HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
পিরোজপুর সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. আর্থিক বিবরণীর উদ্দেশ্য হলো
I.লাভ-ক্ষতি নির্ণয় করা
II.পাওনাদারদের তথ্য সরবরাহ করা
III.আর্থিক অবস্থা জানা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
ক.১৯১৩
খ.১৯৩২
গ.১৯৯৪
ঘ.২০০০
৩. নিচের কোনটিকে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি বলা হয়?
ক.খতিয়ান বই
খ.আর্থিক বিবরণী
গ.নগদ প্রবাহ বিবরণী
ঘ.ব্যাংক সমন্বয় বিবরণী
৪. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০। বিক্রয়েরমূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয়মূল্য কত হবে?
ক.১৭,২০০
খ.১৮,২০০
গ.১৮,৪০০
ঘ.১৮,৬৬৭
৫. চলতি সালের আয় বিগত সালে অগ্রিম পাওয়া গেলে
I.বিগত বছরের দায়
II.উদ্বর্তপত্রে সম্পদ
III.চলতি বছরের আয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. যৌথ মূলধনী কোম্পানি কয়ভাবে শেয়ার বিলি করতে পারে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৭. তরল সম্পদ হচ্ছে
I.শূন্য ঝুঁকিতে টাকায় রূপান্তরযোগ্য
II.অতি অল্প সময়ে টাকায় রূপান্তরযোগ্য
III.মোট সম্পদ − চলতি দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৭ সালের জানুয়ারি মাসের ১০ ও ১৫ তারিখে ৩০ একক পণ্য ৮০ টাকা দরে এবং ৯০ একক পণ্য ৯৫ টাকা দরে ক্রয় করা হয়। উক্ত মাসের ২৫ তারিখে ৫০ একক পণ্য বিক্রয় করা হয়।
৮. ভারযুক্ত গড় হার কত টাকা?
ক.৬৪.৪১
খ.৭৪.৩১
গ.৯১.২৫
ঘ.৯১.৩৫
৯. ২৫ তারিখের পণ্য বিক্রয়ের পর সমাপনী মজুদের পরিমাণ কত?
ক.৪,৫০৮
খ.৬,১২৫
গ.৬,৩৮৮
ঘ.১০,৯৪৯
১০. বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.৭,৮২১
খ.৪,৫৬৩
গ.৪,৩৭৫
ঘ.৩,২২০
১১. নিমজ্জিত ব্যয়ের অপর নাম?
ক.প্রাসঙ্গিক ব্যয়
খ.অপ্রাসঙ্গিক ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.কালীন ব্যয়
১২. কোনটি থেকে ভবিষ্যতে উপযোগ পাওয়া যাবে?
ক.খরচ
খ.আয়
গ.ব্যয়
ঘ.দায়
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রতিষ্ঠানের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা। তার মধ্যে চলতি বছরে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা, চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
১৩. আসবাবপত্রের বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতি কত টাকা হবে?
ক.ক্ষতি ১৬,০০০
খ.মুনাফা ১৮,০০০
গ.মুনাফা ২০,০০০
ঘ.ক্ষতি ১৮,০০০
১৪. বছর শৈএষ আসবাবপএষ্ণর বাষিট্টক অবচয় কত হএব?
ক.৮,৫০০
খ.৮,৮০০
গ.৯,০০০
ঘ.১০,০০০
১৫. বাংলাদেশে হিসাববিজ্ঞানের নীতি বাস্তবায়নকারী সংস্থার নাম
ক.ঈগঅ
খ.ইঅঝ
গ.ওঈঅই
ঘ.ঝঊঈ
১৬. কোন ধরনের শেয়ার মালিকগণ মূলধন ফেরত ও লভ্যাংশ প্রাপ্তিতে বিশেষ সুবিধা পায়?
ক.সাধারণ শেয়ার
খ.বোনাস শেয়ার
গ.অগ্রাধিকার শেয়ার
ঘ.রাইট শেয়ার
১৭. নগদ প্রবাহ বিবরণী
I.নগদ অবস্থার মূল্যায়ন করে
II.ব্যবসায়ের নিট লাভ নির্ণয় করে
III.নিট নগদ পরিবর্তন প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৮. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়
I.লাভ-লোকসান বণ্টন হিসাব
II.অংশীদারদের মূলধন হিসাব
III.অংশীদারদের চলতি হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
সোনার বাংলা লিমিটেড প্রতি শেয়ার ২ টাকা অধিহারসহ ১২ টাকা করে ২০,০০০ শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিপন্থায় ইস্যু করে: শেয়ার আবেদনে ১২ টাকা করে মোট ১০,০০০ শেয়ারের আবেদন পেল এবং যথারীতি আবণ্টন হলো।
১৯. কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত টাকা হবে?
ক.১,০০,০০০
খ.১,০৫,০০০
গ.১,১০,০০০
ঘ.১,২০,০০০
২০. কোম্পানির মালিকানা স্বত্বের পরিমাণ কত?
ক.৯,৮৫০
খ.১০,১৫০
গ.১১,৮০০
ঘ.১,২০,০০০
২১. মি. আমিনের প্রারম্ভিক মূলধন ২৫,০০০ টাকা, সমাপনী মূলধন ৫৫,০০০ টাকা ও নিট লাভের পরিমাণ ২০,০০০ টাকা হলে অতিরিক্ত মূলধন কত টাকা?
ক.১০,০০০
খ.১৫,০০০
গ.২০,০০০
ঘ.২৫,০০০
২২. কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় করতে হয় না?
ক.অনাদায়ী পাওনা
খ.বেতন
গ.কমিশন
ঘ.বিমা
২৪. চলতি সম্পদ ২,১৭,০০০ টাকা, চলতি অনুপাত ৪ ঃ ১ হলে চলতি দায় কত?
ক.৫৪,১৫০
খ.৫৪,২৫০
গ.৫৪,৩৫০
ঘ.৫৪,৪৫০
২৫. কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান কত?
ক.২ ঃ ১
খ.১ ঃ ২
গ.১ ঃ ১
ঘ.২ ঃ ২
২৬. সম্ভাব্য দায় বলতে বুঝায়
I.বাট্টাকৃত বিনিময় বিল
II.জামিন সংক্রান্ত দেনা
III.দাবিকৃত ক্ষতিপূরণ যা মামলাধীন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. সময়ভিত্তিক ব্যয়ের শ্রেণি বিভাগ হলো
I.পণ্য ব্যয়
II.কালিন ব্যয়
III.স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে
ক.ক্ষতি হয়
খ.লাভ হয়
গ.ব্যয় হয়
ঘ.দায় হয়
২৯. আসলাম লি.-এর ব্যবস্থাপক কমিশন পূর্ব নিট লাভের ওপর ১০% কমিশন পায়। কমিশন পরবর্তী নিট লাভ ১,০০,০০০ টাকা হলে ব্যবস্থাপকের কমিশন কত?
ক.৯,১৯১
খ.৯,০৯১
গ.১০,২৯১
ঘ.১১,১১১
৩০. নিচের কোন বিবরণীর সাহায্যে তারল্যের অবস্থা প্রকাশ করে?
ক.আয়
খ.আর্থিক অবস্থার
গ.সংরক্ষিত আয়
ঘ.নগদ প্রবাহ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।