HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | ঢাকা বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১. ঢাকা বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র বিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ মৈত্রী কোম্পানি লি.-এর রেওয়ামিল নিম্নে দেয়া হলো:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
নগদ তহবিল ৭০,০০০
প্রাপ্য হিসাব ১,২০,০০০
প্রাপ্য নোট ৪০,০০০
প্রাথমিক খরচ ২০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬)৭০,০০০
বিমা সেলামি ১২,০০০
যন্ত্রপাতি ২,৭২,০০০
প্রদেয় হিসাব ৬০,০০০
প্রদেয় নোট ২৫,০০০
১০% ঋণপত্র (১-৭-২০১৬) ১,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৬) ৩০,০০০
বিক্রয় ৩,৫০,০০০
বকেয়া বেতন ৪,০০০
বেতন৪০,০০০
ভাড়া ২৪,০০০
অনাদায়ী পাওনা ৬,০০০
প্রদত্ত লভ্যাংশ ১৫,০০০
বিক্রীত পণ্যের ব্যয়২,০০,০০০
৮,৮৯,০০০৮,৮৯,০০০
অতিরিক্ত তথ্য: ১. ঋণপত্রের সুদ অপ্রদত্ত রয়েছে। ২. প্রাথমিক খরচের ২৫% অবলোপন করতে হবে। ৩. প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। ৪. শেয়ার মূলধনের ৫% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. নিট লাভের ১০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থান্তর করো।
ক. মৈত্রী লিমিটেড-এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে চলতি দায়ের পরিমাণ নিরূপণ করো। ২
খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের মৈত্রী লিমিটেড-এর বইতে বহু ধাপবিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. মৈত্রী লিমিটেড-এর বইতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
২.▶ হৃদি লিমিটেড-এর রেওয়ামিল নিæরূপ:
হৃদি এন্ড কোং লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
ব্যাংক জমা ৬০,৮০০
প্রাপ্য হিসাব ৪৪,৫০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ২০,০০০
দালানকোঠা ৪৫,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৬০,০০০
প্রাথমিক খরচ ২,৬০০
প্রদেয় হিসাব ১২,০০০
৫% ঋণ (১-৭-২০১৬) ৫০,০০০
শেয়ার মূলধন (প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের) ১,৫০,০০০
সাধারণ সঞ্চিতি ১০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৬) ১০,৮০০
বিক্রয় ১,২৫,০০০
শেয়ার হস্তান্তর ফি ২০০
ক্রয় ৬০,০০০
মজুরি ও বেতন ১৫,০০০
ভাড়া ৯,৩০০
মজুদ মাল ১৭,০০০
বিমা সেলামি ৭,৮০০
আয়কর ৬,০০০
লভ্যাংশ প্রদান ১০,০০০
৩,৫৮,০০০৩,৫৮,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৪০,০০০ টাকা, যার বাজারমূল্য ৩২,০০০ টাকা। ২. ৫,০০০ টাকার ক্রয় ‘ক্রয় বইতে’ লেখা হয়নি। ৩. বকেয়া মজুরি ও বেতনের পরিমাণ ১,৫০০ টাকা। ৪. দালানকোঠা ও যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৫. আয়কর সঞ্চিতি হিসাবে ৫,০০০ টাকার ব্যবস্থা রাখতে হবে। ৬. শেয়ার প্রতি ২ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. হৃদি লিমিটেড-এর ২০১৬ সালের বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. চলতি বছর কোম্পানির কর পরবর্তী নিট লাভের পরিমাণ ২২,৮৫০ টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. হৃদি লিমিটেড-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে শ্রেণিবদ্ধ উদ্বর্তপত্র তৈরি করো। ৪
খ বিভাগ
৩.▶ মিরসরাই সমতা সংঘ-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেয়া হলে:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ তহবিল ১,৫০০ বেতন ও সম্মানি ২৫,০০০
চাঁদা ২০১৫ ১,০০০ ১০% বিনিয়োগ (১-৪-২০১৬) ২৫,০০০
২০১৬৮৪,০০০ছাপা ও মনিহারি ৬,৭৪০
২০১৭২,৭০০খেলাধুলার সরঞ্জাম ক্রয় ১০,০০০
প্রবেশ ফি ৩,২৫০ মেরামত ও নবায়ন খরচ ৭,৫৩০
ছাত্রবৃত্তি প্রদান ১২,৫০০
সমাপনী নগদ তহবিল ও বঞ্ঝাংক জমা ৫,৬৮০
৯২,৪৫০৯২,৪৫০
সমন্বয় ও অন্যান্য তথ্য: ১. ছাপা ও মনিহারি খরচ ৪,০০০ টাকা বিগত বছরের এবং চলতি বছরের ছাপা ববদ ২,৫০০ টাকা এখনও বকেয়া রয়েছে। ২. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৮৫০ জন, প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০০ টাকা।
ক. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মিরসরাই সমতা সংঘের ২০১৬ সালের আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. উক্ত সংঘের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
৪.▶ রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের তিন জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে ৫৭,০০০, ৪৫,০০০ ও ৩৭,০০০ টাকা। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ দেয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। রহিমার ৭,২০০ টাকা বেতন বাদ দেয়ার পর ২০১৬ সালের ব্যবসায়ের মুনাফা হয় ৫৪,০০০ টাকা। ঐ বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে ১৬,২০০ টাকা, ৭,২০০ টাকা ও ৪,৮০০ টাকা। অংশীদারগণ মুনাফা বণ্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন ১,৪৪,০০০ টাকায় রাখতে সম্মত হয়।
ক. রহিমা, ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় করো। ২
খ. মূলধনের সুদের প্রভাব দেখিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে লাভ-লোকসান সমন্বয় হিসাব তৈরি করো। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রহিমা ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ রূপালী লিমিটেড-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে আয় বিবরণী নিæরূপ:
আয় বিবরণী
বিস্তারিত টাকা টাকা
সেবা আয় ৮,৪০,০০০
পরিচালন ব্যয় ৬,৮৪,০০০
সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি ২৬,০০০ ৭,১০,০০০
করপূর্ব নিট লাভ ১,৩০,০০০
আয়কর ৪০,০০০
কর পরবর্তী নিট লাভ ৯০,০০০
রূপালী লি.-এর উদ্বর্তপত্র হতে নিæোক্ত তুলনামূলক চিত্র পাওয়া যায়:
২০১৫ (টাকা)২০১৬ (টাকা)
প্রাপ্য হিসাব ৩৭,০০০ ৫৪,০০০
প্রদেয় খরচ ৪১,০০০ ৩১,০০০
প্রদেয় আয়কর ৪,০০০ ৮,৫০০
পরিচালন খরচের মধ্যে ৬০,০০০ টাকা অবচয় অন্তর্ভুক্ত আছে, বিক্রীত সরঞ্জামের পুস্তকমূল্য ৩২,০০০ টাকা।
ক. বিক্রীত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের পরিচালন খরচ ও আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. রূপালী লি.-এর ২০১৬ সালে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যক্রম অংশটি প্রস্তুত করো। ৪
৬.▶ স্বাতী লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১০,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় যা ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির পরিচালনা পর্ষদ সকল শেয়ার ১০% অধিহারে আই.পি.ও আহŸান করে। ইস্যুকৃত সকল শেয়ারের আবেদন পাওয়া যায় এবং সকল শেয়ার যথারীতি বণ্টিত হয়। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় আইনগত সেবা প্রদানের জন্য এটর্নিকে ফি বাবদ ২,০০,০০০ টাকা পরিশোধ করা হয় এবং শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংককে শেয়ারপ্রতি ০.৫০ টাকা কমিশন প্রদান করা হয়।
ক. কোম্পানির শেয়ার অধিহার এবং ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. স্বাতী লিমিটেডের বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. কোম্পানির বইতে স্থিতিপত্র তৈরি করো। ৪
৭.▶ সজল ব্রাদার্সের নিæোক্ত উদ্বর্তপত্র ও সংযুক্ত তথ্য দেওয়া হলো:
উদ্বর্তপত্র
৩১ ডিসেম্বর, ২০১৬
দায় ও মালিকানা টাকা সম্পত্তিসমূহ টাকা
সাধারণ শেয়ার মূলধন ৬,০০,০০০ স্থায়ী সম্পদ ৬,০০,০০০
অগ্রাধিকার শেয়ার মূলধন ২,০০,০০০ দেনাদার ২,০০,০০০
সাধারণ সঞ্চিতি ১,০০,০০০ ব্যাংক জমা ৩,২০,০০০
প্রতিপূরক তহবিল ৫০,০০০ মজুদ পণ্য ১,৮০,০০০
১০% ঋণপত্র ৫০,০০০
১২% বন্ধকি ঋণ ১,০০,০০০
পাওনাদার ১,৮০,০০০
আয়কর সঞ্চিতি ২০,০০০
১৩,০০,০০০১৩,০০,০০০
অন্যান্য তথ্য :
টাকা
নিট লাভ ৩,৩০,০০০
বিক্রয় ১২,০০,০০০
বিক্রয় ফেরত ৮০,০০০
বিক্রয় বাট্টা ২০,০০০
ক. কোম্পানির বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। ২
খ. সজল ব্রাদার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধন আবর্তন হার নির্ণয় করো। ৪
৮.▶ জননী লিমিটেড ২০১৬ সালের ১ জানুয়ারি হতে উৎপাদন শুরু করেছিল। ৩১ জানুয়ারি তারিখে কোম্পানির হিসাব বই হতে নিম্নের তথ্য গ্রহণ করা হলো:
টাকা
মোট উৎপাদন ব্যয় (কারখানা ব্যয়) ২৭,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৭,০০,০০০
পণ্য বিক্রয় ২৬,৭০,০০০
প্রশাসনিক উপরি ব্যয় ২,০০,০০০
বিক্রয় ও বণ্টন উপরি ব্যয় ১,১৩,০০০
আংশিক উৎপাদিত পণ্য (৩১-১-২০১৬) ১,৫০,০০০
উৎপাদিত পণ্যের মজুদ (৩১-১-২০১৬) ২,২০,০০০
প্রত্যক্ষ মজুরির ১২০% কারখানার উপরিব্যয় হিসাবে ধরতে হবে।
ক. জননী লিমিটেড-এর বাণিজ্যিক খরচের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির জানুয়ারি মাসে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় নির্ধারণ করো। ৪
গ. কোম্পানির জানুয়ারি মাসের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ জেমিসন কোং ব্যবসায় শুরুর প্রথম মাসে ধারে ১০০ একক পণ্য ৬০ টাকা দরে, এরপর ২০০ একক পণ্য ৭০ টাকা দরে এবং ১৫০ একক পণ্য ৮০ টাকা দরে ক্রয় করে। মাস শেষে ১৮০ একক পণ্য অবিক্রীত থাকে। কোম্পানির কালান্তিক পদ্ধতিতে খওঋঙ ঈড়ংঃরহম অনুসরণ করো।
ক. মাস শেষে জেমিসন কোম্পানির বইতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো ২
খ. জেমিসনের বইতে ক্রয়সংক্রান্ত সাধারণ জাবেদা ও সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও। ৪
গ. কোম্পানির প্রথম মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ও বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
১০.▶ অটবি কোম্পানি কাঠের বুক সেল্ফ প্রস্তুত করে। কোম্পানি বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য পণ্য উৎপাদন করলেও ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। ২০১৬ সালে স্থানীয় বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানি ৫০% কার্যমাত্রায় ২,০০০টি বুক সেল্ফ তৈরি করে। ২০১৬ সালের উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ নিæরূপ:
ক্রমিক নং লেনদেন টাকা
১. কাঠ ও গ্লাস সিট এককপ্রতি ২১৫
২. সাধারণ অফিস খরচ (স্থির) ১,১০,০০০
৩. কারখানা তত্ত¡াবধায়কের বেতন ৭০,০০০
৪. বিক্রয়কর্মীর বেতন ৬০,০০০
৫. অবচয় কারখানা দালান (স্থির) ৮০,০০০
৬. অফিস সাপ্লাইজ খরচ (স্থির) ২,০০০
৭. কারখানার পরোক্ষ কাঁচামাল এককপ্রতি ২৫
৮. কারখানার মজুরি (কাটিং ও সংযোজন) এককপ্রতি ৪৫
৯. বিক্রয়কর্মীর কমিশন এককপ্রতি ৫
১০. কারখানা উপযোগ খরচ (স্থির) ১০,০০০
ক. অটবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় করো। ৪
গ. ২০১৭ সালের সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন বারলে অনুমিত মোট ব্যয় নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১.▶ কর্ণফুলী লি. ২০১৬ সালে ২,৭০০ একক সেম্পু বিক্রয় করে এবং প্রতি একক সেম্পুর গড় বিক্রয়মূল্য ৩০ টাকা, সংশ্লিষ্ট বছরে স্থায়ী খরচ ১৮,০০০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হার বিক্রয়ের ৭০%।
ক. কর্ণফুলী লি.-এর এককপ্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো। ২
খ. কোম্পানির সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করো। ৪
সমাধান ও উত্তর: মেইড ইজি উত্তরপত্র বইয়ের ৩৯২ পৃষ্ঠার ১ নং দ্রষ্টব্য।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।