HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ষষ্ঠ | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৬ষ্ঠ অধ্যায় – ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
২. রেণুধর পর্যায়ের প্রথম কোষ কোনটি?
ক. ভ্রণ
খ. কলা
গ. জাইগোট
ঘ. গ্যামেট
৪. বাংলাদেশে জরপপরধ গণের কয়টি প্রজাতি রয়েছে?
ক. ৪০
খ. ৪২
গ. ৪৩
ঘ. ৪৫
৫. র্যামেন্টা কী?
ক. বাদামী রোম
খ. র্যাকিসের আবরণ
গ. অস্থানিক. মূল
ঘ. পাশর্^শিরা
৬. ফানের পাতাকে কী বলে?
ক. রাইজোম
খ. র্যামেন্টা
গ. ফ্রন্ড
ঘ. সোরাস
৮. চঃবৎরং উদ্ভিদ জরপপরধ উদ্ভিদ হতে বেশি উন্নত, কারণ-
i) মূল দেহ স্পোরোফাইটিক
ii) উদ্ভিদ সমাঙ্গদেহী
iii) ভাস্কুলার টিস্যু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. চঃবৎরং এ অ্যান্থেরিডিয়া
i) প্রোথেলাস থেকে উৎগত
ii) একস্তর পুরু বন্ধ্যা আবরণ বিশিষ্ট
iii) কয়েক. স্তর পুরু আবরণ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. জরপপরধ একটি ব্রায়োফাইট উদ্ভিদ, যার-
i) যৌন জনন উগ্যামাস প্রকৃতির
ii) জননাঙ্গ. এককোষী
iii) জননাঙ্গ. বন্ধ্যাকোষের আবরণযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. মস উদ্ভিদের দেহ
i) পরিবহন টিস্যুবিহীন
ii) কান্ড ও পাতায় বিভক্ত
iii) কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. জরপপরধ-র সঞ্চয়ী অঞ্চল
i) প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত
ii) স্টার্চ সঞ্চয় করে
iii) গাইকোজেন সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও
১৩. চিত্রের উদ্ভিদটির থ্যালাসের অঞ্চল কোনটির সাথে জড়িত?
ক. শসন
খ. অভিরবণ
গ. নিষেক
ঘ. আত্তীকরণ
১৪. উদ্ভিদটির থ্যালাসের অ-চিহ্নিত অঞ্চলে
i) বায়ুনালি থাকে
ii) বায়ুরন্ধ্র থাকে
iii) উর্ধ্বত্বক. থাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও
জাহিদ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে পাম জাতীয় এক. ধরনের বৃক্ষ দেখল যাতে ফল উৎপন্ন হয় না, পাতা কুন্ডলিত এবং পক্ষল যৌগিজ।
১৫. জাহিদের দেখা উদ্ভিদটির কান্ড
i) অশাখ
ii) স্থল
iii) বেলনাকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. উল্লিখিত উদ্ভিদটির কোন অংশ স্ট্রোবিলাস তৈরি করে?
ক. গর্ভাশয়
খ. শল্কপত্র
গ. পুংরেণুপত্র
ঘ. স্ত্রীরেণুপত্র
১. ‘ইৎুড়হ’ শব্দের অর্থ কোনটি?
ক. ফার্ন
খ. উদ্ভিদ
গ. মস
ঘ. ডানা
২. ‘চযুঃড়হ’ শব্দের অর্থ হচ্ছে-
ক. পক্ষ
খ. উভচর
গ. মস
ঘ. উদ্ভিদ
৫. ব্রায়োফাইটার বিস্তার ও বিস্তৃতি কোথায়?
ক. দক্ষিণ এশিয়ায়
খ. ইউরোপে
গ. বিশ্বব্যাপী
ঘ. আফ্রিকায়
৬. ইৎুড়ঢ়যুঃধ-জাতীয় উদ্ভিদ পাওয়া যায় না-
ক. সমুদ্রে
খ. পুকুরে
গ. খাল-বিলে
ঘ. বনাঞ্চলে
৭. অধিকাংশ ব্রায়োফাইটা-
ক. সরল ও জলজ
খ. সরল ও সামুদ্রিক
গ. কঠিন ও সামুদ্রিক
ঘ. খুব সরল ও প্রধানত স্থলজ
৮. ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ জন্মাতে উপযুক্ত পরিবেশ কোনটি?
ক. ভেজা স্যাঁতসেঁতে এবং ছায়াময়
খ. শুষ্ক. ও রৌদ্রজ্জ্বল
গ. শুষ্ক. ও ছায়াময়
ঘ. আবদ্ধ জলাশয়
৯. সবুজ কার্পেটের মতো উদ্ভিদগুলো কোন দলের?
ক. ব্রায়োফাইটা
খ. টেরিডোফাইটা
গ. নগ্নবীজী
ঘ. আবৃতবীজী
১০. সমগ্র পৃথিবীতে ব্রায়োফাইটার প্রজাতি বর্তমান প্রায়-
ক. ২৪০০০
খ. ৯৬০
গ. ২৪০০
ঘ. ১১৪০
১১. সমগ্র পৃথিবীতে ব্রায়োফাইটার গণের সংখ্যা বর্তমানে প্রায়-
ক. ২৪০০০
খ. ৯৬০
গ. ২৪০০
ঘ. ১১৪০
১২. ব্রায়োফাইটা উদ্ভিদের নানান জীবজ ক্রিয়াকলাপের জন্য বিশেষত কখন পানির প্রয়োজন হয়?
ক. নিষেকের পর
খ. নিষেকের সময়
গ. স্পোর সৃষ্টির সময়
ঘ. নিষেকের পূর্বে
১৫. দ্বিফ্লাজেলযুক্ত শুক্রাণু উৎপন্ন হয় কোনটিতে?
ক. আর্কিগোনিয়াম
খ. হোমোস্পোরাস
গ. অ্যান্থেরিডিয়াম
ঘ. আইসোগ্যামাস
১৬. ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিগুলোর জীবনচক্রে কয়টি পৃথক. সুস্পষ্ট জনুক্রম রয়েছে?
ক. ৫টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
১৭. কোনটি ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদের প্রকট দশা?
ক. গ্যামেটোফাইটিক. জনু
খ. সোরাস
গ. স্পোরোফাইটিক. জনু
ঘ. প্রোথ্যালাস
১৮. উচ্চ শ্রেণির ব্রায়োফাইটার দেহ বিভেদিত থাকে-
ক. মূল ও কান্ডে
খ. কান্ড ও পাতায়
গ. মূল ও পাতায়
ঘ. মূল, কান্ড ও পাতায়
১৯. স্পোরোফাইট কোন অংশে বিভক্ত করা যায়?
ক. মূল, কান্ড ও পাতা
খ. মূল ও কান্ড
গ. মূল ও পাতা
ঘ. পদ, সিটা ও ক্যাপসুল
২০. ব্রায়োফাইটার দেহ গঠিত হয়-
ক. প্যারেনকাইমা কোষ দিয়ে
খ. স্কে¬রেনকাইমা কোষ দিয়ে
গ. কোলেনকাইমা কোষ দিয়ে
ঘ. প্যারেনকাইমা ও স্কে¬রেনকাইমা কোষ দিয়ে
২১. নিচের কোনটি সাধারণ ‘উদ্ভিদ দেহ’ বলে চিহ্নিত?
ক. আর্কিগোনিয়াম
খ. স্পোরোফাইটিক. জনু
গ. অ্যান্থেরিডিয়াম
ঘ. গ্যামেটোফাইটিক. জনু
২২. ব্রায়োফাইটিক. উদ্ভিদে মূলের পরিবর্তে কোনটি বিদ্যমান?
ক. সোরাস
খ. প্রোথ্যালাস
গ. রাইজয়েড
ঘ. স্পোর
২৩. আর্কিগোনিয়ামের আকৃতি কেমন?
ক. বেলনাকার
খ. ফ্লাক্সের ন্যায়
গ. নাসপাতির ন্যায়
ঘ. গোলাকার
২৪. অ্যান্থেরিডিয়ামের আকৃতি কেমন?
ক. গোলাকার
খ. ডিম্বাকার
গ. ফ্লাক্সের ন্যায়
ঘ. শলাকাকার
২৫. আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়ামের যৌন জননের প্রকৃতি-
ক. অ্যানাইসোগ্যামাস
খ. আইসোগ্যামাস
গ. হেটেরোগ্যামাস
ঘ. উগ্যামাস
২৬. ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদগুলোর যৌন জননের প্রকৃতি কীরূপ?
ক. উগ্যামাস
খ. হোমোস্পোরাস
গ. আইসোগ্যামাস
ঘ. অ্যানাইসোগ্যামাস
২৮. ব্রায়োফাইটের ভ্রণের অবস্থান কোথায়?
ক. পুংজননাঙ্গের অভ্যন্তরে
খ. স্ত্রীজননাঙ্গের অভ্যন্তরে
গ. রাইজয়েডে
ঘ. স্ত্রী জননাঙ্গের বাহিরে
২৯. ব্রায়োফাইটের ভ্রণ-
ক. অকোষীয়
খ. বহুকোষী
গ. দ্বিকোষী
ঘ. এককোষী
৩০. স্পোরোফাইট কয়টি অংশে বিবক্ত?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩১. কোনটি স্পোরোফাইটের অংশ?
ক. ক্যাপসুল
খ. থ্যালাস
গ. অমরা
ঘ. স্পোর
৩২. পুষ্টির জন্য স্পোরোফাইট কোনটির উপর সম্পূর্ণ নির্ভরশীল?
ক. সোরাস
খ. গ্যামেটোফাইট
গ. উগ্যামাস
ঘ. রাইজয়েড
৩৩. ব্রায়োফাইটার জাইগোটে কোন ধরনের কোষ বিভাজন হয়?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. প্রোমাইটোসিস
৩৪. মাটি থেকে পুষ্টি পদার্থ ও পানি শোষণ করে কোনটি?
ক. প্রোথ্যালাস
খ. স্পোর
গ. রাইজয়েড
ঘ. সোরাস
৩৭. জরপপরধ গণের অন্তর্ভূক্ত প্রজাতি সংখ্যা কত?
ক. ১৫০
খ. ২০০
গ. ৪০০
ঘ. ৩৫০
৪০. বাংলাদেশ থেকে জরপপরধ গণের শনাক্তকৃত প্রজাতি সংখ্যা কত?
ক. ১০০ এর অধিক
খ. ৫০ এর অধিক
গ. ৪০ এর অধিক
ঘ. ১২০ টি
৪১. জরপপরধ-র প্রধান উদ্ভিদদেহটি-
ক. গ্যামেটোফাইট
খ. স্পোরোফাইট
গ. স্পোরোফিল
ঘ. স্ট্রেবিলাস
৪২. থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়-
ক. এককোষী শল্ক
খ. বহুকোষী রাইজয়েড
গ. অগ্রীয় খাঁজ
ঘ. এককোষী রাইজয়েড
৪৩. কোনটি থ্যালাসকে শুকিয়ে যাবার হাত থেকে রক্ষা করে?
ক. রাইজয়েড
খ. র্যাকিস
গ. শল্ক
ঘ. সোরাস
৪৪. কোনটি থ্যালাসকে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখে?
ক. থ্যালয়েড
খ. শল্ক
গ. মধ্যশিরা
ঘ. রাইজয়েড
৪৫. থ্যালাসকে শুকিয়ে যাবার হাত থেকে রক্ষা করে কোনটি?
ক. রাইজয়েড
খ. শল্ক
গ. বায়ুছিদ্র
ঘ. বায়ুকোষ্ঠ
৪৬. কতকগুলো থ্যালাস একত্রিত হয়ে একটি গোলাকার চক্র তৈরি করে এর নাম কী?
ক. রোজেট
খ. স্পোরোজয়েট
গ. মেরোজয়েড
ঘ. ক্রিপ্টোজয়েট
৪৭. জরপপরধ এর রাইজয়েড কোন ধরনের?
ক. বহুকোষী
খ. শাখাযুক্ত
গ. এককোষী
ঘ. অগ্রীয় খাঁজযুক্ত
৪৮. রাইজয়েড কয় প্রকার?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ২
৪৯. প্রস্থচ্ছেদে থ্যালাস কয়টি পৃথক. অঞ্চলে বিভক্ত?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৫টি
৫০. থ্যালাসের পৃষ্ঠদেশে ক্লারোপ্লাস্ট পূর্ণ খাড়া কোষের সারিগুলোকে বলা হয়-
ক. সঞ্চয়ী অঞ্চল
খ. বায়ু প্রকোষ্ঠ
গ. উর্ধ্বত্বকের কোষ
ঘ. আত্তীকরণ সূত্র
৫১. থ্যালাসের পৃষ্ঠদেশে ক্লোরোপ্লাস্টবিশিষ্ট প্রতিটি সূত্র কয় কোষবিশিষ্ট?
ক. ৪-৮
খ. ৩-৬
গ. ৪-১০
ঘ. ২-৪
৫২. আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালির ন্যায় বায়ুপূর্ণ জায়গাকে কী বলা হয়?
ক. বায়ুপ্রকোষ্ঠ
খ. স্থায়ী অঞ্চল
গ. বায়ুছিদ্র
ঘ. অস্থায়ী অঞ্চল
৫৩. থ্যালাসে কোন অংশটি বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত ও আন্তঃকোষীয় ফাঁক. বিবর্জিত?
ক. বায়ুপ্রকোষ্ঠ
খ. সঞ্চয়ী অঞ্চল
গ. উর্ধ্বত্বক
ঘ. আত্মীকরণ অঞ্চল
৫৪. থ্যালাসের উপরিভাগের মাঝামাঝি কোনটি থাকে?
ক. শল্ক
খ. রাইজয়েড
গ. মধ্যশিরা
ঘ. দ্ব্যাগ্র শাখা
৫৫. পরিণত থ্যালাসে কোন অঞ্চলটিতে স্ত্রী ধানীর উদর প্রোথিত থাকে?
ক. আত্তীকরণ অঞ্চল
খ. উর্ধ্বত্বক
গ. বায়ুছিদ্র
ঘ. সঞ্চয়ী অঞ্চল
৫৬. জরপপরধ এর অন্তর্গঠনকে কয়টি অঞ্চলে ভাগ. করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৬টি
ঘ. ৪টি
৫৭. পরিণত থ্যালাসের গ্রীবাঞ্চল কোথায় থাকে?
ক. আত্তীকরণ অঞ্চল
খ. উর্ধ্বত্বক
গ. বায়ু প্রকোষ্ঠ
ঘ. সঞ্চয়ী অঞ্চল
৫৮. থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাতে?
ক. প্রোটিন কণা
খ. খনিজ লবণ
গ. শ্বেতসার কণা
ঘ. এনজাইম
৫৯. রাইজয়েড কত প্রকার?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
৬০. কোনটি জরপপরধ এর শনাক্তকারী বৈশিষ্ট্য?
ক. শুধুমাত্র অঙ্গজ প্রক্রিয়ায় বংশবৃদ্ধি
খ. স্পোরোফাইটিক. দশা ক্যাপসুলে আবদ্ধ নয়
গ. থ্যালাসের অঙ্কীয়দেশে বহুকোষী রাইজয়েড থাকে
ঘ. উদ্ভিদদেহ থ্যালয়েড
৬১. জরপপরধ এর থ্যালাসটি কোন ধরনের?
ক. দ্ব্যাগ্র শাখান্বিত
খ. এককোষী
গ. বহুকোষী
ঘ. শাখাহীন
৬২. জরপপরধ-র বংশবৃদ্ধি করে-
ক. ৩ ভাবে
খ. ২ ভাবে
গ. ৫ ভাবে
ঘ. ৪ ভাবে
৬৩. থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলটি কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত?
ক. স্কে¬রেনকাইমা
খ. প্যারেনকাইমা
গ. কোলেনকাইমা
ঘ. প্যারেনকাইমা ও স্কে¬রেনকাইমা
৬৪. জরপপরধ এর থ্যালাস কোন বর্ণের?
ক. হলুদ
খ. বাদামি
গ. নীল
ঘ. সবুজ
৬৯. টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদগোষ্ঠীকে কি বলা হয়?
ক. ভাসকুলার ক্রিপ্টোগ্যামাস
খ. প্রোগ্যামাস
গ. আইসোগ্যামাস
ঘ. হেটারোগ্যামাস
৭০. চঃবৎড়হ শব্দের অর্থ কী?
ক. রাইজোম
খ. পত্রক
গ. র্যাকিস
ঘ. ডানা
৭৩. প্রথিবীতে টেরিডোফাইটার কতটি প্রজাতি রয়েছে?
ক. ১০,৫০০ টি
খ. ৪০০টি
গ. ৯৬০টি
ঘ. ২০০টি
৭৫. উচ্চশ্রেণির বৃক্ষজাতীয় উদ্ভিদের শাখায় পরাশ্রয়ী রূপে জন্মায়-
ক. ব্রায়োফাইটার প্রজাতি
খ. থ্যালোফাইটার প্রজাতি
গ. টেরিডোফাইটার প্রজাতি
ঘ. ফিলিসিনোফাইটার প্রজাতি
৭৭. টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহটি-
ক. গ্যামেটোফাইটিক
খ. স্পোরোফাইটিক
গ. প্রোথ্যালাস
ঘ. উগামাস
৭৮. টেরিডোফাইটার জাইলেমের প্রধান উপাদান কোনটি?
ক. ট্রাকিড
খ. ভেসেল
গ. সীভনল
ঘ. জাইলেম প্যারেনকাইমা
৭৯. রেণুস্থলি বহনকারী পাতাকে কী বলা হয়?
ক. সোরাস
খ. স্পোরোফিল
গ. মেগাস্পোর
ঘ. মাইক্রোস্পোর
৮০. স্পোরোফিল ঘন সন্নিবেশিত হয়ে কোনটি গঠন করে?
ক. মেগাস্পোর
খ. মাইক্রোস্পোর
গ. স্ট্রোবিলাস
ঘ. সোরাস
৮১. কোন উদ্ভিদের জননাঙ্গ. বহুকোষীয় এবং বন্ধাকোষের আবরণ দ্বারা পরিবেষ্টিত?
ক. ফটোসিনথেটিক
খ. স্পোরোফাইটিক
গ. সারসিনেটিক
ঘ. গ্রামেটোফাইটিক
৮৬. রাইজোম কোনটি দিয়ে আচ্ছাদিত থাকে?
ক. সোরাস
খ. র্যামেন্টা
গ. স্পোরোফিল
ঘ. ইন্ডুসিয়াম
৮৭. স্পোরাঞ্জিয়াম কি দিয়ে আবৃত থাকে?
ক. সোরাস
খ. র্যামেন্টা
গ. স্পোরোফিল
ঘ. মেকী ইন্ডুসিয়াম
৮৮. সোরাস গঠিত হয়-
ক. পত্রকের কিনারায়
খ. মধ্যশিরায়
গ. পত্রকের কিনারায়
ঘ. পত্রকের অগ্রভাগে
৯১. চঃবৎরং গণে প্রায় কী পরিমাণ প্রজাতি সংখ্যা রয়েছে?
ক. ১৬০টি
খ. ২৯০টি
গ. ২৫০টি
ঘ. ৩৮০টি
৯২. বাংলাদেশে চঃবৎরং এর কতটি প্রজাতি জন্মাতে দেখা যায়?
ক. ২৫০
খ. ২৮০
গ. ১৭/১৬
ঘ. ২০
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৪. চঃবৎরং এর গ্যামেটোফাইটকে কী বলে?
ক. সোরাস
খ. স্পোরোফিল
গ. প্রোথ্যালাস
ঘ. আর্কিগোনিয়াম
৯৫. র্যামেন্টা কী?
ক. বাদামি রোম
খ. র্যাকিসের আবরণ
গ. অস্থানিক. মূল
ঘ. পার্শ্বশিরা
৯৬. পত্রকসহ ফার্নের সমগ্র পাতাকে কী বলা হয়?
ক. র্যামেন্টা
খ. ফ্রন্ড
গ. পিনা
ঘ. সারসিনেট
৯৭. ফার্নের কুন্ডলিত কচিপাতাকে কী বলা হয়?
ক. র্যামেন্টা
খ. ফ্রন্ড
গ. ক্রোজিয়ার
ঘ. সারসিনেট ভার্নেশন
৯৮. ফার্ন উদ্ভিদের পাতা-
ক. সচূঁড় পক্ষল যৌগিক
খ. অচূঁড় পক্ষল যৌগিক
গ. দ্বিপক্ষল সরল
ঘ. সচূঁড় পক্ষল সরল
৯৯. ফার্ন উদ্ভিদের কচিপাতার কুন্ডলিত অবস্থাকে কী বলে?
ক. র্যাকিস
খ. সোরাস
গ. সারসিনেট
ঘ. ইন্ডুসিয়াম
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।