HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৫. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. শেয়ার অবহার কী?
ক.মালিকানা স্বত্ব
খ.ব্যয়
গ.সম্পদ
ঘ.আয়
২. নগদ মূল্যে অধিহারে শেয়ার ইস্যু করলে বৃদ্ধি পায়
I.মূলধন জাতীয় আয়
II.শেয়ার মূলধন
III.চলতি সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩-৫ নং প্রশ্নের উত্তর দাও।
যমযম কোং লি.-এর নিবন্ধিত মূলধন ২,০০,০০০ টাকা এবং শেয়ার সংখ্যা ২০,০০০। কোম্পানি ৪০% মূলধন সঞ্চয় রেখে অবশিষ্টাংশ ১০% অবহারে ইস্যু করল।
৩. শেয়ার প্রতি অভিহিত মূল্য কত টাকা?
ক.৯
খ.১০
গ.৪০
ঘ.৬০
৪. ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত?
ক.২,০০০
খ.৮,০০০
গ.১২,০০০
ঘ.২০,০০০
৫. যমযম কোম্পানি লি.-এর
I.ইস্যুকৃত মূলধন ১,২০,০০০ টাকা
II.বিলিকৃত মূলধন সর্বোচ্চ হতে পারে ১,২০,০০০ টাকা
III.শেয়ার বিলি বাবদ ব্যাংক জমা হবে ১,২০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. কোনটি পরিচালন ব্যয়?
ক.ক্রয় পরিবহন
খ.রপ্তানি শুল্ক
গ.ক্রয়
ঘ.আমদানি মুল্ক
৭. দুটি চলকের মধ্যে সংখ্যাত্বক সম্পর্ককে কী বলে?
ক.অনুপাত বিবরণী
খ.অনুপাত বিশ্লেষণ
গ.অনুপাত
ঘ.বাজেট
৮. প্রতিষ্ঠানের স্বচ্ছলতা নির্দেশ করে
I.বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত
II.দায়-মালিকানা অনুপাত
III.মালিকানা মোট সম্পত্তি অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. কোন অনুপাত তারল্যতা নির্দেশ করে?
ক.সম্পদ আবর্তন
খ.চলতি
গ.মোট লাভ
ঘ.দায়-মালিকানা
১০. কোনটি বিক্রয় উপরি খরচের অন্তর্ভুক্ত?
ক.বিজ্ঞাপন
খ.গ্যাস ও জ্বালানি
গ.কারখানা বিমা
ঘ.কারখানা মজুরি
১১. কোনটি প্রত্যক্ষ খরচ?
ক.ক্রয় পরিবহন
খ.বেতন
গ.বিজ্ঞাপন
ঘ.অফিস খরচ
১২. কোনটি অনার্থিক সুবিধা?
ক.ওভারটাইম বেতন
খ.বিনোদনের ব্যবস্থা
গ.টিফিন ভাতা
ঘ.ছুটির দিনের বেতন
১৩. রূপান্তর ব্যয়ের উপাদান
I.কাঁচামাল
II.প্রত্যক্ষ মজুরি
III.কারখানা উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. ‘ঋঙই-ঝযরঢ়ঢ়রহম চড়রহঃ’ শর্তে ভাড়া কে পরিশোধ করে?
ক.ব্যাংক.
খ.প্রতিনিধি
গ.ক্রেতা
ঘ.বিক্রেতা
১৫. কোন পণ্য ও সেবা পাওয়ার জন্য পরিমাপযোগ্য ত্যাগকে কী বলা হয়?
ক.সম্পদ
খ.ব্যয়
গ.ক্ষতি
ঘ.দায়
১৬. আচরণ ভিত্তিক ব্যয় কোনটি?
ক.পণ্য ব্যয়
খ.কালীন ব্যয়
গ.স্থায়ী ব্যয়
ঘ.প্রত্যক্ষ ব্যয়
১৭. কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়?
ক.অফিস ভাড়া
খ.বেতন
গ.কাঁচামাল
ঘ.কারখানা ভাড়া
১৮. পণ্য ব্যয় হলো
I.প্রত্যক্ষ কাঁচামাল
II.প্রত্যক্ষ মজুরি
III.উৎপাদন উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. কোন প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনার সংখ্যাত্বক প্রকাশকে কী বলে?
ক.বাজেট
খ.নিয়ন্ত্রণ
গ.সমন্বয়
ঘ.সংগঠন
২০. সকল বাজেটের ভিত্তি কোন বাজেট?
ক.উপাদান
খ.বিক্রয়
গ.ক্রয়
ঘ.শ্রম
২১. কোনটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
ক.আইনজীবিদের ফার্ম
খ.শিক্ষা প্রতিষ্ঠান
গ.প্রকৌশলীদের ফার্ম
ঘ.সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানীদের ফার্ম
২২. অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন হিসাবের পরিবর্তে কোন হিসাব সংরক্ষণ করা হয়?
ক.মূলধন সঞ্চিতি
খ.চলতি মূলধন
গ.মূলধন তহবিল
ঘ.সঞ্চিতি মূলধন
২৩. প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তির দিকে বছর শেষে বিনিয়োগের সুদ (বিনিয়োগের ৫%) ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক পরিমাণ কত?
ক.১৮৭.৫০
খ.১৮,৭৫০
গ.৩,৫৬২.৫০
ঘ.৭৫,০০০
২৪. চুক্তির অবর্তমানে অংশীদারগণ কী দাবি করতে পারে?
ক.ঋণের সুদ
খ.মূলধনের সুদ
গ.বিনিয়োগের সুদ
ঘ.উত্তোলনের সুদ
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
লিটন, সুহেল ও মিলাদ একটি ব্যবসায়ের তিনজন অংশীদার ১/২ ঃ ১/৩ ঃ ১/৬ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। লিটন মিলাদকে নিশ্চয়তা দিয়েছিল মুনাফার অংশ বাবদ কমপক্ষে ৫,০০০ টাকা পাবে। বছর শেষে বণ্টনযোগ্য মুনাফা হয় ২৪,০০০ টাকা।
২৫. বণ্টনযোগ্য মুনাফায় সুহেলের অংশ কত টাকা?
ক.১২,০০০
খ.৮,০০০
গ.৬,০০০
ঘ.৪,০০০
২৬. চুক্তির শর্ত অনুযায়ী লিটন ব্যক্তিগতভাবে মিলাদের মুনাফার অংশ কত টাকা পূরণ করবে?
ক.৬,০০০
খ.৫,০০০
গ.৪,০০০
ঘ.১,০০০
২৭. কোন কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয়ে অবচয় খরচ সমন্বয় করা হয়?
ক.পরিচালন
খ.অর্থসংস্থান
গ.বিনিয়োগ.
ঘ.অনগদি
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. ভ‚মির বিনিময়ে শেয়ার ক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কী ধরনের কার্যক্রম?
ক.পরিচালন
খ.অর্থসংস্থান
গ.বিনিয়োগ.
ঘ.অনগদি
২৯. নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য পরিলক্ষিত হয় না
I.পরিচালন কার্যক্রমে
II.বিনিয়োগ কার্যক্রমে
III.অর্থসংস্থান কার্যক্রমে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. কোন ধরনের শেয়ার মালিকদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য বেশি থাকে?
ক.সাধারণ
খ.অগ্রাধিকার
গ.বিলম্বিত দাবিযুক্ত
ঘ.রাইট
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।