HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৫. নোয়াখালী সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি-প্রদান হিসাবের সমাপনী জের দিয়ে বোঝায়−
I.হাতে নগদের উদ্বৃত্ত
II.ব্যাংক জমার উদ্বৃত্ত
III.আয় বা ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২. খাদ্যসামগ্রী ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্যসামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৬,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
ক.৬,০০০ টাকা
খ.৮,০০০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.১৪,০০০ টাকা
৩. পণ্য উত্তোলনের ওপর কী হারে সুদ ধরা হয়?
ক.৬%
খ.৭%
গ.৮%
ঘ.হয় না
৪. মি. করিম ২ মাস অ¯¦র ১,০০০ টাকা উএল্ফালন কএরন। বাষিক ১০% হারে তার উত্তোলনের সুদ হবে−
ক.২০০ টাকা
খ.২৫০ টাকা
গ.৩০০ টাকা
ঘ.১৫০ টাকা
৫. একটি অংশীদারি কারবারে একজন ৬,০০০ টাকা এবং অপরজন ৯,০০০ টাকা মুনাফা পেলে তাদের মুনাফা বণ্টনের অনুপাত হবে−
ক.৩/২
খ.১/৩
গ.২/৩
ঘ.১/২
৬. একজন অংশীদার পাল্টা নিশ্চয়তা দিল যে, কারবারের মুনাফা ১০,০০০ টাকার বেশি হলে অতিরিক্ত মুনাফার ৪০% সে পাবে। উক্ত বছরে মুনাফা ১২,০০০ হলে নিশ্চয়তাকারীর মুনাফা বেশি হবে−
ক.৪,০০০ টাকা
খ.৪,৮০০ টাকা
গ.৮০০ টাকা
ঘ.১,২০০ টাকা
৭. ওঅঝ কত অনুসারে নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক বিবরণীসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক.৬
খ.৭
গ.৮
ঘ.৯
৮. আবন্টিত মুনাফার প্রারম্ভিক জের ২০,০০০ টাকা, সমাপনী জের ২৫,০০০ টাকা এবং লভ্যাংশ বণ্টন ৫০,০০০ হলে নিট আয় কত?
ক.২০,০০০ টাকা
খ.২৫,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৫৫,০০০ টাকা
৯. বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন প্রবর্তিত হয় কত সালে?
ক.১৯১৩ সালে
খ.১৯৪৭ সালে
গ.১৯৭২ সালে
ঘ.১৯৯৪ সালে
১০. প্রাইভেট লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
ক.২০ জন
খ.৪০ জন
গ.৫০ জন
ঘ.৬০ জন
১১. কোম্পানি প্রথম যে শেয়ার বিক্রীর ব্যবস্থা করে তাকে কি বলে?
ক.সাধারণ শেয়ার
খ.মাধ্যমিক শেয়ার
গ.ওচঙ
ঘ.রাইট শেয়ার
১২. একটি কোম্পানির বাট্টায় শেয়ার বিক্রীর ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার বাট্টার পরিমাণ কত?
ক.১০%
খ.১৫%
গ.২০%
ঘ.২৫%
১৩. যদি বিক্রীত পণ্যের ব্যয় ১,৮০,০০০ টাকা হয় এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২৫% হয় তবে বিক্রয়ের পরিমাণ কত?
ক.১,৩৫,০০০ টাকা
খ.২,২৫,০০০ টাকা
গ.২,৪০,০০০ টাকা
ঘ.২,৫০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
একটি কোম্পানির চলতি সম্পদ ২,৬০,০০০ টাকা এবং মোট সম্পত্তি ৬,০০,০০০ টাকা। চলতি দায় ১,৬২,৫০০ টাকা, মোট বহির্দায় ৩,০০,০০০ টাকা। চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য ৬১,০০০ টাকা এবং অগ্রিম খরচ ৩৬,৫০০ টাকা।
১৪. চলতি অনুপাত কত?
ক.১.৬ ঃ ১
খ.২ ঃ ১
গ.২.৫ ঃ ১
ঘ.৩ ঃ ১
১৫. ত্বরিত অনুপাত কত?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
১৬. বিক্রয় ১,৫০,০০০ টাকা; বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় ১,১০,০০০ টাকা; বিক্রীত পণ্যের মোট ব্যয় ১,২০,০০০ হলে বিক্রয়ের ওপর মুনাফার শতকরা হার কত?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩.৩৩%
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
একটি পণ্যের ১০,০০০ এককের মোট উৎপাদন ব্যয় ১,০০,০০০ টাকা যার মধ্যে ৫০,০০০ টাকা স্থায়ী ব্যয় আছে। পণ্যটি প্রতি একক ১৫ টাকা বিক্রয় করা হয়।
১৭. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় কত?
ক.২ টাকা
খ.৪ টাকা
গ.৫ টাকা
ঘ.১০ টাকা
১৮. কত একক বিক্রি করলে কোন লাভ বা ক্ষতি কিছু হবে না?
ক.৩,০০০
খ.৫,০০০
গ.১০,০০০
ঘ.১৫,০০০
১৯. পরিকল্পনার আর্থিক সংখ্যাÍক প্রকাশ হলো−
ক.বাজেট
খ.নিয়ন্ত্রণ
গ.নির্দেশনা
ঘ.অনুসন্ধান
২০. একটি প্রতিষ্ঠানের অনুদান প্রান্ত অনুপাত ২৫% সমচ্ছেদ বিক্রয় ২,০০,০০০ টাকা হলে স্থায়ী ব্যয় কত টাকা?
ক.৫০,০০০
খ.২,০০,০০০
গ.২,১২,৫০০
ঘ.২,৬২,৫০০
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
করিম ট্রেডার্স এর ২০১৫ সালের নিট বিক্রয়ের পরিমাণ ছিল ৬,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% মুনাফায় পণ্য বিক্রয় করে এবং মোট মুনাফার ৩০% দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় পরোক্ষ মিটানো হয়।
২১. পণ্ঠতি”¤াএনর বিকত্থীত পএণঞ্ঝর বঞ্ঝএয়র পরিমাণ কত টাকা?
ক.৪,৮০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৬,০০,০০০ টাকা
ঘ.৭,২০,০০০ টাকা
২২. প্রতিষ্ঠানের মোট মুনাফার পরিমাণ কত টাকা?
ক.১,০০,০০০ টাকা
খ.১,২০,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.১,৮০,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৩. মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যতা মিটানোর জন্য কোনটি প্রদান করা হয়?
ক.বোনাস
খ.বেতন
গ.মহার্ঘ ভাতা
ঘ.পরিপূরক সুবিধা
২৪. কোনটি অনুমান ভিত্তিক খরচ?
ক.অবচয়
খ.অনাদায়ী পাওনা
গ.শেয়ার অবহার
ঘ.কারখানা উপরিখরচ
২৫. ত্বরিত অনুপাতের আদর্শ অনুপাত কোনটি?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
২৬. কোম্পানির দায় কোনটি?
ক.প্রাথমিক খরচ
খ.সুনাম
গ.শেয়ার অবহার
ঘ.শেয়ার প্রিমিয়াম
২৭. কোন শেয়ারহোল্ডারদের ভোটাধিকার নেই?
ক.রাইট
খ.সাধারণ
গ.অগ্রাধিকার
ঘ.বোনাস
২৮. দাবিহীন লভ্যাংশ ১/৩ অংশ ২০,০০০ টাকা অবলোপন করো। আর্থিক অবস্থার বিবরণীতে দাবিহীন লভ্যাংশ দেখানো হবে−
ক.৫০,০০০
খ.২০,০০০
গ.৪০,০০০
ঘ.১০,০০০
২৯. মাল খতিয়ান কে সংরক্ষণ করেন?
ক.উৎপাদন ব্যয় হিসাবরক্ষক
খ.ভান্ডাররক্ষক
গ.ক্রয় ব্যবস্থাপক
ঘ.বিক্রয় ব্যবস্থাপক
৩০. সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফলকে কি বলে?
ক.মুখ্য ব্যয়
খ.রূপান্তর ব্যয়
গ.কারখানা ব্যয়
ঘ.মোট ব্যয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।