HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | ঢাকা বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
২. ঢাকা বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র বিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ স্টার লিমিটেড-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্ততকৃত রেওয়ামিল নিæরূপ
স্টার লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মজুদ পণ্য
(০১-০১-১৫) ১৮,০০০ শেয়ার মূলধন
(প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ার) ১,০০,০০০
পণ্য ক্রয়৬০,০০০
আন্তঃফেরত ১০,০০০ শেয়ার অধিহার ১০,০০০
মজুরি ৬,০০০ পণ্য বিক্রয় ১,২০,০০০
বেতন ১২,০০০ প্রদেয় হিসাব ১২,০০০
বিজ্ঞাপন ১৪,০০০ সাধারণ সঞ্চিতি ১০,০০০
আয়কর ৪,০০০ বহিঃফেরত ৫,০০০
ব্যাংকে জমা১২,০০০
প্রাপ্য হিসাব২০,০০০
বিনিয়োগ২০,০০০
আসবাবপত্র৫,০০০
যন্ত্রপাতি৫০,০০০
ইজারা সম্পদ
(১০ বছরের জন্য)২০,০০০
সুনাম৬,০০০
২,৫৭,০০০২,৫৭,০০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য ৩২,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার বাজারমূল্য ৪০,০০০ টাকা। ২. বিনামূল্যে ২,০০০ টাকা মূল্যের পণ্য বিতরণ করা হয় যা হিসাব বইতে লেখা হয় নি। মোট বিজ্ঞাপন খরচ চারটি হিসাব বছরে অবলোপন করতে হবে। ৩. মজুরি বকেয়া রয়েছে ৪,০০০ টাকা। ৪. সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করতে হবে। ৫. যন্ত্রপাতির ওপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির মোট মুনাফা ৬১,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। ৪
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ মুন কোম্পানি লি.-এর বই হতে নিæবর্ণিত রেওয়ামিলটি নেয়া হয়েছে
মুন কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
সুনাম ১,২০,০০০ শেয়ার মূলধন ৩,০০,০০০
ভ‚মি ও দালান১,৫০,০০০(প্রতি শেয়ার ১০
কলকব্জা১,৬০,০০০টাকা হিসাবে)
প্রাপ্য হিসাব ৭৫,০০০ ১০% ঋণপষ্ণ (০১-০৪-১৫) ৬০,০০০
ব্যাংক জমার উদ্বৃত্ত ৬০,০০০ সঞ্চিতি তহবিল ৫০,০০০
আয়কর ১০,০০০ সংরপ্টিত আয় (০১-০৪-১৫) ২০,০০০
অ¯¦বট্টতীট্টকালীন লভঞ্ঝাংশ ৫,০০০ প্রদেয় হিসাব ৫০,০০০
আন্তঃফেরত ১০,০০০ বিক্রয় ৩,৮৬,০০০
ক্রয়২,২৫,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য২৬,০০০
পরিচালন ব্যয়২৫,০০০
৮,৬৬,০০০৮,৬৬,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। ২. অলিখিত বিক্রয় ৪,০০০ টাকা এবং মুনাফাবিহীন বিক্রয় ১৬,০০০ টাকা। ৩. নিট লাভের ১৪,৫০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার মূলধনের ১০% চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. নিট মুনাফার ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর করতে হবে।
ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১,৭৪,৫০০ টাকা নিট মুনাফা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা স্বত্ব পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো। (গণনাসহ) ৪
খ বিভাগ
৩.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত মোহনা ক্লাব-এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো:
প্রাপ্তি ও প্রদান হিসাব
ডেবিট ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (০১-০১-১৫) ২০,০০০ বেতন ১০,০০০
চাঁদা: ভাড়া ৮,৫০০
২০১৪ ২,০০০ আসবাবপত্র ক্রয় ২,০০০
২০১৫ ২৮,৫০০ মনিহারি ৬,৫০০
২০১৬ ১,৫০০ ৩২,০০০ উদ্বৃত্ত (৩১-১২-১৫) ৪২,০০০
লকার ভাড়া২,০০০
অনুদান১৫,০০০
৬৯,০০০৬৯,০০০
২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ নিæরূপ ছিল:
খেলাধুলার সরঞ্জাম ৪০,০০০ টাকা, আসবাবপত্র ৪৮,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৩০০ জন। বার্ষিক চাঁদার হার জন প্রতি ১০০ টাকা। ২. লকার ভাড়া ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ৩. প্রাপ্ত অনুদানের ২/৩ অংশ দিয়ে একটি দরিদ্র তহবিল এবং অবশিষ্ট অংশ মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে। ৪. খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্রের (সমাপনী জের) ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৪.▶ হাবিব ও হাসিব ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। তাদের কারবারের মোট মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যার ভাগ হাবিব এবং ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ছাড়াও হাবিব কারবারে ১,০০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতি মাসে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে ৮,০০০ ও ৫,০০০ টাকা করে উত্তোলন করে। এছাড়াও হাসিব ১,২০০ টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয় নি। তবে পণ্য উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য মুনাফা ২,৩৮,১৭৫ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫.▶ নদী লি.-এর আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো:
বিবরণ ২০১৫ (টাকা) ২০১৪ (টাকা)
সম্পদসমূহ
নগদ ১৫,০০০ ১০,০০০
অন্যান্য চলতি সম্পদ ৯০,০০০ ৬৩,০০০
বিনিয়োগ (দীর্ঘমেয়াদি) ১০,০০০ ৫৩,০০০
কলকব্জা ৩,৩৫,০০০ ২,১৫,০০০
পুঞ্জীভ‚ত অবচয় − কলকব্জা (২০,০০০) (৪০,০০০)
মোট ৪,৩০,০০০ ৩,০১,০০০
দায়সমূহ ও মালিকানা স্বত্ব
চলতি দায় ৪৫,০০০ ২৭,০০০
দীর্ঘমেয়াদি ঋণ৭৫,০০০
সাধারণ শেয়ার ২,৫৪,০০০ ২,৫৪,০০০
সংরক্ষিত আয় ৫৬,০০০ ২০,০০০
মোট ৪,৩০,০০০ ৩,০১,০০০
অন্যান্য তথ্য : ১. ২০১৫ সালের নিট মুনাফা ৩৬,০০০ টাকা। ২. কলকব্জা বিক্রয় ৮,০০০ টাকা, যার ক্রয়মূল্য ও পুঞ্জীভ‚ত অবচয় ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪৮,০০০ টাকা। ৩. চলতি বছরের কলকব্জার অবচয় ২৮,০০০ টাকা। ৪. নগদে কলকব্জা ক্রয় ১,৮০,০০০ টাকা।
ক. কলকব্জা বিক্রয়জনিত লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
৬.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্কয়ার ইন্ডাস্ট্রিজের একটি দ্রব্যের নিæলিখিত ব্যয়ের তথ্য প্রদত্ত হলো
বিবরণ টাকা
কাঁচামাল ক্রয় ৫০,০০০
উৎপাদন মজুরি ৬০,০০০
কারখানা উপরিব্যয় (উৎপাদন মজুরির ৬০%)
মজুদ পণ্য (১ জানুয়ারি ২০১৫) :
কাঁচামাল ২০,০০০
উৎপাদিত দ্রব্য ২,০০০ কেজি ৮,০০০
মজুদ পণ্য (৩১ ডিসেম্বর ২০১৫):
কাঁচামাল ১০,০০০
উৎপাদিত দ্রব্য ৫,০০০ কেজি ?
আংশিক উৎপাদিত দ্রব্য:
১ জানুয়ারি, ২০১৫ ৪,০০০
৩১ ডিসেম্বর ২০১৫ ১০,০০০
অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ৭,৫০০
বিক্রয় ১,৮০,০০০
বিক্রয় খরচ কেজি প্রতি ০.৪০ টাকা। ২০১৫ সালে ২৮,০০০ কেজি দ্রব্য উৎপাদিত হয়।
ক. তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উৎপাদিত দ্রব্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. একটি আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৭.▶ ওয়াই লি. একক পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। কোম্পানির কোনো এক মাসের বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
বিবরণ মোট টাকা
বিক্রয় (১৫,০০০ একক) ৪,৫০,০০০
বাদ: পরিবর্তনশীল ব্যয় ১,৮০,০০০
কন্ট্রিবিউশন মার্জিন ২,৭০,০০০
বাদ: স্থায়ী ব্যয় ২,১৬,০০০
নিট মুনাফা ৫৪,০০০
ক. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এবং প্রত্যাশিত মুনাফা ৮৪,০০০ টাকা অর্জন করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে তা নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিন্দু (টাকায়) এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ সুমি ও মিমি একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাদের আর্থিক বিবরণী নিæরূপ ছিল
লাভ-লোকসান বিবরণী
বিবরণ সুমি টাকা মিমি টাকা
বিক্রয় (৭৫% নগদে) ৯,০০,০০০ ৩,০০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় ৭,০০,০০০ ২,২০,০০০
মোট লাভ ২,০০,০০০ ৮০,০০০
খরচ ১,২০,০০০ ৪০,০০০
নিট লাভ ৮০,০০০ ৪০,০০০
২০১৫ সালে সুমি ও মিমি-এর ব্যবসায়ের গড় মজুদ পণ্যের ক্রয়মূল্য ছিল যথাক্রমে ৭০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।
ক. ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন হার নির্ণয় করো এবং মন্তব্য করো কে অধিক লাভজনক ব্যবসায় করে? ৪
৯.▶ ২০১৫ সালের জানুয়ারি মাসের নিম্নের তথ্যগুলো জনতা ট্রেডার্সের হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে
২০১৫
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ কেজি ১০ টাকা দরে
” ৫ ক্রয় ৫০০ কেজি ১২ টাকা দরে
” ১০ ইস্যু ৭০০ কেজি
” ২০ ক্রয় ৪০০ কেজি ১৩ টাকা দরে
’’ ২৭ ইস্যু ৬০০ কেজি
’’ ৩০ পরিবহনে বিনষ্ট ২০ কেজি (২০ তারিখে ক্রয়কৃত)
ক. ২০১৫ সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কত (কেজি ও টাকায়)? ২
খ. আগে আসলে আগে যাবে (ঋওঋঙ) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।