HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের নবম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
অধ্যায় – ৯: উদ্ভিদ শারীরতত্ত্ব
১. উদ্ভিদের বাতাসের CO2 ও পানির বিক্রিয়ায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
ক) অক্সিজেন
খ) কার্বন মনোক্সাইড
গ) হাইড্রোজেন
ঘ) হাইড্রোজেন পার অক্সাইড
সঠিক উত্তর: (ক)
২. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি?
ক) ২০-২৫০ সে.
খ) ৩০-৩৫০ সে.
গ) ১৫-২০০ সে.
ঘ) ২২-২৫০ সে.
সঠিক উত্তর: (খ)
৩. CO2 এর ঘনত্ব কত ভাগ বৃদ্ধি পর্যন্ত সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি পায়?
ক) ৩.২% খ) ৩.৩% গ) ৩.৪% ঘ) ৩.৫%
সঠিক উত্তর: (ঘ)
৪. এককোষী ছত্রাক ঈস্ট শর্করা দ্রবণ ভেঙে CO2এর সাথে কি উৎপন্ন করে?
ক) মিথাইল অ্যালকোহল
খ) ইথাইল অ্যালকোহল
গ) মিথানয়িক এসিড
ঘ) ইথান্যাল
সঠিক উত্তর: (খ)
৫.নিচের কোনটি অ্যাপোপ্লাস্ট?
ক) কোষ প্রাচীর
খ) কোষঝিল্লি
গ) প্রোটোপ্লাজম
ঘ) নিউক্লিয়াস
সঠিক উত্তর: (ক)
৬.উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি?
ক) ১৭টি খ) ১৪টি গ) ১৮টি ঘ) ২০টি
সঠিক উত্তর: (খ)
৭.ক্লোরোফিল আলোক রশ্মির কোনটি শোষণ করে?
ক) আয়ন খ) নিউটন গ) ফোটন ঘ) ইলেকট্রন
সঠিক উত্তর: (গ)
৮.অবাত শ্বসনে শক্তির একমাত্র উৎস গ্লাইকোলাইসিসে কতটি ATP জমানো থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৯. কোষে অ্যানায়নের পরিমাণ বৃদ্ধি পেলে সমতা বিধানের জন্য ক্যাটায়ন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে?
ক)ব্যাপন
খ) বহি:অভিস্রবণ
গ) প্রস্বেদন
ঘ) অন্ত:অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)
১০.অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কতটি ATP উৎপন্ন হয়?
ক) ৩৮টি খ) ৮টি গ) ১৮টি ঘ) ২টি
সঠিক উত্তর: (ঘ)
১১.ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কোনটি?
ক) ম্যালিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) ল্যাকটিক এসিড
সঠিক উত্তর: (খ)
১২.কোন প্রক্রিয়ায় বায়ুতে O2 নির্গত হয়?
ক) ক্রেবস চক্র
খ) গ্লাইকোলাইসিস
গ) হ্যাচ ও স্ল্যাক চক্র
ঘ) অচক্রীয় ফটোফসফোরাইলেশন
সঠিক উত্তর: (ঘ)
১৩.C3 চক্রে কোনটির বিজারণ ঘটে?
ক) O2 খ) CO2 গ) H2O ঘ) NH4
সঠিক উত্তর: (খ)
১৪.পাতার উপর আপতিত সূর্যালোকের শতকরা কত ভাগ ক্লোরোপ্লাস্ট শোষণ করে?
ক) ১২% খ) ৫% গ) ১৭% ঘ) ৮৩%
সঠিক উত্তর: (ঘ)
১৫.উদ্ভিদের জন্য স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থ হচ্ছে –
i. বোরন
ii. ক্লোরিন
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য –
i. সকল সবুজ উদ্ভিদে ঘটে
ii. কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে
iii. এটি একটি জারণ-বিজারণ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭.কোন ব্যাকটেরিয়ার জারণ ক্রিয়ায় ভিনেগার উৎপন্ন হয়?
ক) Bacillus megatherium
খ) Acetobacter aceti
গ) Clostridium butyricum
ঘ) Bacillus subtilis
সঠিক উত্তর: (খ)
১৮.কে প্রথম প্রমাণ করেন যে সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেন পানি থেকে আসে?
ক) রবিন হিল
খ) ক্রিক
গ) ডাল্টন
ঘ) স্টেইলার
সঠিক উত্তর: (ক)
১৯.গ্লুকোজ – ৬ – ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় কোন এনজাইমের সহায়তায়?
ক) ফসফোটেজ
খ) হেক্সোকাইনেজ
গ) অ্যালডোলেজ
ঘ) ফসফোরাইলেজ
সঠিক উত্তর: (খ)
২০.মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
ক) ৬০-৭০% খ) ৭০-৮০% গ) ৮০-৯০% ঘ) ৯০-৯৫%
সঠিক উত্তর: (গ)
২১.উদ্ভিদের দেহের বৃদ্ধির সাথে লবণ শোষণের হার কিরূপ হয়?
ক) বৃদ্ধি ঘটে
খ) হ্রাস ঘটে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) সামান্য হ্রাস ঘটে
সঠিক উত্তর: (ক)
২২.লোহিত শৈবালে ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কোথায় থাকে?
ক) ক্রোম্যাটোফোর
খ) থাইলাকয়েড
গ) ক্লোরোপ্লাস্টে
ঘ) ক্রোমোপ্লাস্টে
সঠিক উত্তর: (ক)
২৩.সবাত শ্বসনের কোন ধাপে CO2 এর অপসারণ ঘটে?
ক) গ্লাইকোলাইসিস
খ) পাইরুভিক এসিডের জারণ
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
সঠিক উত্তর: (খ)
২৪.অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস উৎপাদিত শক্তির পরিমাণ কত?
ক) 2 ATP খ) 8 ATP গ) 4 ATP ঘ) 5 ATP
সঠিক উত্তর: (খ)
২৫.অবাত শ্বসনে ল্যাকটিক এসিড তৈরি হয় কোথায়?
ক) উচ্চ শ্রেণির উদ্ভিদে
খ) নিম্ন শ্রেণির উদ্ভিদে
গ) প্রাণীর পেশিতে
ঘ) নিম্নশ্রেণির প্রাণীতে
সঠিক উত্তর: (গ)
২৬.শোষণের হার সবচেয়ে মন্থর গতিতে চলে এমন আয়ন কোনটি?
ক) SO4– খ) K+ গ) Na+ ঘ) HCO-3
সঠিক উত্তর: (ক)
২৭.নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস?
ক) পটাসিয়াম
খ) বোরন
গ) জিঙ্ক
ঘ) ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর: (ক)
২৮.একক হিসেবে কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
ক) লাল খ) বেগুনি গ) নীল ঘ) কমলা
সঠিক উত্তর: (ক)
২৯.কোন আয়নের উপস্থিতি কোষে ম্যাগনেশিয়ামের (Mg++) শোষণ কমিয়ে দেয়?
ক) Ca++ খ) Na+ গ) K+ ঘ) Fe++
সঠিক উত্তর: (ক)
৩০.C4 উদ্ভিদের বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে কোনটি অনুপস্থিত?
ক) গ্রানা
খ) স্ট্রোমা
গ) স্ট্রোমা ল্যামেলী
ঘ) ক্লোরোপ্লাস্ট মেমব্রেন
সঠিক উত্তর: (ক)
৩১.C4 উদ্ভিদ –
i. আখ
ii. ভুট্টা
iii. গম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২.অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র –
i. দিনের বেলা খোলা থাকে
ii. সব সময় খোলা থাকে
iii. রাতের বেলা বন্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩.একটি জীবের বিপাকীয় কাজের প্রয়োজনীয় শক্তি কোন পর্যায় থেকে পাওয়া যায়?
ক) ক্রেবস চক্র
খ) গ্লাইকোলাইসিস
গ) অ্যাসিটাইল Co-A
ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
সঠিক উত্তর: (ক)
৩৪.রক্ষীকোষ স্ফীত হলে কোনটি ঘটে?
ক) পত্ররন্ধ্র খুলে যাবে
খ) পত্ররন্ধ্র স্বাভাবিক থাকবে
গ) পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে
ঘ) পত্ররন্ধ্র নষ্ট হয়ে যাবে
সঠিক উত্তর: (ক)
৩৫.১ অণু NADH2 হতে কতটি ATP পাওয়া যায়?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৩৬.গ্লাইকোলাইসিসে মোট কত অণু ATP উৎপন্ন হয়?
ক) ২ অণু খ) ৩ অণু গ) ৪ অণু ঘ) ৫ অণু
সঠিক উত্তর: (গ)
৩৭.গ্লুকোজের অবাত শ্বসনের R.Q এর মান কত?
ক) 5.11 খ) 5.73 গ) 5.0 ঘ) 5.33
সঠিক উত্তর: (গ)
৩৮.’X’ প্রক্রিয়া উদ্ভিদ দেহ থেকে পানি বের হয়ে যেতে সাহায্য করে। এ প্রক্রিয়ার ফলে –
i. জাইলেমের পানিস্তম্ভে শোষণ টান সৃষ্টি হয়
ii. মূলে পানি শোষণ ও রস উত্তোলন ঘটে
iii. কোষে পানি সাম্যতা ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯.রোগাক্রান্ত উদ্ভিদে শ্বসনের হার –
ক) কমে যায়
খ) বেড়ে যায়
গ) একই রকম থাকে
ঘ) কখনো বাড়ে কখনো কমে
সঠিক উত্তর: (খ)
৪০.ATP-ase এনজাইম –
i. ক্যাটায়নের বাহক হিসেবে কাজ করে
ii. আয়ন সাম্যতা আনায়ন করে
iii. হাইড্রোজেনকে ভাঙতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১.পাইরুভিক এসিড হতে উৎপন্ন হয় কোনটি?
ক) অ্যাসিটাইল CO-A
খ) গ্লুকোজ
গ) ফ্রুক্টোজ
ঘ) 3-ফসফোগ্লিসার্যালডিহাইড
সঠিক উত্তর: (ক)
৪২.শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক –
i. তাপমাত্রা
ii. অক্সিজেন
iii. এনজাইম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩.উদ্ভিদের মাটি থেকে শোষিত পানির প্রায় কতভাগ সালোকসংশ্লেষণে ব্যয় হয়?
ক) ১% খ) ২% গ) ৩% ঘ) ৪%
সঠিক উত্তর: (ক)
৪৪.ব্যাকটেরিয়াতে কোথায় শ্বসন ঘটে?
ক) মাইটোকন্ড্রিয়ায়
খ) ক্লোরোপ্লাস্টে
গ) সাইটোপ্লাজমে
ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (গ)
৪৫.অধুনা বিজ্ঞানীদের মতে কোন পিগমেন্ট দ্বারা শোষিত আলোকশক্তি সালোকসংশ্লেষণের কাজে লাগে?
ক) Ch-‘a’
খ) Ch-‘b’
গ) জ্যান্থোফিল
ঘ) ক্যারোটিন
সঠিক উত্তর: (ক)
৪৬.নিচের কোনটি ইউবিকুইনোন নামে পরিচিত?
ক) ফ্লাডোপ্রোটিন
খ)সাইটোক্সম
গ) Co-A-Q
ঘ) প্রান্তীয় শ্বসন
সঠিক উত্তর: (গ)
৪৭.সবাত শ্বসন ঘটে কোনটিতে?
ক) মাইটোকন্ড্রিয়ায়
খ) ক্লোরোপ্লাস্টে
গ) সাইটোপ্লাজমে
ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (ক)
৪৮.পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণের ফলে উৎপন্ন হয় কোনটি?
ক) ইথাইল অ্যালকোহল
খ) ল্যাকটিক এসিড
গ) CO2
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৪৯.3PGA থেকে উৎপন্ন ৬ অণু ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড এর –
i. ৫ অণু পুনরায় RuBP উৎপাদনে ব্যবহৃত হয়
ii. এক অণু শর্করা উৎপাদনে ব্যবহৃত হয়
iii. ৬ অণু পুনরায় RuBP উৎপাদনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০.উদ্ভিদ কোন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়?
ক) অভিস্রবণ
খ) শ্বসন
গ) প্রস্বেদন
ঘ) গাটেশন
সঠিক উত্তর: (গ)
৫১.নিচের কোনটিতে পত্ররন্ধ্র কেবল পাতার উপরিতলে অবস্থান করে?
ক) আপেল
খ) গোলআলু
গ) যব
ঘ) শাপলা
সঠিক উত্তর: (ঘ)
৫২.সাইটোপ্লাজমে সবাত শ্বসন ঘটে –
i. মানুষের
ii. ব্যাকটেরিয়ার
iii. নীলাভ সবুজ শৈবালের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৩.নিচের কোনটিকে Biological Coin (জৈব মুদ্রা) বলে?
ক) ATP
খ) ADP
গ) NADP ঘ)NADPH2
সঠিক উত্তর: (ক)
৫৪.রক্ষীকোষের আকৃতি কীরূপ?
ক) গোলাকার
খ) বর্তুলাকার
গ) বৃক্কাকার
ঘ) দন্ডাকার
সঠিক উত্তর: (গ)
৫৫.ম্যালিক এসিড CO2 ত্যাগ করে কিসে পরিণত হয়?
ক) ফিউমারিক এসিড
খ) কার্বনিক এসিড
গ) পাইরুভিক এসিড
ঘ) মিথানয়িক এসিড
সঠিক উত্তর: (গ)
৫৬.কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে অক্সালো সাকসিনিক এসিড থেকে উৎপন্ন হয় কোনটি?
ক) আইসোসাইট্রিক এসিড
খ) ∝ কিটোগ্লুটারিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) সিসঅ্যাকোনাইটিক এসিড
সঠিক উত্তর: (খ)
৫৭.ভাসমান জলজ উদ্ভিদের পত্ররন্ধ্র –
i. পাতার উপরিত্বকে থাকে
ii. পাতার নিম্নত্বকে থাকে
iii. ত্বকীয় রন্ধ্র, রক্ষীকোষ ও সহযোগী কোষ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৮.কোমল পানীয়ের প্রধান উপাদান কোনটি?
ক) অ্যাসিটিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) সাকসিনিক এসিড
সঠিক উত্তর: (খ)
৫৯.শ্বসনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার কত ভাগ তাপ শক্তিতে পরিণত হয়?
ক) ৪০% খ) ৬০% গ) ৪৫% ঘ) ৫৫%
সঠিক উত্তর: (গ)
৬০.কোনটি উদ্ভিদমূল দ্বারা শোষিত অ্যানায়ন?
ক) K খ) Mg গ) N ঘ) Cu
সঠিক উত্তর: (গ)
৬১.পত্ররন্ধ্রের কেন্দ্রে কী থাকে?
ক) একটি নালী
খ) একটি পথ
গ) একটি ছিদ্র
ঘ) পানি গহবর
সঠিক উত্তর: (গ)
৬২.বিভিন্ন এনজাইমের প্রভাবে জৈব যৌগ স্থিতিশক্তি হতে কোন শক্তিতে পরিণত হয়?
ক) তাপশক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) গতিশক্তি
ঘ) আলোক শক্তি
সঠিক উত্তর: (গ)
৬৩.কোনটিকে সংক্ষেপে EMP পথ বলা হয়?
ক) গ্লাইকোলাইসিস
খ) পাইরুভিক এসিডের জারণ
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
সঠিক উত্তর: (ক)
৬৪.কোন বিজ্ঞানী ‘ল অব মিনিমাম’ প্রস্তাব করেন?
ক) ব্ল্যাকম্যান
খ) ভ্যান নীল
গ) লিবিগ
ঘ) কামেন
সঠিক উত্তর: (গ)
৬৫.গ্লাইকোলাইসিস পর্যায়ের বৈশিষ্ট্য –
i. গ্লুকোজ দিয়ে গ্লাইকোলাইসিস আরম্ভ হয়
ii. O2 এর প্রয়োজন হয়
iii. পাইরুভিক এসিড তৈরির মাধ্যমে সমাপ্তি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৬.কার্বোহাইড্রেট থেকে অ্যালকোহল উৎপন্ন করার জন্য কোন এনজাইমটি প্রয়োজন?
ক) লাইপেজ
খ) অ্যামাইলেজ
গ) মলটেজ
ঘ) জাইমেজ
সঠিক উত্তর: (ঘ)
৬৭.ফটোফসফোরাইলেশন হলো –
i. রৈখিক
ii. চক্রীয়
iii. অচক্রীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮.৩-ফসফোগ্লিসারিক এসিড থেকে ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড তৈরিতে শক্তি সরবরাহ করে কোনটি?
ক) FAD খ) ATP গ) NAD ঘ) NADP
সঠিক উত্তর: (খ)
৬৯.ক্রেবস চক্রে সর্বমোট উৎপাদিত ATP এর সংখ্যা কত?
ক) ২২টি খ) ২৪টি গ) ৩৩টি ঘ) ৩৮টি
সঠিক উত্তর: (খ)
৭০.সবাত ও অবাত শ্বসনের উভয়ের সাধারণ পর্যায় কোনটি?
ক) গ্লাইকোলাইসিস
খ) অ্যাসিটাইল Co-A
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
সঠিক উত্তর: (ক)
৭১.ম্যালিক এসিডের R.Q কত?
ক) 1 খ) 1.33 গ) 0.71 ঘ) 1.50
সঠিক উত্তর: (খ)
৭২.উদ্ভিদ কোষের কোথায় সালোকসংশ্লেষণ ঘটে?
ক) ক্লোরোপ্লাস্টে
খ) ক্রোমোপ্লাস্টে
গ) লিউকোপ্লাস্টে
ঘ) অ্যারিওপ্লাস্টে
সঠিক উত্তর: (ক)
৭৩.হ্যাচ এন্ড স্ল্যাক চক্র কোন টিস্যুতে অনুসৃত হয়?
ক) বান্ডল সিথের ক্লোরোপ্লাস্টে
খ) মেসোফিল টিস্যুতে
গ) পরিবহন টিস্যুতে
ঘ) ভিত্তি টিস্যুতে
সঠিক উত্তর: (খ)
৭৪.আধুনিক ধারণা অনুযায়ী –
ক) প্রোটন নির্দিষ্ট
খ) অ্যানায়ন নির্দিষ্ট
গ) আয়ন নির্দিষ্ট
ঘ) ক্যাটায়ন নির্দিষ্ট
সঠিক উত্তর: (গ)
৭৫.মাটিতে কোন আয়নটি ক্যাটায়ন হিসেবে থাকে?
ক) SD4- খ) Mg++ গ) Cl- ঘ) OH-
সঠিক উত্তর: (খ)
৭৬.পত্ররন্ধ্রের অবস্থান –
i. উদ্ভিদের যাবতীয় সবুজ অংশে থাকে
ii. পানিতে ভাসমান পাতার ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে
iii. সমাঙ্গপৃষ্ঠ পাতার শুধু নিম্নত্বকে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭.CO2 এর ঘনত্ব কতটুকু নিচে নামলে পত্ররন্ধ্র খুলে যায়?
ক) ২০০ পিপিএম
খ) ৩০০ পিপিএম
গ) ৪০০ পিপিএম
ঘ) ৫০০ পিপিএম
সঠিক উত্তর: (খ)
৭৮.রক্ষীকোষে কোন আয়নের সক্রিয় শোষণের দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়?
ক) K+ খ) Ca++ গ) Mg++ ঘ) Na+
সঠিক উত্তর: (ক)
৭৯.অবাত শ্বসন ঘটে –
i. ছত্রাকে
ii. ব্যাকটেরিয়াতে
iii. Ascaris নামক কৃমিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০.মুথাঘাসের বান্ডলসীথের কোষে –
i. ক্লোরোপ্লাস্টে গ্রানা অনুপস্থিত
ii. RUBISCO এনজাইম সক্রিয় হয়
iii. PEP কার্বক্সাইলেজ এনজাইম সক্রিয় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮১.ক্লোরোপ্লাস্টের কোথায় C3 চক্র সংঘটিত হয়?
ক) ম্যাট্রিক্সে
খ) অক্সিজোমে
গ) গ্রানামে
ঘ) স্ট্রোমায়
সঠিক উত্তর: (ঘ)
৮২.কাষ্ঠল উদ্ভিদের মূলের বা কান্ডের ত্বকে ক্ষুদ্রাকৃতির ছিদ্র কী নামে পরিচিত?
ক) লেন্টিসেল
খ) পেরিডার্ম
গ) ফেলোডার্ম
ঘ) কর্ক
সঠিক উত্তর: (ক)
৮৩.কোনটি শ্বসনের হার বেশি –
ক) পাতা
খ) দল
গ) অঙ্কুরিত বীজ
ঘ) কান্ডশীর্ষ
সঠিক উত্তর: (গ)
৮৪.প্রস্বেদনের ফলে পাতায় জমাকৃত কোন ধরনের পদার্থ আক্রমণ হতে পাতাকে রক্ষা করতে সাহায্য করে?
ক) অ্যাসিড
খ) ক্ষার
গ) পানিগ্রাহী লবণ
ঘ) পানিগ্রাহী ক্ষার
সঠিক উত্তর: (গ)
৮৫.প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী –
i. তাপমাত্রা বৃদ্ধি
ii. আর্দ্রতা হ্রাস
iii. চাপ হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬.সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে কী উৎপন্ন হয়?
ক) GTP ও NAD
খ) ATP ও NADPH + H+
গ) ATP ও NAD
ঘ) AMP ও NADPH + H+
সঠিক উত্তর: (খ)
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৮৭.সালোকসংশ্লেষণ কোন একক আলোতে সবচেয়ে কম হয়?
ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) হলুদ
সঠিক উত্তর: (গ)
৮৮.কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে?
ক) কার্বন খ) হাইড্রোজেন গ) লোহা ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৮৯.ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী জৈব পদার্থ কয় কার্বন বিশিষ্ট?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৯০.বর্ণালির কোন অংশ সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়?
ক) নীল খ) লাল গ) বেগুনি ঘ) সবুজ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।