HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৯ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
ঢাকা কমার্স কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ব্রেক ইভেন বিক্রয় = ?
ক.স্থির ব্যয় : এমএস অনুপাত
খ.স্থির ব্যয় : নিট মুনাফা অনুপাত
গ.স্থির ব্যয় : সিএম অনুপাত
ঘ.স্থির ব্যয় : পরিবর্তনশীল ব্যয় অনুপাত
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ২,৪০,০০০ টাকা, স্থির ব্যয় ৬০,০০০ টাকা এবং দত্তাংশ অনুপাত ৪০%।
২. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় কত টাকা?
ক.৬০,০০০
খ.১,৫০,০০০
গ.১,৮০,০০০
ঘ.৩,০০,০০০
৩. নিরাপত্তা প্রান্ত কত টাকা?
ক.৯০,০০০
খ.১,০০,০০০
গ.১,৪৪,০০০
ঘ.১,৮০,০০০
৪. ভ‚য়া সম্পত্তি হলো
I.প্রাথমিক খরচ
II.দায় গ্রাহকের দস্তুরি
III.শেয়ার অবহার
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
বিবরণ টাকা
শেয়ার মূলধন ২,৫০,০০০
সাধারণ সঞ্চিতি ১,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত ৭৫,০০০
ঋণপত্র ১,০০,০০০
চলতি দায় ৭৫,০০০
শেয়ার অবহার ২৫,০০০
৫. মালিকানা তহবিল-এর পরিমাণ কত টাকা?
ক.৩,৫০,০০০
খ.৪,০০,০০০
গ.৪,২৫,০০০
ঘ.৪,৫০,০০০
৬. বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত টাকা?
ক.৪,০০,০০০
খ.৪,২৫,০০০
গ.৫,০০,০০০
ঘ.৫,২৫,০০০
৭. দায়-মালিকানা স্বত্বের অনুপাত কত?
ক.১.৮৭ ঃ ১
খ.২.৪৩ ঃ ১
গ.২.৫ ঃ ১
ঘ.০.৪৩৭ ঃ ১
৮. নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?
ক.লাভ ও লোকসানসমূহ
খ.শেয়ার অধিহার
গ.বিক্রয় বাট্টা
ঘ.অপরিচালন খাত হতে আয়
৯. যদি বিক্রয় ৪,০০,০০০ টাকা; বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় ২,৫০,০০০ টাকা এবং কার্যকর ব্যয় ৬০,০০০ টাকা হয় তবে মোট মুনাফা কত?
ক.৯০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.৩,৪০,০০০ টাকা
ঘ.৪,০০,০০০ টাকা
১০. আর্থিক বিবরণীতে কয়টি বিবরণী অন্তর্ভুক্ত?
ক.৫খ.৪
গ.৩ঘ.২
১১. মুনাফাবিহীন পণ্য বিক্রয়
I.ক্রয় হতে বাদ
II.বিক্রয় হতে বাদ
III.সমাপনী মজুদ হতে বাদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. পরিবর্তনশীল ব্যয় হলো
I.প্রত্যক্ষ কাঁচামাল
II.আসবাবপত্রের ওপর অবচয়
III.প্রত্যক্ষ মজুরি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৩. রূপান্তর ব্যয় = ?
ক.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি
খ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + অন্যান্য
গ.প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
ঘ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
১৪. অনগদ খরচ কোনটি?
ক.বেতন
খ.ভাড়া
গ.অগ্রিম বিমা
ঘ.অবচয়
১৫. উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য হলো
ক.ব্যয় বণ্টন
খ.মুনাফা নির্ণয়
গ.ব্যয় নির্ধারণ
ঘ.বিক্রয়মূল্য নির্ধারণ
১৬. হিসাববিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বৃত্তপত্রে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয় তা হলো
ক.মিলকরণ
খ.রক্ষণশীলতা
গ.ঐতিহাসিক ব্যয়
ঘ.ব্যবসায়িক সত্তা
১৭. সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ‘ব্যয় বা দামের মধ্যে কমটি ধরা হয়’ এটা কোন নীতির নির্দেশক?
ক.ব্যয় নীতি
খ.সামঞ্জস্যতা নীতি
গ.রক্ষণশীলতা নীতি
ঘ.পূর্ণ প্রকাশ নীতি
১৮. চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ-লোকসান কিভাবে বণ্টিত হবে?
ক.সমান হারে
খ.মূলধন অনুপাত
গ.সবার মতানুযায়ী
ঘ.কারবারের আকার অনুযায়ী
১৯. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
ক.ঋণপত্রখ.স্টক
গ.বন্ডঘ.শেয়ার
২০. ১০% হারে প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা করে উত্তোলন করলে বছরে কত টাকা সুদ হবে?
ক.৫৫০ টাকা
খ.৬০০ টাকা
গ.৬৫০ টাকা
ঘ.১,২০০ টাকা
২১. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.৮%
গ.১০%
ঘ.১৫%
২৩. কারখানা আইন অনুযায়ী শ্রমিকদের প্রমাণ শ্রম ঘণ্টা কত?
ক.প্রতিদিন ৮ ঘণ্টা
খ.প্রতিদিন ৯ ঘণ্টা
গ.প্রতিদিন ১০ ঘণ্টা
ঘ.সপ্তাহে ৫৬ ঘণ্টা
২৪. প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান ১০% এবং নিয়োগকর্তার দান ৫% মূল বেতনের ওপর। বেতন রেজিষ্টারে কর্তন পাশে কত % কর্মীর বেতন হতে কাটা যাবে?
ক.১৫%
খ.১০%
গ.৬%
ঘ.৫%
২৫. ক, খ এবং গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান ১/২ ঃ ১/৩ ঃ ১/৬ অনুপাতে বণ্টন করে। তাদের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
ক.২ ঃ ৩ ঃ ৬
খ.৬ ঃ ৩ ঃ ২
গ.১ ঃ ২ ঃ ৩
ঘ.৩ ঃ ২ ঃ ১
২৬. যমুনা লি.-এর বই থেকে নিলিখিত তথ্যসমূহ নেয়া হলো
এপ্রিল-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০০ একক, প্রতি একক ৫০০ টাকা।
এপ্রিল-১০ পণ্য ক্রয় ৩০০ একক, প্রতি একক ৬০০ টাকা।
এপ্রিল-২০ পণ্য বিক্রয় ৫০০ একক। ফিফো পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
ক.৩,৩০,০০০
খ.৩,০০,০০০
গ.২,৭০,০০০
ঘ.১,৫০,০০০
২৭. অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যুকে কী বলা হয়?
ক.ঊনাহারে
খ.সমহারে
গ.অধিহারে
ঘ.বাজার মূল্যে
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. অনগদ কার্যক্রম কোনটি?
ক.ঋণপত্র ইস্যু
খ.শেয়ার ইস্যু
গ.লভ্যাংশ প্রদান
ঘ.শেয়ার ইস্যুর মাধ্যমে ভ‚মি ক্রয়
২৯. নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যাবলির উদাহরণ কোনটি?
ক.ঋণপত্র বিক্রি হতে নগদ প্রাপ্তি
খ.জমি বিক্রি হতে নগদ প্রাপ্তি
গ.বিনিয়োগ নগদায়ন
ঘ.পণ্য বিক্রয় হতে নগদ প্রাপ্তি
৩০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়মিত আয় নয় কোনটি?
ক.লকার ভাড়া
খ.ভর্তি ফি
গ.নাটকের টিকেট বিক্রয়
ঘ.আজীবন সভ্যের চাঁদা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।