HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বরিশাল বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
বরিশাল বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ মুজতাবা লি.-এর অনুমোদিত মূলধন ৮,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৫,০০০ শেয়ার) ৫,০০,০০০
১২% ঋণপত্র (১-৪-২০১৪) ৫০,০০০
রক্ষিত আয় বিবরণী (১-১-২০১৫) ৫০,০০০
যন্ত্রপাতি২,৫০,০০০
প্রাথমিক খরচ৪০,০০০
দায় গ্রাহকের কমিশন২৫,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য৩২,৫০০
ক্রয়২,৬৫,০০০
বিক্রয় ৪,২৫,০০০
আমদানি শুল্ক১০,০০০
সাধারণ খরচ১০,০০০
মজুরি৩৮,৫০০
সুনাম১,০০,০০০
বিক্রয় ফেরত৯,৫০০
ক্রয় ফেরত ৮,০০০
নিরীক্ষা ফি১০,০০০
নগদ৩২,৫০০
আসবাবপত্র২,১০,০০০
১০,৩৩,০০০১০,৩৩,০০০
অন্যান্য তথ্য : ১. সমাপনী মজুদ পণ্য ১,৩৫,০০০ টাকা। ২. একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। নতুন মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, যা ১০-০৭-২০১৫ তারিখে সংস্থাপন করা হয়। ৩. যন্ত্রপাতির ওপর ১০% অবচয় সঞ্চিতি ধরতে হবে। ৪. শেয়ার প্রতি ২ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. প্রাথমিক খরচের অর্ধাংশ এবং দায় গ্রাহকের কমিশন সম্পূর্ণ অবলোপন করতে হবে।
ক. ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. মোট লাভ ২,১২,৫০০ টাকা ধরে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের নিট লাভ নির্ণয় করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত ১,৭২,০০০ টাকা ধরে ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ সবুজ বাংলা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১২,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল (আংশিক) নিæরূপ
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার) ৮,০০,০০০
৬% বিনিয়োগ (১-১-২০১৫)১,৬০,০০০
আয়কর সঞ্চিতি ৩৭,০০০
সুনাম১,১৫,০০০
ভ‚মি ও দালান২,৭০,০০০
কলকব্জা৩,২২,০০০
সমাপনী মজুদ পণ্য৮০,০০০
নগদ৭,৫০০
দেনাদার ও পাওনাদার ৩৭,১০০ ৪০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৩৩,০০০
আয়কর১৭,০০০
রক্ষিত আয় বিবরণী (১-১-২০১৫) ৪৮,০০০
সঞ্চিতি তহবিল ৫২,০০০
শেয়ার অধিহার ২৪,০০০
দায় গ্রাহকের দস্তুরি২৮,০০০
দাবিমুক্ত লভ্যাংশ ২,৬০০
১০,৩৬,৬০০১০,৩৬,৬০০
অন্যান্য তথ্য : ১. নিট লাভের ১০,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করো। ২. শেয়ার অধিহার দ্বারা সুনাম অবলোপন করো। ৩. শেয়ার প্রতি ২ টাকা লভ্যাংশ ঘোষণা করো। ৪. দাবিমুক্ত লভ্যাংশের অর্ধেক অবলোপন করো। ৫. আয়কর ফেরত ৭,০০০ টাকা হিসাবভুক্ত হয় নি।
ক. নিট লাভ ৩৭,০০০ টাকা ধরে পরিশোধ মুনাফা নির্ণয় করো। ২
খ. নিট লাভ ৩৭,০০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা স্বত্ব উপস্থাপন করো। ৪
খ বিভাগ
৩.▶ সূর্যমুখী ক্লাবের ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্য নিম্নে দেয়া হলো
প্রাপ্তি প্রদান হিসাব
ডেবিট ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১-০৭-২০১৪) ৮,৫৩০ ভাড়া ১৭,৮০০
চাঁদা ৩০,০০০ মনিহারি ২,৫৩০
প্রবেশ ফি ৫০০ বিদ্যুৎ খরচ ৫৭০
সরকারি অনুদান ১০,০০০ পাওনাদার পরিশোধ ১,৫০০
১০% ঋণ
(১-৯-২০১৪ গৃহীত) ১২,০০০ ঋণের সুদ প্রদান ৮০০
খেলার সামগ্রী ক্রয়১৪,০০০
পুরাতন সাময়িকী বিক্রয় ৪৭০ বই ক্রয় ১৫,৫০০
আসবাবপত্র বিক্রয় ৮,০০০ আপ্যায়ন খরচ ১,৬১০
উদ্বৃত্ত (৩০-৬-২০১৫)১৫,১৯০
৬৯,৫০০৬৯,৫০০
অন্যান্য তথ্য : ১. ২০১৪ সালের ১ জুলাই তারিখে সম্পদসমূহ নিæরূপ: আসবাবপত্র ৩০,০০০ টাকা, বই ৪০,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা। ২. বিগত বছরের ভাড়া ৩০০ টাকা এ বছর পরিশোধ করা হয়েছে, পক্ষান্তরে চলতি বছরের ভাড়া ৫০০ টাকা এখনো অপরিশোধিত রয়েছে। ৩. চলতি বছরের চাঁদা অনাদায়ী রয়েছে ৩,০০০ টাকা, পক্ষান্তরে পরবর্তী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১,৫০০ টাকা। ৪. বিক্রীত আসবাবপত্রের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% অবচয় ধরতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নিরূপণ করো। ২
খ. ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের একটি আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে ক্লাবের একটি উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
৪.▶ আবুল ও বাবুল একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার ৩ ঃ ২ অনুপাতে লাভ-ক্ষতি ভোগ করে। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারগণ মূলধনের ওপর বার্ষিক শতকরা ১০% হারে সুদ এবং বাবুল বেতন বাবদ ৪,৫০০ টাকা পাওয়ার অধিকারী। বছরব্যাপী উত্তোলনের ওপর ধার্যকৃত সুদ আবুল ৪০০ টাকা এবং বাবুল ৪০০ টাকা। অংশীদারগণের উত্তোলন ও মূলধনের সুদ এবং বাবুলের বেতন হিসাবভুক্তির পূর্বে ৩০ জুন ২০১৪ সালে নিট মুনাফার পরিমাণ হয় ২৫,৮০০ টাকা।
উদ্বৃত্তসমূহ আবুল টাকা বাবুল টাকা
মূলধন (১-৭-২০১৩) ৩০,০০০ ১০,০০০
চলতি হিসাব (১-৭-২০১৩) ক্রে. ১,২৮০ ডে. ৫০০
বছরব্যাপী উত্তোলন ১২,০০০ ১২,০০০
ক. অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। ২
খ. অংশীদারগণের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৫.▶নাহিদ লিমিটেড প্রতিটি ৩০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত ৯,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানির ৯০% শেয়ার ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ২৮,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হলো। আরও ৫০০ শেয়ার ১০% অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো।
ক. সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬.▶ ঢণত লি.
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর
বিবরণ ২০১৪ (টাকা) ২০১৫ (টাকা)
সম্পদসমূহ:
হাতে নগদ
১০,০০০
২১,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০ ৩০,০০০
মজুদ পণ্য ৩০,০০০ ২৬,০০০
যন্ত্রপাতি ৫০,০০০ ৭০,০০০
অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি (৫,০০০) (১০,০০০)
মোট ১,০৫,০০০ ১,৩৭,০০০
দায় ও মালিকানা স্বত্ব:
প্রদেয় হিসাব ১৫,০০০ ৯,০০০
বকেয়া খরচ ২,০০০
সাধারণ শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা) ৬০,০০০ ৯০,০০০
রক্ষিত আয় ৩০,০০০ ৩৬,০০০
মোট ১,০৫,০০০ ১,৩৭,০০০
অন্যান্য তথ্য : ১. ২০১৫ সালে নিট মুনাফা হয় ১০,০০০ টাকা। ২. নগদে যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা। ৩. নগদ লভ্যাংশ প্রদান ৪,০০০ টাকা। ৪. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০,০০০ টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে।
ক. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ২
খ. অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
৭.▶ ২০১৫ সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেয়া হলো
বিবরণ রবি (টাকা) শফি (টাকা)
মূল বেতন ৭,০০০ ৯,০০০
মহার্ঘ ভাতা ২০% ২০%
বাসস্থান ভাতা ৫০% ৫০%
যাতায়াত ভাতা (মাসিক) ৬০০ ৫০০
ওভারটাইম (ঘণ্টা প্রতি ৫২ টাকা) ২৪ ঘণ্টা ১৭ ঘণ্টা
ভবিষ্যত তহবিলে কর্তন ১০% ১০%
সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন ৩% ৩%
অগ্রিম বেতন কর্তন ৪৫০
স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ২০০
ক. ওভারাইম ভাতার পরিমাণ নির্ণয় করো। ২
খ. রবি ও শফির মোট বেতন নির্ণয় করো। ৪
গ. রবি ও শফির নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
৮.▶ ডি.এস. কোম্পানি সংক্রান্ত তথ্য নিæরূপ
প্রতিটি কলমের বিক্রয়মূল্য ২০.০০ টাকা।
প্রতিটি কলমের পরিবর্তনশীল ব্যয়:
কাঁচামাল ৪.০০ টাকা
মজুরি ১.৬০ টাকা
কারখানা উপরিব্যয় ০.৪০ টাকা।
বিক্রয় উপরিব্যয় ২.০০ টাকা
বার্ষিক স্থির ব্যয় ৯৬,০০০ টাকা।
ক. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ নির্র্ণয় করো। ৪
গ. কোম্পানি বছরে ৩০,০০০ একক কলম বিক্রয় করে থাকলে নিরাপত্তা প্রান্ত টাকায় নিরূপণ করো। ৪
৯.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সূবর্ণা কোং লি.-এর উদ্বর্তপত্র ও অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হলো
মালিকানা ও দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ১০,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ৬,০০,০০০
সঞ্চিতি তহবিল ১,০০,০০০ কলকব্জা ৪,০০,০০০
সংরক্ষিত আয় ৫০,০০০ আসবাবপত্র ১,০০,০০০
৫% ঋণপত্র ২,০০,০০০ মজুদ পণ্য ১,৪০,০০০
বিবিধ পাওনাদার ৪০,০০০ বিবিধ দেনাদার ১,০০,০০০
প্রদেয় বিল ৮,০০০ হাতে নগদ ৫০,০০০
বকেয়া খরচ ২,০০০ শেয়ার অবহার ১০,০০০
১৪,০০,০০০১৪,০০,০০০
অন্যান্য তথ্য : করবাদ নিট লাভ ১,০০,০০০ টাকা, মোট লাভ ১,৬০,০০০ টাকা এবং বিক্রয় ৮,০০,০০০ টাকা।
ক. মোট লাভ অনুপাত নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো ও মন্তব্য করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।