HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | কুমিল্লা বোর্ড-২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১০. কুমিল্লা বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ বাবর কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা যাহা প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের রেওয়ামিল নিæরূপ:
বাবর কোম্পানি লি.
রেওয়ামিল
ডে. ডিসেম্বর ৩১, ২০১৬ ক্রে.
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মজুদ পণ্য (১-১-১৬) ১,৩০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি শেয়ার ১০ টাকা করে ৪০,০০০ শেয়ার) ৪,০০,০০০
মজুরি ২০,০০০
ক্রয় ১,৫০,০০০
বিক্রয় পরিবহন ১৫,০০০ লভঞ্ঝাশ সমতাকরণ তহবিল ১৫,০০০
জাহাজ ভাড়া ২০,০০০ বিক্রয় ২,৭০,০০০
বেতন ১৫,০০০ প্রদেয় হিসাব ১০,০০০
মনিহারি ১৫,০০০ আয়কর সঞ্চিতি ১০,০০০
দফতর খরচ ১০,০০০ শিক্ষানবিশ সেলামি ২০,০০০
আসবাবপত্র ৫০,০০০ সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত (৩১-১২-১৫) ১০,০০০
যন্ত্রপাতি ৭০,০০০
আয়কর ২৫,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ২৫,০০০
রপ্তানি শুল্ক ১০,০০০
মটর গাড়ি ১,০০,০০০
প্রাপ্য বিল ৮০,০০০
৭,৩৫,০০০৭,৩৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের বাজারমূল্য ৯০,০০০ টাকা হলেও এর ক্রয়মূল্য ছিল ১,১০,০০০ টাকা। ২. প্রতি মাসে বেতন প্রদানের পরিমাণ ১০,০০০ টাকা। ৩. অগ্রিম প্রদত্ত মুজরির পরিমাণ ৫,০০০ টাকা। ৪. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ১০,০০০ টাকার পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিন্তু উহা বিক্রয় হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঐ পণ্যের ক্রয়মূল্য ছিল ৮,০০০ টাকা। ৫. প্রদেয় হিসাবের উপর ৫% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ ৪৩,০০০ টাকা ধরে আয় বিবরণী তৈরি করো। ৪
গ. বাবর কোম্পানি লি.-এর সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
২.▶ লালন শাহ কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিæরূপ:
ডেবিট ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি শেয়ার ১০ টাকা করে) ৮০,০০০
মজুরি ১০,০০০
আসবাবপত্র ৫০,০০০ বিক্রয় (১৫% ভ্যাটসহ) ৩,৪৫,০০০
যন্ত্রপাতি ৬০,০০০ ৬% ঋণপত্র ১,০০,০০০
বেতন ৪০,০০০ সংরক্ষিত আয় ৬,০০০
সুনাম ৩০,০০০হিসাবের উদ্বৃত্ত (১-১-১৬)
ভাড়া ২৫,০০০ সাধারণ সঞ্চিতি ২০,০০০
ঋণের সুদ ৬,০০০
ক্রয় (১৫% ভ্যাটসহ) ২,৩০,০০০
প্রাপ্য হিসাব ৫৫,০০০
নগদ তহবিল ৫,০০০
আয়কর ২০,০০০
৫,৫১,০০০৫,৫১,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকায় মূল্যায়ন করা হলেও তার বাজার দর ১,৪০,০০০ টাকা। ২. প্রাপ হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৫% সঞ্চিতি কাটতে হবে। ৩. মজুরি ৩,০০০ টাকা বকেয়া আছে পক্ষান্তরে ভাড়া ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ৪. আসবাবপত্রের ও যন্ত্রপাতির উপর যথাক্রমে ১০% ও ৮% অবচয় ধরতে হবে। ৫. সাধারণ সঞ্চিতি ২৫,০০০ টাকয় উন্নীত করতে হবে।
ক. ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাট গণনাপূর্বক তাদের পার্থক্য নির্ণয় করো। ২
খ. মোট লাভ নির্ণয় করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো যখন সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত ৯৪,৭০০ টাকা। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তরুণ সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
তরুণ সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
ডিসেম্বর ৩১, ২০১৬
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১-১-১৬) ২০,০০০ মজুরি ৬,০০০
প্রবেশ ফি ১২,৫০০ বেতন ৮,০০০
চাঁদা ২০,০০০ ভাড়া ৩,০০০
আপ্যায়ন থেকে মুনাফা ১,০০০ মেরামত ২,০০০
খবরের কাগজ বিক্রয় ৩,৫০০ বিবিধ খরচ ১,০০০
বিনিয়োগের সুদ ১,০০০ আসবাবপত্র ২০,০০০
উদ্বৃত্ত (৩১-১২-১৬) ১৮,০০০
৫৮,০০০৫৮,০০০
২০১৬ সালের ১ জানুয়ারি সংঘের সম্পদ ছিল:
বিনিয়োগ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা, খেলার সরঞ্জাম ২০,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. প্রাপ্ত চাঁদার ২৫% বিগত বছরের এবং ২৫% পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা এখনও ১০,০০০ টাকা অনাদায়ী আছে। ২. প্রারম্ভিক আসবাবপত্রের উপর ১০% অবচয় এবং বিনিয়োগের উপর ১০% সুদ ধরতে হবে। ৩. প্রবেশ ফি এর ১০,০০০ টাকা পর্যন্ত মূলধন জাতীয় এবং অবশিষ্ট ২,৫০০ টাকা মুনাফা জাতীয় আয় বলে গণ্য করতে হবে।
ক. চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. কারবারের ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয় নির্ণয় করো। ৪
৪.▶ অ এবং ই একটি অংশীদারি কারবারের দুইজন সমান অংশীদার। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখ তারা যথাক্রমে ৮০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা মূলধন হিসেবে আনয়ন করে কারবার শুরু করেন। চুক্তির শর্তানুযায়ী তারা কারবার থেকে ৫% হারে মূলধনের সুদ পাবেন। সারা বছর ধরে তারা প্রত্যেকে কারবার থেকে ২,০০০ টাকা করে নগদ টাকা উত্তোলন করেছেন। এছাড়া অ কারবার থেকে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। নগদ উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। কিন্তু পণ্য উত্তোলনের উপর কোন সুদ ধার্য হবে না। অ, ই কে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে বেতন ছাড়াও ই বার্ষিক মুনাফা বাবদ ২০,০০০ টাকার কম পাবে না। কোনো সমন্বয় সাধন করার পূর্বে বছর শেষে কারবারের মুনাফা দাঁড়ায় ৭৬,৩০০ টাকা।
ক. অ ও ই এর উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫.▶ আজাদ লি.-এর ২০১৬ সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ ও চলতি দায় নিæরূপ:
২০১৬ টাকা২০১৫ টাকা
প্রাপ্য হিসাব ৬৩,০০০ ৭০,০০০
মজুদ পণ্য ৭২,০০০ ৬৯,০০০
প্রদেয় হিসাব ৫৫,০০০ ৫৩,০০০
বকেয়া খরচ ৫,০০০ ৮,০০০
অন্যান্য তথ্য : ১. ২০১৬ সালের নিট আয় ২০,০০০ টাকা। ২. একটি পুরাতন আসবাবপত্র ২৫,০০০ টাকা বিক্রয় করা হয় যার ক্রয়মূল্য ছিল ৩২,০০০ টাকা এবং অবচয় ৩,০০০ টাকা। ৩. পুরাতন যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ ২,০০০ টাকা। ৪. ২০১৬ সালের স্থায়ী সম্পত্তির অবচয় খরচ ছিল ১৩,০০০ টাকা। ৫. সুনাম অবলোপন ৫,০০০ টাকা।
ক. পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। ২
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৬.▶ অহিদুল কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ৫০,০০০ শেয়ার বিভক্ত সর্বমোট ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার প্রতিটি ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ৩৫,০০০ শেয়ারের আবেদন পেল। ৩০,০০০ শেয়ার যথারীতি আবণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।
ক. শেয়ার অধিহারের টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার একটি বিবরণী তৈরি করো। ৪
৭.▶ বুলবুল কোম্পানি লি.-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্য নিæরূপ:
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ৫,০০,০০০ মজুদ পণ্য ১,০০,০০০
সাধরণ সঞ্চিতি ৩,০০,০০০ আসবাবপত্র ৫০,০০০
প্রদেয় হিসাব ১,০০,০০০ যন্ত্রপাতি ১,৫০,০০০
৫% ঋণপত্র ২,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ৪,০০,০০০
বকেয়া খরচ ৫০,০০০ প্রাপ্য হিসাব ২,১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০ প্রাপ্য বিল ১,৯০,০০০
নগদ তহবিল ১,০০,০০০
১২,০০,০০০১২,০০,০০০
অন্যান্য তথ্য : প্রারম্ভিক মজুদ পণ্য ৩,০০,০০০ টাকা, ধারে ক্রয় ৫,০০,০০০ টাকা, ধারে বিক্রয় ৮,০০,০০০ টাকা, মোট লাভ ৩,০০,০০০ টাকা,কর বাদ নিট লাভ ১,৮০,০০০ টাকা।
ক. মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। ৪
গ. দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ একটি কারখানায় ৪ জন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিæরূপ:
স্বাভাবিক মজুরি ঘণ্টাপ্রতি ১০ টাকা হারে।
ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে।
মহার্ঘভাতা স্বাভাবিক মজরির ১০%
বাড়িভাড়া ভাতা স্বাভাবিক মজুরির ৪০%
যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির ১০%
ভবিষ্যৎ তহবিলে তারা জমা দেয় ১০%
২০১৬ সালের ফেব্র“য়ারি মাসে শ্রমিকগণ নিæোক্ত হারে কাজ করেন:
শ্রমিকের নাম স্বাভাবিক কার্যঘণ্টা ওভারটাইম কার্যঘণ্টা
অ ৪৮ ১০
ই ৪৮ ১২
ঈ ৪৮ ১৪
উ ৪৮ ১৬
ক. শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করো। ২
খ. ফেব্র“য়ারি ২০১৬ মাসে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. ফেব্র“য়ারি ২০১৬ মাসে শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। ৪
৯.▶ সৌরভ লি.-এর কারখানার একটি গুদামে ২০১৬ সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিæরূপ:
তারিখ বিবরণ একক হার (টাকা)
জুন ১ প্রারম্ভিক জের ১,৫০০ ১০
’’ ২ ক্রয় ৭৫০ ৯
’’১০ইস্যু ১,০৫০
’’ ১৫ ক্রয় ৪৫০ ৮
’’২০ইস্যু ১,২০০
’’৩০ইস্যু ৪৫০
ক. মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ভার প্রদত্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১০.▶ রহমান কোম্পানি লি.-এর ২০১৬ সালের তথ্য নিæরূপ:
বিবরণ টাকা
কাঁচামাল ক্রয় ১০,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৪,৮০,০০০
কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৮০%
প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের ১০%
বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয় বিক্রয়ের ১৫%
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ একক
তৈরি পণ্যের সমাপনী মজুদ ১০,০০০ একক
বিক্রয় ৭৫,০০০ একক ২২,০০,০০০
ক. উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো। ২
খ. তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। ৪
গ. নিট মুনাফা নির্ণয় করো। ৪
১১.▶ মাসকুরা কোম্পানি লি.-এর ২০১৫ সালের জুলাই মাসের তথ্য নিæরূপ:
বিক্রয় ৪,৮০,০০০ টাকা
নিরাপত্তা মার্জিন অনুপাত ৩৩১/৩%
কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০%
ক. সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। ২
খ. নিরাপত্তা মার্জিন টাকায় নির্ণয় করো। ৪
গ. ২০১৫ সালের জুলাই মাসের মুনাফা নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।