HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | সিলেট বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সিলেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সিলেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫২. সিলেট বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. কপিরাইট আইন দ্বারা ব্যক্তির কী রক্ষা করা সম্ভব হয়?
ক. গল্প, নাটক, প্রবন্ধ
খ. ব্যাংকে গচ্ছিত অর্থ
গ. সুনাম
ঘ. প্রভাব প্রতিপত্তি
২. একমালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত উদ্যোগ নেয় কে?
ক. সরকার
খ. উদ্যোক্তা
গ. ব্যবস্থাপক.
ঘ. অবলেখক
৩. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে মূলত যে সমস্যাটি লক্ষণীয় তা হলো
I. বাজার ব্যবস্থা
II. রাজনৈতিক
III. অবকাঠামোগত
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
৪. হক সাহেব ঢ লি. কোম্পানির প্রতিটি এক হাজার টাকা দামের পাঁচটি শেয়ার ক্রয় করেন। ঢ লি. কোম্পানিতে হক সাহেবের দায় কতটুকু?
ক. ১,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ৫০,০০০ টাকা
৫. ইঝঞও কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
ক. অর্থ
খ. শিল্প
গ. বাণিজ্য
ঘ. স্বরাষ্ট্র
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
মি. জামান একজন ব্যবসায়ী। তিনি বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারখানার বর্জ্য সংরক্ষণ করেন এবং সার উৎপাদনে ব্যবহার করে বেশ লাভবান হন।
৬. মি. জামান কর্তৃক যেসব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে
I. পরিবেশ দূষণরোধ
II. উৎপাদন বৃদ্ধি
III. মুনাফা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
৭. মি. জামান পরিবেশের কোন উপাদানটি সংরক্ষণ করেছেন?
ক. বায়ু খ. পানি
গ. মাটি ঘ. শব্দ
৮. সমবায় সমিতির মূলমন্ত্র হলো
I. একতাই বল
II. মুনাফা অর্জন
III. সম্মিলিত প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
৯. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো
I. লন্ড্রি
II. সেলুন
III. কাপড়ের দোকান
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
১০. কোম্পানির সংবিধান কোনটি?
ক. বিবরণপত্র
খ. পরিমেলবন্ধ
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. নিবন্ধনপত্র
উদ্দীপকটি পড়ো এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাজারে কাপড়ের চাহিদা বৃদ্ধি পেতে পারে। এজন্য মি. রহমান দোকানে চাহিদামতো কাপড় ক্রয় করে রাখে। যথাসময়ে বিক্রি করে কাক্সিক্ষত মুনাফা অর্জন করল।
১১. উদ্দীপকে মি. রহমানের মধ্যে কোন গুণটির প্রভাব অধিক পরিলক্ষিত হয়েছে?
ক. সুযোগের সদ্ব্যবহার
খ. ঝুঁকি গ্রহণ
গ. উদ্ভাবনী
ঘ. শিক্ষা
১২. শিল্প কী সৃষ্টি করে?
ক. উপযোগ. খ. শ্রমিক সংঘ
গ. মালিকানা ঘ. দায়িত্ববোধ
১৩. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক. মূলধন
খ. জনশক্তি
গ. মূল্যবোধ
ঘ. সুনাম
বি. দ্র. * ১৩। সঠিক উত্তর: ভ‚মি, জলবায়ু।
১৪. ক্রয়-বিক্রয় কোন ধরনের বাধা দূর করে?
ক. স্বত্বগত খ. প্রচারগত
গ. অর্থগত ঘ. রূপগত
১৫. ইঁংরহবংং শব্দ দ্বারা নিচের কোনটি বোঝায়?
ক. ব্যস্ত থাকা
খ. কাজে থাকা
গ. ঝামেলায় থাকা
ঘ. উৎপাদনে থাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
পদ্মাপাড়ের জেলেদের নিয়ে তাদের আর্থিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করা হলো। সমিতিটির নিয়ম অনুযায়ী সকলেই মূলধন অনুপাতে লভ্যাংশ পাবে। তারা মুনাফার একটা অংশ সঞ্চয় তহবিলে জমা রাখে।
১৬. সমবায় সমিতির সদস্যরা মুনাফার কত অংশ সঞ্চয় তহবিলে জমা রাখবে?
ক. ১০% খ. ১৫%
গ. ২০% ঘ. ২৫%
১৭. উদ্দীপকে সমবায় সমিতির মূল লক্ষ্য কী?
ক. আর্থিক কল্যাণ
খ. সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি
গ. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
ঘ. কৃষির উন্নয়ন
১৮. গোটা দেশ আজ একটি পরিবারের মতো। এটি সম্ভব হয়েছে কিসের জন্য?
ক. ব্যবসায় বাণিজ্য
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. শিক্ষা ও গবেষণা
ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা
১৯. একজন ব্যবসায়ীর জন্য গুণগত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা কিসের পরিচয় বহন করে?
ক. দেশাÍবোধের
খ. দক্ষতার
গ. নৈতিকতার
ঘ. সাহসিকতার
২০. ঝুঁকি মোকাবিলা উদ্যোক্তার কোন শ্রেণির গুণাবলির মধ্যে পড়ে?
ক. সামাজিক.
খ. অর্থনৈতিক
গ. ব্যক্তিগত
ঘ. মানসিক
২১. বর্তমান সময়ে ব্যবসায়ের উন্নতিতে বিশেষ ভ‚মিকা রাখছে কোনটি?
ক. রাজনৈতিক স্থিতিশীলতা
খ. বৈদেশিক সাহায্য
গ. পরিবহনের সহজলভ্যতা
ঘ. তথ্য ও প্রযুক্তির ব্যবহার
২২. রাষ্ট্রীয় ব্যবসায় খাতের অন্তর্ভুক্ত হলো
I. বাংলাদেশ বিমান
II. ঢাকা মেডিকেল কলেজ
III. ঢাকা ওয়াসা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২৩. রনি, জনি ও সনি মিলে একটি বইয়ের দোকান দিলেন। সনি মূলধন দিলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। সনি কোন ধরনের অংশীদার?
ক. সীমিত
খ. প্রতিবন্ধ
গ. ঘুমন্ত
ঘ. নামমাত্র
২৪. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. লন্ডন
গ. ভিয়েনা
ঘ. জেনেভা
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
রায়হান যশোরে ন্যায্য মুনাফা অর্জনের লক্ষ্যে সিলেটের বিভিন্ন বাগান হতে সরাসরি রাসায়নিকমুক্ত আনারস সংগ্রহ করেন এবং ব্যবসায় হতে প্রচুর মুনাফা অর্জন করেছেন।
২৫. রায়হান ব্যবসায়ে কোন বিষয়টির ওপর অধিক গুরুত্ব দিয়েছেন?
ক. মুনাফা অর্জন
খ. কর্মসংস্থান
গ. মূল্যবোধ
ঘ. সামাজিক দায়বদ্ধতা
২৬. রায়হানের ব্যবসায় সফলতার কারণ
I. নৈতিকতা
II. পরিবেশ সংরক্ষণ
III. সামাজিক দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৮. কতগুলো দেশ নিয়ে সাপটা চুক্তি সম্পাদিত হয়?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
২৯. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
ক. বিবেক.
খ. আচরণ
গ. জ্ঞান
ঘ. যোগ্যতা
৩০. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
ঘ. রাষ্ট্রীয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।