HSC | ফিন্যান্স ব্যাংকিং ও বিমা: দ্বিতীয় পত্র | প্রথম অধ্যায় | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
প্রথম অধ্যায়: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
১. শাপলা ব্যাংক বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু করে, বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে। এছাড়াও দীর্ঘমেয়াদে ঋণ দেয়, বিনিয়োগ করে এবং শেয়ার-এর অবলেখকের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমানে ব্যাংকটি আগের মত তাদের কার্যক্রম সম্পাদন করতে পারছে না। তাই দোয়েল ব্যাংক শাপলা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. স্বায়ত্তশাসিত ব্যাংক কী?
খ. ব্যাসেল ২ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
গ. শাপলা ব্যাংক কাজের ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. শাপলা ব্যাংকের সাথে চুক্তিবন্ধ হয়ে দোয়েল ব্যাংক কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে? বর্ণনা করো।
উত্তর: মেইড ইজি উত্তরপত্র বইয়ের পৃষ্ঠা ২৯৪ এর ১৫ নম্বর দ্রষ্টব্য।
২. জনাব আকবর বাংলাদেশের অন্যতম ব্যাংকিং ব্যক্তিত্ব ছিলেন। তার জীদ্দশায় নিজের গড়া ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন দেশের অনেকগুলো ছেট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয় এবং দেশের ব্যাংকিং জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব আকবর না থাকা অবস্থায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংকের অফিস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. মার্চেন্ট ব্যাংক কী?
খ. ব্যাংককে অর্থনীতির চালিকাশক্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বিভিন্ন স্থানে অফিস সম্বলিত ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণের অপরিহার্যতা যে গুরুত্বপূর্ণ তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মেইড ইজি উত্তরপত্র বইয়ের পৃষ্ঠা ২৯৪ এর ১৬ নম্বর দ্রষ্টব্য।
ক ও খ নং প্রশ্নের সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. ব্যাংক কী? [ঢা. বো. ১৬; দি. বো. ১৬; কু. বো. ১৬; চ. বো. ১৬; ব. বো. ১৬]
উত্তর: ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে।
প্রশ্ন-২. ‘ইধহশ’ শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর: ‘ইধহশ’ শব্দের আভিধানিক অর্থ হলো নদীর তীর, জলাশয়, লম্বা টুল, ধনভান্ডার ইত্যাদি।
প্রশ্ন-৩. ব্যাংকের পূর্বসুরী কারা? [সি. বো. ১৭]
উত্তর: স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণিকে ব্যাংক ব্যবস্থার পূর্বসরি হিসেবে গণ্য করা হয়।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন-৪. সরকারি ব্যাংক কী?
উত্তর: সরকারি মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংক হলো সরকারি ব্যাংক।
প্রশ্ন-৫. একক ব্যাংক কী? [ব. বো. ১৭]
উত্তর: কাঠামোগত দিক থেকে যে ব্যাংকের কার্যাবলি শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে এবং যার কোনো শাখা থাকে না তাকে একক ব্যাংক বলে। বাংলাদেশে এ ধরনের কোনো ব্যাংক নেই।
প্রশ্ন-৬. শিল্প ব্যাংক কী?
উত্তর: কার্যভিত্তিক দিক বিবেচনায় যে ব্যাংক বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন, সম্প্রসারণ ও উন্নয়নে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণদান করে তাকে শিল্প ব্যাংক বলে।
প্রশ্ন-৭. সমবায় ব্যাংক কী?
উত্তর: কার্যভিত্তিক দিক বিবেচনায় দেশের প্রচলিত সমবায় আইন অনুসারে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে।
প্রশ্ন-৮. কেন্দ্রীয় ব্যাংক কী?
উত্তর: কার্যভিত্তিক ধরন বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান।
প্রশ্ন-৯. বিদেশি ব্যাংক কী?
উত্তর: সম্পূর্ণভাবে বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে বিদেশি ব্যাংক বলা হয়।
প্রশ্ন-১০. মিশ্র ব্যাংক কী?
উত্তর: কাঠামোগত দিক থেকে যে ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের কার্যাবলি একত্রে সম্পাদন করে তাকে মিশ্র ব্যাংক বলে।
প্রশ্ন-১১. যৌথ মালিকানাধীন ব্যাংক কী?
উত্তর: সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যাংক হলো যৌথ মালিকানাধীন ব্যাংক।
প্রশ্ন-১২. বিশেষায়িত ব্যাংক কী? [দি. বো. ১৭]
উত্তর: যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
প্রশ্ন-১৩. গ্রাহক কী?
উত্তর: গ্রাহক হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার ব্যাংকে একটি হিসাব আছে এবং নিয়মিতভাবে ব্যাংকের সাথে লেনদেন করে থাকেন।
প্রশ্ন-১৪. ব্যাংকার কে?
উত্তর: ব্যাংকিং কার্যে নিয়োজিত সকল ব্যক্তিবর্গই হলো ব্যাংকার।
প্রশ্ন-১৫. ব্যাংকিং কী? [রা. বো. ১৭; ব. বো. ১৬]
উত্তর: ব্যাংক কর্তৃক সম্পাদিত সকল কার্যাবলিকে ব্যাংকিং বলে।
প্রশ্ন-১৬. তালিকাভুক্ত ব্যাংক কী? [চ. বো. ১৭; দি. বো. ১৬]
উত্তর: কোনো দেশের যে ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত ও সংরক্ষিত হয়ে তালিকায় অন্তর্ভুক্ত থাকে সে সকল ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে।
প্রশ্ন-১৭. স্বায়ত্তশাসিত ব্যাংক কী?
উত্তর: যেসব ব্যাংক সরকারের বিশেষ আইন দ্বারা ও নিজস্ব নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে।
প্রশ্ন-১৮. বিনিয়োগ ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংক একটি দেশের শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান বা বিনিয়োগ করে থাকে তাকে বিনিয়োগ ব্যাংক বলে।
প্রশ্ন-১৯. ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কী?
উত্তর: স্বল্পোন্নত ও শিল্পে অগ্রসর দেশগুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংক অর্থ সরবরাহ করে সেটিই হলো ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক।
প্রশ্ন-২০. পরিবহন ব্যাংক কী?
উত্তর: দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক বিশেষ ঋণ সুবিধা প্রদান করে থাকে তাকে পরিবহন ব্যাংক বলে। বাংলাদেশে এ ধরনের বিশেষায়িত ব্যাংক নেই।
প্রশ্ন-২১. গ্র“প ব্যাংক কী?
উত্তর: কাঠামোগত দিক বিবেচনায় যে ব্যাংক ব্যবস্থায় একটি বৃহৎ ব্যাংক ছোট ছোট কতগুলো ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে তাদের নিয়ন্ত্রণ গ্রহণ করে তাকে গ্র“প ব্যাংক বলে। নিয়ন্ত্রণকারী ব্যাংককে হোল্ডিং ব্যাংক এবং যাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করা হয় তাদের সাবসিডিয়ারি ব্যাংক বলে।
প্রশ্ন-২২. বেসরকারি ব্যাংক কী?
উত্তর: বেসরকারি বা ব্যক্তি মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যাংক হলো বেসরকারি ব্যাংক।
প্রশ্ন-২৩. গ্রামীণ ব্যাংক কী?
উত্তর: বিশেষ ক্ষেত্র বিবেচনায় যে ব্যাংক গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে তাকে গ্রামীণ ব্যাংক বলে। বাংলাদেশে ‘গ্রামীণ ব্যাংক’ এ ধরনের ব্যাংকের উদাহরণ।
প্রশ্ন-২৪. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ‘বাংলাদেশ ব্যাংক’।
প্রশ্ন-২৫. উইঐঋঈ-এর পূর্ণ নাম কী?
উত্তর: উইঐঋঈ-এর পূর্ণ নাম হলো উবষঃধ ইৎধপ ঐড়ঁংরহম ঋরহধহপব ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ।
প্রশ্ন-২৬. ইউইখ-এর পূর্ণ নাম কী?
উত্তর: ইউইখ-এর পূর্ণ নাম হলো ‘ইধহমষধফবংয উবাবষড়ঢ়সবহঃ ইধহশ খরসরঃবফ’।
প্রশ্ন-২৭. ওউই-এর পূর্ণরূপ কী?
উত্তর: ওউই-এর পূর্ণরূপ হলো ‘ওংষধসরপ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ ‘।
প্রশ্ন-২৮. অ-তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: যে ব্যাংকগুলো ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত নয় তাকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে।
প্রশ্ন-২৯. বন্ধকী ব্যাংক কী?
উত্তর: বিশেষ ক্ষেত্র বিবেচনায় যে ব্যাংক বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ দেয় তাকে বন্ধকী ব্যাংক বলে।
প্রশ্ন-৩০. সঞ্চয়ী ব্যাংক কী?
উত্তর: দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সঞ্চয়গুলোকে যে ব্যাংক সংগ্রহ করে তাকে সঞ্চয়ী ব্যাংক বলে। ‘ডাকঘর সঞ্চয়ী ব্যাংক’ আমাদের দেশে এ উদ্দেশ্যে পরিচালিত হয়।
প্রশ্ন-৩১. শ্রমিক ব্যাংক কী?
উত্তর: গ্রাহক সেবার ভিত্তিতে যে ব্যাংক শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাকে শ্রমিক ব্যাংক বলে। আমাদের দেশে পৃথক এ ধরনের কোনো ব্যাংক নেই।
প্রশ্ন-৩২. গারনিশি অর্ডার কী? [য. বো. ১৭]
উত্তর: আদালত কর্তৃক ব্যাংকের ওপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে গারনিশি আদেশ বলে।
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. ব্যাংক-কে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন? ব্যাখ্যা করো। [সি. বো. ১৭]
উত্তর: ব্যাংক-কে ঋণের ব্যবসায়ী বলা হয়। কারণ ব্যাংক প্রথমে স্বল্প সুদে আমানত গ্রহণ করে তা অধিক সুদে ঋণ হিসেবে গ্রাহকদের প্রদান করে। অর্থাৎ একই সাথে ব্যাংক দেনাদার ও পাওনাদারের ভ‚মিকায় অবতীর্ণ হয়।
তাহলে দেখা যাচ্ছে যে, ব্যাংক স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং উক্ত আমানতের অর্থ অধিক সুদে ঋণ হিসেবে প্রদানের মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে প্রকাশ করে।
প্রশ্ন-২. ব্যাংক-কে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
[দি. বো. ১৭; সি. বো. ১৬]
উত্তর: ব্যাংক একজনের জমাকৃত অর্থ অন্যজনকে ঋণ হিসেবে ধার দেয় বলে ব্যাংক-কে ধার করা অর্থের ধারক বলা হয়।
ব্যাংক গ্রাহকের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে কিছু অর্থ জমা রেখে বাকিটা অধিক সুদে ঋণ দেয়। আমানতের মাধ্যমে ধার করা অর্থ পরবর্তীতে ঋণ হিসেবে প্রদান করে ব্যবসায় চালনা করে বলে ব্যাংক-কে ধার করা অর্থের ধারক বলে।
প্রশ্ন-৩. বিশ্বস্ততার প্রতীক হিসেবে কোন প্রতিষ্ঠানকে দেখা হয়? বুঝিয়ে লেখো।
উত্তর: বিশ্বস্ততার প্রতীক হিসেবে ব্যাংক-কে দেখা হয়।
যে প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করে, ঋণ দেয় এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে তাকে ব্যাংক বলে। কোনো ব্যাংকের আমানত সংগ্রহের পরিমাণ ঐ ব্যাংক কতটা বিশ্বস্ত বা নিরাপদ তার ওপর নির্ভর করে। গ্রাহকের আস্থা অর্জন বা তাদের অর্থের নিরাপত্তা বিধানে ব্যাংক কাজ করে বলে একে বিশ্বস্ততার প্রতীক বলা হয়।
প্রশ্ন-৪. কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় সম্প্রসারিত ব্যাংকিং সুবিধা পাওয়া যায়? ধারণা দাও।
উত্তর: শাখা ব্যাংকিং ব্যবস্থায় সম্প্রসারিত ব্যাংকিং সেবা পাওয়া যায়।
একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে যে ব্যাংক গড়ে ওঠে তাকে শাখা ব্যাংক বলে। এ ব্যাংকের মাধ্যমে গ্রাহক দেশে-বিদেশে বিভিন্ন শাখায় অনলাইন সুবিধা নিতে পারে। আমানত গ্রহণ, ঋণদান, ঋণ পরিশোধ যে কোনো ব্যাংকে গিয়ে করতে পারেন। ফলে সম্প্রসারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সহজ হয়।
প্রশ্ন-৫. ব্যাংক সম্পাদিত কাজকে কী বলে? বুঝিয়ে লেখো।
উত্তর: ব্যাংক সম্পাদিত কাজকে ব্যাংকিং বলে।
ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের সমন্বিত রূপ। বিভিন্ন ব্যাংক হিসাব খুলে আমানত সংগ্রহ, ঋণদান, বিনিয়োগ, বিল বাট্টাকরণ, প্রত্যয়পত্র ইস্যু, এটিএম কার্ড ইস্যু ইত্যাদি কাজ সম্পাদন করে, যা ব্যাংকিং নামে পরিচিত। ব্যাংকারগণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন।
প্রশ্ন-৬. শাখা ব্যাংক বলতে কী বোঝায়? [কু. বো. ১৭; ব. বো. ১৬]
উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কাজ করা হয় তাকে শাখা ব্যাংক বলে।
শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। কারণ এর আর্থিক সামর্থ্য বেশি থাকে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের আওতাধীন।
প্রশ্ন-৭. একক ব্যাংক কি শাখা ব্যাংক থেকে আলাদা? ব্যাখ্যা করো। [ব. বো. ১৭]
উত্তর: সংগঠন কাঠামোর ভিত্তিতে একক ব্যাংক শাখা ব্যাংক থেকে আলাদা।
একক ব্যাংক একটি ক্ষুদ্র আয়তন ও একক শাখা বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান হলেও শাখা ব্যাংক আয়তনে বৃহৎ এবং বহুশাখা বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান। শাখা ব্যাংক গঠনে অধিক মূলধনের প্রয়োজন হলেও একক ব্যাংক গঠনে স্বল্প পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। এছাড়াও ঝুঁকি, মুনাফা, পরিচালন ব্যয় ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ের ভিত্তিতেও ব্যাংক দুটি একটি অন্যটি হতে আলাদা।
প্রশ্ন-৮. ব্যাংক কেন সঞ্চয় সংগ্রহ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে সঞ্চয় সংগ্রহ করে থাকে।
ব্যাংক একজন সঞ্চয়কারী থেকে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ অন্য একজন ঋণগ্রহীতাকে প্রদান করে। এ কাজ সম্পাদনের জন্যই ব্যাংক সঞ্চয় গ্রহণ করে। মূলত সঞ্চয়কারীর অর্থ ঋণ প্রদানের কাজে ব্যবহারের জন্য ব্যাংক সঞ্চয় গ্রহণ করে।
প্রশ্ন-৯. আধুনিক যুগে ব্যাংকিং ব্যবস্থার গোড়াপত্তনে প্রধান ভ‚মিকা পালন করে কারা? ব্যাখ্যা করো।
উত্তর: ‘ব্যাংক অব বার্সিলোনা’ প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জš§ হয়।
সভ্যতার শুরু থেকে বিশ্বের বিভিন্ন স্থানে মুদ্রা ও অর্থের লেনদেনের সাথে কতিপয় ব্যক্তি যেমন: স্বর্ণকার, মহাজন, ব্যবসায়ী। জড়িত ছিল। মূলত তাদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড হতেই গড়ে উঠেছে আজকের এই আধুনিক ব্যাংক ব্যবস্থা।
প্রশ্ন-১০. ‘একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংক উত্তম’ ব্যাখ্যা করো।
উত্তর: একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংক উত্তম। কারণ একক ব্যাংকের তুলনায় গ্রাহকগণ শাখা ব্যাংক হতে অধিক সুবিধা পেয়ে থাকেন।
একক ব্যাংক একটি নির্দিষ্ট এলাকার বা জনগোষ্ঠীর জন্য পরিচালিত হয় বলে কার্যসীমা সীমিত। অপরদিকে, শাখা ব্যাংকের কার্য পরিধি ব্যাপক। ব্যাংকের বিভিন্ন শাখা থাকার কারণে আর্থিক লেনদেন খুব সহজ হয় এবং দীর্ঘমেয়াদি ঋণের সুবিধাও পাওয়া যায়। শাখা ব্যাংকের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানিতে সহায়তা পাওয়া যায়। তাই একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংক উত্তম।
প্রশ্ন-১১. চেইন ব্যাংকিং বলতে কী বোঝায়? [সি. বো. ১৬]
উত্তর: যে ব্যবস্থায় সমজাতীয় কতগুলো ব্যাংক একই গোত্রের অধীন নিজ নিজ স্বাধীন সত্তা বজায় রেখে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে তাকে চেইন ব্যাংকিং বলে।
সাধারণত একক ব্যাংকগুলো বৃহদায়তন ব্যাংকিং সুবিধা প্রদান করতে পারে না বলে নিজেদের মাঝে একটি ঐক্য গড়ে তোলে। এতে কিছুটা হলেও তাদের অসুবিধা দূরীভ‚ত হয়। আর এ ঐক্য তাদের স্বাধীন সত্তা বজায় রাখে।
প্রশ্ন-১২. তারল্য বলতে কী বোঝায়? [চ. বো.; য. বো. ১৬]
উত্তর: গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দানের ক্ষমতাকে তারল্য বলে।
বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ব্যাংক-কে গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরত দানের জন্য নগদ অর্থ সঞ্চিত রাখতে হয়। এক্ষেত্রে ব্যাংক-কে কাম্য পরিমাণ তারল্য বা নগদ সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। যাতে ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস না পায় এবং গ্রাহকদের চেকের অর্থ প্রদানে সক্ষম হয়।
প্রশ্ন-১৩. ব্যাসেল-১ ও ব্যাসেল-২ বলতে কী বোঝ? [রা. বো. ১৬]
উত্তর: তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয় নিশ্চিত করার জন্য ‘ইধহশ ভড়ৎ ওহঃবৎহধঃরড়হধষ ঝবঃঃষবসবহঃ’ (ইওঝ) প্রবর্তিত বিধি-বিধান ‘ব্যাসেল-১’ ও ‘ব্যাসেল-২’ নামে পরিচিত।
ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নজরে রাখতে ইওঝ কমিটি ‘ব্যাসেল-১’ ‘ঈধঢ়রঃধষ অফবয়ঁধপু ঋৎধসবড়িৎশ’ বা মূলধন পর্যাপ্ততার কাঠামো প্রণয়ন করে। এ ফ্রেমওয়ার্ক আরও যুগোপযোগী করতে ‘ব্যাসেল-২’ প্রণয়ন করা হয়।
প্রশ্ন-১৪. ব্যাসেল-২ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? ব্যাখ্যা করো। [সি. বো. ১৭]
উত্তর: ব্যাংকের ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিতকরণ, তদারকী পর্যালোচনা ও বাজার শৃঙ্খলা বজায়ে ব্যাসেল-২ প্রয়োগ করা হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাপ ও মূলধন বিভাজনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বিধি-বিধান তৈরি ও তা উপস্থাপনের লক্ষ্যে ব্যাসেল-২ কমিটি প্রতিষ্ঠা করা হয়। এটিকে আন্তর্জাতিক স্মারক হিসেবে বিবেচনা করা হয়।
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন-১৫. নিরাপত্তার প্রতীক হিসেবে কোন প্রতিষ্ঠানকে গণ্য করা হয় এবং কেন?
উত্তর: নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যাংক-কে দেখা হয়। যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে তাকে ব্যাংক বলে।
কোনো ব্যাংকের আমানত সংগ্রহের পরিমাণ নির্ভর করে ঐ ব্যাংক কতটা বিশ্বস্ত বা নিরাপদ তার ওপর। ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ আমানতকারী ছাড়া অন্য কেউ জানে না। এমনকি কেউ জানতে চাইলেও ব্যাংক জানাতে অস্বীকৃতি জানায়। ফলে গ্রাহকের আমানতকৃত অর্থের নিরাপত্তা বজায় থাকে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।