HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় দশম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১০তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন
১. জেনারেটিভ কোষ কোথায় থাকে?
ক. পুংদন্ডে
খ. পরাগনালির অভ্যন্তরে
গ. গর্ভপত্রে
. পুংকেশরে
২. কোনটি সঠিক?
ক. আদিকোষী = ডিম্বাণু
খ. লিফরোল = ব্যাকটেরিয়া
গ. অ্যাপ্লানোস্পোর = সচল কোষ
ঘ. উওকিনেট = ডিপ্লয়েড
৩. নিচের কোনটি ডিপ্লয়েড কোষ?
ক. স্পোর
খ. ডিম্বাণু
গ. উস্পোর
ঘ. পরাগরেণু
৪. উন্নত শস্য জাত উৎপাদনের জন্য প্রচলিত পদ্ধতি হলো-
i) সংকরায়ন
ii) উদ্ভিদ প্রবর্তন
iii) মিউটেশন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ফসল উদ্ভিদের সংকরায়ন্রে উদ্দেশ্য হল
i) অধিক. ফলন
ii) গুণগত মান সংরক্ষণ
iii) রোগ. প্রতিরোধী জাত সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. জোড় কলম পদ্ধতিতে অঙ্গজ জনন করে-
i) জাম
ii) কুল
iii) তাল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদ-
i) হ্যাপ্লয়েড হয়
ii) অনুর্বর হয়
iii) ডিপ্লয়েড হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. কৃত্রিম পার্থোজেনেসিস ঘটানো হয়
i) ঢ-রে প্রয়োগে
ii) অন্য উদ্ভিদের পরাগ. দিয়ে পরাগায়ন করে
iii) বেলভিটান প্রয়োগে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. মুকুলোদগমের সাহায্যে বংশ বৃদ্ধি করে
i) মস
ii) ব্যাকটেরিয়া
iii) ঈষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও
১০. উদ্দীপকের চিত্রের মাধ্যমে কোন ধরনের প্রজনন ঘটে?
ক. কৃত্রিম প্রজনন
খ. স্বাভাবিক. অঙ্গজ প্রজনন
গ. যৌন জনন
ঘ. দাবা ও চোখ. কলম
নিচের তথ্যের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও
তপু একটি ¯াইডে একফোটা টক. দই নিয়ে অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে ক্ষুদ্রাকৃতির দন্ডাকার এক. প্রকার অণুজীব দেখতে পেল আধা ঘন্টা পর উক্ত ¯াইড পুনরায় পর্যবেক্ষণে পূর্বের চেয়ে দ্বিগুণ অণুজীব দেখতে পেল।
১২. অণুজীবটির সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়া কোনটি?
ক. দ্বিবিভাজন
খ. অপুংজনি
গ. খন্ডায়ন
ঘ. যৌন জনন
১৩. উল্লেখিত প্রক্রিয়ায়-
i) কোষ প্রাচীরের কোষ মধ্য অঞ্চলে সংকোচন শুরু হয়
ii) মাতৃকোষ দুটি অপত্য কোষ তৈরি করে
iii) ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১. বংশের ধারাবাহিকত বজায় রেখে অনুরূপ বংশধর উৎপন্ন করাই হলো
ক. অঙ্করোদগম
খ. প্রজনন
গ. জীবের বৃদ্ধি
ঘ. জীবের বিকাশ
২. উদ্ভিদের প্রজনন প্রধানত কত প্রকার?
ক. চার
খ. তিন
গ. দুই
ঘ. এক
৩. উঁচু শ্রেণির উদ্ভিদে মুখ্য প্রজনন পদ্ধতি কোনটি?
ক. অঙ্গজ জনন
খ. অযৌন জনন
গ. কৃত্রিম জনন
ঘ. যৌন জনন
৪. জীবের বিবর্তনে ভূমিকা রাখে-
ক. যৌন জনন
খ. অযৌন জনন
গ. কৃত্রিম জনন
ঘ. অঙ্গজ জনন
৫. সপুষ্পক. উদ্ভিদে যৌন জনন কার্য সম্পাদনের অঙ্গ. কোনটি?
ক. ফল
খ. মূল
গ. ফুল
ঘ. পাতা
৬. আবৃতবীজী উদ্ভিদের যৌ জনন অঙ্গ. কোনটি?
ক. পত্র
খ. মূল
গ. ফুল
ঘ. কান্ড
৭. যৌন জননে প্রধান ভূমিকা পালন করে-
ক. মূল ও কান্ড
খ. পত্র ও ফুল
গ. পুংরেণু ও স্ত্রীরেণু
ঘ. কান্ড ও পত্র
৮. জননাঙ্গের প্রকৃতির ওপর ভিত্তি করে পুষ্প কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৯. সহবাসী উদ্ভিদ কোনটি?
ক. তাল
খ. জাম
গ. খেজুর
ঘ. সাইকাস
১০. যে অক্ষের ওপর পুষ্পের বিভিন্ন স্তবক. সজ্জিত থাকে তাকে বলে-
ক. বৃতি
খ. দল
গ. পুষ্পাক্ষ
ঘ. জনন স্তবক
১১. পুষ্পের বাইরের নিচের দিকে অবস্থিত সবুজ স্তবকটিকে বলা হয়?
ক. বৃতি
খ. দল
গ. পুংস্তবক
ঘ. স্ত্রীস্তবক
১২. কুঁড়ি অবস্থায় পুষ্পের ভেতরের অংশসমূহ রক্ষা করে কোনটি?
ক. বৃতি
খ. স্ত্রীস্তবক
গ. দল
ঘ. স্ত্রীস্তবক
১৩. পুষ্পের চতুর্থ বা শেষ কেন্দ্রষ্থ স্তবক. কোনটি?
ক. বৃতি
খ. দল
গ. পুংস্তবক
ঘ. স্ত্রীস্তবক
১৪. স্ত্রীকেশর কতটি অংশ নিয়ে গঠিত হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৫. গর্ভপত্রের কোন অংশটি পরাগরেণু গ্রহণ করে?
ক. গর্ভমুন্ড
খ. গর্ভদন্ড
গ. গর্ভাশয়
ঘ. ডিম্বক
১৬. বংশবৃদ্ধির ক্ষেত্রে প্রজননের গুরুত্ব হলো-
ক. জীবের দৈহিক. বৃদ্ধি
খ. প্রজাতির ধারাবাহিকতা
গ. জীবের সৌন্দর্য
ঘ. ফুলের বর্ন
১৭. পুষ্পের পুংজননাঙ্গকে বলা হয়-
ক. পুংরেণু
খ. পুংকেশর
গ. পরাগধানী
ঘ. গর্ভমুন্ড
১৮. পুংজননাঙ্গে প্রধানত কয়টি অংশ থাকে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
১৯. পরাগরেণু উৎপাদনকারী অংশ কোনটি?
ক. পুংদন্ড
খ. গর্ভম্ন্ডু
গ. গর্ভাশয়
ঘ. পরাগধানি
২০. পরাগধানীর দুটি স্ফীত অংশের মাঝ রেখা কি ধরনের টিস্যু দিয়ে সংযুক্ত?
ক. ঐচ্ছিক. টিস্যু
খ. ভাজক. টিস্যু
গ. যোজন টিস্যু
ঘ. স্নায়ু টিস্যু
২১. একটি পরিণত পরাগধানীর প্রতিটি পুংরেণুস্থলীতে কতটি কোষস্থ থাকে?
ক. ২-৩টি
খ. ৩-৪টি
গ. ৫-৭টি
ঘ. ৮-১০টি
২২. পরগধানীর সর্ববহিঃস্থ স্তর কোনটি?
ক. এপিডার্মিস
খ. এন্ডোথেসিয়াম
গ. মধ্যল্যামেলা
ঘ. ট্যাপেটাম
২৩. পরাগধানীর কোন স্তরের কোষগুলো আকারে বড় ও আড়াাআড়ি সজ্জিত?
ক. এপিডার্মিস
খ. এন্ডোথেসিয়াম
গ. মধ্যল্যামেলা
ঘ. ট্যাপেটাম
২৪. প্রত্যেকটি পরাগ. মাতৃকোষ বিভক্ত হয়ে কতটি কোষ সৃষ্টি করে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. পরাগ. চতুষ্টয় কী ধরনের কোষ?
ক. হ্যাপ্লয়েড
খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. টেট্রাপ্লয়েড
২৬. পরাগরেণুর পুষ্টি যোগায় কোন কোষ স্তর?
ক. এপিডার্মিস
খ. এন্ডোথেসিয়াম
গ. মধ্যল্যামেলা
ঘ. ট্যাপেটাম
২৭. পরাগধানীর অভ্যন্তরের অপেক্ষাকৃত বড় সাইটোপ্লাজমপূর্ণ কোষগুলোকে বলা হয়-
ক. প্রাথমিক. স্পোরোজেনাস সেল
খ. আর্কিস্পোরিয়াম সেল
গ. জার্মসেল
ঘ. সিভসেল
২৮. পরাগধানীর কোন কোষ বারবার পেরিক্লিনাল ও এন্টিক্লিনালভাবে বিভাজিত হয়?
ক. আর্কস্পেরিল সেল
খ. প্রাথমিক. স্পোরোজেনাস সেল
গ. প্রাথমিক. দেয়াল সেল
ঘ. জার্মসেল
২৯. পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. মাইটোসিস
খ. স্পোরোজেনেসিস
গ. মেগাস্পোরেজেনিসিস
ঘ. মাইক্রোস্পোরোজেনেসিস
৩০. পুংরেণু উৎপন্ন হয় ফুলের কোন অংশে?
ক. পরাগধানীতে
খ. কান্ডে
গ. বৃতিতে
ঘ. গর্ভাশয়ে
৩১. আবৃতবীজী উদ্ভিদের ভ্রুণস্থলীটি কোথায় অবস্থান করে?
ক. ডিম্বকের গভীর গহরে
খ. মূলের অগ্রভাগে
গ. কান্ডের শীর্ষে
ঘ. পরাগধানীর মধ্যভাগে
৩২. পরাগরেণুর ব্যাস সাধারণত কত হয়ে থাকে?
ক. ০.০১-০.১০ মি.মি.
খ. ০.০২৫-০.০২৫ মি.মি.
গ. ০.০৩-০.৫০ মি.মি.
ঘ. ০.০৫-০.৮০ মি.মি.
৩৩. পরাগরেনুর আবরণ কতটি ত্বক. দিয়ে পরিবেষ্টিত থাকে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৩৪. ইন্টাইন কী দ্বারা নির্মিত?
ক. সেলুলোজ
খ. হেমিসেলুলোজ
গ. কিউটিন
ঘ. ট্রিপটিন
৩৫. এক্সাইনের বিভিন্ন স্থানে পাতলা ছিদ্রের ন্যায় অংশকে বলা হয়-
ক. পোর
খ. জার্মপোর
গ. নিউক্লিওপোর
ঘ. টিউব পোর
৩৬. এক্সাইন এর আবরণে কোন পদার্থটি থাকে?
ক. সেলুলোজ
খ. প্রোলেনিন
গ. হেমিসেলুলোজ
ঘ. কাইটিন
৩৭. পরাগায়নের পর পরাগরেণুর কোন অংশটি পরাগনালিকা তৈরি করে?
ক. এক্সাইন
খ. মধ্যল্যামেলা
গ. এন্ডোথেসিয়াম
ঘ. ইন্টাইন
৩৮. কোনটি থেকে পুংগ্যামেট উৎপন্ন হয়?
ক. নালিকা নিউক্লিয়াস
খ. নিউসেলাস
গ. জনন নিউক্লিয়াস
ঘ. সেকেন্ডারি নিউক্লিয়াস
৩৯. প্রতিটি গর্ভকেশর কতটি অংশে বিভক্ত?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
৪০. ডিম্বাশয়ের অমরার সাথে যুক্ত স্ফীত অংশটিকে কী বলে?
ক. গর্ভকেশর
খ. গর্ভপত্র
গ. ডিম্বাণু
ঘ. ডিম্বক
৪১. ডিম্বকের যে স্থানে ডিম্বকনাড়ী সংযুক্ত থাকে তাকে কী বলে?
ক. ডিম্বকনাড়ী
খ. ডিম্বকনাভী
গ. ডিম্বকমূল
ঘ. ডিম্বকত্বক
৪২. নিউসেলাস কি ধরনের টিস্যু দিয়ে গঠিত?
ক. প্যারেনকাইমা
খ. অ্যারেনকাইমা
গ. স্কে¬রেনকাইমা
ঘ. সীভ টিস্যু
৪৩. একটি ভ্রƒণথলিতে প্রধানত কতটি অহঃরঢ়ড়ফধষ পবষষ থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪৪. গর্ভশয়ের ভেতরের কোন অংশটি থেকে ডিম্বক. উৎপন্ন হয়?
ক. ডিম্বক. মূল
খ. অমরা
গ. ডিম্বকনাভী
ঘ. ডিম্বকনাড়ী
৪৫. স্ত্রীরেনু মাতৃকোষটি কোন ধরনের?
ক. হ
খ. ২হ
গ. ৩হ
ঘ. ৪হ
৪৬. আকৃতি অনুযায়ী ডিম্বক. কত প্রকার হয়ে থাকে?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৪৭. ডিম্বাণুর দু’পাশে অবস্থিত দুটি নিউক্লিয়াসকে কী বলে?
ক. সিনারজিড
খ. ওভাম
গ. প্রতিপাদ কোষ
ঘ. অপত্যকোষ
৪৮. একটি স্ত্রী রেণু মাতৃকোষ হতে সবশেষে কতটি স্ত্রী রেণু উৎপন্ন হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৪৯. ভ্রƒণথলির গঠন প্রধানত কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৫০. শতকরা কতভাগ. ক্ষেত্রে মনোস্পোরিক. প্রক্রিয়ায় ভ্রƒণথলি গঠিত হয়?
ক. ২৫ ভাগ
খ. ৫০ ভাগ
গ. ৭৫ ভাগ
ঘ. ১০০ ভাগ
৫১. কার্যক্ষম স্ত্রীরেনু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে প্রথমে কতটি মেরু নিউক্লিয়াস তৈরি করে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৫২. কার্যক্ষম স্ত্রীরেনুর নিউক্লিয়াসের বিভজন শেষে সর্বমোট কতটি নিউক্লিয়াস উৎপন্ন হয়?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৮টি
৫৩. পরাগায়ন প্রক্রিয়ায় পরাগরেণু ফুলের কোথায় প্রতিস্থাপিত হয়?
ক. পরাগনালিতে
খ. গর্ভদন্ডে
গ. নালি নিউক্লিয়াসে
ঘ. গর্ভমুন্ডে
৫৪. পরাগরেনুর ইন্টাইন স্তরটি কোথায় বৃদ্ধি পায়?
ক. গর্ভাশয়ে
খ. গর্ভমুন্ডে
গ. পরাগনালিতে
ঘ. পুংদন্ডে
৫৫. সাধারণত শুক্রাণুসহ কতটি নালিকা ডিম্বকে প্রবেশ করে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৫৬. নালি নিউক্লিয়াস পরাগনালির কোথায় অবস্থান করে?
ক. মধ্যভাগে
খ. শীর্ষভাগে
গ. বাইরে
ঘ. প্রান্তভাগে
৫৭. শুক্রানুর সাথে ডিম্বানুর মিলনকে বলা হয়-
ক. উওগ্যামি
খ. সিনগ্যামি
গ. পুংজনি
ঘ. অঙ্গজ জনন
৫৮. নিষেকের ফলে উৎপন্ন জাইগোটটি হবে-
ক. হ্যাপ্লয়েড
খ. ট্রিপ্লয়েড
গ. ডিপ্লয়েড
ঘ. পলিপ্লয়েড
৫৯. নিষেকের ফলে ডিম্বক. পরিণত হয়-
ক. ফলে
খ. ফুলে
গ. বীজে
ঘ. পত্রে
৬০. নিষেকের ফলে গর্ভাশয় রূপান্তরিত হয়-
ক. পত্রে
খ. বীজে
গ. ফুলে
ঘ. ফলে
৬১. নিষেকের পর গর্ভাশয় প্রাচীর কিসে পরিবর্তিত হয়?
ক. টেগমেন
খ. বীজত্বক
গ. ফলত্বক
ঘ. ফল
৬২. নিষেকের পর ভ্রুণ উৎপন্ন হয় কোন অংশ থেকে?
ক. ইন্টাইন
খ. ডিম্বানু
গ. ডিম্বক
ঘ. ডিম্বকত্বক
৬৩. থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদে জাইগোট কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
ক. অ্যামাইটোসিস
খ. মেটাফেজ
গ. মিয়োসিস
ঘ. মাইটোসিস
৬৪. ভ্রণ অঙ্কুরিত হয়ে নতুন রেণুধর উৎপন্ন হয় কোন উদ্ভিদে?
ক. থ্যালোফাইট
খ. ব্রায়োফাইট
গ. টেরিডোফাইট
ঘ. ফিয়োফাইট
৬৫. নিষেকের সময় সৃষ্ট ট্রিপ্লয়েড সস্য নিউক্লিয়াসটি কত সংখ্যক. ক্রোমোসোজ বিশিষ্ট সস্য তৈরি করে?
ক. হ
খ. ১.৫হ
গ. ২হ
ঘ. ৩হ
৬৭. অযৌন জনন প্রধানত কয় প্রকার?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ১
৬৮. অপুষ্পক. উদ্ভিদ সাধারণত কিসের মাধ্যমে বংশবিস্তার করে?
ক. শুক্রাণু
খ. ডিম্বানু
গ. সস্যকলা
ঘ. রেনু
৬৯. দেেেহর অংশবিশেষ হতে সরাসরি বংশধর উৎপন্ন হলে তাকে বলা হয়-
ক. যৌন প্রজনন
খ. অঙ্গজ প্রজনন
গ. প্রাকৃতিক. প্রজনন
ঘ. কৃত্রিম প্রজনন
৭০. অঙ্গজ প্রজননের ফলে উৎপন্ন অপরিবর্তিত মাতৃ গুণাবলি সমৃদ্ধ বংশধরকে কী বলে?
ক. সংকর
খ. কুড়ি
গ. ক্লোন
ঘ. বাড
৭১. প্রকৃতিগতভাবে যে অঙ্গজ প্রজনন ঘটে তাকে কী বলে?
ক. কৃত্রিম
খ. যৌন
গ. স্বাভাবিক
ঘ. সংকরায়ন
৭২. শৈবাল ও ব্রায়োফাইটা উদ্ভিদে কীরূপ বংশবিস্তার লক্ষ করা যায়?
ক. মুকুলোদগম
খ. দ্বি বিভাজন
গ. স্বাভাবিক
ঘ. খন্ডায়ন
৭৩. এককোষী উদ্ভিদে কোন প্রক্রিয়ায় বংশবিস্তার ঘটে?
ক. খন্ডায়ন
খ. যৌন জনন
গ. বাডিং
খ. কৃক্রিম জনন
৭৪. রূপান্তরিত ভূ-নিœস্থ কান্ডের মাধ্যমে বংশবিস্তার করে কোনটি?
ক. টোপা পানা
খ. পাথর কুচি
গ. পিয়াজ
ঘ. রসুন
৭৫. অস্থানিক. মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কোনটি?
ক. স্টবেরি
খ. আলু
গ. পটল
ঘ. আদা
৭৬. কান্ড খন্ডিত করে রোপন করা হয় কোনটি?
ক. মূলা
খ. হলুদ
গ. টোপা পানা
ঘ. পান
৭৭. কাঁকরোল কিসের সাহায্যে বংশবিস্তার করে?
ক. অর্থবায়বীয় কান্ড
খ. অস্থানিক. মুকুল
গ. ভূনিœস্থ কান্ড
ঘ. পাতা
৭৮. দাবা কলম করা হয় কোনটিতে?
ক. গোলাপ
খ. আম
গ. লিচু
ঘ. আপেল
৭৯. জোড় কলমে যে গাছের অংশ জোড়া দেওয়া হয় তাকে কী বলে?
ক. স্টক
খ. সায়ন
গ. মূল
ঘ. পর্ব
৮০. জোড় কলমে যে নির্দিষ্ট গাছে জোড়া দেওয়া হয় তাকে কী বলে?
ক. পর্ব
খ. মুল
গ. স্টক
ঘ. সায়ন
৮১. জোড় কলমে নিচের কোনটি থেকে অভীষ্ট উদ্ভিদ পাওয়া যায়?
ক. স্টক
খ. সায়ন
গ. পত্র
ঘ. পর্ব
৮২. জোড় কলম করা হয় কোনটির?
ক. পাতাবাহার
খ. লেবু
গ. কুল
ঘ. লিচু
৮৩. স্টক. ও সায়ন কোন ধরনের কলম এর অংশ?
ক. শাখা কলম
খ. গুটি কলম
গ. জোড় কলম
ঘ. দাবা কলম
৮৪. শাখা কলমে কান্ডের নিচের অংশ কোন দ্রবণে ডুবিয়ে নিতে হবে?
ক. এনজাইম দ্রবণ
খ. হরমোন দ্রবণ
গ. জৈব দ্রবণ
ঘ. রাসায়নিক. দ্রবণ
৮৫. চোখ. কলমে গাছের কোন অংশে মুকুল সংযোজন করতে হবে?
ক. পর্বে
খ. মূলে
গ. কান্ডে
ঘ. পাত্রে
৮৬. নিষেকবিহীন অবস্থায় ভ্রƒণ উৎপাদন প্রক্রিয়াকে কী বলে?
ক. যৌন প্রজনন
খ. অঙ্গজ প্রজনন
গ. অপুংজনি
ঘ. কৃত্রিম প্রজনন
৮৭. পার্থোনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন স্ত্রীরেণুটি কোন ধরনের?
ক. হ্যাপ্লয়েড
খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. পলিপ্লয়েড
৮৮. পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন স্ত্রীরেনুটি কোন ধরনের?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. মেটাফেজ
৮৯. পার্থেনোজেনেসিস কত প্রকার?
ক. এক.
খ. দুই
গ. তিন
ঘ. চার
৯০. ভ্রণ যদি অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয় তবে তাকে কী বলে?
ক. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস
খ. দৈহিক. পার্থেনোজেনেসিস
গ. কৃত্রিম পার্থেনোজেনেসিস
ঘ. স্বাভাবিক. পার্থেনোজেনেসিস
৯১. কোনো দেহকোষ সরাসরি গ্যামেটোফাইটে পরিণত হলে তাকে কী বলে?
ক. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস
খ. অ্যাপোস্পরি
গ. অ্যাপোগ্যামি
ঘ. অ্যাগামোস্পার্মি
৯২. ডিম্বাণু ছাড়া ভ্রƒণথলির অন্য কোনো কোষ থেকে ভ্রƒণ সৃষ্টির মাধ্যমে কার্যক্ষম বীজ উৎপন্ন হলে তাকে কী বলে?
ক. ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস
খ. অ্যাপোস্পরি
গ. অ্যাপোগ্যামি
ঘ. অ্যাগামোস্পার্মি
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৩. নিষেকক্রিয়া ছাড়া কার্যক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস
খ. অ্যাপোস্পরি
গ. অ্যাপোগ্যামি
ঘ. অ্যাগামোস্পার্মি
৯৪. চধৎঃযবহড়ং শব্দটি কোন দেশীয় ভাষা?
ক. ল্যাটিন
খ. ফরাসি
গ. ইতালীয়
ঘ. গ্রিক
৯৬. তামাকে কোন ধরনের পার্থেজেনেসিস দেখা যায়?
ক. দৈহিক
খ. হ্যাপ্লয়েড
গ. স্বাভাবিক
ঘ. কৃত্রিম
৯৭. এক্স-রে প্রয়োগ. করে কোন ধরনের পার্থেনোজেনেডিসস ঘটান হয়?
ক. ডিপ্লয়েড
খ. দৈহিক
গ. কৃত্রিম
ঘ. স্বাভাবিক
৯৮. কৃত্রিম পার্থেনোজেনেসিসে কোন রাসায়নিক. পদার্থটি ব্যবহৃত হয়?
ক. ডায়াথিন
খ. বেলভিটান
গ. মিউরেট
ঘ. ফসফেট
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।