HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩১. রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি?
ক.মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করা
খ.মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বণ্টন করা
গ.সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ
ঘ.শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
পাঠানপাড়া ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বছরে চাঁদা বাবদ প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ২০১৫ সালের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা, ২০১৭ সালের অগ্রিম চাঁদা ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরের চাঁদা আদায় হয়নি ১,০০০ টাকা।
২. ২০১৬ সালের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত?
ক.৬৭,০০০ টাকা
খ.৬৮,০০০ টাকা
গ.৭৭,০০০ টাকা
ঘ.৭৮,০০০ টাকা
৩. অগ্রিম চাঁদা প্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে−
I.প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে
II.আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে
III.আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম চাঁদা হিসাবখাতে দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৪. বাংলাদেশে কত সালের অংশীদারী আইন চালু আছে?
ক.১৯১৩
খ.১৯২০
গ.১৯৩২
ঘ.১৯৯৪
৫. বিন কার্ডে উলেখ থাকে−
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. ওঅঝ-৭ অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কতভাগে দেখানো হবে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৭. চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিচের কোনটি দাবি করতে পারে?
ক.বেতন
খ.মূলধনের সুদ
গ.ঋণের সুদ
ঘ.কমিশন
৮. নিচের কোনটি বিনিয়োগ কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক.লভ্যাংশ প্রাপ্তি
খ.লভ্যাংশ প্রদান
গ.ঋণ পরিশোধ
ঘ.সম্পদ বিক্রয়
৯. নিলা ও নিশাত কারবারের মুনাফা ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধন জের যথাক্রমে ১,০০,০০০ ও ১,৮০,০০০ টাকা। বছর শেষে কারবারের নিট লাভ ২৪,০০০ টাকা। নীলা ও নিশাত এর প্রারম্ভিক মূলধন কত টাকা।
ক.১,১৬,০০০ ও ১,৮৮,০০০
খ.৮৪,০০০ ও ১,৭২,০০০
গ.১,০৮,০০০ ও ১,৯৬,০০০
ঘ.১,২৪,০০০ ও ২,০৪,০০০
১০. কারবারের মোট নগদ আগমন ও মোট নগদ নির্গমন যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে কি বলা হয়?
ক.বিশদ আয় বিবরণী
খ.আর্থিক বিবরণী
গ.নগদ প্রবাহ বিবরণী
ঘ.রক্ষিত আয় বিবরণী
১১. কোম্পানির অর্থ সংগ্রহের আভ্যন্তরীণ উৎস হলো−
ক.ঋণপত্র বিক্রয়
খ.ব্যাংকের ঋণ
গ.আন্তর্জাতিক সংস্থার ঋণ
ঘ.সংরক্ষিত আয়’
১২. কোন পদ্ধতিতে প্রতিটি লেনদেনের পরই মজুদ মাল গণনা করা হয়?
ক.কালান্তিক মজুদ পদ্ধতি
খ.অবিরত মজুদ পদ্ধতি
গ.ভারযুক্ত মুজদ পদ্ধতি
ঘ.সরল গড় পদ্ধতি
১৩. প্রত্যক্ষ মজুরি একটি−
ক.পরিবর্তনশীল ব্যয়
খ.একটি স্থায়ী ব্যয়
গ.একটি আধা-পরিবর্তনশীল ব্যয়
ঘ.অপ্রাঙ্গিক ব্যয়
১৪. নিচের কোনটি কালীন ব্যয়?
ক.কারখানা ভাড়া
খ.প্রত্যক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ কাঁচামাল
ঘ.বিজ্ঞাপন খরচ
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
নিচের তথ্য তাহসিন লি. থেকে নেওয়া হয়েছে: স্থায়ী খরচ ১,৮০,০০০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা, এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা এবং বছরে বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা।
১৫. এককপ্রতি অনুদান কত?
ক.২০ টাকা
খ.৩০ টাকা
গ.৫০ টাকা
ঘ.৭০ টাকা
১৬. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৪,০০,০০০ টাকা
গ.৪,৫০,০০০ টাকা
ঘ.৫,০০,০০০ টাকা
১৭. ‘পণ্যের নমুনা বিতরণ’ কোন ধরনের উপরিব্যয়?
ক.কারখানা উপরিব্যয়
খ.প্রশাসনিক উপরিব্যয়
গ.বিক্রয় উপরিব্যয়
ঘ.পরিবর্তনশীল উপরিব্যয়
১৮. ঋঙই ঝযরঢ়ঢ়রহম চড়রহঃ বলতে বুঝি−
ক.আন্তঃবহন ব্যয় ক্রেতা বহন করবে
খ.আন্তঃবহন ব্যয় বিক্রেতা বহন করবে
গ.বহির্বহন ব্যয় বিক্রেতা বহন করবে
ঘ.বহির্বহন ব্যয় ক্রেতা বহন করবে
১৯. দীর্ঘমেয়াদি দায় ও মালিকানা তহবিলের সমষ্টি হলো−
ক.বিনিয়োজিত তহবিল
খ.মূলধন তহবিল
গ.বহিঃদায়ের তহবিল
ঘ.দীর্ঘমেয়াদি তহবিল
২০. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদাই মজুদ রাখা হয় তাকে কী বলা হয়?
ক.সর্বোচ্চ সীমা
খ.সর্বনি সীমা
গ.গড় মজুদ
ঘ.নিরাপত্তা মজুদ
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
এপেক্স কোম্পানি লিমিটেড ২০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি তার মধ্যে ৮,৫০০ শেয়ার ২,৭৫,০০০ টাকার একটি দালানকোঠা ও ১,৮০,০০০ টাকার ভ‚মির বিনিময়ে ইস্যু করে। এছাড়াও ৫,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে নগদ অর্থ গ্রহণ করে।
২১. বছর শৈএষ কৈাজ্ঞক্সানির পরিএশাধিত মƒলধন কত টাকা?
ক.২,৭০,০০০
খ.৪,৫৫,০০০
গ.৫,৫৫,০০০
ঘ.১০,০০,০০০
২২. কোম্পানির উদ্বৃত্তপত্রের সম্পদ পার্শ্বের যোগফল কত টাকা?
ক.২,৭০,০০০
খ.২,৮৫,০০০
গ.৫,৫৫,০০০
ঘ.১০,০০,০০০
২৩. তোহা ও মুরশালীন দু’জন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২ ঃ ১। তারা হাসানকে ১০% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। মুনাফার নতুন অনুপাত হবে −
ক.৬ ঃ ৩ ঃ ১
খ.৫ ঃ ৩ ঃ ১
গ.৩ ঃ ৬ ঃ ১
ঘ.২ ঃ ৩ ঃ ১
২৪. টেলিফোন বিল হলো−
ক.আধা পরিবর্তনশীল ব্যয়
খ.পরিবর্তনশীল ব্যয়
গ.স্থির ব্যয়
ঘ.কাঁচামাল ব্যয়
২৫. ধারে বিক্রয় ১২,০০০ টাকা যদি হিসাবভুক্তকরণ বাদ পড়ে তাহলে কারবারে কি প্রভাব পড়বে?
I.নিট আয় হ্রাস পাবে
II.বিবিধ দেনাদার হ্রাস পাবে
III.অনাদায়ী দেনা সঞ্চিতি বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৬. বিক্রয়মূল্যের ওপর ২৫% মুনাফা ধার্য করা হলে ক্রয়মূল্য অথবা উৎপাদন ব্যয়ের ওপর ধার্যকৃত মুনাফার হার কত হবে?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.৩৩.৩৩%
ঘ.৫০%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. যে ব্যয় অতীতে সংঘটিত হয়েছে এবং বর্তমানে বা ভবিষ্যতে আদায়যোগ্য নয় তাকে কী বলা হয়?
ক.নির্গত ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.আরোপিত ব্যয়
ঘ.সুযোগ ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক মজুদ (৫০০ একক) ৪,৫০০ টাকা
উৎপাদন (১০,০০০ একক) ১,১০,০০০ টাকা
সমাপ্তি মজুদ (২,০০০ একক)
বিক্রয় (১,১৫,৬২৫ টাকা)
২৮. বিক্রীত পণ্যের পরিমাণ কত একক?
ক.৮,৫০০
খ.১০,০০০
গ.১০,৫০০
ঘ.১২,০০০
২৯. মুনাফার শতকরা হার কত?
ক.ব্যয়ের ২০%
খ.বিক্রয়ের ২০%
গ.বিক্রয়ের ২৫%
ঘ.ব্যয়ের ৩৩%
৩০. কোন ব্যয় মোট পরিমাণে স্থির থাকে কিন্তু একক পরিমাণে বাড়ে কমে?
ক.কালীন ব্যয়
খ.স্থায়ী ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.আধা পরিবর্তনশীল ব্যয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।