HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩২ | PDF: হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।
বেক্সিমকো লিমিটেড-এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রির জন্য ইস্যু করে এবং ২৫,০০০ শেয়ারের আবেদন পায়।
১. কোম্পানির মোট শেয়ার অধিহারের পরিমাণ কত?
ক.২,৫০,০০০ টাকা
খ.৩,০০,০০০ টাকা
গ.৫,০০,০০০ টাকা
ঘ.৮,০০,০০০ টাকা
২. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর যোগফল কত?
ক.২৫,০০,০০০ টাকা
খ.২৭,৫০,০০০ টাকা
গ.৩০,০০,০০০ টাকা
ঘ.৩৩,০০,০০০ টাকা
৩. দ্রব্যমূল্য নিমুখী হলে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি উপযোগী?
ক.খওঋঙ
খ.ঋওঋঙ
গ.ভারযুক্ত গড়
ঘ.সরল গড়
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক.মুনাফা অর্জন
খ.পণ্য ও সেবার বিনিময়
গ.সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন
ঘ.সদস্য ও জনকল্যাণ সাধন
৫. মজুদ পণ্যের সংরক্ষণ পদ্ধতি কয়টি?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৬. নগদ প্রবাহ বিবরণী সম্পর্কিত রুলটি হচ্ছে
ক.ওঅঝ-৫
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-১৫
ঘ.ওঅঝ-৬৯
৭. বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রথমে কী প্রস্তুত করা হয়?
ক.উৎপাদন বাজেট
খ.বিক্রয় বাজেট
গ.নমনীয় বাজেট
ঘ.কাঁচামাল ক্রয় বাজেট
৮. প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিলে পাওয়া যায়
ক.স্থায়ী ব্যয়
খ.মুনাফা
গ.নিরাপত্তা প্রান্ত
ঘ.অনুদান প্রান্ত
৯. প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় হচ্ছে
I.পরিবর্তনশীল
II.নিয়ন্ত্রণযোগ্য ব্যয়
III.অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I ও III
১০. নিচের কোনটি পণ্য ব্যয়ের অন্তর্গত?
ক.বিজ্ঞাপন খরচ
খ.আসবাবপত্রের অবচয়
গ.কর্মচারীর বেতন
ঘ.কারখানার ভাড়া
১১. স্থায়ী ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে
I.বিক্রয়- পরিবর্তনশীল ব্যয়-মুনাফা
II.কন্ট্রিবিউশন মার্জিন-মুনাফা
III.সমচ্ছেদ বিক্রয় ূ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কর্মচারীদেরকে যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাকে কি বলা হয়?
ক.চিকিৎসা ভাতা
খ.মহার্ঘ ভাতা
গ.টিফিন ভাতা
ঘ.উৎসাহ ভাতা
১৩. উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে
I.শ্রমিকের মজুরি
II.কারখানা উপরিব্যয়
III.কাঁচামালের খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. নিের কোনটি কালীন ব্যয়ের অন্তর্গত?
ক.প্রত্যক্ষ মজুরি
খ.পরোক্ষ মজুরি
গ.পরোক্ষ কাঁচামাল
ঘ.বিক্রয় পরিবহন
১৫. ব্যবসথাপনা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
ক.লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
খ.আর্থিক ফলাফল নির্ণয়
গ.সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ
ঘ.আর্থিক অবস্থা নিরূপণ
১৬. উত্তোলন হিসাবের জের স্থানান্তর করা হয়
I.অংশীদারদের মূলধন হিসাবে
II.অংশীদারদের চলতি হিসাবে
III.অংশীদারদের ঋণ হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.I ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৭, ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
সবুজ সংঘের মোট প্রাপ্ত চাঁদা ৩০,০০০ টাকা, এর মধ্যে গত বছরের বকেয়া চাঁদা ৩,০০০ রয়েছে, আবার পরবর্তী বছরের চাঁদা ২,০০০ টাকা অগ্রিম পাওয়া গিয়েছে। চলতি বছরের চাঁদা ১,০০০ টাকা গত বছর আদায় হয়েছিল। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ২,০০০ টাকা এবং বিগত বছরের চাঁদা ১,০০০ টাকা এখনও অনাদায়ী রয়েছে।
১৭. মূলধন তহবিলে অনাদায়ী চাঁদার পরিমাণ
ক.৪,০০০
খ.৩,০০০
গ.২,০০০
ঘ.১,০০০
১৮. আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে?
ক.৩০,০০০
খ.২৯,০০০
গ.২৮,০০০
ঘ.২৭,০০০
১৯. উদ্বৃত্তপত্রে অনাদায়ী চাঁদার পরিমাণ কত টাকা?
ক.১,০০০
খ.২,০০০
গ.৩,০০০
ঘ.৪,০০০
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
মি. জাফর নামক একজন অংশীদার সারা বছর ধরে প্রত্যেক মাসের শেষ তারিখে ২,০০০ টাকা করে উত্তোলন করে। চুক্তিপত্রে উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্যের বিধান আছে।
২০. মি. জাফরের মূলধন হিসাবে উত্তোলন বাবদ কত টাকা ডেবিট করতে হবে?
ক.১১,০০০
খ.১২,০০০
গ.২২,০০০
ঘ.২৪,০০০
২১. বছরান্তে উত্তোলনের ওপর কত টাকা সুদ ধার্য হবে?
ক.১,১০০
খ.১,২০০
গ.১,৩০০
ঘ.২,৪০০
২২. কোম্পানির অন্তবর্তীকালীন লভ্যাংশ আর্থিক বিবরণীর কোথায় লেখা হয়?
ক.বিশদ আয় বিবরণীতে
খ.সংরক্ষিত আয় বিবরণীতে
গ.আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ.নগদ প্রবাহ বিবরণীতে
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৩,০০,০০০ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ১,১০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ মজুরির ১০%। প্রশাসনিক খরচ বিক্রয়ের ৫% এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০% হলে
২৩. উৎপাদন ব্যয় কত টাকা (আমেরিকান পদ্ধতি অনুযায়ী)।
ক.১,৬৫,০০০ টাকা
খ.১,৭০,০০০ টাকা
গ.১,৮০,০০০ টাকা
ঘ.১,৯০,০০০ টাকা
২৪. মোট ব্যয় কত?
ক.২,০০,০০০
খ.২,১০,০০০
গ.২,৫০,০০০
ঘ.২,৩০,০০০
২৫. কর্মচারীদের মোট কর্তনের অংশ হচ্ছে
I.প্রভিডেন্ট ফান্ডে দান
II.কল্যাণ তহবিলে দান
III.গ্র“প বিমায় দান
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. নিট বেতন বলতে কি বোঝায়?
ক.মোট উপার্জন
খ.মোট অর্জন থেকে মোট কর্তনের বিয়োগ ফল
গ.মোট কর্তন
ঘ.মোট অর্জন ও মোট কর্তনের সমষ্টি
২৭. যে বিন্দুতে আয় ও ব্যয় সমান হয় তাকে কি বলে?
ক.মুনাফা বিন্দু
খ.ব্যয় বিন্দু
গ.সমচ্ছেদ বিন্দু
ঘ.আয় ও ব্যয় বিন্দু
২৮. মজুদের মূল্য লেখা থাকে
ক.বিল কার্ডে
খ.ডেবিট কার্ডে
গ.ক্রেডিট কার্ডে
ঘ.মজুদ খতিয়ানে
২৯. মজুদ পণ্যের মূল্যায়ন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে
ক.সঠিক জাবেদা দাখিলা নির্ণয়
খ.সঠিক আর্থিক ফলাফল নির্ণয়
গ.সঠিক বহির্দায় নির্ণয়
ঘ.সঠিক খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়
৩০. মুকুট কর্পোরেশনের জানুয়ারি মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ৩,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ২,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত?
ক.৪,০০০
খ.৩,০০০
গ.২,০০০
ঘ.১,০০০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।