HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. কোনটি মিশ্র ব্যয়ের উৎকৃষ্ট উদাহরণ?
ক.সম্পত্তির অবচয়
খ.মেশিন ক্রয়
গ.মাসিক বিদ্যুৎ খরচ
ঘ.অফিস ভাড়া
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
‘সেবার জন্য আমরা’ ক্লাবের সদস্য সংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ ৪২,০০০ টাকা। যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা।
২. চলতি বছর অনাদায়ী চাঁদার সদস্য সংখ্যা কত?
ক.১০ জন
খ.১২ জন
গ.৪০ জন
ঘ.৪২ জন
৩. উপর্যুক্ত অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের−
I.মূলধন তহবিল বৃদ্ধি পাবে
II.সম্পদ বৃদ্ধি পাবে
III.দায় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৪. পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?
ক.গড় পদ্ধতি
খ.ভারযুক্ত গড় পদ্ধতি
গ.খওঋঙ
ঘ.ঋওঋঙ
৫. আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতির পরিবর্তে লাভ হলে এর প্রভাবে মীম কোম্পানির
I.ব্যবসায়ের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেত
II.পরিচালনা কার্যক্রমের নিকট নগদ প্রবাহ হ্রাস পেত
III.পরিচালনা কার্যক্রমের নিট নগদ প্রবাহ বৃদ্ধি পেত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. ইস্যুকৃত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট বিক্রয় করা হয় তাকে কী বলে?
ক.অনুমোদিত মূলধন
খ.ইস্যুকৃত মূলধন
গ.বিলিকৃত মূলধন
ঘ.তলবকৃত মূলধন
৭. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির
I.শেয়ার সংখ্যা বেড়ে যায়
II.নগদ তহবিল বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও।
রেওয়ামিল (আংশিক)
১. শৈয়ার মলধন (পণ্ঠতি শৈয়ার ১০০ টাকা) ৫,০০,০০০
২. অবট্টতীট্টকালীন লভঞ্ঝাংশ৫,০০০
৩. লভঞ্ঝাংশ সমতাকরণ তহবিল ১৫,০০০
সমন্বয় : ১. ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার প্রতি ২ টাকা। ২. চলতি বছরের নিট লাভ ১,০০,০০০ টাকা।
৮. ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ কত টাকা?
ক.২
খ.১০০
গ.১০,০০০
ঘ.১০,০০,০০০
৯. সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত কত টাকা?
ক.৮৫,০০০ টাকা
খ.৯৫,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,০৫,০০০ টাকা
১০. উপযুট্টন্ঠ ত^ঞ্ঝ অনুযায়ী আ^িট্টক অবর্’ার বিবরণীএত−
I.আদায়কৃত শেয়ার মূলধন হবে ৫,০০,০০০ টাকা
II.চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা হবে ১০,০০০ টাকা
III.দীর্ঘমেয়াদি ঋণ হবে ১৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১১-১৩ নং প্রশ্নের উত্তর দাও।
ফাতেমা লি.-এর নিরাপত্তা প্রান্ত ২০% কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৬০%। স্থায়ী ব্যয়ের পরিমাণ ৪০,০০০ টাকা এবং বিক্রয় ৮৩,৩৩৪ টাকা।
১১. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০
খ.১,০০,০০০
গ.৬৬,৬৬৭
ঘ.৫০,০০০
১২. মোট কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা?
ক.৫০,০০০
খ.৪৩,৩৩৪
গ.২৬,৬৬৭
ঘ.১০,০০০
১৩. মোট পরিবর্তনশীল ব্যয় কত টাকা?
ক.৬০,০০০
খ.৫০,০০০
গ.৩৩,৩৩৪
ঘ.১৬,৬৬৭
১৪. প্রতি ২ মাস পর পর ২,০০০ টাকা উত্তোলন করলে বছরে উত্তোলন কত টাকা হবে?
ক.১২,০০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.২০,০০০ টাকা
ঘ.২৪,০০০ টাকা
১৫. চুক্তির অবর্তমানে অংশীদারগণ দাবি করতে পারে না
I.উত্তোলনের সুদ
II.ঋণের সুদ
III.কমিশন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৬. মূলধন গিয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত?
ক.সচ্ছলতা
খ.তারল্য
গ.মুনাফা অর্জন ক্ষমতা
ঘ.কার্যকলাপ
উদ্দীপকটি পড়ো এবং ১৭-১৯ নং প্রশ্নের উত্তর দাও।
মুখ্য ব্যয় ১,০০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ১০,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৬,০০০ টাকা এবং মুনাফা ব্যয়ের ২০%।
১৭. মুখ্য ব্যয়ের ওপর কারখানা ব্যয়ের শতকরা হার কত?
ক.১৫%
খ.২০%
গ.৩০%
ঘ.২৫%
১৮. বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.১,৬৩,২০০
খ.১,৭০,০০০
গ.১,৮৭,২০০
ঘ.১,৫৭,৭৬০
১৯. মোট উপরিব্যয়ের পরিমাণ কত?
ক.৩৬,০০০
খ.১৬,০০০
গ.৩০,০০০
ঘ.৫৬,০০০
২০. পরোক্ষ খরচের উদাহরণ হলো
I.কারখানা ভাড়া
II.মেরামত ও রক্ষণাবেক্ষণ
III.আলো ও শক্তি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. ব্যবসায় জগতে কোন বাজেটকে অন্যান্য সকল বাজেটের মেরুদণ্ড/প্রাণকেন্দ্র বলা হয়?
ক.নগদান বাজেটখ.উৎপাদন বাজেট
গ.বিক্রয় বাজেটঘ.সামগ্রীক বাজেট
২২. মুনাফাবিহীন বিক্রয়কে দেখাতে হবে
I.ক্রয় থেকে বাদ দিয়ে
II.বিক্রয় থেকে বাদ দিয়ে
III.নিট মুনাফা থেকে বাদ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৩. বেতন ও মজুরি থেকে কর্তন করা হয়
I.আয়কর
II.ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান
III.ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. রাইট শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়?
ক.পরিচালকদের মধ্যে
খ.নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
গ.পুরাতন শেয়ারহোল্ডারদের মধ্যে
ঘ.কোম্পানির কর্মচারীদের মধ্যে
২৫. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৬. শেয়ার মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদি দায়ের যোগফলকে কী বলে?
ক.মোট দায়
খ.বর্হিদায়
গ.মালিকানা স্বত্ব
ঘ.বিনিয়োজিত মূলধন
২৭. নগদান প্রবাহ বিবরণী
I.নগদ অবস্থার মূল্যায়ন করে
II.কারবারের মোট মুনাফা নির্ণয় করে
III.নিট নগদ পরিবর্তন প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. ব্যবস্থাপকীয় দক্ষতা যাচাই অনুপাত কোনটি?
ক.চলতি অনুপাত
খ.মোট লাভ অনুপাত
গ.দায়-মালিকানা অনুপাত
ঘ.মজুদ আবর্তন অনুপাত
২৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়
I.প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে
II.আয়-ব্যয় হিসাবের ক্রেডিট পাশে
III.উদ্বৃতপত্রের দায়ের পাশে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. বিক্রয়মূল্যের ওপর মুনাফা হার ২০% হলে তা ক্রয়মূল্যের ওপর শতকরা কত হার হবে?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩.৩৩%
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।