HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৪. সিলেট সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে কী বলে?
ক.দত্তাংশ
খ.সমচ্ছেদ প্রান্ত
গ.সমচ্ছেদ বিশ্লেষণ
ঘ.নিরাপত্তা প্রান্ত
উদ্দীপকটি পড়ো এবং ২, ৩, ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
পদ্মা টেক্সটাইল লি. এর নগদ ৫,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ২,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,০০০ টাকা, বিবিধ পাওনাাদর ৩,০০০ টাকা, বিবিধ দেনাাদর ৪,০০০ টাকা, অগ্রিম খরচ ১,০০০ টাকা।
২. ত্বরিত সম্পদের পরিমাণ হবে
ক.১২,০০০ টাকা
খ.১৩,০০০ টাকা
গ.১০,০০০ টাকা
ঘ.৯,০০০ টাকা
৩. চলতি অনুপাত হবে
ক.২.৫০ ঃ ১
খ.২ ঃ ১
গ.২.৮০ ঃ ১
ঘ.৩ ঃ ১
৪. ত্বরিত অনুপাত হবে
ক.৩ ঃ ১
খ.২ ঃ ১
গ.১ ঃ ১
ঘ.২.৮০ ঃ ১
৫. প্রত্যক্ষ মজুরি কোন ব্যয়ের আওতাভুক্ত?
ক.মিশ্র ব্যয়
খ.স্থায়ী ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.পরিবর্তনশীল ব্যয়
৬. নিচের কোনটি ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ কাজের অংশ?
ক.আর্থিক হিসাববিজ্ঞান
খ.উৎপাদন হিসাববিজ্ঞান
গ.ব্যবস্থাপন হিসাববিজ্ঞান
ঘ.অভ্যন্তরীণ হিসাববিজ্ঞান
উদ্দীপকটি পড়ো এবং ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
কাঁচামালের প্রারম্ভিক মজুদ প্রতি কেজি ১৫ টাকা দরে ২০০ কেজি, ১৬ টাকা দরে ২৫০ কেজি ক্রয় এবং ২২৫ কেজি ইস্যু করা হয়, কোম্পানি ঋওঋঙ পদ্ধতিতে মাল ইস্যু করে।
৭. মালের সমাপনী মজুদের পরিমাণ
ক.২২৪ কেজি
খ.২২৫ কেজি
গ.৪৫০ কেজি
ঘ.৬৭৫ কেজি
৮. ঋওঋঙ পদ্ধতিতে ইস্যু করলে ইস্যুকৃত মালের মূল্য কত?
ক.৩,০০০ টাকা
খ.৩,২০০ টাকা
গ.৩,৪০০ টাকা
ঘ.৪,০০০ টাকা
৯. সমাপনী মজুদের মূল্য হবে
ক.৩,২০০ টাকা
খ.৩,৪০০ টাকা
গ.৩,৬০০ টাকা
ঘ.কোনটিই নয়
১০. মুখ্য ব্যয় নির্ণয় করা হয়
ক.প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
খ.প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরি খরচ
গ.প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + পরোক্ষ মাল
ঘ.প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ মাল
১১. বিক্রীত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে কি হয়?
ক.মোট লাভ
খ.মোট ক্ষতি
গ.নিট লাভ
ঘ.নিট ক্ষতি
১২. যৌথ মূলধনী কোম্পানির কোন দলিল নিবন্ধন বাধ্যতামূলক?
ক.স্মারকলিপি
খ.পরিমেল নিয়ামবলি
গ.বিবরণপত্র
ঘ.কার্যরম্ভের অনুমতি পত্র
১৩. বাংলাএদএশ কৈান সাএলর কৈাজ্ঞক্সানি আইন পণ্ঠচলিত হয়?
ক.১৯১৩
খ.১৯৩২
গ.১৯৯৪
ঘ.২০০১
১৪. সাধারণত কোম্পানির আর্থিক বিবরণী হল
I.বিশদ আয় বিবরণী
II.রক্ষিত আয় বিবরণী
III.আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. প্রাপ্য টাকা কত দিন পর পাওয়া যায়, তা প্রকাশ করে কোন অনুপাত?
ক.তারল্য
খ.দায় মালিকানা
গ.দেনাদার আবর্তন
ঘ.মজুদ আবর্তন
১৬. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য হতো উৎপদান ব্যয়
ক.নির্ধারণ ও নিয়ন্ত্রণ
খ.নিয়ন্ত্রণ ও সমন্বয়
গ.নির্ধারণ ও সমন্বয়
ঘ.নিয়ন্ত্রণ ও যাচাইকরণ
১৭. অ, ই ও ঈ তিনজন অংশীদার তাদের নিট মুনাফা ৩০,০০০ টাকা, মুনাফা বণ্টন অনুপাত ঃ ঃ হলে ঈ কত টাকা পাবে?
ক.২৫,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.১০,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
১৮. কোন প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নির্গমন দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলে?
ক.আর্থিক বিবরণী
খ.নগদান বই
গ.নগদ প্রবাহ বিবরণী
ঘ.চলতি মূলধন বিবরণী
১৯. নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা জানাতে পারি?
I.নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে
II.নগদ অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ সম্পর্কে
III.হিসাবকাল শেষে নগদ অর্থের উদ্বৃত্ত সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২০. কারা কোম্পানির প্রকৃত মালিক?
ক.সাধারণ শেয়ার মালিকরা
খ.অগ্রাধিকার শেয়ার মালিকরা
গ.বিলম্বিত দাবি শেয়ার মালিকরা
ঘ.ব্যবস্থাপকগণ
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
জুমা লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ১,০০,০০০ শেয়ারের আবেদন পত্র পেয়েছে। কোম্পানি তšে§ধ্যে ৯০,০০০ শেয়ার বণ্টন করেছে।
২১. জুমা লি.-এর বিলিকৃত মূলধন কত?
ক.৯০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.৯,০০,০০০ টাকা
ঘ.১০,০০,০০০ টাকা
২২. ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধনের পার্থক্য কত?
ক.১০,০০,০০০ টাকা
খ.৯,০০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.০ টাকা
২৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা
I.সর্বনি ২ জন
II.সর্বোচ্চ ৫০ জন
III.শেয়ার দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্য কী?
ক.মুনাফা অর্জন
খ.পণ্য কেনা-বেচা
গ.পণ্য উৎপাদন
ঘ.জন সাধারণের কল্যাণ
২৫. চলতি বছরে বিনিয়োগের ক্রয়মূল্যের ওপর ৫% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল কত?
ক.১৮,৭৫০ টাকা
খ.৩৭,৫০০ টাকা
গ.৭১,২০০ টাকা
ঘ.৭৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
যমুনা ক্লাবের সদস্যদের নিকট থেকে মোট প্রাপ্ত চাঁদা ২,০০,০০০ টাকার মধ্যে বিগত বছরের ২০,০০০ টাকা, আগামী বছরের ৩০,০০০ টাকা এবং চলতি বছরের বকেয়া চাঁদা ৩৬,০০০ টাকা।
২৬. আয়-ব্যয় হিসাবে চলতি বছরের চাঁদা খাতে কত টাকা দেখাতে হবে?
ক.২,৮৬,০০০ টাকা
খ.২,২০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.১,৮৬,০০০ টাকা
২৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতি প্রভাব পড়বে
I.বিগত বছরের বকেয়া চাঁদা ২০,০০০ টাকা
II.চলতি বছরের বকেয়া চাঁদা ৩৬,০০০ টাকা
III.চলতি বছরে প্রাপ্ত অগ্রিম চাঁদা ৩,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. চুন্ঠিএত উএÍদ্দখ না ^াকএল অংশীদার কতট্টকে অংশীদারি ব্যবসায়কে প্রদত্ত ঋণের ওপর কত সুদ ধার্য হবে?
ক.৪%
খ.৫%
গ.৬%
ঘ.৭%
২৯. অংশীদার কারবারের বিলোপ ঘটে
I.অংশীদারের মৃত্যু হলে
II.অংশীদার পাগল হলে
III.দেউলিয়া হলে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন প্রচলিত আছে?
ক.১৮৮১
খ.১৯১৩
গ.১৯৩২
ঘ.১৯৯৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।