HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ২ | PDF: হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-২ : অংশীদারি ব্যবসায়ের হিসাব
৩২. বিলোপসাধনের পর অংশীদারি ব্যবসায়ের সম্পত্তি ও দায় নিষ্পত্তি হয় কীভাবে? (জ্ঞান)
[নটর ডেম কলেজ, ঢাকা]
ক. রাষ্ট্রীয় আইনে
খ. চুক্তির শর্তে
গ.সমন্বয়ের মাধ্যমে
ঘ.নিবন্ধকের মাধ্যমে
৩৩. অংশীদারি কারবারে ঋণের ওপর সুদের হার দেয়া না থাকলে শতকরা কত হারে সুদ নির্ণয় করতে হয়? (জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. ০%
খ. ৬%
গ.৭.৫%
ঘ.১০%
৩৪. প্রত্যেক অংশীদারের বিনিয়োজিত মূলধন হিসাব সংরক্ষণের জন্য কী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ঢাকা কলেজ]
ক. অংশীদারদের মূলধন হিসাব
খ.মূলধন চলতি হিসাব
গ.অংশীদারদের নামে পৃথক মূলধন হিসাব
ঘ.লাভ-লোকসান আবণ্টন হিসাব
৩৫. প্রতি মাসের শেষে ৩০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]
ক. ৩০ টাকা
খ. ১৬৫ টাকা
গ.১৮০ টাকা
ঘ.৩৬০ টাকা
৩৬. অংশীদারদের মূলধন হিসাবের সর্বশেষ জেরগুলোর সাথে সমন্বয় করার জন্য কী প্রস্তুত করা হয়? (অনুধাবন) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. লাভ-লোকসান সমন্বিত হিসাব
খ.অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব
গ.লাভ-লোকসান বণ্টন হিসাব
ঘ.অংশীদারদের মূলধন নির্ণয় হিসাব
৩৭. উত্তোলনের তারিখ না থাকলে সাধারণত সুদ ধরা হয় কত দিনের? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক. এক বছরের
খ. ছয় মাসের
গ.সুদ ধরা হয় না
ঘ.তিন মাসের
৩৮. অ ও ই এবং ঈ-এর বণ্টনযোগ্য মুনাফা ৬০,০০০ টাকা এবং বণ্টনের অনুপাত ৩ ঃ ২ ঃ ১ হলে ঈ কত টাকা পাবে? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. ১০,০০০
খ. ৩৫,০০০
গ.৩০,০০০
ঘ.২০,০০০
৩৯. অংশীদার কর্তৃক কারবার হতে পণ্য উত্তোলনের ওপর সুদ হবে? (জ্ঞান) [উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক. ৬% হারে ধার্য করা হয়
খ.৮% হারে ধার্য করা হয়
গ.১০% হারে ধার্য করা হয়
ঘ.০% হারে ধার্য করা হয়
৪০. বাশার ও জামালের মুনাফা বণ্টনের হার ৭৫% ও ২৫% হলে তাদের মুনাফার অনুপাত হবে কত?
(প্রয়োগ) [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক. ১ ঃ ৩
খ. ২ ঃ ৩
গ.৪ ঃ ৩
ঘ.৩ ঃ ১
৪১. অংশীদারি কারবারের দায় কেমন? (জ্ঞান)
[মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক. আংশিক
খ. অসীম
গ.নির্দিষ্ট
ঘ.সসীম
৪২. রাজু আহমেদ একজন অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তিনি প্রতি মাসের প্রথমে ব্যবসায় হতে ৪৫০ টাকা নগদ উত্তোলন করেন। উত্তোলনের ওপর বার্ষিক সুদের হার ৮% হলে তিনি বছরে উত্তোলনের ওপর সুদ প্রদান করেন কত? (প্রয়োগ) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. ১৯৮ টাকা
খ. ২১৬ টাকা
গ.২৩৪ টাকা
ঘ.৪৩২ টাকা
৪৩. অংশীদারগণ প্রতি মাসের শেষে একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে? (জ্ঞান) [দনিয়া কলেজ, ঢাকা]
ক. ৬.৫ মাসের সুদ ধার্য করতে হবে
খ.৫.৫ মাসের সুদ ধার্য করতে হবে
গ.৪.৫ মাসের সুদ ধার্য করতে হবে
ঘ.২.৫ মাসের সুদ ধার্য করতে হবে
৪৪. অংশীদারি ব্যবসায়ে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাবের কোন উদ্বৃত্ত হতে পারে? (অনুধাবন) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ডেবিট উদ্বৃত্ত
খ.ক্রেডিট উদ্বৃত্ত
গ.ডেবিট/ক্রেডিট যে কোন উদ্বৃত্ত
ঘ.কোন উদ্বৃত্ত থাকে না
৪৫. কারবার হতে অংশীদারগণ অসমহারে উত্তোলন করলে ক্ষতিগ্রস্ত হন কারা? (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. বেশি উত্তোলনকারী
খ. কম উত্তোলনকারী
গ.বেশি মুনাফাভোগী
ঘ.কম মুনাফাভোগী
৪৬. অ, ই ও ঈ তিনজন অংশীদার। তাদের নিট মুনাফা ৩০,০০০ টাকা। মুনাফা বণ্টন অনুপাত ঃ ঃ হলে ঈ কত টাকা পাবে? (প্রয়োগ)
[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক. ২৫,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ.১০,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
৪৭. যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব কারবারের কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় দ্বারা প্রভাবিত হয় না তাকে কী বলে? (জ্ঞান)
[রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. পরিবর্তনশীল মূলধন
খ.চলতি হিসাব
গ.স্থায়ী মূলধন
ঘ.চলতি মূলধন হিসাব
৪৮. রনি, বনি এবং টনি কারবারে অমিত মুনাফা ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে কর্তন করে নেয়। রনি বনিকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে, সে মুনাফা বাবদ কারবার থেকে ৩০,০০০ টাকা কম পাবে না। বছরে কারবারের মুনাফা ১,২০,০০০ টাকা হলে বনির মুনাফা কত? (প্রয়োগ)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৩৬,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
৪৯. পাবেল ২ মাস অন্তর অন্তর কারবার থেকে ১,০০০ টাকা করে উত্তোলন করেন বার্ষিক ১০% তার উত্তোলনের সুদ হবে কত? (প্রয়োগ)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. ১৫০ টাকা
খ. ২০০ টাকা
গ.২৫০ টাকা
ঘ.৩০০ টাকা
৫০. নতুন অংশীদার আগমনের ফলে ত্যাগের অনুপাত-এর সূত্র কি? (জ্ঞান) [রাজশাহী কলেজ]
ক. পুরাতন অনুপাত-নতুন অনুপাত
খ.দ্বিগুণ অনুপাত-পুরাতন অনুপাত
গ.নতুন অনুপাত-পুরাতন অনুপাত
ঘ.সমানুপাত
৫১. ক ও খ নাফি এন্টারপ্রাইজের অংশীদার। তাঁদের বণ্টন অনুপাত ৫ ঃ ৩। তারা ১/৬ অনুপাতে লাভ লোকসান দেওয়ার শর্তে গ-কে নতুন অংশীদার গ্রহণ করেন। নতুন লাভ-লোকসান অনুপাত কত? (প্রয়োগ) [রংপুর সরকারি কলেজ]
ক. ২৫ ঃ ১৫ ঃ ৮
খ. ২৫ ঃ ১৫ ঃ ৬
গ.৫ ঃ ৩ ঃ ৬
ঘ.২৫ ঃ ৮ ঃ ১৫
৫২. নাফি, নিধি ও লিজা অংশীদারের মুনাফা বণ্টনের অনুপাত ৩ ঃ ২ ঃ ১। তাঁদের ব্যবসায়ের মুনাফা ১৮,০০০ টাকা হলে, এবং নিধিকে ন্যূনতম ৪,০০০ টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্র“তি দেয়া থাকলে লিজার অংশ কত হবে? (প্রয়োগ)
[রংপুর সরকারি কলেজ]
ক. ৫,৪০০ টাকা
খ. ৩,০০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.৯,০০০ টাকা
৫৩. যে অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে কী বলা হয়? (জ্ঞান) [ফেনী সরকারি কলেজ]
ক. সীমিত
খ. ঐচ্ছিক
গ.স্বক্রীয়
ঘ.নি®িক্রয়
৫৪. অংশীদারদের কমিশন (অনুধাবন) [ঢাকা কলেজ]
i. চুক্তি অনুযায়ী প্রদান করা হয়
ii. মূলধনের ওপর প্রদান করা হয়
iii. নির্দিষ্ট হারে মুনাফার ওপর প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৫৫. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাবে
(অনুধাবন) [হলি ক্রস কলেজ, ঢাকা]
i. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয়
ii. প্রত্যেক অংশীদারদের পাওনা নির্ণয় করা হয়
iii. প্রতি হিসাব বছর শেষে মূলধন বের করা হয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
৫৬. অংশীদারদের চলতি হিসাব লিপিবদ্ধ করা হয়
(অনুধাবন) [বিসিআইসি কলেজ, ঢাকা]
i. উত্তোলনের সুদii. ঋণের সুদ
iii. কমিশন
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৫৭. অংশীদারি কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাবভুক্ত বাদ পড়লে (অনুধাবন)
[সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ]
i. কারবারের মুনাফা বৃদ্ধি পাবে
ii. অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে
iii. কারবারের সম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৫৮. স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের কমিশন দেখাতে হবে (অনুধাবন) [নোয়াখালী সরকারি কলেজ]
i. লাভ-লোকসান আবন্টন হিসাবে ডেবিট
ii. অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট
iii. অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও।
অ ও ই দুই জন অংশীদার। তারা লাভ লোকসান ৩ ঃ ২ অনুপাতে ভাগ করে নেয়। ২০১৫ সালের বণ্টনযোগ্য মুনাফা ৯৫,০০০ টাকা অ নিশ্চয়তা দিয়েছে যে ই তার বার্ষিক বেতন ১০,০০০ টাকাসহ কমপক্ষে ৫০,০০০ টাকা পাবে। [মাইলস্টোন কলেজ, ঢাকা]
৫৯. অ নিশ্চয়তা মোতাবেক কত টাকা ই কে দিবে? (প্রয়োগ)
ক. ৫,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.২,০০০ টাকা
৬০. মুনাফা সমানভাবে (১ ঃ ১) বণ্টিত হলে ই বেতনসহ কত টাকা পেতো? (প্রয়োগ)
ক. ৫৫,৫০০ টাকা
খ. ৫৬,৫০০ টাকা
গ.৫৭,৫০০ টাকা
ঘ.৫৮,৫০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালের একটি অংশীদারি কারবারের অংশীদার ‘ক’ প্রতি মাসের শেষে সারা বছর ধরে ১,০০০ টাকা এবং খ-১-১০-১৫ তারিখে ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করে। উভয়ের উত্তোলনের ওপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে।
[খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ]
৬১. অংশীদারদের উত্তোলনের ওপর সুদের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ১,২০০ টাকা ও ১,৫০০ টাকা
খ.১,০০০ টাকা ও ১,২০০ টাকা
গ.৫৫০ টাকা ও ৩৭৫ টাকা
ঘ.২২৫ টাকা ও ২৫০ টাকা
৬২. উত্তোলনের ওপর সুদের হার ১০% এর স্থলে ৫% ধার্য করলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে? (উচ্চতর দক্ষতা)
i. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে
ii. অংশীদারি মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে
iii. অংশীদারি মূলধনের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।