HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪১. কুমিল্লা সরকারি সিটি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য?
ক.মুনাফা অর্জন
খ. কল্যাণ সাধন
গ.অর্থনৈতিক উন্নয়ন
ঘ.সবগুলো
২. আয়-ব্যয় হিসাবে দেখানো হয় না
ক.ভাড়া প্রদান
খ.প্রারম্ভিক নগদ তহবিল
গ.মনিহারি ক্রয়
ঘ.জ্বালানি ও বাতি
উদ্দীপকটি পড়ো এবং ৩-৫ নং প্রশ্নের উত্তর দাও।
কুমিলা পাবলিক লাইব্রেরি ও টাউনহল একটি সমাজ সেবামূলক সংগঠন। এই সংগঠনের প্রারম্ভিক খাদ্যসামগ্রী মজুদের পরিমাণ ১১,৫০০ টাকা, খাদ্যসামগ্রী ক্রয় ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা।
৩. মূলধন তহবিল নির্ণয়ে খাদ্যসামগ্রী বাবদ কত টাকা দেখাতে হবে?
ক.১১,৫০০ টাকা
খ.১,৫০০ টাকা
গ.২৩,৫০০ টাকা
ঘ.২৬,৫০০ টাকা
৪. আয়-ব্যয় হিসাবে খাদ্যসামগ্রী বাবদ কত টাকা দেখাতে হবে?
ক.১১,৫০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.২৩,৫০০ টাকা
ঘ.২৬,৫০০ টাকা
৫. খাদ্যসামগ্রী বাবদ উদ্বৃত্তপত্রের কত টাকা দেখাতে হবে?
ক.৩,০০০ টাকা
খ.১১,৫০০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.২৩,৫০০ টাকা
৬. নাবালক হিসাবে অংশীদারের দায়
I.অসীম
II.সীমিত
III.মূলধন দ্বারা সীমিত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. বাংলাদেশে বহাল অংশীদরি আইন কত সালের?
ক.১৯১৩
খ.১৯২০
গ.১৯৩২
ঘ.১৯৯৪
৮. কে দেউলিয়া হবেন?
ক.যার ব্যাংকে হিসাব নেই
খ.যা প্রচুর অর্থ নেই
গ.নাবালক
ঘ.ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি
৯. নগদ প্রবাহের উৎস কয়টি?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
১০. শেয়ার ইস্যু কোন কার্যক্রমের আওতাভুক্ত?
ক.পরিচালন
খ.বিনিয়োগ
গ.অর্থাায়ন
ঘ.কোনটিই নয়
১১. পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ে কোনটি দ্বারা শুরু করতে হয়?
ক.নিট মুনাফা
খ.অবচয়
গ.গ্রাহকের নিকট হতে প্রাপ্তি
ঘ.চলতি সম্পদ বৃদ্ধি
১২. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বৃত্তপত্রের ছক কোনটি?
ক.সিডিউল-১১
খ.ফরম-বি
গ.ফরম-ই
ঘ.ফরম-এফ
১৩. কোম্পানির আমন্ত্রণপত্র হিসেবে পরিচিত কোনটি?
ক.ঋণপত্র
খ.পরিমেল নিয়মাবলি
গ.বিবরণপত্র
ঘ.স্মারকলিপি
১৪. শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে মূলত কী পায়?
ক.মুনাফা
খ.লভ্যাংশ
গ.সুদ
ঘ.বোনাস
১৫. কোম্পানির শেয়ার হস্তান্তর কী?
ক.একটি আয়
খ.একটি দায়
গ.একটি সম্পদ
ঘ.একটি ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ১৬-১৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব বাসারের ব্যবসায়ের স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ১৫ টাকা, এককপ্রতি বিক্রয়মূল্য ৩৫ টাকা, উৎপাদন ও বিক্রয় ১০,০০০ একক।
১৬. এককপ্রতি অবদান কত?
ক.১৫ টাকা
খ.২০ টাকা
গ.৩৫ টাকা
ঘ.৫০ টাকা
১৭. মুনাফা কত?
ক.৫০,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.৩,৫০,০০০ টাকা
১৮. সম আয়-ব্যয় বিন্দু কত একক?
ক.৫০০০ একক
খ.১০০০০০ একক
গ.১৫০০০ একক.
ঘ.২০০০০ একক
১৯. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
ক.মনিহারি খ.বেতন
গ.ক্রয় পরিবহন ঘ.বিক্রয় পরিবহন
২০. কোনটি ভুয়া সম্পদ?
ক.মজুদ পণ্য
খ. সুনাম
গ.অগ্রিম প্রদত্ত ভাড়া
ঘ. প্রাথমিক খরচ
উদ্দীপকটি পড়ো এবং ২১-২৩ নং প্রশ্নের উত্তর দাও।
রমা লি.-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো:
ব্যবহৃত কাঁচামাল ৩৬,০০০ টাকা,মজুরি ৪৫,০০০ টাকা, পরোক্ষ শ্রম ৫,০০০ টাকা, কারখানা ভাড়া ৩,০০০ টাকা।
২১. মুখ্য ব্যয় কত?
ক.৫০,০০০ টাকা
খ.৪১,০০০ টাকা
গ.৪৪,০০০ টাকা
ঘ.৮১,০০০ টাকা
২২. কারখানা উপরিব্যয় কত?
ক.৩,০০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
২৩. উৎপাদন ব্যয় কত?
ক.৪৫,০০০ টাকা
খ.৮১,০০০ টাকা
গ.৮৬,০০০ টাকা
ঘ.৮৯,০০০ টাকা
২৪. ত্বরিত অনুপাতের আদর্শমান কত?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
২৫. বাংলাদেশে কত ঘণ্টার বেশি কাজ করলে ওভার টাইম-এর মজুরি বলে?
ক.৮ ঘণ্টার বেশি
খ.৯ ঘণ্টার বেশি
গ.১০ ঘণ্টার বেশি
ঘ.১২ ঘণ্টার বেশি
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. মাল খতিয়ানের বাম পার্শ্বে থাকে
I.মালের বর্ণনা
II.কোড নং
III.সর্বোচ্চ সীমা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.III
ঘ.I, II ও III
২৮. কোনটি চলতি মূলধনের সূত্র?
ক.চলতি মূলধন = চলতি সম্পদ চলতি দায়
খ.চলতি মূলধন = চলতি সম্পদ + চলতি দায়
গ.চলতি মূলধন = স্থায়ী সম্পদ + চলতি দায়
ঘ.চলতি মূলধন = স্থায়ী সম্পদ চলতি দায়
২৯. আর্থিক বিবরণী পর্যালোচনা পদ্ধতিগতভাবে কত সালে প্রচলন করা হয়?
ক.১৮৯০ সালে
খ.১৯০০ সালে
গ.১৯৯০ সালে
ঘ.১৯৯৫ সালে
৩০. ভাড়ার ১/৪ অংশ ৫,০০০ টাকা প্রদান করা হয়েছে। ভাড়া বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখতে হবে?
ক.১,২৫০ টাকা
খ.৬,২৫০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।