HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৮ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অষ্টম অধ্যায়: মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
১. উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ − ৩ প্রকার।
২. মোট বিক্রীত ও অবিক্রীত পণ্যের সমষ্টিই হলো − মোট ক্রয়।
৩. ব্যবসায়ের লাভ হ্রাস/বৃদ্ধি পায় − মজুদ মূল্যায়নের ফলে।
৪. অতি মাত্রায় মজুদ সংরক্ষণ করলে বৃদ্ধি পায় − ব্যবসায়ের খরচ।
৫. উৎপাদনের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান − কাঁচামাল।
৬. মজুদ পণ্য হিসাবভুক্ত করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী।
৭. মজুদ সংরক্ষণের মৌলিক পদ্ধতি দুইটি।
৮. নিত্য মজুদ পদ্ধতির অপর নাম অবিরত মজুদ পদ্ধতি।
৯. নিত্য মজুদ ও কালান্তিক মজুদ পদ্ধতি হলো মজুদ মূল্যায়ন পদ্ধতি।
১০. মজুদ মূল্যায়নের আধুনিক/বৈজ্ঞানিক পদ্ধতি নিত্য মজুদ পদ্ধতি।
১১. অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠান ব্যবহার করে কালান্তিক মজুদ পদ্ধতি।
১২. সাধারণত পণ্যের পরিবহন খরচ প্রদান করেন − ক্রেতা।
১৩. নগদ বাট্টা বিক্রেতার জন্য বিবেচিত হয় − খরচ হিসেবে।
১৪. ২/১০ − দশ দিনের মধ্যে মূল্য পরিশোধে ২% বাট্টা পাওয়া যাবে।
১৫. মাল খতিয়ান সংরক্ষণ করে − হিসাবরক্ষক।
১৬. ক্রয় অধিযাচনপত্র প্রস্তুত করেন − ভাণ্ডাররক্ষক।
১৭. বিন কার্ড থেকে জানা যায় − প্রাপ্ত, নির্গত ও মজুদের পরিমাণ।
১৮. মজুদ মূল্যায়নের ভিত্তি ধরা হয় − বিন কার্ডকে।
১৯. মাল অধিযাচনপত্র প্রস্তুত করা হয় − তিন প্রস্থে।
২০. মূল্যস্তর বৃদ্ধিতে অস্বাভাবিক মুনাফা অদৃশ্যমান খওঋঙ পদ্ধতিতে।
২১. নির্দিষ্ট ব্যয় শনাক্তকরণের ওপর বেশি জোর দিতে পরামর্শ দেয় ওঅঝ-২।
২২. অস্থিতিশীল ও উঠতি বাজারে অধিক সুবিধাজনক খওঋঙ পদ্ধতি।
২৩. দ্রুত পচনশীল দ্রব্যের ক্ষেত্রে অধিক উপযোগী ঋওঋঙ গবঃযড়ফ।
২৪. ঋওঋঙ পদ্ধতির প্রয়োগ অযৌক্তিক হয় দাম অস্বাভাবিক বেড়ে গেলে।
২৫. কাঁচামালের বাজারমূল্য নিæগামীতে অধিক সুবিধাজনক ঋওঋঙ পদ্ধতিতে।
২৬. ঊর্ধ্বমুখী বাজরে আয়কর বেশি দিতে হয় ঋওঋঙ পদ্ধতিতে।
২৭. ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মূল্যায়িত হয় গড় হার অনুসারে।
২৮. বাজারে মূল্যের উঠানামার সমতা রক্ষিত হয় ভারযুক্ত গড় পদ্ধতিতে।
২৯. সমাপনী মজুদ পণ্যের মূল্য অধিক যুক্তিযুক্ত ভারযুক্ত গড় পদ্ধতিতে।
৩০. ইস্যুর হার ক্রয়মূল্য বা বাজারমূল্য কোনটিই নয় ভারযুক্ত গড় পদ্ধতিতে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।