HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | দিনাজপুর বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৮. দিনাজপুর বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ তাসমিয়া কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৪,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ছিল নিæরূপ
তাসমিয়া কোম্পানি লি.
রেওয়ামিল
ডেবিট ৩১ ডিসেম্বর, ২০১৫ ক্রেডিট
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৯০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০০ টাকা মূল্যের ৩,০০০ শেয়ার) ৩,০০,০০০
কলকব্জা৯০,০০০
বেতন (১০ মাস)২০,০০০
বিমা সেলামি ২০,০০০ অদাবিকৃত লভ্যাংশ ২০,০০০
চালানি কারবারে প্রেরিত পণ্য ৩,০০০ প্রদেয় হিসাব ৯৮,৮০০
কমিশন প্রাপ্তি১,২০০
প্রাপ্য হিসাব ১,৪০,০০০ ১০% ঋণপষ্ণ (১-৭-২০১৫) ৮০,০০০
পরিচালকের সম্মানী ৬,০০০ সংরপ্টিত আয় (১-১-২০১৫) ৫২,০০০
সাধারণ খরচাবলি ৪,০০০ বিক্রয় ২,৭৫,০০০
ভাড়া ৭,২০০ ক্রয় ফেরত ৫,০০০
বিজ্ঞাপন খরচ৯,৪০০
ব্যাংকে জমা৭২,৪০০
ক্রয়১,৫০,০০০
বিক্রয় ফেরত১০,০০০
আসবাবপত্র১,৮০,০০০
মজুরি২০,০০০
আমদানি শুল্ক১০,০০০
৮,৩২,০০০৮,৩২,০০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে কিন্তু উহার বাজারমূল্য ১,০০,০০০ টাকা। ২. চালানি কারবারের প্রেরিত সকল পণ্য ৫% কমিশন প্রদান সাপেক্ষে ৪,০০০ টাকা বিক্রয় করা হয়েছে। ৩. কলকব্জা ও যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করো। ৪. নিট লাভের ৫,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। ৫. অদাবিকৃত লভ্যাংশ সম্পূর্ণভাবে অবলোপন করতে হবে। ৬. শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. তাসমিয়া কোম্পানি লি.-এর চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৩৫,৪০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ মিতা কোম্পানি লি. প্রতিটি ২০ টাকা মূল্যের ২৫,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১-১-১৫)২,২০,০০০
দালানকোঠা৬,৫০,০০০
পণ্য ক্রয়৬,০০,০০০
মজুরি২,২০,০০০
বেতন১,৫০,০০০
ভাড়া (তিন চতুর্থাংশ)৩০,০০০
সুনাম২,০০,০০০
প্রাপ্য হিসাব১,৬০,০০০
বিজ্ঞাপন৩০,০০০
নগদ তহবিল১,২৩,৫০০
প্রাথমিক খরচাবলি৩০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি৩,৪০,০০০
শেয়ার মূলধন (২০ টাকা মূল্যের ২২,৫০০ শেয়ার) ৪,৫০,০০০
১০% ঋণপত্র ৩,৫০,০০০
পণ্য বিক্রয় ১৬,৫০,০০০
প্রদেয় হিসাব ৩,৫০,০০০
ক্রয় ফেরত ১০,০০০
ব্যাংক চার্জ১,৫০০
১০% বিনিয়োগ (১-৭-২০১৫)১,৫৫,০০০
শেয়ার অধিহার ১,০০,০০০
২৯,১০,০০০২৯,১০,০০০
অন্যান্য তথ্য : ১. সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। ২. ১০,০০০ টাকা মূল্যের পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচের এক-চতুর্থাংশ অবলোপন করতে হবে।। ৩. ধারে ক্রয় ২০,০০০ টাকা হিসাবভুক্ত হয় নি। ৪. যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রটি ১-৭-১৫ তারিখে সংস্থাপন করা হয়েছিল। ৫. সুনামের ৫০% অবলোপন করতে হবে। ৬. নিট লাভের ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৭. আয়কর সঞ্চিতি বাবদ ৫,০০০ টাকা রাখতে হবে।
ক. নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা ৯,৫০,০০০ টাকা ধরে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য কোম্পানির নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. কোম্পানির মোট সম্পদ এবং মোট চলতি দায়-এর পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ রাফি, রিপন এবং কাফি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে , , । ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল: রাফি ২,০০,০০০ টাকা, রিপন ১,৫০,০০০ টাকা এবং কাফি-এর ২,০০,০০০ টাকা। রাফি এবং কাফি তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে রাফি, রিপন এবং কাফি ব্যবসায় হতে যথাক্রমে ৬,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ৩,০০০ টাকা নগদ উত্তোলন করেছিলেন। রাফি ২০১৫ সালের ১ জুলাই তারিখে ২০,০০০ টাকা কারবারে ঋণস্বরূপ প্রদান করেন। রাফি এবং রিপন যৌথভাবে কাফিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, কাফি তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ৩৫,০০০ টাকা পাবেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ২,০০,০০০ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ এবং রাফির ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. রাফি এবং রিপনের মূলধন হিসাব তৈরি করো। ৪
৪.▶ শারমিন টেক্সটাইল লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। কোম্পানি উহা হতে ১০,০০০ শেয়ার ১০% অধিহারে সিয়াম মেশিনারিজ লি. কে ইস্যু করে ১৫টি টেক্সটাইল মেশিন সংগ্রহ করে। অবশিষ্ট শেয়ার হতে ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের জন্য ইস্যু করে। মোট ৩৬,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়। জনসাধারণের কাছে ইস্যুকৃত শেয়ারের ওপর অবলেখককে শেয়ার প্রতি ০.৫০ টাকা কমিশন প্রদান করা হয়।
ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৫.▶রাজাপুর যুব সংঘ-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো
রাজাপুর যুব সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১-১-১৫) ৩,৫০০ বেতন ২৪,০০০
চাঁদা: মনিহারি ৪,৫০০
২০১৪ ২,০০০ খাদ্যসামগ্রী ও পানীয় ২১,৫০০
২০১৫ ৩৫,৫০০ কর ও অভিকর ৪,০০০
২০১৬ ১,৫০০ ৩৯,০০০ আসবাবপত্র ক্রয় ২৮,০০০
উদ্বৃত্ত (৩১-১২-১৫)১৬,০০০
অনুদান প্রাপ্তি১৫,০০০
খাদঞ্ঝসামগণ্ঠী ও পানীয় বিকত্থয়৩৫,০০০
প্রবেশ ফি৫,০০০
পুরাতন খবএরর কাগজ বিকত্থয়৫০০
৯৮,০০০৯৮,০০০
২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ও দায়ের পরিমাণ নিæরূপ ছিল:
আসবাবপত্র ৩,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ৪০,০০০ টাকা এবং খাদ্যসামগ্রী ও পানীয় ৮,৫০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. বার্ষিক চাঁদার হার ১০০ টাকা করে ৪৫ জন সদস্যের নিকট হতে এ বছরের চাঁদা এখনো পাওয়া যায়নি। ২. বেতন বাবদ ৩,০০০ টাকা, খাদ্যসামগ্রী ও পানীয় বাবদ ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ৩. ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে অব্যবহৃত মনিহারি দ্রব্যাদির পরিমাণ ১,৫০০ টাকা ছিল এবং ৩১ ডিসেম্বর তারিখে অব্যবহৃত মনিহারি দ্রব্যাদি ২,৭০০ টাকায় মূল্যায়ন হয়েছে। অধিকন্তু চলতি বছরে মনিহারি দ্রব্যাদি বাবদ ২,০০০ টাকা এখনো পরিশোধ করা হয় নি। ৪. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে খাদ্যসামগ্রী ও পানীয় মজুদ ৬,৫০০ টাকায় মূল্যায়ন করা হয়। ৫. বার্ষিক কর ও অভিকরের পরিমাণ ৪,০০০ টাকা, প্রত্যেক বছর কর ও অভিকর পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়।
ক. খাদ্যসামগ্রী ও পানীয় হতে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তা নির্ণয় করো। ২
খ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. বছর শেষে ক্লাবের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
৬.▶ জুয়েল, জিকু একটি কোম্পানির দুইজন শ্রমিক। নিম্নে তাদের মজুরি সংক্রান্ত তথ্যাবলি প্রদত্ত হলো
বিবরণ জুয়েল টাকা জিকু টাকা
মূল মজুরি ১,৭৫০ ১,৮০০
মহার্ঘ ভাতা (মূল মজুরির) ১০% ১০%
বাড়িভাড়া ভাতা (মূল মজুরির) ৪০% ৪০%
যাতায়াত ভাতা ২০০ ৩০০
আপ্যায়ন ভাতা ২৫০ ২৫০
চিকিৎসা ভাতা ৩০০ ৩০০
ওভারটাইম ১০ ঘণ্টা ২০ ঘণ্টা
প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান (মূল মজুরির) ১০% ১০%
মজুরি হতে অগ্রিম কর্তন ১০০ ১০০
প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম কর্তন ৪০ ৫০
কল্যাণ তহবিলে কর্তন (মূল মজুরির) ৫% ৫%
মাসিক স্বাভাবিক কর্মঘণ্টা ২০০। ওভারটাইম হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ।
ক. ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি হার এবং ওভারটাইম মজুরি হার নির্ণয় করো। ২
খ. উপরিউক্ত তথ্যাবলি হতে নিট মজুরি নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণীর প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
৭.▶ আদিব গার্মেন্টস লি.-এর গুদামের তথ্যাবলি নিম্নে উপস্থাপন করা হলো
২০১৫
মার্চ ১ প্রারম্ভিক মজুদ ৫০০ একক, প্রতি একক ২০০ টাকা দরে।
” ৩ প্রাপ্তি ২৫০ একক, প্রতি একক ১৮০ টাকা দরে।
” ১০ কারখানায় ইস্যু ৪০০ একক।
” ১৩ কারখানায় ইস্যু ২১০ একক।
’’ ১৫ প্রাপ্তি ২৪০ একক, প্রতি একক ২২০ টাকা দরে।
’’ ১৭ কারখানা হতে ফেরত প্রাপ্তি ১৫ একক ১৩ তারিখের ইস্যু হতে।
’’ ২০ কারখানায় ইস্যু ১০০ একক।
’’ ২১ মজুদ পরীক্ষা করে ১০ একক ঘাটতি দেখা গেল।
’’ ২৫ প্রাপ্তি ৩৩০ একক, প্রতি একক ২৫০ টাকা দরে।
’’ ২৯ ২৫ তারিখে ক্রয়কৃত মালের ১০০ একক পাওনাদারকে ফেরত দেয়া হলো।
ক. নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১, ৩, ১০, ১৫, ২০ ও ২১ তারিখের লেনদেন অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১৩, ১৫, ১৭, ২০, ২৫ ও ২৯ তারিখের লেনদেন অবলম্বনে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৮.▶ মিথিলা কোম্পানি লি.-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হলো
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৫
বিবরণ টাকা মোট টাকা
সম্পদসমূহ:
শেয়ার অবহার২২,৫০০
দালানকোঠা১,২০,০০০
মজুদ পণ্য৩০,০০০
প্রাপ্য হিসাব৬৫,০০০
প্রাপ্য নোট২৫,০০০
হাতে নগদ৪০,০০০
অগ্রিম বেতন২,৫০০
৩,০৫,০০০
মালিকানা স্বত্ব ও দায়সমূহ:
শেয়ার মূলধন১,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণী৫০,০০০
অদাবিকৃত লভ্যাংশ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত৩০,০০০
১০% বন্ধকি ঋণ৩৫,০০০
প্রদেয় হিসাব৫০,০০০
প্রদেয় নোট১৫,০০০
৩,০৫,০০০
প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩০,০০০ টাকা, ক্রয় ২,২৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% লাভে পণ্য ধারে বিক্রয় করা হয়।
ক. বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৯.▶ একটি কোম্পানির হিসাব বহি হতে নিæলিখিত তথ্যাবলি পাওয়া গেল
বিবরণ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য ১০০
পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ৭৫
স্থায়ী ব্যয় ১,০০,০০০
ক. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। (টাকায় ও এককে) ২
খ. যদি বিক্রয়ের পরিমাণ ৬,০০০ একক হয় তবে মুনাফার পরিমাণ কত? ৪
গ. যদি কোম্পানি ১,০০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে কত একক বিক্রয় করতে হবে। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।