HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৭ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
সপ্তম অধ্যায়: উৎপাদন ব্যয় হিসাব
১. ব্যবস্থাপকের নিকট গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান।
২. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের পেশাজীবীদের সংগঠন ওঈগঅই
৩. উৎপাদন প্রক্রিয়ার ক্ষয়ক্ষতি ও অপচয় রোধ করে উৎপাদন ব্যয় হিসাব।
৪. উৎপাদন ব্যয় হিসাবের উৎপত্তি আর্থিক হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা।
৫. দরপত্রের মূল্য ও বাজেট প্রণয়নে সহায়ক উৎপাদন ব্যয় হিসাব।
৬. উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ।
৭. ব্যয় নিয়ন্ত্রণের আধুনিক কৌশল ঔঁংঃ রহ ঞরসব পদ্ধতি।
৮. বাজেটীয় নিয়ন্ত্রণ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের কৌশল।
৯. উৎপাদন ব্যয় নির্ণয়ের কৌশল জব ব্যয় ও প্রক্রিয়া ব্যয়।
১০. উৎপাদন ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য উৎপাদন ব্যয় নির্ণয়।
১১. উৎপাদন ব্যয়ের তথ্যের ব্যবহারকারী ব্যবস্থাপকগণ।
১২. উৎপাদন ব্যয় হিসাবের নিরীক্ষা বাধ্যতামূলক।
১৩. সকল প্রকার লেনদেন হিসাবভুক্ত হয় আর্থিক হিসাববিজ্ঞানে।
১৪. উৎপাদন হিসাববিজ্ঞান সরবরাহ করে ব্যয় সংক্রান্ত তথ্য।
১৫. আর্থিক হিসাববিজ্ঞানে মজুদ পণ্য মূল্যায়িত হয় রক্ষণশীলতার ভিত্তিতে।
১৬. প্রকৃত খরচের ভিত্তিতে উপরিখরচ বণ্টিত হয় উৎপাদন ব্যয় হিসাবে।
১৭. ব্যয় নিয়ন্ত্রণ কৌশল ব্যবহৃত হয় না আর্থিক হিসাববিজ্ঞানে।
১৮. আর্থিক হিসাববিজ্ঞান সরবরাহ করে লাভ-ক্ষতির তথ্য।
১৯. উৎপাদন ব্যয় হিসাবচক্রের প্রথম ধাপ ব্যয় উপাত্ত চিহ্নিতকরণ।
২০. উৎপাদন ব্যয় হিসাবচক্রের সর্বশেষ ধাপ সিদ্ধান্ত গ্রহণ।
২১. উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপ ৯টি।
২২. বাজেট ও পরিকল্পনা প্রণয়ন করা হয় ব্যয় নির্ণয় ও নিয়ন্ত্রণের ওপর।
২৩. উৎপাদনের মোট ব্যয় নির্ণয় হয় উৎপাদন কার্য সমাপ্ত হওয়ার পর।
২৪. উৎপাদন ব্যয় হিসাবের কাজ সম্পাদিত হয় চক্রাকারে।
২৫. উৎপাদন ব্যয় হিসাবচক্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ ব্যয় নিয়ন্ত্রণ।
২৬. প্রত্যক্ষ খরচ ব্যতীত যাবতীয় খরচ হলো পরোক্ষ খরচ।
২৭. মুখ্য ব্যয় ও কারখানা উপরিব্যয়ের সমষ্টি হলো কারখানা ব্যয়।
২৮. উৎপাদনের সাথে সরাসরি যুক্ত প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ মজুরি।
২৯. কারখানা উপরিব্যয় ৩ প্রকার।
৩০. দরপত্র সাধারণত ৪ প্রকার।
৩১. সকল সরবরাহকারী অংশগ্রহণ করতে পারেন উš§ুক্ত দরপত্রে।
৩২. সীমিত সংখ্যক সরবরাহকারীর নিকট আহŸান করা হয় সীমিত দরপত্র।
৩৩. দরপত্রের ব্যয় বিশ্লেষণ করা হয় অতীত অভিজ্ঞতার আলোকে।
৩৪. দরপত্র তৈরি করেন ক্রেতা/সরবরাহকারী।
৩৫. মানসিক শ্রমের বিনিময়ে কর্মচারী/কর্মকর্তা পায় বেতন।
৩৬. বেতন ও মজুরির সঠিক হিসাব রাখে চধুৎড়ষষ উবঢ়ধৎঃসবহঃ।
৩৭. নগদ অর্থে যে সুবিধা দেয়া হয় তাকে বলে আর্থিক সুবিধা।
৩৮. দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য দেয়া হয় মহার্ঘ ভাতা।
৩৯. সাধারণত অতিরিক্ত সময়ের মজুরি হার স্বাভাবিকের দ্বিগুণ।
৪০. কারখানায় শ্রমিকদের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয় সময়কার্ড।
৪১. কারখানা আইন অনুসারে সাপ্তাহিক কার্যঘণ্টা ৪৮ ঘণ্টা।
৪২. উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান মজুরি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।