HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | যশোর বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
২০. যশোর বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ স্টার কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা। এই মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো
স্টার কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন ৮,০০,০০০
কলকব্জা৬,০০,০০০
বেতন৪০,০০০
মজুদ পণ্য (১-১-১৫)৪৫,০০০
ক্রয় ও বিক্রয় ৪,৫০,০০০ ৮,৫০,০০০
ভাড়া৪৫,০০০
লভ্যাংশ প্রদান৪০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৪০,০০০ ৭০,০০০
নগদ১,৭০,০০০
ব্যাংক জমা১,৫০,০০০
মজুরি৩০,০০০
আমদানি শুল্ক৫০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ১০,০০০
সংরক্ষিত আয় (১-১-১৫) ৩০,০০০
১৭,৬০,০০০১৭,৬০,০০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য ১,৪০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়। ২. কলকব্জার ওপর ১০% অবচয় ধরতে হবে। (১,০০,০০০ টাকার কলকব্জা ৩০-০৫-২০১৫ তারিখে ক্রয় করা হয়। ৩. প্রতি মাসে ভাড়া প্রদানের হার ৫,০০০ টাকা। ৪. প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়; অনাদায়ী পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকা রাখতে হবে।
ক. কলকব্জার অবচয় নির্ণয় করো। ২
খ. উপযুক্ত তথ্যের আলোকে বিক্রীত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. বিক্রীত দ্রব্যের ব্যয় ৪,২০,০০০ টাকা দরে আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ জামান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ
জামান অ্যান্ড কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
চলতি বছরের নিট মুনাফা ১,০০,০০০
আসবাবপত্র১,৫০,০০০
দালানকোঠা৩,২০,০০০
নগদ তহবিল৯০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫০,০০০
শেয়ার মূলধন ৫,০০,০০০
প্রাপ্য নোট ও প্রদেয় নোট ২০,০০০ ১০,০০০
১০% ঋণপত্র ৫০,০০০
১৫% বিনিয়োগ১,০০,০০০
সঞ্চিতি তহবিল ২০,০০০
সংরক্ষিত মুনাফা (১-১-১৫) ৭০,০০০
লভ্যাংশ প্রদান২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০
মজুদ পণ্য (সমাপনী)২০,০০০
৮,০৫,০০০৮,০৫,০০০
সমন্বয়সমূহ : ১. নিট লাভের ১০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ২. ১০% চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩. ৩১-১২-২০১৫ তারিখে ৫০% ঋণ পরিশোধ করা হয়, যা হিসাবভুক্ত হয়নি।
ক. সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ২
খ. সংরক্ষিত মুনাফা ১,১০,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা স্বত্ব উপস্থাপন করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদসমূহ উপস্থাপন করো। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মিতালী যুব সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো
মিতালী যুব সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উ্রঙ্কল্ফে (১-১-২০১৫) ১৫,০০০ ভাড়া ২৪,০০০
পণ্ঠএবশ ফি ৫,০০০ বৈতন ৪৮,০০০
চাঁদা৮০,০০০আসবাবপষ্ণ কত্থয়
অনুদান ১,০০,০০০ (১-১-২০১৫) ৫০,০০০
আপঞ্ঝায়ন ^ৈএক পণ্ঠাক্রি¦ ২৫,০০০ খৈলাধুলার সরল্কাম কত্থয় (১-৭-১৫) ৬৮,০০০
বএকয়া মজুরি৭,০০০
মনিহারি৮,০০০
উ্রঙ্কল্ফে (৩১-১২-১৫)২০,০০০
২,২৫,০০০২,২৫,০০০
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিতালী যুব সংঘের অন্যান্য সম্পদ ও দায়ের পরিমাণ নিæরূপ: আসবাবপত্র ২৫,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৩০,০০০ টাকা, বকেয়া চাঁদা ২০,০০০ টাকা, অগ্রিম চাঁদা ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. ১,০০০ টাকা মূল্যের মনিহারি অব্যবহৃত আছে। ২. প্রবেশ ফি ৫০% এবং অনুদানের ৪০% মুনাফা জাতীয় ব্যয় ধরতে হবে। ৩. স্থায়ী সম্পদের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৪. চলতি বছরসহ সব বকেয়া চাঁদা আদায় হয়েছে।
ক. চলতি হিসাবকালে চাঁদা বাবদ রাজস্ব কত তা নির্ণয় করো। ২
খ. ০১-০১-২০১৫ তারিখে মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
৪.▶ জসিম, আমিন ও সাদি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ বা ক্ষতি ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে জসিম ১,০০,০০০ টাকা, আমিন ৮০,০০০ টাকা ও সাদি ৬০,০০০ টাকা মূলধন আনয়ন করেন। অংশীদারদের চুক্তি অনুসারে
১. অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধরতে হবে।
২. সাদি ব্যবসায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে বেতন পাবেন।
অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে নগদ উত্তোলন করেন, যা যথাক্রমে জসিম ১০,০০০ টাকা, আমিন ১৫,০০০ টাকা এবং সাদি ৮,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও সাদি ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন। জসিম ০১-১০-২০১৫ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন।
উপর্যুক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ৬৯,৩৫০ টাকা। আমিন ও সাদি জসিমকে যৌথভাবে নিশ্চয়তা প্রদান করে যে, জসিমের বণ্টনযোগ্য মুনাফা ২১,০০০ টাকার কম হবে না।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ সোনার বাংলা লিমিটেডের ২০১৫ সালের ৩০ জুন তারিখের আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্য নিæরূপ
সোনার বাংলা লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩০ জুন, ২০১৫
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
প্রদেয় নোট ২৫,০০০ নগদ ৫৫,০০০
প্রদেয় হিসাব ৭০,০০০ প্রাপ্য হিসাব ১,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ মজুদ পণ্য ৪০,০০০
১০% ঋণ ১,০০,০০০ প্রাপ্য নোট ২৫,০০০
শেয়ার মূলধন ২,৯০,০০০ আসবাবপত্র ৮০,০০০
দালানকোঠা২,০০,০০০
৫,০০,০০০৫,০০,০০০
অন্যান্য তথ্য : প্রারম্ভিক মজুদ পণ্য ৫৫,০০০ টাকা, বিক্রয় (নগদ বিক্রয় ১,২০,০০০ টাকাসহ) ৫,০০,০০০ টাকা, নিট মুনাফা ১,১২,৫০০ টাকা
ক. চলতি সম্পত্তি ও চলতি দায় নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। ৪
গ. সম্পত্তি আবর্তন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৬.▶ রুবেল লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ সাধারণ শেয়ারে অনুমোদিত। কোম্পানি ১,৫০,০০০ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। শেয়ারগুলো নিæোক্তভাবে বিক্রয় করা হয়
২০১৫
জানু. ৫ ৫০,০০০ শেয়ারের (প্রতিটি ২ টাকা অধিহারসহ) বিনিময়ে জমি ক্রয় করা হয়।
” ১৫ অবশিষ্ট শেয়ারগুলো ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়।
” ২০ ১,২০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়।
” ২৫ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
’’ ৩১ শেয়ার বিক্রয়ের জন্য ১০,০০০ টাকা কমিশন প্রদান করা হলো।
ক. মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। ৪
গ. ৩১ জানুয়ারি তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶ জুই কোম্পানি বোতলে কোমল পানীয় উৎপাদন ও বিক্রয় করে থাকে। ২০১৫ সালে তাদের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিæরূপ
বিবরণ টাকা টাকা
বিক্রয় ৪,০০০ একক (প্রতি একক ২৫ টাকা) ১,০০,০০০
পরিবর্তনশীল ব্যয় (প্রতি একক ১৭.৫০ টাকা)৭০,০০০
স্থির ব্যয়১৮,০০০
৮৮,০০০
নিট মুনাফা ১২,০০০
ক. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. প্রমাণ কর যে, সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য। ৪
৮.▶ ডাকাতিয়া লিমিটেডের ২০১৫ সালের আয় বিবরণী ও অন্যান্য তথ্য নিæরূপ
ডাকাতিয়া লিমিটেড
আয় বিবরণী
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা
রাজস্ব ৬৫,৮৩,০০০
বাদ: পরিচালন ব্যয় (অবচয় বাদে)৪৯,২০,০০০
অবচয় ৮,৮০,০০০ ৫৮,০০,০০০
কর পূর্ব আয় ৭,৮৩,০০০
বাদ: আয়কর ৩,৫৩,০০০
কর পরবর্তী আয় ৪,৩০,০০০
নিম্নে কতিপয় সম্পত্তি ও দায়ের প্রারম্ভিক ও সমাপনী জের দেয়া হলো
বিবরণ সমাপনী
টাকা প্রারম্ভিক
টাকা
নগদ ৬,৭২,০০০ ১,৩০,০০০
প্রাপ্য হিসাব ৭,৭৫,০০০ ৬,১০,০০০
মজুদ পণ্য ৮,৩৪,০০০ ৮,৬৭,০০০
প্রদেয় হিসাব ৫,২১,০০০ ৫,০১,০০০
অন্যান্য তথ্য : ১. একটি মেশিন ২,৭০,০০০ টাকায় বিক্রয় করা হয় এবং অন্য একটি মেশিন ৭,৫০,০০০ টাকায় ক্রয় করা হয়।
ক. পরিচালন ব্যয়ের জন্য নগদ কত টাকা প্রদান করা হয় তা নির্ণয় করো। ২
খ. পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করো। (পরোক্ষ পদ্ধতিতে) ৪
গ. বিনিয়োগ ও অর্থায়ন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৯.▶ ফাহিম লিমিটেডের ২০১৫ সালের উৎপাদন সংক্রান্ত তথ্য নিæরূপ
বিবরণ টাকা
কাঁচামালের ব্যবহার ৩৪,০০০
প্রারম্ভিক চলতি কার্য ৫,২০০
সমাপনী চলতি কার্য ৬,৫০০
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ১৩,৫০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ ৮,৫০০
প্রত্যক্ষ মজুরি (১৪,০০০ শ্রম ঘণ্টা প্রতি ঘণ্টা ২ টাকা হারে)
কারখানা ম্যানেজারের বেতন ৭,২০০
কারখানা সরবরাহ ৪,২০০
পরোক্ষ মজুরি ৯,০০০
বিবিধ কারখানা ব্যয় ৭,০০০
প্রশাসনিক খরচ ১৫,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা (বিক্রয় ২০%)
ক. মুখ্য ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় ৬০,০০০ টাকা ধরে কারখানা ব্যয় ও বিক্রীত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. বিক্রীত দ্রব্যের ব্যয় ৩,২৫,০০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।