HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বরিশাল বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
২৪. বরিশাল বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিট সৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ বিশাল লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারের বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির রেওয়ামিল নিæরূপ ছিল:
বিশাল লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
দালানকোঠা৩,০০,০০০
কলকব্জা২, ০০,০০০
মজুত পণ্য (১-১-২০১৪)৫০,০০০
পণ্য ক্রয় ও বিক্রিয় (১৫% ভ্যাটসহ) ২,০০,০০০ ৫,৫৫,০০০
পরিবহন৫০,০০০
১৫% বিনিয়োগ (৩০-৬-২০১৪)২,০০,০০০
মজুরি৫৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৬০,০০০ ৪০, ,০০০
ভ্যাট চলতি হিসাব২০,০০০
বেতন৫২,০০০
শেয়ার মূলধন (৭০,০০০ শেয়ার) ৭,০০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৪) ৫০,০০০
৬% ঋণপত্র (১-৭-২০১৪) ১,০০,০০০
সাধারণ খরচাবলি৭৪,০০০
ভাড়া (৮০%)৩০,০০০
হাতে নগদ ও ব্যাংক জমা১,২৪,০০০
শেয়ার অধিহার ৭০,০০০
মোট = ১৫,১৫,০০০ ১৫,১৫,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ, পণ্যের নিট মূল্য ৪৬,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের পূর্বে ১০,০০০ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছিল যা বিমা দ্বারা নিশ্চয়তা ছিল না। রর. প্রাপ্য হিসাবের উপর ৫% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ররর. আয়করের জন্য নিট লাভের ৪০% সঞ্চিতি রাখতে হবে। রা. স্থায়ী সম্পত্তির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো। ২
খ. যথোপযুক্ত ছকে মোট লাভ নির্ণয় করো। ৪
গ. ৩১-১২-২০১৪ তারখে সম্পত্তির শ্রেণিবিন্যাস করে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ সাজ্জাদ লি. প্রতিটি ১০ টাকা করে ৫০,০০০ শেয়ারের বিভক্ত ৫,০০,০০০ অনুমোদিত মূলধনে নিবন্ধিত হল। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ইস্যু করল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির রেওয়ামিল নিæরূপ ছিল:
সাজ্জাদ লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১২
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইজারাকৃত সম্পত্তি (১০ বছর)১,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি১,৪০,০০০
আসবাবপত্র২০,০০০
১৫% বিনিয়োগ (১-৭-২০১৪)৮০,০০০
সুনাম৬০,০০০
আয়কর প্রদান১০,০০০
বেতন৪০,০০০
মজুত পণ্য (৩১-১২-২০১৪)৬০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (১-৭-২০১৪)৪০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫০,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৮০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৪) ৪০,০০০
মোট লাভ ১,২০,০০০
শেয়ার অধিহার ৩৫,০০০
৬,৩০,০০০৬,৩০,০০০
সমন্বয়নসমূহ: র. কলকব্জা ও যন্ত্রপাতির উপর ১০% হারে এবং আসবাবপত্রের উপর ২০% হারে অবচয় ধার্য করতে হবে। রর. প্রাপ্য হিসাবের উপর আরও ২,০০০ টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। ররর. অন্তবর্তীকালীন লভ্যাংশসহ বিলিকৃত শেয়ার প্রতি ২ টাকা করে চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। রা. আয়করের জন্য ৪০% সঞ্চিতি রাখতে হবে।
ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন খরচ ও অপরিচালন খরচের মোট পরিমাণ নির্ণয় করো। ৪
গ. বৎসরের শেষে সংরক্ষিত আয়ের জের ১৫,০০০ টাকা হলে কোম্পানিটির শেয়ারহোল্ডাদের মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ সোনালী ক্লাব এর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
সোনালী ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের
প্রাপ্তি টাকা প্রদান টাকা
উদ্বৃত্ত- ১-১-২০১৪ ৩০,০০০ বেতন ১৯,৫৫০
চাঁদা: ২০১৩ ৪০০ মনিহারী ৩,৭৫০
২০১৪২১,১০০ৗবদুঞ্ঝতিক সংর্’াপন বঞ্ঝয়৬,২৫০
২০১৫ ৮০০২২,৩০০টেলিফোন১,২৫০
আপ্যায়ন হতে মুনাফা ১৫,৭৫০ ৪% বিনিয়োগ ১০,০০০
চারণ কর ১৫,০০০ আসবাবপত্র ক্রয় ২০,০০০
অনুদান ২০,০০০ বিবিধ খরচ ৮,৫০০
বিনিয়োগের সুদ ৪,০০০ উদ্বৃত্ত (৩১-১২-১৪) ৩৭,৭৫০
১,০৭,০৫০১,০৭,০৫০
সমন্বয়সমূহ: র. ক্লাবের ২৫০ জন সদস্য, তারা প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা করে চাঁদা প্রদান করে। ১-১-২০১৪ তারিখে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল ১,০০০ টাকা। রর. ৩১-১২-২০১৪ তারিখে ১,০০০ টাকা এবং ৩১-১২-২০১৪ তারিখে ১,৮০০ টাকার মনিহারি উদ্বৃত্ত ছিল। ররর. টেলিফোন বিল ৭০০ টাকা প্রদেয় আছে এবং বিগত বছরের বিবিধ খরচ ১,৪০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়েছে। রা. ১-১-২০১৪ তারিখে ৪% বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং দালানকোঠা ১,০০,০০০ টাকা ছিল। দালানাকোঠার উপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে। া. অনুদানের ৫০% মুনাফাজাতীয় প্রাপ্তি বলে ধরতে হবে।
ক. ১-১-২০১৪ তারিখে ক্লাবটির প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৪ তরিখে ক্লাবের আয়-ব্যয় হিসাবের আয় পার্শ্বের সমষ্টি নির্ণয় করো। ৪
গ. ৩১-১২-২০১৪ তারিখে ক্লাবের মোট সম্পত্তি নির্ণয় করো। ৪
৪.▶ অনিম, তানিম ও দানিম একটি অংশীদার ব্যবসায়ের তিনজন অংশীদার। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১৫,০০০ টাকা; ১০,০০০ টাকা ও ১০,০০০ টাকা। দানিম তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে মাসিক ২০০ টাকা বেতন পাবেন। অংশীদারগণের মূলধন ও উত্তোলন উভয়ের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। তারা ব্যবসায় হতে উত্তোলন করেন যথাক্রমে ৪,০০০ টাকা, ২,৫০০ টাকা এবং ২,০০০ টাকা। উত্তোলনের উপর যথাক্রমে ৯৫ টাকা, ৬০ টাকা ও ৫৫ টাকা সুদ ধার্য করা হয়। ২০১৪ সালের ১ জুলাই তারিখে অনিম ব্যবসায়ের প্রয়োজনে ৪,৮০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
বণ্টনযোগ্য লাভের ২০,০০০ টাকা পর্যন্ত অনিম, তানিম ও দানিম যথাক্রমে ৪০%, ২৫% এবং ৩৫% হারে পাবেন। বণ্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে ৩ ঃ ২ ঃ ২ অনুপাতে বণ্টিত হবে। দানিম তার বেতনের টাকা ব্যবসায় থেকে প্রতি মাসে উত্তোলন করে নেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের লাভ হয় ৩১,০৬০ টাকা।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. দানিমের বছর শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ৪
৫.▶ আফ্রিদা কোম্পানি লি. প্রতিটি ১০.০০ টাকা মূল্যের ১,০০,০০০ খানি সাধারণ শেয়ার বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধেন নিবন্ধিত হলো। ২০১৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখে কোম্পানিটি ৫০,০০০ খানি শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করল। জনসাধারণ ৫০,০০০ খানি শেয়ারের জন্য আবেদন করল। সম্পূর্ণ শেয়ার মূল্য আবেদনের সাথেই পরিশোধযোগ্য।
ক. কোম্পানিটি সমমূল্যের শেয়ার বিক্রি করলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ২
খ. কোম্পানিটি ২০% অধিহারে শেয়ার বিলি করলে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা ও ব্যাংক হিসাব তৈরি করো। ৪
গ. কোম্পানিটি ২০% অবহারে শেয়ার বিলি করলে, প্রয়োজনীয় জাবেদা ও উদ্বর্তপত্র তৈরি করো। ৪
৬.▶ পারুল কোং লি. এর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী কতিপয় তথ্য নিæরূপ−
পারুল কোং লি.
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৪
মূলধ ও দায় টাকা সম্পত্তি টাকা
শেয়ার মূলধন ২,২৫,০০০ সুনাম ৫৭,০০০
সাধারণ সঞ্চিতি ৪৫,০০০ দালানকোঠা ২,০০,০০০
সংরক্ষিত আয় ৩৩,৭৫০ যন্ত্রপাতি ৮০,০০০
১০% ঋণপত্র ১,১২,৫০০ আসবাবপত্র ৫০,০০০
প্রদেয় হিসাব ২২,৫০০ সমাপনী মজুদ পণ্য ৩৩,৭৫০
প্রাপ্য হিসাব২২,৫০০
ব্যাংক জমাতিরিক্ত ৪,৫০০ নগদ জমা ৪,৫০০
সমন্বয়সমূহ: র. প্রারম্ভিক মজুদ ২২,৫০০ টাকা, রর. নিট বিক্রয় ২,২৫,০০০ টাকা। ররর. বিক্রয়ের উপর মোট লাভের হার ২০%।
ক. মালিকানা স্বত্ব নির্ণয় করো। ২
খ. মজুদ পণ্য আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
৭.▶ হিয়া এন্ড কোং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ২০১৪ সালের তথ্যগুলো নিæরুপ:
বিবরণ টাকা
মজুদ (১-১-২২০১৪):
কাঁচামাল
চলতিকার্য
সমাপ্ত পণ্য ১৫,০০০
১০,৪০০
২৫,০০০
মজুদ (৩১-১২-২০১৪)
কাঁচামাল
চলতিকার্য
সমাপ্ত পণ্য ১০,০০০
১২,০০০
১৫,০০০
কারখানা বিদ্যুৎ খরচ ৫,০০০
কারখানা ভাড়া ৮,০০০
প্রত্যক্ষ খরচ ৪,০০০
পরোক্ষ শ্রম ৮,৫০০
কারখানার বিবিধ খরচ ৯,০০০
প্রশাসনিক খরচ ২০,৬০০
বিক্রয় খরচ ৩৩,৪০০
কাঁচামাল ক্রয় ৬৭,০০০
প্রত্যক্ষ মজুরী: ১৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২ টাকা করে, মুনাফা বিক্রয়ের উপর ২০%।
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় ১,০৪,০০০ টাকা হলে উৎপাদন ব্যয় নির্ণয় করো। ৪
গ. উপরের ‘খ’ অংশে নির্ণিত ব্যয় এর ভিত্তিতে বিক্রয় মূল্য নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ সোমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর ২০১৪ সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:−
২০১৪
ডিসে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক @ টাকা ৫.০০
” ৫ ক্রয় ১০০ একক @ টাকা ৫.২০
” ৮ ইস্যু ২৪০ একক
” ১০ ইস্যু ২০ একক
” ১৫ ক্রয় ১৬০ একক @ টাকা ৫.৪০
” ১৮ ইস্যু ১০০ একক
” ২০ ক্রয় ২০০ একক @ টাকা ৫.৬০
” ২৯ ইস্যু ১৬০ একক
” ৩১ কারখানা হতে ফেরত ২০ একক
গুদামরক্ষক ২৬ তারিখে ২০ একক মাল ঘাটতি পেয়েছেন।
ক. ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ (একক) নির্ণয় করো। ২
খ. ১, ৫, ৮ ও ২৬ তারিখের তথ্য ব্যবহার করে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ৫, ১৮ ও ২০ তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৯.▶ একটি কোম্পানি বলপেন উৎপাদন করে বিক্রয় করে থাকে। কোম্পানি বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিš§রূপ:
টাকা
প্রতিটি ককলমের বিক্রয় মূল্য ১০.০০
প্রতিটি কলমের ব্যয়:
প্রত্যক্ষ কাঁচামাল ২.০০
প্রত্যক্ষ মজুরী ১.০০
পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ১.০০
পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয় বিক্রয় মূল্যের ১০%
বার্ষিক স্থির ব্যয় ২,০০,০০০ টাকা।
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করে (টাকায় ও এককে) ৪
গ. কোম্পানি বছরে ৬০,০০০টি কলম বিক্রয় করে করে থাকলে নিরাপত্তাপ্রান্ত (টাকায়) ও মুনাফা (টাকায়) নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।