HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | কুমিল্লা বোর্ড-২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১২. কুমিল্লা বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ বসুন্ধরা লিমিটেড
রেওয়ামিল
ডেবিট ৩১ ডিসেম্বর, ২০১৪ ক্রেডিট
হিসাবের শিরোনাম টাকা হিসাবের শিরোনাম টাকা
মজুদ পণঞ্ঝ (০১.০১.১৪)১৫,০০০অনুমোদিত মূলধন (প্রতি
পণ্য ক্রয় ১,২৫,০০০ শেয়ার ১০ টাকা হিসাবে) ১,০০,০০০
মজুরি ও বেতন ৭১,৩০০ তলবকতে ও আদায়কতে মলধন ৮০,০০০
পণ্য ফেরত ১,০০০ পণ্য বিক্রয় ২,০০,০০০
নগদ তহবিল ১৫,৬০০ প্রদেয় হিসাব ৩০,০০০
বিমা সেলামি (১৫ ৫% ঋণপত্র (০১.০১.১৪) ৫০,০০০
মাসের জন্য প্রদত্ত) ২,৫০০ সাধারণ সঞ্চিতি তহবিল ১০,০০০
মনিহারি ক্রয় ৩,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০
প্রাপ্য হিসাব১৫,০০০সংরক্ষিত আয় বিবরণী
আয়কর ৬,০০০ উদ্বৃত্ত (০১.০১.১৪) ১৪,২৫০
অ¯¦বতীট্টকালীন লভঞ্ঝাংশ৮,১০০
অনাদায়ী পাওনা১,৫০০
ঋণপত্রের সুদ১,২৫০
সুনাম২০,০০০
যন্ত্রপাতি ২০,০০০
দালানকোঠা৮০,০০০
৩,৮৫,২৫০৩,৮৫,২৫০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫৫,০০০ টাকা। ২. প্রারম্ভিক ও সমাপনী মজুদের মধ্যে যথাক্রমে ১,২০০ ও ১,৮০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। ৩. প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। ৪. স্থায়ী সম্পত্তির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৫. আদায়কৃত মূলধনের উপর ১০% হারে চ‚ড়ান্ত লভ্যাংশ বণ্টনের ব্যবস্থা রাখতে হবে। ৬. সাধারণ সঞ্চিতি তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
ক. চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ খসড়াসহ দেখাও। ২
খ. নিট লাভ ২৩,২০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো। ৪
২.▶ বেঙ্গল টেকনো লিমিটেড
রেওয়ামিল
ডেবিট ৩১ ডিসেম্বর, ২০১৪ ক্রেডিট
হিসাবের শিরোনাম টাকা হিসাবের শিরোনাম টাকা
সুনাম৪৫,০০০আদায়কতে মলধন (পণ্ঠতিটি
দালানকোঠা ২,৫০,০০০ শৈয়ার ১০ টাকা দএর) ৩,২০,০০০
যন্ত্রপাতি৮০,০০০রক্ষিত আয় বিবরণীর
পণ্য ক্রয় ২,২০,০০০ জের (০১.০১.১৪) ৭৪,০০০
ভাড়া খরচ ১২,৫০০ পণ্য বিক্রয় ৩,৬৫,০০০
বাট্টা ১,৫০০ বাট্টা ১,০০০
মজুরি খরচ ২৮,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৭,০০০
১২% বিনিয়োগ ১,০০,০০০ শেয়ার অধিহার ৭৬,০০০
নগর শুল্ক ৮,০০০ পণ্য ফেরত ৩,২০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৬২,০০০ অদাবিকৃত লভ্যাংশ ৩,০০০
শিক্ষানবিশ ভাতা ২,৫০০ সাধারণ সঞ্চিতি তহবিল ২০,০০০
বেতন খরচ১২,০০০
পণ্য ফেরত২,০০০
ক্রয় পরিবহন ৪,২০০
আমদানি শুল্ক১,৫০০
প্রাপ্য হিসাব৪০,০০০
৮,৬৯,২০০৮,৬৯,২০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭২,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বিমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. ৩০ জুন ২০১৪ তারিখে ৫০,০০০ টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে যার সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে মজুরি ৭,০০০ টাকা এখনও বকেয়া আছে। ৩. ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি ১০,০০০ টাকা। ৪. সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে যথাক্রমে ২০,০০০ ও ২৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৫. সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপিত হবে। ৬. মূলধনের উপর ১০% চ‚ড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা রাখতে হবে। ৭. দালানকোঠার উপর ৫% এবং যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য কর।
ক. যন্ত্রপাতি ও দালানকোঠার উপর মোট ধার্যকৃত অবচয় খসড়াসহ দেখাও। ২
খ. কোম্পানির মোট লাভের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৬২,৭৫০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী মূলধন ও দায় পার্শ্বে প্রদর্শন করো। ৪
খ বিভাগ
৩.▶ স্টেশন ক্লাব, দিনাজপুর
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ উদ্বৃত্ত ১২,০০০ বেতন খরচ ১২,০০০
চাঁদা ৪০,০০০ ভাড়া খরচ ২৪,০০০
উইলকৃত ধনদৌলত ২০,০০০ ম্যাগাজিনে ছাপানো ব্যয় ৩,০০০
অনুদান ৪,০০০ প্রাঙ্গন রক্ষকের মজুরি ২,৩০০
মঞ্ঝাগাজিএন বিæাপন বাবদ আয় ২,০০০ বই ক্রয় (০১.০৯.১৪) ১৮,০০০
বৃত্তি তহবিল (বিশেষ) ৫,০০০ বৃত্তি প্রদান ৪,০০০
আজীবন সভ্যের চাঁদা ২,০০০ ঘাসকাটা যন্ত্র ক্রয় ৫,০০০
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয় আসবাবপত্র ক্রয় ১৮,০০০
(০১.০১.১৪ তারিএখ কত্থয়মলঞ্ঝ নগদ উদ্বৃত্ত ৩,৭০০
ছিল ৬,০০০ টাকা)৫,০০০
৯০,০০০৯০,০০০
১ জানুয়ারি ২০১৪ তারিখে ক্লাবের সম্পদসমূহ যথাক্রমে ঃ আসবাবপত্র ২৫,০০০ টাকা, ১০% বিনিয়োগ ৪০,০০০ টাকা এবং লাইব্রেরির বইপত্র ৪৮,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত ১,৫০০ টাকা বিগত বছরের বকেয়া ছিল। ২. উইলকৃত ধন-দৌলতের ১/৪ অংশ মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করত হবে। ৩. আসবাবপত্র ও বইপত্রের উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. মূলধন জাতীয় আয়ের দফাসমূহ টাকা পরিমাণসহ লিখ। ২
খ. আসবাবপত্র ও বইপত্রের উপর ধার্যকৃত অবচয়ের পরিমাণ খসড়াসহ দেখাও। ৪
গ. ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
৪.▶ অরুণ, বরুণ ও তরুণ তিনজন অংশীদার। ২০১৪ সালের জানুয়ারি মাসের প্রথমে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে তরুণের ১,০০,০০০; ৮০,০০০ ও ৬০,০০০ টাকা এবং তরুণের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ২০,০০০ টাকা। তারা ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে কারবারের লাভ-ক্ষতি বণ্টন করে। অরুণ কারবার হতে প্রতি মাসের প্রথমে ৬০০ টাকা, বরুন প্রতি মাসে ৭০০ টাকা এবং তরুণ প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও বরুন কারবার হতে ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেছিল। ব্যবসায়িক প্রয়োজনে তরুণ বছরের মাঝামাঝি সময়ে আরও ১০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সে বছর কর্মচারীদের বেতন বাবদ ১২,০০০ টাকা এবং অফিসের ঘর ভাড়া বাবদ ২০,০০০ টাকা প্রদান না করেই কারবারের নিট লাভ অর্জিত হয়েছিল ৭২,০০০ টাকা।
ক. কর্মচারীদের বকেয়া বেতন ও অফিস ভাড়ার জাবেদা লিখ। ২
খ. অংশীদারদের মোট উত্তোলন এবং উত্তোলনের উপর ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. তরুণের ঋণ হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ হিমাদ্রী লিমিটেড
তুলনামূলক আয় বিবরণী
মলধন ও দায় টাকা সজ্ঞক্সদ ও পরিসজ্ঞক্সদ টাকা
২০১৪২০১৩২০১৪২০১৩
পণ্ঠএদয় আয়কর ৫,০০০ ৮,০০০ নগদ তহবিল ২৯,০০০ ১৫,০০০
পণ্ঠএদয় হিসাব ৩১,০০০ ২৫,০০০ পণ্ঠাপঞ্ঝ হিসাব ৩১,০০০ ১৪,০০০
অবচয় সম্ফিতি ২১,০০০ ২৫,০০০ মজুদ পণঞ্ঝ ২৫,০০০ ৩৪,০০০
ঋণপষ্ণ ২৮,০০০ ৩৫,০০০ কলকষ্ঠা ৮০,০০০ ৯৮,০০০
শৈয়ার মলধন৪৪,০০০৩৮,০০০
সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে
৩৬,০০০
৩০,০০০
১,৬৫,০০০১,৬১,০০০১,৬৫,০০০১,৬১,০০০
অন্যান্য তথ্য: ১. কোম্পানির পরিশোধিত নগদ লভ্যাংশের পরিমাণ ৮,০০০ টাকা। ২. কলকব্জার যন্ত্রাংশ ৬,০০০ টাকায় বিক্রয় করা হয়েছে যার ক্রয়মূল্য ছিল ১৮,০০০ টাকা এবং পুস্তক মূল্য ১১,০০০ টাকা।
ক. ২০১৪ সালের চলতি সম্পদ ও চলতি দায়সমূহ পৃথকভাবে দেখাও। ২
খ. চলতি বছরে মোট ধার্যকৃত অবচয় নির্ণয়ের উদ্দেশ্যে অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। ৪
গ. পরিচালনা কার্যাবলি হতে নিট নগদ সরবরাহ ১৭,০০০ টাকা ধরে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
৬.▶ ডেল্টা ফার্মা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা, যা প্রতিটি ২০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে (বাট্টায়) বাজারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১০% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণই প্রত্যাখ্যান করা হয়।
ক. বাজারে ইস্যুকৃত ও প্রাপ্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? ২
খ. কোম্পানির হিসাব বহিতে জাবেদা লিখন দেখাও (ব্যাখ্যার প্রয়োজন নাই)। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭.▶ মোঃ আবু সায়েম ব্রিক ফিল্ডের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচে প্রদান করা হলো :
বিবরণ টাকা
কাঁচামাল ক্রয় ১০,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৪,০০,০০০
কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৮০%, প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের ১৫%
বিক্রয় ও বিতরণ উপরিব্যয় বিক্রয়ের ৫%,
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ (৫,০০০ একক)
১,৪০,০০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ (১০,০০০ একক) ?
বিক্রয় ৭৫,০০০ একক ২৫,০০,০০০
ক. উৎপাদিত এককের পরিমাণ কত? ২
খ. তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য প্রদর্শন করো। ৪
গ. প্রতিষ্ঠানের অর্জিত নিট মুনাফা নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮.▶ ইউনির্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৪
মূলধন ও দায় টাকা সম্পদসমূহ টাকা
সাধারণ শেয়ার মূলধন ২,১০,০০০ কলকব্জা ১,৪০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৩০,০০০ দালানকোঠা ১,৫০,০০০
১০% বন্ড ১,০০,০০০ মজুদ পণ্য ৩০,০০০
রক্ষিত আয় উদ্বৃত্ত ২০,০০০ আসবাবপত্র ২০,০০০
প্রদেয় হিসাব ৩০,০০০ প্রাপ্য নোট ১০,০০০
প্রদেয় নোট ১০,০০০ প্রাপ্য হিসাব ৪০,০০০
নগদ উদ্বৃত্ত১০,০০০
৪,০০,০০০৪,০০,০০০
অন্যান্য তথ্য: ২০১৪ সালের কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৮,০০,০০০ টাকা যার ২৫% বাকিতে। সে বছর কোম্পানির অর্জিত করবাদ নিট লাভের পরিমাণ ২,০০,০০০ টাকা।
ক. ধারে বিক্রয়ের পরিমাণ কত টাকা? ২
খ. চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। ৪
গ. মূলধন গিয়ারিং অনুপাত ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। ৪
৯.▶ মেসার্স বোরহান-এর কাঁচামাল সংক্রান্ত নিæলিখিত তথ্যগুলো পাওয়া যায় :
২০১৪
নভে. ১ প্রারম্ভিক মজুদ ২৫০ কেজি টাকা ১৫।
” ৮ কাঁচামাল ক্রয় ৩০০ কেজি টাকা ১৮
” ১২ কারখানার ইস্যু ৩৪০ কেজি।
” ১৫ সরবরাহকারীর নিকট ফেরত ৩০ কেজি (৮ তারিখে ক্রীত পণ্য)
” ১৮ গুদামে ফেরত ২০ কেজি (১২ তারিখে ইস্যুকৃত)
” ২৮ কারখানায় ইস্যু ১৮০ কেজি।
” ৩০ গুদামে সমাপনী মজুদ ২৫০ কেজি।
ক. বিনষ্ট পণ্যের পরিমাণ কত? ২
খ. ‘পরের মাল আগে ছাড়া’ পদ্ধতিতে ১৫ ও ১৮ তারিখে ফেরত পণ্যের মূল্য কত টাকা। ৪
গ. ‘আগের মাল আগে ছাড়া’ পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।