HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ | জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়ের সব জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর গুলো এই পোস্টে পাবেন।
অধ্যায়- প্রথম: কোষ ও বিভাজন।
জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ
প্রশ্নো-১. জীবরে বিপাক কী?
উত্তর: জীবরে দেহকে কার্যক্ষম রাখার জন্য কোষের অভ্যন্তরে প্রতি মুহূর্তে যে হাজার হাজার বিক্রিয়া ঘটে তাই সম্মিলিতভাবে জীবের বিপাক।
প্রশ্ন-২. আদি নিউক্লিয়াস কী?
উত্তর: সরল প্রকৃতির অর্থাৎ শুধুমাত্র ক্রোমাটিন পদার্থ দ্বারা গঠিত ন্্িউকিয়াসই আদি ন্উিক্লিয়াস।
প্রশ্ন-৩.আদিকোষ কাকে বলে?
উত্তর: আদি নিউকিয়াসযুক্ত কোষকে আদিকোষ বলে ।
প্রশ্ন-৪: প্রকৃত কোষ কী?
উত্তর: সুগঠিত অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষই প্রকৃতকোষ ।
প্রশ্ন-৫: কোষঝিল্লি কী?
উত্তর: কোষেরে বাইরে প্রোটোপ্লাজম নির্মিত যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী থাকে তাকে কোষঝিল্লি বলে।
প্রশ্ন-৬: সাইটোপ্লাজম কাকে বলে?
উত্তর: প্রোটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াসকে বেস্টন করে অবস্থান করে ও বাইরে কোষঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে সাইটোপ্লাজম বলে।
প্রশ্ন-৭: মাইটোকন্ড্রিয়া কাকে বলে?
উত্তর: সাইটোপ্লাজমীর অঙ্গাণুর মধ্যে ক্ষুদ্র দন্ডাকার বা গোলাকার যেসব অঙ্গাণু শসন প্রক্রিয়ায় শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে।
প্রশ্ন-৮: প্লাস্টিড কী?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সাধারণত বর্ণকণাযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাই প্লাস্টিড।
প্রশ্ন-৯: ক্রোমোপ্লাস্ট কী?
উত্তর: সবুজ ভিন্ন অন্য সকল বর্ণের প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট নামে পরিচিত।
প্রশ্ন-১০: লিউকোপ্লাস্ট কাকে বলে?
উত্তর: বর্ণহীন প্লাস্টিডকে নিউকোপ্লস্ট বলে।
প্রশ্ন-১১: কোষ গহর কাকে বলে?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে ফ্রুইপূর্ণ ও আরবণীযুক্ত যে অঙ্গানু দেখা যায় তাকে কোষ গহর বলে।
প্রশ্ন-১২: রাইবোজোম কী?
সকল প্রকার জীবকোষে ক্ষুদ্র দানাদার অসংখ্য যে অঙ্গাণু আমিষ সংশ্লেষণে নিযুক্ত থাকে তাকে রাইবোজোম বলে।
প্রশ্ন-১৩: কোষের সুক্ষ্ম গঠন কী?
উত্তর: কোষ ও কোষীয় অঙ্গাণুসমূহের বিশদ গঠনকে কোষের সুক্ষ্ম গঠন বলা হয়।
প্রশ্ন-১৪: কোষ প্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদকোষের চতুর্দিকে জড় পদার্থ দ্বারা গটিত সীমানা নির্দেশক যে মৃত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে।
প্রশ্ন-১৫: পিট বা কপ কাকে বলে ?
উত্তর : মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাকে পিট বা কূপ বলে।
প্রশ্ন-১৬: পিট জোড় কী?
উত্তর : দুটি পিট পাশাপাশি থাকলে তাদের একত্রে পিট জোড় বলে।
প্রশ্ন-১৭: পিট মেমব্রেন কী?
উত্তর : পিট মধ্যবর্তী স্থানে অবস্থিত মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে।
প্রশ্ন-১৮: মাইসেলি কী?
উত্তর : কোষ প্রাচীরে সেলুলোজ অনুগুলো সমান্তরালে পাশাপাশি বিন্যস্ত হয়ে যে সূত্র গঠন করে তাকেই মাইসেলি বলে।
প্রশ্ন-১৯: হায়ালোপ্লাজম কী?
উত্তর: সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ ছারা সেখানকার অর্ধতরল,অর্ধস্বচ্ছ,দানাদার ও সমধর্মী কলয়ডীয় পদার্থকে সাইটোপ্লাজমিক মাতৃকা বা হায়লোপ্লাজম বলে।
প্রশ্ন-২০: এক্টোপ্লাজম কাকে বলে ?
উত্তর : কোষপর্দা সংলগ্ন অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিঃ¯থ অঞ্চলকে এক্টোপ্লাজম বলে।
প্রশ্ন-২১: স্ট্রোমা কাকে বলে ?
উত্তর : ক্লোরোপ্লাস্টের পর্দার ভেতরে স্বচ্ছ,দানাদার,সমসত্ত প্রোটিন ও স্টার্চ জাতীয় জলীয় মাধ্যমকে স্ট্রোমা বা মাতৃকা বলে।
প্রশ্ন-২২: গ্রানাম কী?
উত্তর: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে নিহিত অসংখ্য থলে সদৃশ চাকতির সমন্বয়ে গঠিত এক একটি স্তম্ভকে গ্রানাম বলে।
প্রশ্ন-২৩: এন্ডোপ্লাজমিক জালিকা কী?
উত্তর : সাধারণত নিউক্লিয়াসের পর্দা হতে উৎপন্ন হয়ে কোষ পর্দা পর্যন সাইটোপ্লাজমে জালের মতো সজ্জিত সরু নালিকা বা থলে সদৃশ অঙ্গই হরো এন্ডোপ্লাজমিক জালিকা।
প্রশ্ন-২৪: ভেসিকল কী?
উত্তর: গলজি বডির সিস্টারনির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোই হলো ভেসিকল ।
প্রশ্ন-২৫: ক্রোমাটিড কাকে বলে ?
উত্তর: মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে যে দুটি খন্ডে বিভক্ত থাকে তার প্রতিটি খন্ডকে ক্রোমাটিড বলে।
প্রশ্ন-২৬: DNAতে কী শর্করা থাকে?
উত্তর: ডিঅক্সিরাইবোজ শর্করা।
অনুধাবনমূলক প্রশ্নোত্তরঃ
প্রশ্ন-১: মাইক্রোটিউবিউলের ভৌত গঠন লেখ।
উত্তর: প্রতি মাইক্রোটিউবিউল Aত্যন্ত দীর্ঘ,সোজা,শাখাহীন ফাঁপা নালিকাবিশেষ। এদের গড় ব্যাস ২০um এবং দৈর্ঘ্য Aন্তত ৫-১০um। এর মধ্যে ১৫umব্যাসযুক্ত দীর্ঘ গহর থাকে। প্রতিটি নালিকা ১৩টি করে প্রোটোফিলামেন্ট নামক সূত্র গঠিত। এগুলো সর্পিলাকারে বিন্যস্ত থাকে।
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
প্রশ্ন-২: নেউক্লিওসোম বলতে কি বোঝ?
উত্তর: Korenberg ও Thomas (১৯৭৪) এর মতে হিস্টোন প্রোটিন H3, H4 এর সাথে ঐ২A, ঐ২ই দুAণু করে মিলিত হয়ে একটি গোলাকার Aক্টোমার গঠন করে এবং একে বেষ্টন করে ১৬৬ বেস জোড় DNAপূর্ণ দু পাকে কুন্ডলিত হয়ে একটি পুনরাবৃত্তিক একক গঠন করে যার সাথে এক Aণু ঐ১ যুক্ত হয়। এরূপ একককে নিউক্লিওসোম বলে।
প্রশ্ন-৩:DNAকে ক্রোমাটিন পদার্থ বলা হয় কেন?
উত্তর: ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদানই হলো DNA। সেজন্য কোষের অধিকাংশ DNAনিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থান করে। এসব কারণে DNAকে ক্রোমাটিন পদার্থ বলা হয়।
প্রশ্ন-৪: নিউক্লিওপ্লাজমের কাজ কী?
উত্তর: নিউক্লিয়াস বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চিত রাখা।নিউক্লিওলাস ও নিউক্লিয়াস রেটিকুলাম ধারন করা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।