HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় চতুর্থ | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের চতুর্থ অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
চতুর্থ অধ্যায় অণুজীব
১. ডধষঃবৎ জববফ কত সালে পীত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন?
ক. ১৯০১ খ. ১৯৯৮ গ. ১৯৩৫ঘ. ১৯৮৪
২. স্ট্যানলি কোন দেশের বিজ্ঞানী?
ক. সুইডেন
খ. আমেরিকা
গ. হল্যান্ড
ঘ. জাপান
৩. ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি?
ক. জীবকোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে
খ. নিজস্ব বিপাকীয় এনজাইম নেই
গ. এরা আকারে বৃদ্ধি পায়
ঘ. জীবকোষের বাইরে জৈবিক. কার্যকলাপ সংঘটিত হয়
৪. নোবেল বিজয়ী বিজ্ঞানী কে?
ক. স্ট্যানলি
খ. হারভে জে অলটার
গ. ওয়াল্টার রিড
ঘ. গ্যালো
৫. সমুদ্রের এক. মিলিমিটার পানিতে ভাইরাসের সংখ্যা কত?
ক. ১ লক্ষ
খ. ২ লক্ষ
গ. ৩ লক্ষ
ঘ. ৪ লক্ষ
৬. ডিম্বাকার ভাইরাস কোনটি?
ক. ঞগঠ
খ. ঞ২ ফায
গ. ইনফ্লুয়েঞ্জা
ঘ. হার্পিস
৭. ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে কী বলে?
ক. মাইকোফায
খ. সায়ানোফায
গ. ব্যাকটেরিওফায
ঘ. ফাইটোফায
৮. ব্যাকটেরিওফায আবিষ্কারকের নাম কী?
ক. ফেলিক্স ডি হেরেলি
খ. গ্যালো
গ. ওয়াল্টার রিড
ঘ. স্ট্যানলি
৯. ছত্রাকে আক্রমণকারী ভাইরাসকে কী বলা হয়?
ক. সায়ানোফায
খ. মাইকোফায
গ. ব্যাকটেরিওফায
ঘ. মাইটোফ্যাজিন
১০. উদ্ভিদ ভাইরাস কোনটি?
ক. ঞগঠ
খ. পোলিও
গ. মাপ
ঘ. র্যাবিস
১১. ঠরৎঁং শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন
খ. ইংরেজি
গ. গ্রীক
ঘ. ফার্সি
১৩. জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটি?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. নেমাটোড
ঘ. ছত্রাক
১৪. ব্যাকটেরিয়ার তুলনায় ভাইরাস কত ভাগ. ছোট?
ক. ১০-৪০০ ভাগ
খ. ২০-২০০০ ভাগ
গ. ১০-১০০ ভাগ
ঘ. ১০-২৫০০ ভাগ
১৫. মোজাইক. রোগের স্ফুটিক. তৈরির জন্য কাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়?
ক. চ.ঈ. ইড়ফিবহ
খ. অ.গধুবৎ
গ. ঘ.ঈ. চরৎরপ
ঘ. ড.গ.
১৮. গ.ড. ইবরলবৎরহপশ কোন দেশের বিজ্ঞানী?
ক. সুইডেন
খ. হল্যান্ড
গ. আমেরিকান
ঘ. রাশিয়া
১৯. কোনটি অনুলিপন ক্ষমতা সম্পন্ন?
ক. ছত্রাক
খ. নেমাটোড
গ. ব্যাকটেরিয়া
ঘ. ভাইরাস
২১. নিচের কোনটি অকোষীয়?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. শৈবাল
ঘ. ক. + খ
২২. ভাইরাসে বিপাক. ক্রিয়া না ঘটার কারণ-
ক. বিপাকীয় এনজাইমের উপস্থিতি
খ. এরা স্বভোজী
গ. বিপাকীয় এনজাইমের অনুপস্থিতি
ঘ. মিউটেশন ঘটে না
২৩. সর্বপ্রথম কোন বিজ্ঞানী তামাক. পাতার মোজাইক. রোগের কারণ ভাইরাস বলে উল্লেখ. করেন?
ক. ইড়ফিবহ
খ. এধষষড়ি
গ. ওধিহড়ধিংযশর
ঘ. ঝঃধহফষবু
২৪. ড.গ. ঝঃধহষবু কত সালে ঞগঠ পৃথক. ও কেলাসিত করেন?
ক. ১৯৩৫
খ. ১৮৮২
গ. ১৯৩৭
ঘ. ১৯৯৩
২৫. ডিমিট্রি আইভানোভস্কি কোন দেশের বিজ্ঞানী?
ক. রাশিয়া
খ. ইতালি
গ. ফ্রান্স
ঘ. জার্মানি
২৬. ড.গ. ঝঃধহষবু কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?
ক. ১৯৬৩
খ. ১৯০৩
গ. ১৯৪৬
ঘ. ১৯৯৮
২৭. আইভানোভস্কি কোন রোগ. নিয়ে কাজ করেন?
ক. তামাকের মোজাইক
খ. যক্ষ
গ. কলার মোজাইক
ঘ. গলগন্ড
৩১. সায়ানোফায ধ্বংস করে কোনটি?
ক. ব্যাকটেরিয়া
খ. সায়ানোব্যাকটেরিয়া
গ. উদ্ভিদ
ঘ. প্রাণী
৩৩. গ্যালো কত সালে অওউঝ রোগের প্যাথোজেন আবিষ্কার করেন?
ক. ১৯৪০
খ. ১৮৩৪
গ. ১৯৯০
ঘ. ১৮৮৪
৩৪. নিচের কোন অণুজীবটি অতি অণুবীক্ষণিক?
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. ক. +গ
৩৫. বাধ্যতামূলক. পরজীবী বলা হয় নিচের কোন অণুজীবকে?
ক. ছত্রাক
খ. ব্যাকটেরিয়
গ. ভাইরাস
ঘ. শৈবাল
৩৬. নিচের কোন অণুজীবটি শুধুমাত্র উপযুক্ত পোষকদেহে বংশ বৃদ্ধি করতে পারে?
ক. ঘড়ংঃড়প
খ. ব্যাকটেরিয়া
গ. ভাইরাস
ঘ. পরিফেরা
৩৭. কোনটি পোষক. কোষের বাইরে জড় বস্তুর মত নিষ্ক্রিয় থাকে?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ফার্ণ
ঘ. শৈবাল
৩৮. নিচের কোনটিতে বিপাকীয় এনজাইম অনুপস্থিত?
ক. গরু
খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. ভাইরাস
৩৯. কীভাবে ভাইরাসকে কেলাসে পরিণত করা যায়?
ক. চাপ প্রয়োগ. করে
খ. তাপ প্রয়োগ. করে
গ. টিস্যু কালচার করে
ঘ. বাতাসে শুকিয়ে
৪০. মিউটেশনের ফলে ভাইরাসে কোনটি ঘটে?
ক. নতুন জাতের উদ্ভব হয়
খ. সংখ্যা হ্রাস পায়
গ. বিলুপ্ত হয়
ঘ. আকারে বড় হয়
৪১. বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
ক. ভেরিওলা
খ. র্যাবিস
গ. অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা
ঘ. অ্যাডেনো
৪২. বানচিটপ রোগ. হয় কোন উদ্ভিদে?
ক. আম
খ. তামাক
গ. শিম
ঘ. কলা
৪৩. শিম গাছের রোগ. কোনটি?
ক. টুংগ্রো
খ. মোজাইক
গ. বানচিটপ
ঘ. ফ্লু
৪৪. জীবের উৎপত্তি ও বিবর্তন সংক্রান্ত তথ্য উদঘাটনে ভূমিকা রয়েছে কোনটির?
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. শৈবাল
ঘ. লাইকেন
৪৫. ফায (চযধমব) শব্দটির অর্থ কী?
ক. বিষ
খ. ভক্ষণ করা
গ. আক্রমণ করা
ঘ. উপকার করা
৪৭. ঞ২ ফায ভাইরাসের দেহ কয়টি প্রধান অংশে বিভক্ত?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪৯. ঞ২ ফায ভাইরাসের আকৃতি কীরূপ?
ক. ব্যাঙাচি আকৃতি
খ. দন্ডাকৃতি
গ. বৃত্তাকৃতি
ঘ. বুলেটাকৃতি
৫০. ঞ২ ফাযের মাথা দেখতে-
ক. চতুভূজাকার
খ. ত্রিকোণাকার
গ. গোলাকার
ঘ. ষড়ভূজাকার
৫১. অ্যান্টিবায়োটিক. কোনটির দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. শৈবাল
৫২. নিউক্লিক. এসিডের ধরন অনুযায়ী ভাইরাস কত ধরনের?
ক. দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
৫৩. এক. সূত্রক. উঘঅ পাওয়া যায় কোন ভাইরাসে?
ক. ঞ২ ফায
খ. ঞগঠ
গ. কোলিফায
ঘ. ঐওঠ
৫৪. ভ্যাক্সিনিয়া ভাইরাসে পাওয়া যায়-
ক. এক. সূত্রক. উঘঅ
খ. দ্বি সূত্রক. উঘঅ
গ. এক. সূত্রক. জঘঅ
ঘ. দ্বি সূত্রক. জঘঅ
৫৫. টোবাকো মোজাইক. ভাইরাসে কোনটি থাকে?
ক. এক. সূত্রক. উঘঅ
খ. দ্বি সূত্রক. উঘঅ
গ. এক. সূত্রক. জঘঅ
ঘ. দ্বি সূত্রক. জঘঅ
৫৬. কোনটিতে দ্বি সূত্রক. জঘঅ থাকে?
ক. রিও ভাইরাস
খ. ঞগঠ
গ. পোলিও ভাইরাস
ঘ. কোলিফায
৫৭. নিচের কোন ভাইরাসটি দেখতে দন্ডাকার?
ক. ঞগঠ
খ. ঞ২ ফায
গ. ঐওঠ
ঘ. পোলিও
৫৮. বুলেটাকার আকৃতির ভাইরাস কোনটি?
ক. র্যাবডো
খ. পোলিও
গ. ভ্যাক্সিনিয়া
ঘ. ঞ২ ফায
৫৯. নিচের কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?
ক. ঞ২ ফায
খ. ভ্যাক্সিনিয়া
গ. ঐওঠ
ঘ. ঞগঠ
৬০. ব্যঙাচি আকৃতির ভাইরাস কোনটি?
ক. ঞ২ ফায
খ. র্যাবডো ভাইরাস
গ. ঐওঠ
ঘ. পোলিও
৬১. কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
ক. র্যাবিস ভাইরাস
খ. ভেরিওলা ভাইরাস
গ. রুবিওলা ভাইরাস
ঘ. ঐ১ঘ১ভাইরাস
৬২. কত সালে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়?
ক. ১৯৮১
খ. ১৯৯৮
গ. ২০০৯
ঘ. ২০০৫
৬৩. কোন রোগের বিস্তার (ডঐঙ) ‘মহামারী’ বলে আখ্যায়িত করেছে?
ক. সোয়াইন ফ্লু
খ. ইয়োলো ফিভার
গ. ডেঙ্গু
ঘ. বসন্ত
৬৪. কত সালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারী আকারে হয়েছিল?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৫
ঘ. ২০০৮
৬৫. কোন দেশ থেকে সারা বিশ্বে সোয়াইন ফ্লু-র বিস্তার ঘটে?
ক. ভারত
খ. চীন
গ. মেক্সিকো
ঘ. যুক্তরাষ্ট্র
৬৬. টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণ করলে কোন বর্ণের পাপড়িতে বর্ণবৈশিষ্ট্য সৃষ্টি হয়?
ক. লাল
খ. কালো
গ. হলুদ
ঘ. খয়েরী
৬৭. নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে-
ক. জাইমেজ
খ. জাইমোফায
গ. সায়ানোফায
ঘ. ফ্লাভিভাইরাস
৭৮. কোন ভাইরাস মানবদেহে বসন্ত রোগ. সৃষ্টি করে?
ক. ভেরিওলা
খ. ফ্লাভিভাইরাস
গ. ঐওঠ
ঘ. ঐ১ঠ১
৬৯. কোন ভাইরাসটি মানবদেহে হাম রোগের সংক্রামণ ঘটায়?
ক. ভেরিওলা
খ. রুবিওলা
গ. র্যাবিস
ঘ. ঐ১ঠ১
৭০. নিচের কোনটি মান দেহের রোগ?
ক. ইয়েলো ফিভার
খ. নিউক্যাসল
গ. লিফরোপ
ঘ. ফুট এন্ড মাউথ
৭১. বার্ড ফ্লু রোগের জন্য দায়ী অণুজীব কোনটি?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. শৈবাল
ঘ. প্রোটোজোয়া
৭২. ঊ-পড়ষর কে ধ্বংস করে নিচের কোন ভাইরাস?
ক. রুবিওলা
খ. ঞ২ ফায
গ. ঐ১ঘ১
ঘ. র্যাবিল
৪৩. ঈস্টকে ধ্বংস করতে সক্ষম কোন ভাইরাসটি?
ক. জাইমোফায
খ. ঞ২ ফায
গ. র্যাবিস
ঘ. ভেরিওলা
৭৪. জিন প্রকৌশলে বাহক. হিসেবে ব্যবহৃত হয়?
ক. ভাইরাস
খ. আর্থ্রােপোডা
গ. পরিফেরা
ঘ. ফার্ণ
৭৫. কোনটি টিকা উৎপাদনে ব্যবহৃত হয়?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাসগ. মস
ঘ. ছত্রাক
৭৬. টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র তৈরি করে কোন অনুজীব?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. ছত্রাক
ঘ. শৈবাল
৭৭. পোলিও সৃষ্টির জন্য দায়ী ভাইরাস কোনটি?
ক. ব্যাকটেরিয়া
খ. পোলিওমাইলাইটিস
গ. র্যাবিস
ঘ. ইনফ্লুয়েঞ্জা
৭৮. রুবিওলা ভাইরাস দায়ী কোন ক্ষেত্রে?
ক. পোলিও
খ. গুটি বসন্ত
গ. জলাতঙ্ক
ঘ. হাম
৭৯. ইদুরের টিউমার সৃষ্টির কারণ কী?
ক. পলিওমা ভাইরাস
খ. র্যাবিস ভাইরাস
গ. পোলিওমাইলাইটিস
ঘ. রুবিওলা ভাইরাস
৮১. ঞগঠ এর আকৃতি কেমন?
ক. দন্ডাকার
খ. বৃত্তাকার
গ. পাউরুটি
ঘ. সূত্রাকার
৮২. লেটুস মোজাইক. ভাইরাস দেখতে কোন আকৃতির?
ক. সূত্রাকার
খ. বৃত্তাকার
গ. বুলেটাকার
ঘ. ব্যঙাচি আকৃতির
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৮৩. পোলিও ভাইরাসের আকৃতি কীরূপ?
ক. দন্ডাকার
খ. সূত্রাকার
গ. বৃত্তাকার
ঘ. বুলেটাকার
৮৪. ঞ২ ফায ব্যাকটেরিয়া এর আকৃতি কেমন?
ক. ব্যঙাচি আকৃতি
খ. বুলেটাকার
গ. দন্ডাকার
ঘ. পাউরুটি আকৃতি
৮৫. দ্বিসূত্রক. জঘঅ বিশিষ্ট ভাইরাসের উদাহরণ কোনটি?
ক. ঞ২ ফায
খ. ভ্যাক্সিনিয়া
গ. ঐওঠ
ঘ. রাইস টুংরো
৮৬. বৃত্তাকার ভাইরাস কোনটি?
ক. র্যাবডো
খ. ভ্যাক্সিনা
গ. পোলিও
ঘ. ঞ২ ফায
৮৮. উঘঅ ভাইরাসের উদাহরণ কোনটি?
ক. পোলিও
খ. রুবিওলা
গ. ফ্ল্যাভি
ঘ. ঞ২ ফায
৯১. জঘঅ ও উঘঅ উভয়ই বিদ্যমান থাকে কোথায়?
ক. পোলিও ভাইরাসে
খ. ঐওঠ তে
গ. ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে
ঘ. ঞ২ ফাযে
৯২. ক্যাপসিড আবরণে আবৃত নিউক্লিক. এসিডযুক্ত সংক্রমণক্ষম ভাইরাসের নাম কি?
ক. প্রিয়ন
খ. ভিরিয়ন
গ. লিপোভাইরাস
ঘ. পেপলোমিয়ার
৯৩. ক্যাপসিডের উপাদান কোনটি?
ক. প্রোটিন
খ. লিপিড
গ. শর্করা
ঘ. সবগুলো
৯৪. ব্যাকটেরিওফাযের ক্ষেত্রে কোন এনজাইমের উপস্থিতি লক্ষ করা যায়?
ক. পলিমারেজ
খ. লাইসোজাইম
গ. নিউরামিনিডেজ
ঘ. রিভার্স ট্রান্সক্রিপটেজ
৯৫. প্লেট সদৃশ্য ভাইরাস কোনটি?
ক. পোলিও
খ. ডেঙ্গু
গ. ভ্যাক্সিনিয়া
ঘ. তামাক. গাছের নেক্সেসিস রোগের ভাইরাস
৯৬. সর্বপ্রথম অওউঝ রোগী শনাক্ত করেন কে?
ক. গ্যালো
খ. স্ট্যানলি
গ. বারে সিনৌসি ও লুক. মঁত নেইয়া
ঘ. পিরি
৯৭. কোনটি মরণব্যাধি ভাইরাস?
ক. পোলিও
খ. ঐ১ঘ১
গ. ঐওঠ
ঘ. র্যাবিস
৯৯. কোনটি রোগ. নয় কিন্তু রোগের লক্ষণ সমষ্টি?
ক. অওউঝ
খ. ভেরিওলা
গ. ইয়োলো ফিভার
ঘ. রুবিওলা
১০০. ফ্লাভিভাইরাস সৃষ্ট রোগ. কোনটি?
ক. সোয়াইন ফ্লু
খ. ইয়েলো ফিভার
গ. ডেঙ্গু
ঘ. বসন্ত
১০১. ম্যারেরিয়া রোগে আক্রান্ত মানুষের
i) রক্তশূন্যতা দেখা দেয়
ii) প্লীহা বড়হয়ে যায়
iii) বারবার পাতলা পায়খানা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০২. ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়
i) তেল অপসারণে
ii) অ্যাসিটোন তৈরীতে
iii) ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০৩. ডেঙ্গু রোগের লক্ষণ হচ্ছে
i) ােখের সাদা অংশ হলুদ হওয়া
ii) চামড়ায় ছোট ছোট লাল ফসফুড়ি
iii) সমগ্র শক্তির ব্যথা অনুভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।