HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৭. শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ বিষয় কোড :২৫৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কী বোঝায়?
ক.দায় ও ব্যয়
খ.দায় ও সম্পদ
গ.আয় ও সম্পদ
ঘ.আয় ও ব্যয়
২. আয়-ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়−
I.সম্পদ ক্রয়-বিক্রয়
II.স্থায়ী সম্পদের অবচয়
III.সম্পদ বিক্রয়ের মুনাফা বা ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩. খাদ্যসামগ্রীর প্রারম্ভিক উদ্বৃত্ত ৯,০০০ টাকা, খাদ্য সামগণ্ঠী কত্থয় নগএদ ১১,০০০ টাকা বৈং ধাএর ১,৫০০ টাকা। সমাপনী খাদ্য সামগ্রী ৭,৫০০ টাকা, আয়-ব্যয় বিবরণীতে কত টাকায় ডেবিট করতে হবে?
ক.৯,০০০ টাকা
খ.১১,০০০ টাকা
গ.১৪,০০০ টাকা
ঘ.১৮,৫০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
রিতু, বন্যা ও মিতু তিনজন অংশীদার। রিতু প্রতিমাসের শুরুতে ৫০০ টাকা, বন্যা মাসের মাঝামাঝি ২০০ টাকা ও মিতু মাসের ২য় সপ্তাহের শেষে ১৫০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০%।
৪. রিতুর উত্তোলনের ওপর কত মাসের সুদ দিতে হবে?
ক.৬ মাসের
খ.৬ মাসের
গ.৫ মাসের
ঘ.৩ মাসের
৫. বন্যার উত্তোলনের সুদের পরিমাণ কত?
ক.১২০ টাকা
খ.২৪০ টাকা
গ.৬০ টাকা
ঘ.৩০ টাকা
৬. স্থায়ী মূলধন পদ্ধতির অধীনে প্রত্যেক অংশীদারের জন্য সংরক্ষণ করা হয়−
I.চলতি হিসাব
II.মূলধন হিসাব
III.উত্তোলন হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. অনগদি তাৎপর্যপূর্ণ দফা হলো−
I.বিনিয়োগের সুদ আদায়
II.সম্পদ ক্রয়ে ঋণপত্র ইস্যুকরণ
III.বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৮. বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক.শেয়ার ক্রয়
খ.চলতি সম্পত্তি হ্রাস
গ.স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয়
ঘ.চলতি দায় হ্রাস
৯. কোনটির লভ্যাংশ নির্দিষ্ট হারে পাওয়া যায়?
ক.সাধারণ শেয়ার
খ.রাইট শেয়ার
গ.বোনাস শেয়ার
ঘ.অগ্রাধিকার শেয়ার
১০. ১০০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার ৯০ টাকা মূল্যে ইস্যু করা হলে শেয়ার মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে?
ক.১৯০
খ.১১০
গ.১০০
ঘ.৯০
১১. কোম্পানির স্মারক লিপিতে উলেখ থাকে−
I.প্রাপ্ত আবেদন সংখ্যা
II.ইস্যুকৃত শেয়ার সংখ্যা
III.আদায়কৃত পূর্ণমূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়?
ক.উৎপাদন ব্যয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.শুধু আয় বিবরণীতে
ঘ.আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
১৩. বিক্রীত পণ্যের ব্যয় ৩৩,৬০০ টাকা। বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয়মূল্য কত হবে?
ক.৩৩,৬০০ টাকা
খ.৩৬,৬৬৭ টাকা
গ.৩৬,৮০০ টাকা
ঘ.৩৭,৩৩৩ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব সুমনের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ঐ বছর ১ জুলাই ১০,০০০ টাকার ঋণ পরিশেধ করা হয়েছে। সুদের হার ১০%।
১৪. বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
ক.২,৫০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৫,৫০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
১৫. ১ জুলাই ২০১৬ তারিখে তিনি আরও ২০,০০০ টাকা নতুন ঋণ গ্রহণ করেন, সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
ক.৫০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৭০,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
১৬. কোনটি ব্যবস্থাপকের দক্ষতা যাচাই নির্দেশক অনুপাত?
ক.গড় আদায় অনুপাত
খ.দায় মালিকানা অনুপাত
গ.স্থায়ী সম্পদ অনুপাত
ঘ.মূলধন গিয়ারিং অনুপাত
১৭. রূপশ্রী কোম্পানির চলতি অনুপাত ২.৫ ঃ ১ এবং চলতি দায় ৩,০০,০০০ টাকা হলে, চলতি সম্পদ কত?
ক.১,২০,০০০ টাকা
খ.৬,০০,০০০ টাকা
গ.৬,৬০,০০০ টাকা
ঘ.৭,৫০,০০০ টাকা
১৮. আর্থিক বিবরণী বিশ্লেষণ ধারণা দেয়−
I.তারল্য নীতি সম্পর্কে
II.আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে
III.মুনাফা অর্জন ক্ষমতা সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচকে এক কথায় কী বলে?
ক.কারখানা ব্যয়
খ.কারখানা উপরিব্যয়
গ.মুখ্য ব্যয়
ঘ.উৎপাদন ব্যয়
২০. উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক। সমাপনী মজুদ ৮০০ একক। বিক্রয় ৬,২০০ একক। উৎপাদন ব্যয় ৩০,০০০ টাকা। এককপ্রতি উৎপাদন ব্যয় কত টাকা।
ক.৪ টাকা
খ.৫ টাকা
গ.৬ টাকা
ঘ.৭ টাকা
২১. ব্যয়ের শ্রেণিবিভাগ করা যায়−
I.উৎপাদন ভিত্তিতে
II.কার্য ভিত্তিতে
III.আচরণ ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. আচরণ ভিত্তিক ব্যয় বলতে বোঝায়−
I.পরিবর্তনশীল ব্যয়
II.স্থায়ী ব্যয়
III.অর্ধ পরিবর্তনশীল ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৩. মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি?
ক.ঋওঋঙ পদ্ধতি
খ.কালান্তিক মজুদ পদ্ধতি
গ.নিত্য মজুদ পদ্ধতি
ঘ.প্রত্যক্ষ মজুদ পদ্ধতি
২৫. নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে মুজদ পণ্যের হিসাব রাখলে সহজে জানা যায়−
I.মজুদ পণ্যের এককপ্রতি ব্যয়
II.বিক্রীত পণ্যের ব্যয়
III.সমাপনী মজুদের একক
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
উষা প্লাষ্টিক’স এর বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৩০০০ একক এবং চলতি হিসাবকালে তা উৎপাদনের পাশাপাশি সম্পূর্ণই বিক্রয় হয়। হিসাব তথ্য অনুযায়ী এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ২৫ টাকা এবং স্থায়ী ব্যয় ১৫ টাকা।
২৬. মুনাফা পরিমাণ অনুপাত নির্ণয় করো।
ক.৫০%
খ.৪০%
গ.৩০%
ঘ.২০%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো।
ক.৬০,০০০ টাকা
খ.৬৫,০০০ টাকা
গ.৭০,০০০ টাকা
ঘ.৭৫,০০০ টাকা
২৮. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের কাজ কোনটি?
ক.পরিকল্পনা
খ.সিদ্ধান্ত গ্রহণ
গ.নিয়ন্ত্রণ
ঘ.সবগুলো
২৯. একটি সম্পদের ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা। উক্ত সম্পদের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। ৮ বছর পর সম্পদটি ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলো। এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?
ক.৯,০০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৩৯,০০০ টাকা
৩০. আধা পরিবর্তনশীল ব্যয়−
I.টেলিফোন বিল
II.বিদ্যুৎ বিল
III.মেরামত খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।