HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৭ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৭. ঢাকা সিটি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মুনাফা বণ্টন করা হয় কিভাবে?
ক.সমানুপাতিক হারে
খ.মূলধন অনুযায়ী
গ.যোগ্যতা অনুযায়ী
ঘ.বয়স অনুযায়ী
২. ক্রয়ের পরিমাণ নির্ণয়ে বিক্রীত পণ্যের ব্যয়ের সাথে কোনটি বিয়োগ করতে হয়?
ক.প্রারম্ভিক মুজদ পণ্য
খ.সমাপনী মজুদ পণ্য
গ.মোট মুনাফা
ঘ.নিট মুনাফা
৩. যে সকল খরচ ব্যবসায়িক কারণে সংঘটিত হয় না তাকে কোন ব্যয় বলে?
ক.বিক্রয় ব্যয়
খ.বিক্রীত পণ্যের ব্যয়
গ.পরিচালন ব্যয়
ঘ.অপরিচালন ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
বিআরবি লি. ২০১৪ সালের ১ জানুয়ারি ৫,৭৫,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে এর সংস্থাপন বাবদ ২৫,০০০ টাকা খরচ করে। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনের ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মেশিনটি ১,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়।
৪. মেশিনটির ব্যয়ের পরিমান কত টাকা?
ক.৪,৫০,০০০
খ.৫,৭৫,০০০
গ.৬,০০,০০০
ঘ.৮,৫০,০০০
৫. মেশিনটির নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?
ক.১,৫০,০০০ টাকা
খ.১,৭৫,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৪,৫০,০০০ টাকা
৬. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের আগমনের পরিমাণ
II.মালের নির্গমনের পরিমাণ
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. কোন ব্যয় মোট পরিমাণে স্থির থাকে কিন্তু এককপ্রতি পরিবর্তন হয়?
ক.কালীন ব্যয়
খ.স্থায়ী ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.আধা-পরিবর্তনশীল ব্যয়
৮. সমচ্ছেদ বিক্রয়ের পরবর্তী এক একক পণ্য বিক্রয়ের মুনাফা কার সমান হবে?
ক.স্থায়ী ব্যয়ের
খ.পরিবর্তনশীল ব্যয়ের
গ.অনুদান প্রান্তের
ঘ.বিক্রয়মূল্যের
৯. নিচের কোন প্রতিষ্ঠান আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়?
I.হাসপাতাল
II.রেড ক্রিসেন্ট
III.উত্তরা ব্যাংক লি.
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. প্রাপ্তি-প্রদান হিসাবে ডেবিট পার্শ্বে ৫% ঋণের ছয় মাসের সুদের পরিমাণ ৩,৯০০ টাকা। ঋণের পরিমাণ কত?
ক.১,৫৬,০০০ টাকা
খ.৭৮,০০০ টাকা
গ.১৯,৫০০ টাকা
ঘ.৯,৭৫০ টাকা
১১. একটি অংশীদারি ফার্মের কমিশন চার্জ করার পূর্বের নিট মুনাফা ১,১০,০০০ টাকা। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার ১০% কমিশন হলে, কমিশনের পরিমাণ কত হবে?
ক.১০,০০০ টাকা
খ.১১,০০০ টাকা
গ.৯৯,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
১২. লিখি চুক্তির অবর্তমানে কোন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে?
ক.মূলধনের সুদ
খ.উত্তোলনের সুদ
গ.ঋণের সুদ
ঘ.কমিশন
১৩. নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত?
ক.পরিচালন
খ.বিনিয়োগ
গ.অর্থায়ন
ঘ.গুরুত্বপূর্ণ অনগদ
১৪. সমাপনী মজুদ পণ্য বৃদ্ধির ফলে
I.মোট মুনাফা বৃদ্ধি পায়
II.নিট ক্রয় বৃদ্ধি পায়
III.বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক.ঋনপত্রকে শেয়ারে রূপান্তর
খ.ভ‚মির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়
গ.বন্ডের মূল্য পরিশোধ
ঘ.লভ্যাংশ বাবদ বোনাস শেয়ার প্রদান
১৬. আহমেদ লি.-এর ২০১৬ সালের জানুয়ারি ১ ও ৩১ ডিসেম্বর তারিখের সংরক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ১,৩৫,০০০ টাকা। ২০১৬ সালের নিট মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে পরিশোধিত লভ্যাংশের পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.৩৫,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
কুষ্টিয়া লি. প্রতি শেয়ার ২ টাকা অধিহারসহ ১২ টাকা করে ২০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। মোট ১০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল এবং যথারীতি তা বণ্টিত হলো।
১৭. কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত টাকা?
ক.১,০০,০০০
খ.১,১৮,০০০
গ.১,২০,০০০
ঘ.২,০০,০০০
১৮. কোম্পানির মালিকানা স্বত্বের পরিমাণ কত টাকা?
ক.১,০০,০০০
খ.১,২০,০০০
গ.২,০০,০০০
ঘ.২,৪০,০০০
১৯. ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৫ ঃ ৩ ঃ ১। ব্যবসায়ের মুনাফা ১,৬২,০০০ টাকা হলে খ-এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত হবে?
ক.১৮,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.৫২,০০০ টাকা
ঘ.৫৪,০০০ টাকা
২০. সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে কী বলে?
ক.কালীন ব্যয়
খ.উপরি ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.কারখানা ব্যয়
২১. চলতি অনুপাত ৩ ঃ ১ এবং চলতি সম্পদ ১৮,০০০ টাকা হলে চলতি দায় কত?
ক.৪,৫০০ টাকা
খ.৬,০০০ টাকা
গ.১০,৫০০ টাকা
ঘ.১২,০০০ টাকা
২২. কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা কত?
ক.২ জন
খ.৩ জন
গ.৫ জন
ঘ.৭ জন
২৩. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
ক.লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
খ.সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ
গ.আর্থিক ফলাফল নির্ণয়
ঘ.আর্থিক অবস্থা নির্ণয়
২৫. মূলধন গিয়ারিং অনুপাত হলো
ক.ব্যবসায় কার্যকলাপ অনুপাত
খ.তারল্য অনুপাত
গ.স্বচ্ছলতা অনুপাত
ঘ.মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
সাত্তার লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৬ সালের কিছু খরচাবলি নিে দেয়া হলো। প্রত্যক্ষ কাঁচামাল ৩,০০,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ১,৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ৫০,০০০ টাকা, অফিস দালানের অবচয় ৫০,০০০ টাকা।
২৬. উৎপাদন ব্যয়ের পরিমাণ কত?
ক.৫,৪০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৪,৫০,০০০ টাকা
ঘ.৩,০০,০০০ টাকা
২৭. যদি যন্ত্রপাতির অবচয় ১০,০০০ টাকা ধরা হয়, তাহলে
I.উৎপাদন ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
II.মোট কালান্তিক ব্যয় ১০,০০০ টাকা পাবে
III.মোট পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচনায় আনা হয়?
ক.প্রত্যক্ষ ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.পার্থক্যমূলক ব্যয়
২৯. মুদ্রাস্ফীতির সাথে আয়ের সামঞ্জস্য রাখার জন্য কর্মচারীদেরকে নিে কোনটি প্রদান করা হয়?
ক.বোনাস
খ.মহার্ঘ ভাতা
গ.যাতায়াত ভাতা
ঘ.আনুতোষিক সুবিধা
৩০. আগে আসে আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?
ক.একাধিক পণ্য বিক্রয় করলে
খ.পণ্যের মূল্য উর্ধ্বগামী হলে
গ.পণ্যের মূল্য নিগামী হলে
ঘ.পণ্যের মূল্য স্থির থাকলে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।