HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | দিনাজপুর বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৭. দিনাজপুর বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ সিয়াম কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:
সিয়াম কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
ইস্যুকৃত ও তলবকৃত মূলধন (৬২৫০ শেয়ার) ৬,২৫,০০০
১২% ঋণ পত্র ১,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ২,৬০,০০০
আসবাবপত্র ৮৪,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৭৫,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ২,৫০,০০০ ৫,৮০,০০০
পণ্য ফেরত ১০,০০০ ১৫,০০০
মজুরি ৩০,০০০
বেতন ৬০,০০০
ভাড়া ৪৮,০০০
ঋণপত্রের সুদ ৭,০০০
বিজ্ঞাপন খরচ ৩২,০০০
অনাদায়ী পাওনা ১২,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৯,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,১০,০০০ ৫০,০০০
বহিঃপরিবহন ১১,০০০
ভ‚মি ও দালানকোঠা ৩,০০,০০০
১৪% বিনিয়োগ ৯০,০০০
১৩,৭৯,০০০১৩,৭৯,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদপণ্য মূল্যায়ন করা হয়েছে ১,৮০,০০০ টাকা। যার মধ্যে অব্যবহৃত মনিহারি ৪,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ২. মাসিক ভাড়া প্রদানের হার ৩,০০০ টাকা। ৩. বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে ৮,০০০ টাকার পণ্য বিতরণ করা হয়েছে, কিন্তু ইহা হিসাব বইতে লেখা হয়নি। মোট বিজ্ঞাপনের ১/৪ অংশ অবলোপন করতে হবে। ৪. অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। ৫. কলকব্জা ও যন্ত্রপাতির উপর ৫% ভ‚মি ও দালানকোঠা ৪% এবং আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. মোট লাভ ৪,১৪,০০০ টাকা ধরে কোম্পানির নিট লাভ বা নিট লোকসান নির্ণয় করো। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সিয়াম কোং লি.-এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ রোদেলা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৪,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
রোদেলা কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ শৈয়ার মলধন (২০,০০০ শৈয়ার) ২,০০,০০০
পণ্য ক্রয় ২,৯০,০০০ ১০% ঋণপত্র ১,০০,০০০
মজুরি ৪৮,০০০ প্রদেয় হিসাব ৪০,০০০
বেতন (১০ মাস) ৪০,০০০ পণ্য বিক্রয় ৫,০০,০০০
ভাড়া ৪৫,০০০ শিক্ষানবিশ সেলামি ১৮,০০০
অনাদায়ী পাওনা ৩,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০
প্রাপ্য হিসাব ৮০,০০০ সঞ্চিতি তহবিল ৮০,০০০
আয়কর ৩৮,০০০ রপ্টিত আয় (১-১-২০১৬) ১,৮০,০০০
ব্যাংখ জমার উদ্বৃত্ত ৬৫,০০০
অ¯¦ট্টবতট্টীকালীন লভঞ্ঝাংশ ৬০,০০০
ঋণপত্রের অবহার ৩০,০০০
৮% বিনিয়োগ ২,৮৮,০০০
সুনাম ৩০,০০০
আসবাবপত্র ৫৫,০০০
১১,২২,০০০১১,২২,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে। ২. সুনামের ১/৫ অংশ অবলোপন করো এবং আসবাপত্রের উপর ৭% অবচয় ধার্য করো। ৩. প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৪. শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সঞ্চিতি তহবিল ১,০০,০০০ টাকায় উন্নীত করতে হবে এবং ৩০,০০০ টাকা দ্বারা একটি পেনশন তহবিল তৈরি করতে হবে।
ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির নিট লাভ ২,৮৩,৩৯০ হলে উক্ত বছরের ৩১ ডিসেম্বর তারিখে রক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায়ের মোট পরিমাণ কত? ৪
খ বিভাগ
৩.▶ চারঘাট যুব সংঘের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো:
চারঘাট যুব সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
প্রারম্ভিক উদ্বৃত্ত : বেতন ১২,০০০
নগদ ও ব্যাংক ৪১,০০০ ছাপা ও মনিহারি ৩,৫০০
চাঁদা : সাধারণ খরচাবলি ৮,৮০০
২০১৫ ৪,০০০ টেলিফোন খরচ ১,৪০০
২০১৬ ৩৮,৫০০ আসবাবপষ্ণ কত্থয় (১-৭-২০১৬) ২০,০০০
২০১৭ ৫,০০০ দান খয়রাত ৩০,০০০
অনুদান ২০,০০০ ভাড়া (৩/৪ অংশ প্রদত্ত) ২৪,০০০
উইলকৃত সম্পদ ৩৫,০০০সমাপনী উদ্বৃত্ত :
বিনিয়োগের সুদ ৫,০০০ নগদ ও ব্যাংক জমা ৪৯,৮০০
পুরাতন কাগজ বিক্রি ১,০০০
১,৪৯,৫০০১,৪৯,৫০০
অন্যান্য তথ্য : ১. ১ জানুয়ারি ২০১৬ তারিখে ক্লাবের দালানকোঠা ১,৫০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ১০% বিনিয়োগ পরিমাণ ছিল ৮০,০০০ টাকা। ২. বিগত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা চলতি বছরে পরিশোধ করতে হয়েছে। পক্ষান্তরে চলতি বছরে বেতন বাবদ ৪,০০০ টাকা পরিশোধিত রয়েছে। ৩. ছাপা ও মনিহারি খরচ বাবদ ৫০০ টাকা বকেয়া আছে। কিন্তু সাধারণ খরচাবলি বাবদ ৮০০ টাকা অগ্রিম পালন করা হয়েছে। ৪. অত্র ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪০০ জন এবং চাঁদা প্রদানের হার জনপ্রতি মাসিক ১০০ টাকা। ৫. দালানকোঠার ৫% এবং আসবাপত্রের উপর ১০% অবচয় ধার্য করো।
ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে ক্লাবের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করলে মোট ব্যয়ের পরিমাণ কত? ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট সম্পদের পরিমাণ কত? ৪
৪.▶ ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে ৩ ঃ ২ ঃ ১। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল ইমন ২,৫০,০০০ টাকা, রাজন ২,০০,০০০ টাকা এবং মোহন ১,৫০,০০০ টাকা। ইমন এবং মোহন তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন যা তাঁরা নগদে গ্রহণ করেছেন। মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন ব্যবসায় হতে যথাক্রমে ৯,০০০ টাকা, ৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছিলেন।
ইমন এবং রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে মোহন তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে ৩৬,০০০ টাকা পাবেন।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ২,৫৫,১৭৫ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ কত? ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫.▶ ববি লি.-এর বিশদ আয় বিবরণী এবং অন্যান্য তথ্য নিচে উলেখ করা হলো:
ববি লি.
বিশদ আয় বিবরণী
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুতকৃত
বিবরণ টাকা টাকা
বিক্রয়. ৩০,০০,০০০
বাদ : খরচসমূহ :
পরিচালন খরচ (অবচয় ব্যতীত) ২০,০০,০০০
যন্ত্রপাতির অবচয় খরচ ১,৯০,০০০
সুদ খরচ ১,৪০,০০০
যন্ত্রপাতি বিক্রয় ক্ষতি ৭৫,০০০ ২৪,০৫,০০০
নিট মুনাফা ৫,৯৫,০০০
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীর কয়েকটি বিষয় নিæরূপ:
বিবরণ ২০১৬ টাকা ২০১৫ টাকা
প্রাপ্য হিসাব ৩,৫০,০০০ ৩,১০,০০০
মজুদ পণ্য ১,০০,০০০ ৮০,০০০
প্রদেয় হিসাব ১,৮০,০০০ ১,৫০,০০০
প্রদেয় খরচ ৬০,০০০ ৭০,০০০
যন্ত্রপাতি ৪,০০,০০০ ৫,০০,০০০
সমন্বয়সমূহ : ১,৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ৭৫,০০০ টাকা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে।
ক. অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. চলতি বছরে যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ বহিপ্রবাহের পরিমাণ কত? ৪
৬.▶ সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি ৫০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি মোট ৩৮,০০০ শেয়ারের আবেদন পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ১ টাকা অবলেখকের কমিশন এবং ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হলো। উহা ছাড়া কোম্পানি ৩,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে উহার মূল্য বাবদ ৩,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ইস্যু করেন।
ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ১৬,০৫,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭.▶ তাওহিদ কোম্পানি লিমিটেড-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ:
তাওহিদ কোম্পানি লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০১৬
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ১৬,০০,০০০ যন্ত্রপাতি ৩,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের ৪,৩০,০০০ ভ‚মি ও দালানকোঠা ১৫,২০,০০০
১৩% ঋণ ৫,৭৫,০০০ আসবাবপত্র ২,৭০,০০০
প্রদেয় হিসাব ২,৭৫,০০০ ১২% বিনিয়োগ ১,৫০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৭৫,০০০ মজুদ পণ্য ৩,০০,০০০
বকেয়া দায়সমূহ ৩০,০০০ প্রাপ্য হিসাব ৩,২৫,০০০
হাতে নগদ ১,২০,০০০
২৯,৮৫,০০০২৯,৮৫,০০০
অন্যান্য তথ্য : চলতি বছরে বিক্রয়ের পরিমাণ ২২,০০,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির চলতি অনুপাত এবং অগ্নিপরীক্ষা অনুপাত নির্ণয় করে আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো। ৪
গ. কোম্পানির মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। (মন্তব্য করো) ৪
৮.▶ পনি সোপ কারখানার ২০১৬ সালের মার্চ মাসের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিচে উলেখ করা হলো:
বিবরণ টাকা
কাঁচামাল ক্রয় ১২,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৫,০০,০০০
কারখানা উপরিব্যয় (প্রত্যক্ষ মজুরির ৭৫%)
প্রশাসনিক উপরিব্যয় (উৎপাদন ব্যয়ের ১৫%)
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৮,০০০ একক ২,৫০,০০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ ১৩,০০০ একক
বিক্রয় ৮০,০০০ একক ৩০,০০,০০০
ক. উৎপাদিত পণ্যের এককের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিশদ আয় বিবরণী নির্ণয়পূর্বক নিট মুনাফা নির্ণয় করো। কোম্পানি ১টি পণ্য সরবরাহ করতে চায় যার উৎপাদনের জন্য কাঁচামাল দরকার হবে ৬০,০০০ টাকা এবং মজুরি দরকার হবে ৪০,০০০ টাকা। কারখানার উপরিব্যয় ও প্রশাসনিক উপরিব্যয় পূর্বের হারে চার্জ করতে হবে। কোম্পানি মোট ব্যয়ের উপর ২০% মুনাফা করতে চায়। ৪
গ. উক্ত দরপত্রের মূল্য কত হবে? ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৯.▶ একটি অফিসের ৩ জন কর্মচারীর ২০১৬ সালের জুলাইমাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেয়া হলো:
বিবরণ আজম আরিফ আব্দুলাহ
উপার্জসমূহ :
মূল বেতন ৮,৫০০ ৭,৫০০ ৭,০০০
বাড়ি ভাড়া (মূল বেতনের) ৫০% ৪০% ৪০%
চিকিৎসা ভাতা (মূল বেতনের) ৫% ৫% ৫%
মহার্ঘ ভাতা (মূল বেতনের) ২৫% ২০% ১৫%
বোনাস (মূল বেতনের) ২০% ২০% ২০%
কর্তনসমূহ :
প্রভিডেন্ট ফান্ড (মূল বেতনের) ১০% ১০% ১০%
কল্যাণ তহবিল ১০০ ৭৫ ৭৫
আয়কর (মূল বেতনের) ২% ২% ২%
ক. প্রত্যেক কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপরিউক্ত তথ্য হতে বেতন বিবরণী তৈরি করো। ৪
গ. বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। ৪
১০.▶ তাবাসসুম পারফিউম লি. মজুদ বিভাগ নিæোক্ত তথ্য উপস্থাপন করেছে:
তারিখ বিবরণ একক একক প্রতি দর
টাকা
২০১৬
জুন ১ প্রারম্ভিক মজুদ ১,২০০ ৫.৫০
’’ ৩ ক্রয় ১,০০০ ৬.৬০
’’৮ইস্যু ৬০০
’’১২ইস্যু ৭০০
’’১৪কারখানা হতে ফেরত ৩০০
’’১৮ইস্যু ৯০০
’’ ২১ ক্রয় ২,১০০ ৬.৭৫
’’২৩ইস্যু ১,৬০০
’’৩০সমাপনী মজুদ ৭০০
ক. ঘাটতি অথবা উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জুন ১, ৩, ১২, ১৪ এবং ২৩ তারিখের লেনদেন অবলম্বনে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ৪
গ. জুন ১, ৩, ১৮, ২১ এবং ২৩ তারিখের লেনদেন অবলম্বনে খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। ৪
১১.▶ অর্নব লি. একটি খাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিম্নে প্রতিষ্ঠানের উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো:
উৎপাদনের পরিমাণ ৩০,০০০ একক
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৪ টাকা
স্থির ব্যয় ৬০,০০০ টাকা
এককপ্রতি বিক্রয়মূল্য ৮ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ২
খ. প্রতিষ্ঠানের নিট লাভ এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
গ. যদি পরিবর্তনশীল ব্যয় ২৫% বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দু (টাকায়) পূর্বের চেয়ে কত হ্রাস বা বৃদ্ধি পাবে। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।