HSC | সৃজনশীল প্রশ্ন ২৬-৫০ | অধ্যায়: দ্বিতীয় | PDF – ICT: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়- দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন ২৬-৫০:
২৬। কলেজের কম্পিউটারগুলো একটি নিদির্ষ্ট সংযোগ তারের সাথে সংযুক্ত। কলেজের কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত । কলেজেও কলেজ তাদের সংযোগ ব্যবস্থায় স্বল্প খরচে একটি ডিভাইস ব্যবহার করে একাধিক নেটওর্য়াককে একত্রিত করে । কলেজের কম্পিউটারগুলোতে বৃত্তাকার সংযুক্ত।
ক.ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. স্বল্প দুরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফাল সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা কর।
ঘ. ও কলেজের সংযোগ কাঠামোর মধ্যে কোনটি নির্ভরযোগ্য বিশ্লেষনপূর্ণ মতামত দাও।
২৭। জামাল সাহেব একটি ব্যাংকের ব্যবস্থাপক । তার কম্পিউটারের সাথে জনাব রফিক ও অসিতের কম্পিউটার সংযুক্ত। রফিক সাহেবের কম্পিউটারের সাথে গ্রাহকদের টাকার প্রদানের চারটি কাউন্টারের কম্পিউটারযুক্ত। আবার অসিত সাহেবের কম্পিউটারের সাথে টাকা গ্রহণের তিনটি কাউন্টারের কম্পিউটার সংযুক্ত। মঞ্জুর সাহেব একই ব্যাংকের অন্য শাখায় ব্যবস্থাপক। ্একটি কম্পিউটার নষ্ট হওয়ায় তার ব্যাংকে কয়েক ঘন্টা লেনদেন বন্ধ থাকে। কম্পিউটারটিমেরামতের পর কার্যক্রম স্বাভাবিক হয় । অপর একটি শাখার ব্যবস্থাপক ইব্রাহিম সাহেব। তার শাখায় প্রত্যেকটি কম্পিউটার পরস্পরের সাথে প্রত্যেভাবে যুক্ত।
ক. হাইব্রিড টপোলজি কাকে বলে?.
খ. পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে ব্যাখ্যা কর।
গ. জামাল সাহেবের ব্যাংকে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? বুঝিয়ে লেখ।
ঘ. মঞ্জুর সাহেব ও ইব্রাহিম সাহেবের ব্যাংকে ব্যবহৃত টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর যৌক্তিক? বিশ্লেষনসহ মতামত দাও।
২৮। সামী ও মাহী দুজনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। এমনসময় একটি পুলিশ নেম্ েএকটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগনাল দিচ্ছে। এরপর সামীর বাসায় থেকে তার নিকট মোবাইল ফোনে কল আসলো। কথা বলা শেষ হলে সামী দোকানদারের রেডিওতে আবহাওয়া বার্তা শুনাতে লাগলো। অবশেষে তার াতাড়াতারি বাসায় ফিরলো।
ক. ডেটা কম্উিনিকেশনকী?
খ. ডেটা ট্রান্সমিশনে দুর্বর সিগন্যালকে শক্তিশালী করার উপায় ব্যাখ্যা কর।
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটাট্রান্সমিশন মোড এর ধরণব্যাখ্যা কর।
ঘ. সামী ও দোকানাদারের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৯। সৃজন কলেজের কম্পিউটার শিক্ষক ক্লাসে ডেটা কমিউনিকেশনের মাধ্যমে পড়ানোর সময় এমন্ একটি মাধ্যমস্পর্কে আলোচনা করছিল যার মধ্য দিয়ে শব্দের পাশপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে দুরবর্তী স্থানে যোগাযোগ সম্প্রসারণের জন্য ১০ হতে ১০০ কিলোমিটার দুরত্বের মধ্যে টাওয়ার স্থাপনের প্রয়োজন হয় যার ফ্রিকুয়েন্সি হতে । পরবর্তীতে এই মাধ্যমটিকে নতুন উদ্ভাবিত অন্য একটি মাধ্যমের সাথে এর সম্মিলন ঘটানো হয়। যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করছে।
ক. মডুলেশন কী?
খ. ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
গ. ্উদ্দীপকে ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রথম মাধ্যম ও দ্বিতীয মাধ্যমের মধ্যে সাদৃশ্য ও বৈশাদৃশ্যের বিশ্লেষন কর।
৩০। আনিস তার অফিসে ৫০টি কম্পিউটার একটি প্রিন্টার তিনটি সুইস ও একটি মডেম কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। মডেমটিকে যে ইন্টারনেট প্যাকেজে নেওয়া হয়েছিল তার স্প্রীড ছিল । উক্ত নেটওয়ার্কে অফিসিয়াল সমস্ত কাজ করা গেলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. রিংগিং কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবাগ্রহণ করা হয় কেন?
গ. আনিসের নেটওয়ার্কটি কোন টপোলজির হবে ব্যাখ্যা কর।
ঘ. আনিস তার অফিসে ভিডিও কনফারেন্স করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বিশ্লেষন কর।
৩১। মি. পলাশ তার অফিসের কম্পিউটারসমূহ প্রিন্টার ও স্ক্্যানের ইত্যাদি নেটওর্য়াক স্থাপন করা রজন্য কানেক্টর কিনে নেটওয়ার্ক স্থাপন করলেন। তিনি সাব কন্ট্রান্টে বিভিন্ন কোম্পানর সাথেকাজ শুর ুকরলেন। ডেটাসমূহ যাতেহারিয়ে না যায় সেজন্য তিনি তথ্য উপত্তি স্টোরেজ করার জন্য ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ক. মডেম কী?
খ. ব্যান্ডউইথ বলতে কী বোঝায়?
গ. পলাশ কোন ধরনের ক্যাবল ব্যবহার করেছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে পলাশ সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসু হবে বলে তুমি মনে কর যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩২। চিত্র
ক. ব্যাকবোন কী ?
খ. পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. চিত্র ক তে কোন ধরনের নেটওয়ার্ক করা হয়েছে- ব্যাখ্যা কর ।
ঘ. চিত্র ক এর তুলনায় চিত্র খ তে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধা বেশি বিশ্লেষণ কর।
৩৩।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. ডেটা চলাচলের ক্ষেত্রে ে কান ধরনের ক্যাবল অধিক কার্যকর?
গ. ক চিহিত নেটওয়ার্কটির অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. খ চিত্রের টপোলজি চিহিত নোড নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি কি সচল থাকবে? মতামত দাও।
৩৪। সুমাইয়া তার অফিসের পাশে বসা ব ন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিল।এমন সময় পাশের বিল্ডিং থেকে তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসেই নিজস্ব নেটওর্য়াক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে সুমাইয়া ফাইলের তথ্য বিদেশে অবস্থারত বায়ারের কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে।
ক. Wifi কী?
খ. কোন ক্যাবল দ্বারা সবচেয়ে দ্রæত তথ্য পাঠানো যায়.? ব্যাখ্যা কর।
গ. তথ্য শেয়ারিং এ সুমাইয়া কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
ঘ. ফাইলের তথ্য পাঠাতে সুমাইয়া ব্যবহৃত নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
৩৫। কম্পিউটারে বসে ্জাফরিন একটি ডকুমেন্ট টাইপ করলো এবং সেটি ব্রডব্যান্ড ইন্টারনেট ্এর মাধ্যমে সুমাইয়া নিকট পাঠিয়ে দিল। সুমাইয়া সেটা প্রিন্ট করলো। সুমাইয়া বড় ভাই জামী বলল প্রিন্টের ক্ষেত্রে ডেটাটি ট্রান্সমিশন হয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টর আকারে এবং ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ট্রান্সমিশন হয়েছে বøক আকার্
ক. ব্লুটুথ কী?
খ. নেটওর্য়াকের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. জাফরিন যে অনলাইন পরিসেবা গ্রহণ করলো তার সুবিধা অসুবিধা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে যে ট্রান্সমিশন মেথডদ্বয় ব্যবহৃত হয়েছে তাদের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামদ দাও।
৩৬।
ক. প্রটোকল কী?
খ. ডেটা ট্রান্সমিশনে একইসময়ে উভয়দিকে তথ্য আদান প্রদান করা যায়? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে ৫নং কম্পিউটার নষ্ট হয়ে গেলে কী অসুবিধা হবে?ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকে কত ধরনের টপোলজি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে? বিশ্লেষণ কর।
৩৭। কাদের সাহেবের ছেলে আমেরিকায় পড়াশুনা করেন। কাদের সাহেব শুনলেন এখন এক প্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে আমেরিকায় থাকা ছেলের ছবিসহ তার সাথে কথা বলতে পারবেন। তিনি ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ ধরনের একটি সুযোগের অপেক্ষায় ছিলেন।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহন করা হয় কেন?
গ. কাদের সাহেব তার ছেলের সাতে যোগাযোগ যে প্রযুক্তির সাহায্য নিলেন তা ব্যাখ্যা কর।
৩৮।
ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. সুইচ রাউটারের বিকল্প না ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনে পরস্পরের মধ্যে দ্রæত ডেটা আদান প্রদান কী পরিবর্তন করতে হবে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে ৫ ও ৮ নং কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান প্রক্রিয়া যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩৯।একটি কলেজের এবং ক্যাম্পাস তিনটির প্রতিটিে ত অবস্থিত বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসের আবার এ্কই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যমহিসেবে তার ব্যবহার করা হচ্ছেনা।
ক. Wifi কী?
খ. ব্যান্ডউইডথ ডেটা ট্রান্সফারের গতিতে কী ভুমিক রাখে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক বর্ণিত স্থানের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যবহৃত না করার কারণ হিসেবেতোমার যুক্তি বিশ্লেষণ কর।
৪০। রনি একদিন বাড়িতে বসে টিভিতে একটি গানের অনুষ্ঠান দেখছিল। অপর দিকে পাশের বাসায় রিয়াদ টিভিতে বসে লাইভ ক্রিকেট খেলা উপভোগ করছিল। তাদের টিভির সংযোগ একই প্রতিষ্ঠানের নিকট থেকে নেওয়া। রনির পাশেই তার বন্ধরাজু রাউটার ব্যবহার করে ল্যাপটপে তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করেছিল। রনি রাজুকে বলল তার ইন্টারনেট সংযোগটিতে দ্ইু দিকেই ডেটা ট্রান্সমিশন হয় কিন্তু একই সময়ে নয়।
ক. মাইক্রোওয়েভ কী?
খ. ব্যান্ডউইডথ বলতে কী বুঝ?
গ.রনি ও রিয়াদের টিভিতে অনুষ্ঠান সম্প্রচারে কোনধরনের ক্যাবল ব্যবহৃত হয়েছে তার ব্যবহার কতটা সুবিধাজনক ? ব্যাখ্যা কর।
ঘ. রাজুর ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি বিশ্লেষণ কর ।
৪১। প্রতিষ্ঠান ক প্রযুক্তির সাহায্যে তাদের সকল নোটিশ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্রডকাস্ট করে।
ক, ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. কোনটপোলজিতে ডেটা এক কম্পিউটার থেকে পর্যায়ক্রমে পরবর্তী কম্পিউটারে প্রবাহিত হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নোটিশ ব্রডকাস্টের জন্য যে প্রযুক্তির প্রয়োগ হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোড ব্যতীত আর কোন মোড ব্যবহার করা বেশি কার্যকর সাশ্রয়ী এবং গোপনীয়?বিশ্লেষণ কর।
৪২। ক্যান্টনমেন্ট কলেজের অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হলো। একটি তার বিচ্ছিন্ন হওয়ায় সম্পূর্ণ নেটওয়াকটি অচল হয়ে পড়লো। পরবর্তীতে একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত¡াবধানে ভিন্নতর আরেকটি নেটওয়ার্ক তৈরি করা হলো। নতুন নেটওয়ার্ক ব্যবস্থায় নেটওয়ার্কের কোন একটি অংশ অচল হলেও যোগাযোগের জন্য বিকল্প আর ও পত উন্মুক্ত থাকে। যে কারণে নেটওয়ার্কটিও সচল থাকে।
ক. ভয়েস ব্যান্ড কী?
খ. স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফার সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রথম নেটওয়ার্কটিতে কোনধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নতুন নেটওয়ার্কটির যৌক্তিকতা মুল্যায়ন কর।
৪৩। আবির তার অফিস রুমের কম্পিউটারসমূহ প্রিন্টার ও স্ক্যানার ইত্যাদি শেয়ার করার জন্য সংযুক্ত করেন। তিনি আদমশুমারি কাজ পেলেন। যার জন্য তার আরও বেশি কিছু তথ্য উপাত্ত স্টোরেজ করার প্রয়োজন হওয়ায় এবং ডেটাসমূহ যাতেনা হারায় সেজন্য তিনি ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহন করার সিদ্ধাÍ নেন।
ক. GSM কী?
খ. ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোনধরনের নেটওয়ার্ককে নিদের্শ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আবিরের সিদ্ধান্তের যথার্থতা মুল্যায়ন কর।
৪৪। সানি তার বাবার পুরাতন মোবাইল সেটটিতে টেলিটকের একটি সীম কিছুদিন ধরে ব্যবহার করছে। এই ফোন সেটটি ব্যবহার করে সে কথা বলা ছাড়াও ও করতে পারে। পরীক্ষায় পাওয়ায় সে তার বাবাকে দ্রতু গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায় ও ভিডিও কনফারেন্স করা যায় এমন ্একটি ফোন সেট কিনে দিবার জন্য অনুরোধ করে।
ক. কী?
খ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে কেন হেডার ইনফরমেশন ব্যবহার করা হয়?
গ. সানির বাবার পুরাতন মোবাইল সেটটি কোন প্রযুক্তির ব্যাখ্যা কর।
ঘ. সানির কাঙ্খিত মোবাইল সেট ক্রয়ের যৌক্তিকতা বিশ্লেষন পূর্বক তোমার মতামত দাও।
৪৫। সাব্বির বাড়িতে চারটি কম্পিউটার নিয়েএকটি তৈরি করতেচায়। সে বাজারে গিয়ে একটি ডিভাইস কিনল। বিষয়ে অভিজ্ঞ একজন বললেন এর পরিবর্ততে অন্য একটটি কিনলে মানসম্মত হতো।
ক. নেটওয়ার্ক কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. আইটি বিশেষজ্ঞের মতামত অনুসারে নেটওয়ার্ক ধারনাটি- ব্যাখ্যা র্ক
ঘ. উক্ত নেটওয়ার্কটিতে কোন টপোলজি ব্যবহৃত হবে মতামতসহ বিশ্লেষণ কর।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৪৬।
ক, ব্রিজ কী?
খ. কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওর্য়াক বলা হয়?ব্যাখ্যা কর
গ. উদ্দীপকের ২নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ কর াহয়েছে?ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ১নং ও ৩নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক ? বিশ্লেষন কর।
৪৭।
ক. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী?
খ. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না কেন?
গ. উদ্দীপকের বর্ণিত চিত্র যে ধারনা প্রকাশ করে তার সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. তথ্য ওযোগোযোগ প্রযুক্তি বিষয়ে চিত্রে উল্লিখিত ধারণাটি এখনসময়ে দাবি বিশ্লেষন কর।
৪৮।
ক. রোমিং কী?
খ. নতুন নোড যুক্ত করা হলে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশনে কী প্রভাব পড়ে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ এর বর্ণনা দাও্
ঘ. উদ্দীকের চত্রি -১ ও চিত্র-২ ্এর মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক ?যুক্তিসহ মতামত বিশ্লেষন কর।
৪৯। মতিঝিলে জনতা ব্যাংেেকর প্রধান কার্যালয়ে তাদের আইসিটি বিভাগের কেন্দ্রীয় সার্ভার ও নেটওয়ার্কের অন্যান্য যন্ত্রপাতি অবস্থিত। মতিঝিলের জায়গার দাম অত্যাধিক বেশি হওয়ায় ব্যাংকের কর্তৃপক্ষ বিকল্প পন্থায় আইসিটি বিভাগের সম্প্রসারন করার নিদের্শনা জারি করেন। আইসিটি বিভাগের সম্প্রসারন করার দায়িত্ব পড়েছে জনাব হেকমত আলী যিনি উক্ত বিভাগের প্রধান। জনাব হেকমত জনাব আলী ক্লাউড কম্পিউটটিংয়ের সুবিধা গ্রহন করার কথা ভাবছেন।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. কোন নেটওয়ার্ক প্রযুক্তি সবচেয়ে নির্ভরযোগ্য ডেটা আদান প্রদান করতে পারে এবং কেন?
গ. উদ্দীপক বর্ণিত প্রতিষ্ঠানে যোগাযোগ মাধ্যম হিসেবে ওয়্যারলেস নেটওয়ার্কের কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান আইসিটি বিভাগে সম্প্রসারণ ক্লাউড কম্পিউটংয়ের কোন সার্ভিস মডেলটি উপযুক্ত এবং কেন? তোমার মতামতের সপক্ষে ব্যাখ্যা দাও।
৫০। ঢাকা কলেজের অধ্যক্ষ উক্ত সকল বি ভ াগেক কম্পিউার নেটওয়ার্কের আওতায় এনে যাবতীয অফিসের কার্যক্রম এবং শিক্ষা/পাঠ দান পদ্ধতি অনলাইনে করার পদক্ষেপ গ্রহ করার আগ্রহ দেখালেন। এ বিষযে একজনঅভিজ্ঞ পরমার্শক তাকে নেটওর্য়ার্কের টপোলজি ও অন্যান্য কারিগরি বিষয় ব্যাখ্যা করতে অধ্যক্ষ আরও আগ্রহী হযে তা বাস্তবায়নের উদ্যোগে নিলেন।
ক. কম্পিউপার নেটওয়ার্ক কী?
খ. চারটি জনপ্রিয় নেটওয়ার্ক টপোলজির নাম ে লখ।
গ. উক্ত নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারে সমূহের কাজ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কলেজের নেটওয়ার্কের জন্য কোন টপোলজি উপযুক্ত বলে তুমি মনে কর। সপক্ষে যুক্তি দাও।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।