্যয়
iii. অনাদায়ী আয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
সেবার জন্য আমরা ক্লাবের সদস্য সংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি-প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ ৪২,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা। [ঢাকা কলেজ]
২৬. চলতি বছর অনাদায়ী চাঁদার সদস্য সংখ্যা কত? (প্রয়োগ)
ক. ১০ জন
খ. ১২ জন
গ.৪০ জন
ঘ.৪২ জন
২৭. উপর্যুক্ত অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের
(উচ্চতর দক্ষতা)
i. মূলধন তহবিল বৃদ্ধি পাবে
ii. সম্পদ বৃদ্ধি পাবে
iii. দায় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিটে চাঁদা ৮৫,০০০ টাকা। বিগত বছরের প্রাপ্ত চাঁদা ৮,০০০ টাকা ও পরবর্তী বছরের প্রাপ্ত চাঁদা ৫,০০০ টাকা উক্ত চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিগত বছরের অনাদায়ী চাঁদা ছিল ১০,০০০ টাকা। [হলি ক্রস কলেজ, ঢাকা]
২৮. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে আয়-ব্যয় হিসাবে চাঁদা কত? (প্রয়োগ)
ক. ৯৫,০০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
গ.৮৫,০০০ টাকা
ঘ.৭২,০০০ টাকা
২৯. বিগত বছরের অনাদায়ী চাঁদা দেখাতে হবে
(উচ্চতর দক্ষতা)
i. মূলধন তহবিলে সম্পদ ১০,০০০ টাকা
ii. উদ্বর্তপত্রে সম্পদ ২,০০০ টাকা
iii. চাঁদার সাথে বিয়োগ ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.ররর
ঘ. i, ii ও iii
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।
কাকলী ক্লাব বছরে খাদ্য ও পানীয় দ্রব্য ক্রয় করেছে ১০,০০০ টাকা এবং বিক্রয় করেছে ২৫,০০০ টাকা, খাদ্য সামগ্রী ও পানীয় দ্রব্যের প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ আছে ৩,০০০ টাকা।
[সীতাকুণ্ড মহিলা কলেজ, চট্টগ্রাম]
৩০. বছরে ব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানীয় দ্রব্য বাবদ কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ)
ক. ৮,০০০ টাকা
খ. ১১,০০০ টাকা
গ.৯,০০০ টাকা
ঘ.১৭,০০০ টাকা
৩১. খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয়-বিক্রয় হতে মুনাফা বাবদ কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ)
ক. ১৫,০০০ টাকা
খ. ১৬,০০০ টাকা
গ.১৭,০০০ টাকা
ঘ.২৫,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।