HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৭. আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অংশীদারি ব্যবসায়ে পরিচালনায় অংশীদারদের দায়দায়িত্বের পরিধি কতটুকু?
ক.সসীম
খ.অসীম
গ.আংশিক.
ঘ.অর্ধেক
২. কোন কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে?
ক.প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ.পাবলিক লিমিটেড কোম্পানি
গ.একমালিকানা কোম্পানি
ঘ.সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
৩. আদনান কোম্পানির কর পরবর্তী মুনাফা ২,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে কর পূর্ববর্তী মুনাফা কত?
ক.১,০০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৪,০০,০০০ টাকা
৪. সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকার স্থলে ২০,০০০ টাকা হলে এর প্রভাবে ব্যবসায়ের
I.মোট ব্যয় বৃদ্ধি পাবে
II.বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস পাবে
III.মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৫. ক্রয়ের পরিমাণ ৩০,০০০ টাকা, বিক্রয় ৬০,০০০ টাকা। বিক্রয়ের ওপর ২০% হারে মুনাফা ধরা হয়। সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত?
ক.২৫,০০০ টাকা
খ.২৮,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.৩৩,০০০ টাকা
৬. উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে বিজ্ঞাপন কোন প্রকারের ব্যয়?
ক.প্রত্যক্ষ ব্যয়
খ.কারখানা উপরিব্যয়
গ.বিক্রয় ও বিতরণ উপরিব্যয়
ঘ.প্রশাসনিক উপরিব্যয়
৭. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়
ক.মাসের শেষে
খ.বছরের শেষে
গ.একটি নির্দিষ্ট তারিখে
ঘ.ছয় মাস শেষে
৮. কোম্পানির অনুমোদিত মূলধনের সমান ক্ষুদ্র এককে কী বলে?
ক.শেয়ার
খ.স্টক
গ.ঋণপত্র
ঘ.ওয়ারেন্ট
৯. রেওয়ামিলে মেশিনের মূল্য এবং মেশিনের পুঞ্জীভ‚ত অবচয়ের পরিমাণ যথাক্রমে ৬০,০০০ টাকা ও ২২,০০০ টাকা। চলতি বছরের অবচয়ের পরিমাণ ৪,৮০০ টাকা হলে মেশিনের পুস্তকমূল্য কত?
ক.২৬,৮০০ টাকা
খ.৩৩,২০০ টাকা
গ.৩৮,০০০ টাকা
ঘ.৫৫,২০০ টাকা
১০. স্থির ব্যয়ের বৈশিষ্ট্য হলো
I.ইহা মোটের উপর স্থির থাকে
II.ইহা এককপ্রতি পরিবর্তিত হয়
III.ইহা এককপ্রতি স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. একটি যৌথ মূলধনী কোম্পানি
I.চিরন্তন অস্তিত্বসম্পন্ন
II.নিবন্ধিত
III.সীমাহীন দায়বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. কোনটি বিশেষ তহবিল নয়?
ক.বৃত্তি তহবিল
খ.মূলধন তহবিল
গ.ত্রান তহবিল
ঘ.ক্রীড়া তহবিল
১৪. ট্রেডমার্ক হচ্ছে ব্যবসায়ের
I.স্থায়ী সম্পত্তি
II.অস্পর্শনীয় সম্পত্তি
III.অলীক সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. অপরিচালন ব্যয় কোনটি?
ক.বিদ্যুৎ খরচ
খ.ব্যাংক চার্জ
গ.বিজ্ঞাপন খরচ
ঘ.অফিস খরচ
১৬. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক ২০ মিনিট এবং স্বাভাবিক মজুরির হার ১২ টাকা প্রতি ঘণ্টা হলে এককপ্রতি মজুরির হার কত?
ক.৬ টাকা
খ.৪ টাকা
গ.৮ টাকা
ঘ.১০ টাকা
১৭. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?
ক.অংশীদারদের নিবন্ধন
খ.চুক্তির নিবন্ধন
গ.চুক্তিপত্রের নিবন্ধন
ঘ.ব্যবসায়ের অবস্থান স্থলের নিবন্ধন
১৮. চলতি বছরে বিনিয়োগের ক্রয়মূল্যের ওপর ৫% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত?
ক.৭১,২০০ টাকা
খ.৭৫,০০০ টাকা
গ.৩৭,৫০০ টাকা
ঘ.১৮,৭৫০ টাকা
১৯. আগে আসে আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?
ক.একাধিক পণ্য বিক্রয় করলে
খ.পণ্যের মূল্য উর্ধ্বগামী হলে
গ.পণ্যের মূল্য নিগামী হলে
ঘ.পণ্যের মূল্য স্থির থাকলে
২০. পরিকল্পনার সংখ্যাÍক প্রকাশকে কী বলে?
ক.বাজেটীয়
খ.বাজেট নিয়ন্ত্রণ
গ.নিয়ন্ত্রণ
ঘ.পরিকল্পনা
২১. মুখ্য ব্যয়ের উপাদান কোনটি?
ক.পরোক্ষ কাঁচামাল
খ.বেতন
গ.অবচয়
ঘ.প্রত্যক্ষ খরচ
উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
মাহী লি.-এর গড় প্রাপ্য হিসাব ৭৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ২ বার নগদ বিক্রয় ৫০,০০০ টাকা হলে
২২. মোট বিক্রয়ের পরিমাণ কত?
ক.১,০০,০০০ টাকা
খ.১,২৫,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
২৩. প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ৩ বার হলে ব্যবসায়ের উপর কী প্রভাব পড়বে?
ক.নিট বিক্রয় কমে যাবে
খ.প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে
গ.কুঋণ কমে যাবে
ঘ.গড় সংগ্রহ সময় কমে যাবে
২৪. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের পরিমাণ
II.মালের মূল্য
III.মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. অুনপার্জিত আয় একটি
ক.দায়
খ.সম্পদ
গ.মালিকানা স্বত্ব
ঘ.আয়
২৬. ঘোষিত লভ্যাংশ একটি
ক.দীর্ঘমেয়াদি দায়
খ.স্থায়ী সম্পদ
গ.চলতি সম্পদ
ঘ.চলতি দায়
২৭. ক খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা প্রত্যেকে প্রতিমাসে প্রথম তারিখে ১,০০০ টাকা নগদ উত্তোলন করে। ৬% হার সুদে প্রত্যেক অংশীদারদের মোট উত্তোলনের ওপর কত টাকা সুদ ধার্য হবে?
ক.৭২০ টাকা
খ.৩৯০ টাকা
গ.৩৬০ টাকা
ঘ.৩৩০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৮০,০০০ টাকা, নিরাপত্তা প্রাপ্ত অনুপাত ৩০%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০% হলে
২৮. স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.২২,৪০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৩২,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. মুনাফার পরিমাণ কত?
ক.৯,৬০০
খ.৪৮,০০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৭০,৪০০ টাকা
৩০. নিচের কোনটি কারখানা উপরিব্যয়?
ক.বিজ্ঞাপন
খ.বিক্রয় পরিবহন
গ.যন্ত্রপাতি মেরামত ব্যয়
ঘ.প্রত্যক্ষ মজুরি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।