HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৫: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী
১২৫. ‘বিক্রয় ভ্যাট বা ভ্যাট প্রাপ্তি’ বিক্রেতার জন্য কী? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. আয়
খ. ব্যয়
গ.সম্পদ
ঘ.দায়
১২৬. ভাড়া প্রদত্ত হয়েছে (১২৫%) ২৫,০০০ টাকা, এখানে অগ্রিম ভাড়া কত টাকা? (প্রয়োগ)
[নটর ডেম কলেজ, ঢাকা]
ক. ৪,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ.৬,২৫০ টাকা
ঘ.২০,০০০ টাকা
১২৭. বিক্রীত পণ্যের ক্রয়মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% হারে লাভ হয়ে থাকলে বিক্রয় মূল্য কত? (প্রয়োগ)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ১৮,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ.২১,০০০ টাকা
ঘ.২১,১৬০ টাকা
১২৮. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়? (জ্ঞান)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. আর্থিক মূল্য ধারণা
খ. ঐতিহাসিক ধারণা
গ.চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ.হিসাবকাল ধারণা
১২৯. কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার ওপর ১০% কমিশন প্রদান করা হলে ৫৫,০০০ টাকার মুনাফার কমিশন কত টাকা হবে? (প্রয়োগ)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. ৭,০০০ টাকা
খ. ৬,৫০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
১৩০. ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা। উক্ত বছরে বকেয়া বেতনের পরিমাণ কত?
(প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ৪,০০০ টাকা
খ. ৪,৮০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৫,২০০ টাকা
১৩১. সাধারণত বাংলাদেশে পণ্যমূল্যের ওপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয়? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক. ১০%
খ. ১৫%
গ.২০%
ঘ.২৫%
১৩২. একটি প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ ৬০,০০০ টাকা এবং বিক্রয় ১,২০,০০০ টাকা। বিক্রয়ের ওপর ২০% হারে মোট মুনাফা ধরা হয়। সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত? (প্রয়োগ) [ঢাকা সিটি কলেজ]
ক. ৫০,০০০ টাকা
খ. ৫৬,০০০টাকা
গ.৬০,০০০ টাকা
ঘ.৬৬,০০০ টাকা
১৩৩. কোম্পানি আইন অনুযায়ী ‘ব্র্যান্ড নাম’ কোন ধরনের সম্পদ? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
ক. অসমন্বিত ব্যয়
খ. স্থায়ী সম্পদ
গ.তরল সম্পদ
ঘ.নগদ সম্পদ
১৩৪. প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, মোট মুনাফা বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত টাকা হবে? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. ৪,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ.১৭,৫০০ টাকা
ঘ.২৪,৫০০ টাকা
১৩৫. বাংলাদেশ কত সালে ওঅঝ-এর সদস্য হয়?
(জ্ঞান) [কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]
ক. ১৯৭১
খ. ১৯৭৩
গ.১৯৭৬
ঘ.১৯৭৭
১৩৬. রেওয়ামিল ভাড়া (৩/৪ অংশ) প্রদান ৩০,০০০ টাকা বলা থাকলে, ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে? (প্রয়োগ) [দনিয়া কলেজ, ঢাকা]
ক. ২০,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
১৩৭. ১৯৯৪ সালের কোম্পানি আইনের কত ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? (জ্ঞান)
[শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. ২ (১) গ.
খ. ২ (১) ঘ
গ.২(১) ঙ
ঘ.২(১) ২
১৩৮. ১০% হারে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় নিচের কোন ধরনের সম্পদ? (জ্ঞান)
[ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক. চলতি সম্পদ
খ. স্থায়ী সম্পদ
গ.দীর্ঘমেয়াদি বিনিয়োগ.
ঘ.অলিক সম্পদ
১৩৯. স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে? (অনুধাবন)
[গাজীপুর কমার্স কলেজ]
ক. ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
খ.ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস
গ.ব্যয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি
ঘ.আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
১৪০. এবি কোম্পানি লিমিটেড-এর প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ২% ধরায় নতুন সঞ্চিতির পরিমাণ, ১,০০০ টাকা হলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত টাকা ছিল? (প্রয়োগ)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক. ৫০,০০০
খ. ৫১,০০০
গ.৫২,০০০
ঘ.৫৩,০০০
১৪১. রেওয়ামিলে ভ্যাটসহ ক্রয়মূল্য দেয়া আছে ২,৮৭,০০০ টাকা এবং ক্রয় ফেরত ৭,০০০ টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ কত? (প্রয়োগ)
[নারায়ণগঞ্জ কমার্স কলেজ]
ক. ৩৫,০০০ টাকা
খ. ৩৬,৫২২ টাকা
গ.৪২,০০০ টাকা
ঘ.৪৩,০৫০ টাকা
১৪২. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,০০,০০০ টাকা যার মধ্যে অব্যবহৃত মনিহারী অন্তর্ভুক্ত আছে ৫,০০০ টাকা। রেওয়ামিলে মনিহারি আছে ১৮,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্য বাবদ আয় বিবরণীতে দেখানো হবে কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ৭২,০০০ টাকা
খ. ৮৭,০০০ টাকা
গ.৯৫,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
১৪৩. রেওয়ামিলে বিমা (৩০-০৬-২০১৬) পর্যন্ত আছে ৪০০ টাকা। সমন্বয়ে বলা আছে বিমা বার্ষিক ৩০০ টাকা। প্রতিষ্ঠানের হিসাব বছর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হয়। আয় বিবরণীতে বিমা দেখানো হবে (প্রয়োগ)
[রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. ৪০০ টাকা
খ. ৩০০ টাকা
গ.২৫০ টাকা
ঘ.১০০ টাকা
১৪৪. ক্রয়মূল্যের ওপর ১০% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ ২,০০০ টাকা হলে সঞ্চয়পত্রের মূল্য কত? (প্রয়োগ) [রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. ২০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ.২০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
১৪৫. বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা ২৫% এবং বিক্রয় ১২,০০,০০০ টাকা হলে মুনাফার পরিমাণ কত টাকা হবে? (প্রয়োগ) [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
ক. ২,৪০,০০০
খ. ৩,০০,০০০
গ.২,৬০,০০০
ঘ.২,২০,০০০
১৪৬. বকেয়া বেতন পরিশোধ করলে কোনটি হ্রাস পায়? (জ্ঞান) [জয়পুরহাট সরকারি কলেজ]
ক. আয়
খ. ব্যয়
গ.দায়
ঘ.ক্ষতি
১৪৭. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়? (জ্ঞান) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্তীপুর, দিনাজপুর]
ক. উৎপাদন ব্যয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.বিশদ আয় বিবরণীতে
ঘ.আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
১৪৮. কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয়? (জ্ঞান)
[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
ক. এঅঅচ অনুযায়ী
খ. ওঅঝ-৭ অনুযায়ী
গ.ঋঅঝই অনুযায়ী
ঘ.ওঈই অনুযায়ী
১৪৯. ইক্যুইটি কী? (জ্ঞান) [সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
ক. মূলধন
খ.সম্পত্তি
গ.সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার
ঘ.মূলধন + সঞ্চিতি ও লাভ
১৫০. নিট লাভের ফলে (অনুধাবন)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
i. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
ii. সম্পদ বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i ও ii
গ.i, ii ও iii
ঘ.iii
১৫১. সঞ্চিতি ও উদ্বৃত্তের উপাদান হচ্ছে (অনুধাবন)
[ঢাকা কমার্স কলেজ]
i. প্রদেয় আয়ক
iii. শেয়ার অধিহার
iii. সাধারণ সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১৫২. মজুদ মালের অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন হলে প্রভাবিত হয় (অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
i. প্রদেয় আয়ক
iii. লভ্যাংশ
iii. সাধারণ সঞ্চিতি তহবিল
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
১৫৩. পরিপূরক তহবিলে স্থানান্তর দেখানো হয় (অনুধাবন)
[মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. বিশদ আয় বিবরণীতে
ii. সংরক্ষিত আয় বিবরণীতে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৪. সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে
(অনুধাবন) [নোয়াখালী সরকারি কলেজ]
i. আয়কর প্রদান
ii. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
iii. অদাবিকৃত লভ্যাংশের অবলোপন
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৫. কোম্পানির চলতি দায় হলো (অনুধাবন)
[সীতাকুণ্ড মহিলা কলেজ, চট্টগ্রাম]
i. অন্তবর্তীকালীন লভ্যাংশ
ii. প্রস্তাবিত লভ্যাংশ
iii. নির্দাবি লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৬. অলিক সম্পত্তি হলো (অনুধাবন)
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
i. অবলেখন দস্তুরী
ii. প্রাথমিক খরচ
iii. সুনাম
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
মেসার্স শাহীন ট্রেডার্সের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে ৫০,০০০ টাকা। অলিখিত কু-ঋণের পরিমাণ ২,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতি ছিল ১,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর আরও ৪% কু-ঋণ সঞ্চিতি বৃদ্ধি করতে হবে। [এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর]
১৫৭. নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ৯৬০ টাকা
খ. ২,৯২০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.১,৫০০ টাকা
১৫৮. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে (উচ্চতর দক্ষতা)
i. নিট লাভ ৯২০ টাকা বেশি হবে
ii. নিট লাভ ৮০ টাকা হ্রাস পাবে
iii. প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত ৯২০ টাকা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৫৯ ও ১৬০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মানিক প্রাণ কোং লি.-এর একজন হিসাবরক্ষক। উক্ত প্রতিষ্ঠানের কিছু তথ্য নিে দেয়া হলো:
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা
পণ্য ক্রয় ৩২,৫০০ টাকা
সমাপনী মজুদ পণ্য ৯,৫০০ টাকা
মোট লাভ ব্যয়ের ২০%
[ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিলা]
১৫৯. বিক্রীত পণ্যের ব্যয় কত? (প্রয়োগ)
ক. ৩০,০০০ টাকা
খ. ৩২,৫০০ টাকা
গ.৩৩,০০০ টাকা
ঘ.৩৫,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১৬০. জনাব মানিক বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% হারে মোট মুনাফায় পণ্য বিক্রয় করলে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা বৃদ্ধি পাবে
ii. মুনাফা হ্রাস পাবে
iii. কোম্পানির মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।