HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | কুমিল্লা বোর্ড-২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১১. কুমিল্লা বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ শাপলা লিমিটেড-এর খতিয়ান উদ্বৃত্ত থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিচের রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে
শাপলা লিমিটেড
রেওয়ামিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ তহবিল৩৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০
যন্ত্রপাতি২,৫০,০০০
প্রারম্ভিক মজুদ৩০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ৩,৫০,০০০ ৪,৫০,০০০
পণ্য ফেরত ১০,০০০ ১৫,০০০
মজুরি খরচ২০,০০০
অফিস খরচ১০,০০০
শেয়ার মূলধন (৪,০০০ শেয়ার) ৪,০০,০০০
বিলম্বিত বিজ্ঞাপন৮,০০০
প্রাপ্য হিসাব৮০,০০০
অনাদায়ী পাওনা৩,০০০
প্রদেয় হিসাব ৬৩,০০০
১০% বিনিয়োগ (১-১০-১৫)১,২০,০০০
সুনাম৬২,০০০
৯,৭৮,০০০৯,৭৮,০০০
অন্যান্য তথ্য : ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০,০০০ টাকা, যার বাজারমূল্য ৫৪,০০০ টাকা। ২. প্রাপ্য হিসাবের মোট ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্ট টাকার ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। ৩. বিলম্বিত বিজ্ঞাপনের অর্ধাংশ অবলোপন করতে হবে। ৪. শেয়ার মূলধনের ওপর ২০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. অনাদাায়ী পাওনা সঞ্চিতি বাবদ আয় বিবরণীতে কত টাকা চার্জ করা হবে? ২
খ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট চলতি সম্পত্তি ও মোট চলতি দায় নির্ণয় করো। ৪
২.▶ অংকুর লিমিটেডের নিæোক্ত রেওয়ামিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত করা হয়েছে
অংকুর লিমিটেড
রেওয়ামিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য২২,০০০
বেতন৩০,০০০
ক্রয় ও বিক্রয় ৭৬,০০০ ১,১৬,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
দালানকোঠা২,০০,০০০
১০% বিনিয়োগ (১-৩-১৫)৫০,০০০
আসবাবপত্র১,০০,০০০
ব্যাংক জমা৩৬,০০০
প্রাপ্য হিসাব৩০,০০০
প্রদেয় হিসাব ২৯,০০০
অফিস সরবরাহ৩,০০০
প্রাপ্য নোট৫,০০০
প্রদেয় নোট ১৭,০০০
ভাড়া (১০ মাস)১০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ১,০০,০০০
৫,৬২,০০০৫,৬২,০০০
অন্যান্য তথ্য : ১. ২৫-১২-২০১৫ তারিখে আগুনে বিনষ্ট পণ্য ১০,০০০ টাকা বাদ দেয়ার পর সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৩০,০০০ টাকা। বিমা কোম্পানি বিনষ্ট পণ্যের ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. অফিস সরবরাহের ৫০০ টাকা অব্যবহৃত রয়েছে। ৩. আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. আগুনে বিনষ্ট মজুদ বাবদ কত টাকার ক্ষতি হিসাবভুক্ত করতে হবে? ২
খ. অংকুর লিমিটেড-এর মোট লাভ ৫৮,০০০ টাকা ধরে একটি আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ আগমনী ক্লাব-এর হিসাবের বইয়ের তথ্যাবলি থেকে নিচের প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করা হয়েছে
আগমনী ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
প্রারম্ভিক নগদ তহবিল ৯,০০০ বেতন, ভাতা ও সম্মানী ২০,০০০
চাঁদা প্রাপ্তি: ১০% বিনিএয়াগ (১-৪-১৫) ২৫,০০০
২০১৪ ৩,০০০ ছাপা ও মনিহারি ৬,৫০০
২০১৫ ৯০,০০০ খেলাধুলার সরঞ্জাম ক্রয় ১০,০০০
২০১৬ ২,৫০০ ৯৫,৫০০ বিবিধ খরচ ৯,০০০
প্রবেশ ফি ২,৫০০ বার্ষিক ভোজ খরচ ১৮,০০০
লকার ভাড়া ৪,০০০ নাটক মঞ্চায়ন খরচ ২০,০০০
বার্ষিক ভোজের চাঁদা ২৫,০০০ আসবাবপত্র ক্রয় ১৫,০০০
সমাপনী নগদ তহবিল১২,৫০০
১,৩৬,০০০১,৩৬,০০০
অন্যান্য তথ্য : ১. ক্লাবের ৫০০ জন সদস্য আছে এবং প্রত্যেকে বার্ষিক ২০০ টাকা করে চাঁদা প্রদান করে। বিগত বছরের চাঁদা ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ২. ১-১-২০১৫ তারিখে ক্লাবের সম্পদ ও দায়সমূহ ছিল : আসবাবপত্র ৫০,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৬,০০০ টাকা, বকেয়া ভোজ খরচ ৩,০০০ টাকা। ৩. আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
৪.▶ অলক এবং অনিক একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩ ঃ ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে ৮২,০০০ টাকা ও ৬৩,২০০ টাকা। পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধরা হয় নি। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৭,৪০০ টাকা। এ উত্তোলনের ওপর সুদ ছিল ৬০০ টাকা এবং ৩৭০ টাকা। অলকের বার্ষিক বেতন ৭,২০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ৩৫,০০০ টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ লোটাস কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো
আর্থিক অবস্থার বিবরণী
দায়সমূহ ২০১৪ টাকা ২০১৫ টাকা সম্পদসমূহ ২০১৪ টাকা ২০১৫
টাকা
প্রদেয় হিসাব ৮,৫০০ ৭,০০০ নগদ তহবিল ৬,৭০০ ৯,০০০
অবচয় সঞ্চিতি ৪,০০০ ৫,৫০০ প্রাপ্য হিসাব ১২,০০০ ১১,৫০০
বন্ধকি ঋণ ১০,০০০ ৫,০০০ মজুদ পণ্য ৩২,৫০০ ৩৩,০০০
শেয়ার মূলধন ৪০,০০০ ৫০,০০০ অগ্রিম ব্যয় ৮০০ ১,০০০
শেয়ার অধিহার ২,০০০ সরঞ্জাম ২১,০০০ ২৮,০০০
অবণ্টিত মুনাফা১০,৫০০১৩,০০০
৭৩,০০০৮২,৫০০৭৩,০০০৮২,৫০০
অন্যান্য তথ্য : ১. নিট আয় ১২,৫০০ টাকা। ২. সরঞ্জামের অবচয় খরচ ২,৫০০ টাকা। ৩. সম্পূর্ণ অবচিত সরঞ্জামটির ক্রয়মূল্য ছিল ১,০০০ টাকা। ৪. বন্ধকি ঋণের অর্ধেক পরিশোধ করা হয়েছে।
ক. ২০১৫ সালের ক্রয়কৃত সরঞ্জামের মূল্য নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে পরিচালন কার্যাবলির নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে সমাপনী নগদ তহবিল নির্ণয় করো। ৪
৬.▶ জোনাকি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি ১১০ টাকা করে ৪০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে। সর্বমোট ৪৫,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ৪০,০০০ শেয়ার যথারীতি বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। শেয়ারপ্রতি ০.৮০ টাকা করে অবলেখকের কমিশন এবং ০.৪০ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।
ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ কত? ২
খ. কোম্পানির বইতে জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶চৈতালী লি.-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিভিন্ন তথ্য দেয়া হলো
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ২,০০,০০০ দালানকোঠা ১,০০,০০০
সংরক্ষিত আয় ৪০,০০০ আসবাবপত্র ৮০,০০০
৫% ঋণপত্র ৫০,০০০ যন্ত্রপাতি ৯০,০০০
প্রদেয় হিসাব ৩৮,০০০ সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ প্রাপ্য হিসাব ২৫,০০০
নগদ জমা১৮,০০০
১. প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা। ২. বিক্রয় ৩,০০,০০০ টাকা। ৩. বিক্রয়ের ওপর মোট লাভের হার ২৫%।
ক. চলতি অনুপাত নির্ণয় করো। ২
খ. মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. ত্বরিত অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
৮.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের অজন্তা প্রেস লি.-এর ব্যয় তথ্য দেয়া হলো
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৫০,০০০
অর্ধসমাপ্ত পণ্য (১-১-২০১৫) ৫,২০০
অর্ধসমাপ্ত পণ্য (৩১-১২-২০১৫) ৬,৫০০
প্রস্তুতকৃত পণ্য (১-১-২০১৫) ১২,০০০
প্রস্তুতকৃত পণ্য (৩১-১২-২০১৫) ৮,৫০০
প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২ টাকা হারে।
প্রত্যক্ষ খরচ ৮,২০০
পরোক্ষ কাঁচামাল ৪,২০০
কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য ৪,৫০০
পরোক্ষ শ্রম ৯,০০০
কারখানার বিবিধ খরচ ৭,০০০
প্রশাসনিক খরচ ১৫,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা বিক্রয়ের ওপর ২০%
ক. মুখ্য ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় দিয়ে আরম্ভ করে ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ যতীন লিমিটেড-এর তথ্যসমূহ নিæরূপ ছিল
বিক্রয় ৮,০০,০০০ টাকা
স্থায়ী ব্যয় বিক্রয়ের ২০%
পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৫০%
ক. মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কন্ট্রিবিউশন মার্জিন এবং মুনাফা নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।