HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ১০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-১০
২৮১. বিক্রয় ১০,০০,০০০ টাকা। স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা, দত্তাংশের পরিমাণ ৪,০০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ৪,০০,০০০
খ. ৫,০০,০০০
গ.৬,০০,০০০
ঘ.১০,০০,০০০
২৮২. কোনটি আর্থিক বাজেট? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. কাঁচামাল ক্রয় বাজেট
খ. বিক্রয় বাজেট
গ.মাস্টার বাজেট
ঘ.উৎপাদন বাজেট
২৮৩. কোন বাজেট অনুসরণ করে উৎপাদন বাজেট তৈরি করা হয়? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ক্রয় বাজেট
খ.বিক্রয় বাজেট
গ.নগদান বাজেট
ঘ.প্রত্যক্ষ মজুরি বাজেট
২৮৪. ব্যবসায় জগতে কোন বাজেটকে অন্যান্য সকল বাজেটের মেরুদণ্ড/প্রাণকেন্দ্র বলা হয়? (জ্ঞান)
[ঢাকা কলেজ]
ক. নগদান বাজেট
খ. উৎপাদন বাজেট
গ.বিক্রয় বাজেট
ঘ.সামগ্রিক বাজেট
২৮৫. একটি প্রতিষ্ঠানের বাজেটকৃত বিক্রয় ২০,০০০ একক, তৈরি পণ্যের প্রত্যাশিত সমাপণী মজুদ পণ্য ৪,০০০ একক, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৩,০০০ একক হলে উৎপাদন লক্ষ্যমাত্রা কত? (প্রয়োগ) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. ১৬,০০০ একক
খ. ১৯,০০০ একক
গ.২১,০০০ একক
ঘ.২৪,০০০ একক
২৮৬. করিম এন্ড সন্স-এর পণ্য ‘বি’ সংক্রান্ত তথ্য দেওয়া হলো; বিক্রয় ৩,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ২,০০,০০০ টাকা এবং স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা। কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. ৫,৫০,০০০
খ. ৫,০০,০০০
গ.১,০০,০০০
ঘ.৫০,০০০
২৮৭. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রধান কাজ কোনটি? (জ্ঞান) [গাজীপুর মেট্রোপলিটন কলেজ]
ক. জাবেদা লিখন
খ.খতিয়ান প্রস্তুতকরণ
গ.আর্থিক বিবরণীসমূহের নিরীক্ষণ
ঘ.ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ
২৮৮. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান আধুনিকভাবে স্বীকৃতি লাভ করে কত সালে? (জ্ঞান)
[গাজীপুর মেট্রোপলিটন কলেজ]
ক. ১৮৪৪
খ. ১৮৫০
গ.১৯৫০
ঘ.১৯৯৪
২৮৯. বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রথমে কী বাজেট প্রস্তুত করা হয়? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. কারখানা উপরিব্যয় বাজেট
খ.প্রত্যক্ষ মজুরি বাজেট
গ.বিক্রয় বাজেট
ঘ.ক্রয় বাজেট
২৯০. সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে কী বলে? (জ্ঞান)
[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক. দত্তাংশ
খ. সমচ্ছেদ প্রান্ত
গ.সমচ্ছেদ বিশ্লেষণ
ঘ.নিরাপত্তা প্রান্ত
২৯১. নিচের কোন দেশকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রথম বিকাশ হিসেবে অভিহিত করা যায়? (জ্ঞান)
[রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ.জার্মানি
ঘ.বাংলাদেশ
২৯২. উৎপাদন হ্রাস পেলে কোন ব্যয় একক প্রতি বাড়তে থাকে? (জ্ঞান) [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
ক. স্থায়ী
খ. পরিবর্তনশীল
গ.মিশ্র
ঘ.সুযোগ.
২৯৩. কোনটি অনুযায়ী হিসাবের বিবরণী প্রস্তুত ও উপস্থাপন করা হয়? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ক. আর্থিক হিসাববিজ্ঞান
খ.ব্যবস্থাপকীয়
গ.বাজারজাতকরণ ব্যবস্থাপনা
ঘ.নিরীক্ষা শাস্ত্র
২৯৪. কখন একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়? (অনুধাবন) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্তীপুর, দিনাজপুর]
ক. উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে
খ.বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে
গ.একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে
ঘ.কাঁচামালের মূল্য বৃদ্ধি পেলে
২৯৫. পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কীরূপ? (জ্ঞান)
[রংপুর সরকারি কলেজ]
ক. স্থায়ী
খ. পরিবর্তনশীল
গ.মিশ্র
ঘ.বৃদ্ধি পায়
২৯৬. কখন কৈটি পণ্ঠতি”¤ান তারলঞ্ঝ সংকএট পএড় ^াএক? (অনুধাবন) [লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
ক. কার্যকরী বাজেটের অভাবে
খ.সঠিক ব্যবস্থাপনার অভাবে
গ.মূলধনের অভাবে
ঘ.সঠিক নগদ ব্যবস্থাপনার অভাবে
২৯৭. মিলন হোসেন তার ব্যবসায়ের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে বাজেট প্রস্তুত করেন। তার এ বাজেটকে কোন ধরনের বাজেট বলে? (জ্ঞান)
[গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. স্থির বাজেট
খ. নগদান বাজেট
গ.নমনীয় বাজেট
ঘ.বিক্রয় বাজেট
২৯৮. আবুল বাসির একজন পাউরুটি ব্যবসায়ী। তিনি পাইকারি বাজার থেকে প্রতি প্যাকেট পাউরুটি ৪.৫০ টাকায় ক্রয় করেন এবং ৬.০০ টাকা দরে বিক্রয় করেন। মাস শেষে তিনি ১৫০ টাকা লাভ করেন। তার স্থায়ী খরচ ১৫০ টাকা। তিনি মাসে কত প্যাকেট পাউরুটি বিক্রয় করেছিলেন?
(প্রয়োগ) [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিলা]
ক. ২০০টি
খ. ২১০টি
গ.২২৫টি
ঘ.২৫০টি
২৯৯. বাজেট প্রণয়ন করা কোন হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য? (অনুধাবন) [সিলেট কমার্স কলেজ]
ক. আর্থিক হিসাববিজ্ঞান
খ.ব্যয় হিসাববিজ্ঞান
গ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
ঘ.কর হিসাববিজ্ঞান
৩০০. সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠানের (অনুধাবন)
[ঢাকা সিটি কলেজ]
i. মুনাফা হয় নাii. ক্ষতি হয় না
iii. আয়-ব্যয় সমান হয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০১. কালীন ব্যয় বলা হয় (অনুধাবন)
[শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
i. নির্দিষ্ট হিসাব কালের যাবতীয় প্রশাসনিক ব্যয়কে
ii. নির্দিষ্টি হিসাব কালের যাবতীয় বিক্রয় ব্যয়কে
iii. নির্দিষ্ট হিসাব কালের যাবতীয় উৎপাদন ব্যয়কে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০২. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানকে বলিষ্ঠভাবে গড়ে তোলার ব্যাপারে বাংলাদেশের পেশাগত হিসাববিজ্ঞান বিষয়ক যে প্রতিষ্ঠান অবদান রাখছে (অনুধাবন) [গাজীপুর মেট্রোপলিটন কলেজ]
i. ওঈঅইii. ওঈগঅই
iii. ওইঅ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০৩. একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হ্রাস পেলে (অনুধাবন) [রাজশাহী কলেজ]
i. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে
ii. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বৃদ্ধি পাবে
iii. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০৪. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান ব্যবস্থাপনাকে সাহায্য করে (অনুধাবন) [নোয়াখালী সরকারি কলেজ]
i. ভবিষ্যত পরিকল্পনা প্রণয়নে
ii. ভবিষ্যতে নীতি নির্ধারণে
iii. ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০৫. নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পায় যখন (অনুধাবন)
[সীতাকুণ্ড মহিলা কলেজ, চট্টগ্রাম১]
i. স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়
ii. বিক্রয় মূল্য বৃদ্ধি পায়
iii. অনুদান প্রান্ত বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
৩০৬. ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত বাড়ানো যাবে
(অনুধাবন) [ঝালকাঠি সরকারি কলেজ]
i. পণ্যের বিক্রয়মূল্য বৃদ্ধি করে
ii. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে
iii. মোট ব্যয় হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩০৭ ও ৩০৮ নং প্রশ্নের উত্তর দাও।
বুশরা কোম্পানি লি.-এর প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য ৫০ টাকা; পরিবর্তনশীল ব্যয় ৩০ টাকা; কোম্পানির স্থির ব্যয় ২,০০,০০০ টাকা।
[সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
৩০৭. বুশরা কোম্পানির ব্রেক-ইভেন বিক্রয়ের পরিমাণ (টাকায়) কত? (প্রয়োগ)
ক. ১,২৫,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ.৩,৩৩,৩৫০ টাকা
ঘ.৫,০০,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৩০৮. বুশরা কোম্পানির একক প্রতি বিক্রয় ৫ টাকা বৃদ্ধি পেলে এবং পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা হ্রাস পেলে এর প্রভাবে ব্যবসায়ে (উচ্চতর দক্ষতা)
i. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হ্রাস পাবে
ii. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বৃদ্ধি পাবে
iii. লাভের পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩০৯ ও ৩১০ নং প্রশ্নের উত্তর দাও।
উদয়ন কোং লি.-এর উৎপাদিত পণ্যের একক প্রতি বিক্রয়মূল্য ২০ টাকা পরিবর্তনশীল ব্যয় ১০ টাকা, স্থির ব্যয় ১,০০,০০০ টাকা। সম্ভাব্য বিক্রয় ২৫,০০০ ইউনিট। [সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
৩০৯. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু (টাকায়) কত? (প্রয়োগ)
ক. ১,০০,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ.২,৫০,০০০ টাকা
ঘ.৩,০০,০০০ টাকা
৩১০. নিরাপত্তা প্রান্ত (টাকায়)? (প্রয়োগ)
ক. ১,৫০,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ.২,৫০,০০০ টাকা
ঘ.৩,০০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।