HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | সিলেট বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | সিলেট বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সিলেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সিলেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

৫৩. সিলেট বোর্ড-২০১৬

সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]

১. প্রাইভেট লি. কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা কত জন?
ক. ২ খ. ৩ গ. ৬ ঘ. ১২

৩. একমালিকানা ব্যবসায়ের অর্থের যোগানদাতা কে?
ক. সরকার খ. ব্যাংক
গ. মালিক. ঘ. বন্ধু-বান্ধব

৪. স্মারকলিপির ধারা বহিভর্‚ত কোনটি ?
ক. অবস্থান ও ঠিকানা
খ. দায়
গ. নাম
ঘ. নিবন্ধন

উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।

মনি ও মুক্তা পারস্পরিক সমঝোতার মাধ্যমে যথাক্রমে ২০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করে। বছর শেষে তারা ১০,০০০ টাকা মুনাফা লাভ করে।
৫. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. সমবায় সমিতি
ঘ. যৌথ মূলধনী

৬. মুক্তা কত টাকা মুনাফা পাবে?
ক. ৪,০০০ টাকা খ. ৫,০০০ টাকা
গ. ৬,০০০ টাকা ঘ. ৯,০০০ টাকা

৭. বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫

উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
সুবর্ণ গ্রামের দরিদ্র জনগণ ‘শাপলা’ তাঁতি সমবায় সমিতি গঠন করে। তাদের ২য় বছরে ১,৫০,০০০ টাকা লাভ হলে ১০,০০০ টাকা সংরক্ষিত তহবিলে জমা করে। পরবর্তীতে হিসাব নিরীক্ষার দ্বারা নিরীক্ষণ করলে নিরীক্ষক তাতে আপত্তি করে।
৮. প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিলে কত টাকা জমা দেয়ার প্রয়োজন ছিল?
ক. ৪,৫০০ খ. ২২,৫০০
গ. ২৭,০০০ ঘ. ৩০,০০০

৯. প্রতিষ্ঠানটিতে নিরীক্ষকের আপত্তির কারণ
I. লভ্যাংশ সঠিকভাবে বণ্টিত না হওয়া
II. রিজার্ভ ফান্ডে টাকা সঠিকভাবে জমা না হওয়া
III. প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অমান্য করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III

১০. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় বহিভর্‚ত?
ক. পল­ী বিদ্যুৎ
খ. ওয়াসা
গ. পোস্ট অফিস
ঘ. বিআরটিসি

১১. স্বল্প পুঁজির ব্যবসায় সংগঠন কোনটি?
ক. সমবায়
খ. একমালিকানা
গ. অংশীদারি
ঘ. প্রাইভেট লি.

১২. প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা ন্যূনতম কয় জন?
ক. ১০
খ. ১৫
গ. ২০
ঘ. ২৫

১৩. ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে?
ক. প্রাইভেট লি. কো.
খ. পাবলিক লি. কো.
গ. সমবায় সমিতি
ঘ. সাবসিডিয়ারি কো.

১৪. সর্বপ্রথম এঅঞঞ প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে?
ক. কিউবা খ. থাইল্যান্ড
গ. জাপান ঘ. আমেরিকা

উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।

পরিবেশ নষ্ট হওয়া সত্তে¡ও পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পাটকে সোনালি আঁশ বলা হলেও অসৎ ব্যবসায়ীদের কারণে পাটের চাহিদা দেশ-বিদেশে কমে যাচ্ছে।
১৫. পলিথিন ব্যবহার পরিবেশের কোন উপাদানকে নষ্ট করছে?
ক. সামাজিন পরিবেশ খ. অর্থনৈতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশে ঘ. প্রযুক্তিগত পরিবেশ

১৬. পাট শিল্পকে রক্ষা করার জন্য প্রয়োজন
I. পলিথিন ব্যবহার বন্ধ করা
II. সরকারি আইন প্রয়োগ করা
III. পাট চাষিদের ঋণ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III

উদ্দীপকটি পড়ো এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

আরিফ খুলনার বাজার হতে মাছ ক্রয় করে ঢাকায় ফেরার সময়, পথিমধ্যে হঠাৎ ধর্মঘট শুরু হলে মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করে দেয়।
১৭. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিকে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধা অনুসরণ করেছে?
ক. সহজ পরিচালনা খ. ব্যবসায়ের দায় গ্রহণ
গ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ঘ. স্বাধীনতা

১৮. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্দেশ্য হচ্ছে
I. জনকল্যাণ সাধন করা
II. বেকার সমস্যা সাধন
III. একচেটিয়া ব্যবসায় রোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III

১৯. প্রাইভেট লি. কো. কখন কাজ শুরু করে?
ক. আবেদনের পর
খ. কার্যারম্ভ অনুমতিপত্র পাবার পর
গ. নিবন্ধনের পর
ঘ. কোম্পানি গঠনের পর

২০. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. পারস্পরিক সমঝোতা
খ. অসীম দায়
গ. ঝুঁকি বণ্টন
ঘ. আয় ও সম্পদ বৃদ্ধি

২১. পৌর এলাকায় কে ট্রেড লাইসেন্স প্রদান করে?
ক. জেলা প্রশাসক.
খ. থানা নির্বাহী অফিসার
গ. জেলা পরিষদ প্রশাসক.
ঘ. পৌর কর্তৃপক্ষ

২৩. গুদামজাতকরণ পণ্যের কী বাধা দূর করে?
ক. স্থানগত
খ. সময়গত
গ. রূপগত
ঘ. অর্থগত

উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।

পানামা লিমিটেড নিবন্ধনপত্র ও কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার এক বছরের মধ্যেও শুরু করতে পারেনি।
২৪. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি, কোম্পানি
গ. সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

২৫. উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. পুনরায় কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
খ. পুনরায় নিবন্ধনপত্র সংগ্রহ
গ. ব্যবসায়টির বিলোপসাধন
ঘ. শীঘ্রই কাজ শুরু করা

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম সিলেট বোর্ড ২০১৬ বহুনির্বাচনি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

 

২৬. ‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র?
ক. অংশীদারি
খ. কোম্পনি
গ. সমবায়
ঘ. রাষ্ট্রীয়

২৭. যে সংগঠনের সদস্যরা ভোট প্রয়োগ করতে পারে?
I. অংশীদারি II. কোম্পানি
III. সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III

২৮. নদী থেকে মৎস্য আহরণ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রজনন
খ. কৃষি শিল্প
গ. নিষ্কাশন শিল্প
ঘ. উৎপাদন শিল্প

২৯. বাংলাদেশের পলিটেকনিক কলেজগুলো ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. প্রযুক্তিগত

৩০. মূলধন সরবরাহ কোন ধরনের শিল্প সহায়তা?
ক. সমর্থনমূলক সহায়তা
খ. সংরক্ষণমূলক সহায়তা
গ. উৎসাহমূলক সহায়তা
ঘ. সরকারি সহায়তা

৩১. আইনগত আনুষ্ঠানিকতা পালনমুক্ত কোন ব্যবসায় সংগঠন?
ক. একমালিকানা
খ. প্রাইভেট লি. কোং
গ. পাবলিক লি. কোং
ঘ. সমবায় সমিতি

৩২. সার উৎপাদন কোন প্রকারের শিল্প?
ক. নির্মাণ
খ. সংযোজন
গ. যৌগিক.
ঘ. নিষ্কাশন

৩৩. সাধারণ অংশীদারি ব্যবসায়ে একজন অংশীদারের দায় কত?
ক. মূলধন পর্যন্ত সীমাবদ্ধ
খ. প্রতিশ্র“তি মূল্য পর্যন্ত সীমাবদ্ধ
গ. ব্যবসায়ে তার পাওনা পর্যন্ত সীমাবদ্ধ
ঘ. ব্যক্তিগত সহায়-সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ

৩৪. কোন ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি. কোং
গ. পাবলিক লি. কোং
ঘ. সমবায় সমিতি

 

 

উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
রনি ঢাকার মৌচাক মার্কেটে অলঙ্কারের দোকান দিলে ক্রেতাদের চাহিদা মোতাবেক অলঙ্কার সরবরাহ করতে না পারায় সোহেল ও সাকিব নামে দুই বন্ধুর সাথে আলোচনা সাপেক্ষে মূলধন সরবরাহ করে থাকে। সাকিব উক্ত প্রতিষ্ঠানের সরবরাহকৃত ১৫,০০০ (পনেরো) হাজার টাকা পর্যন্ত দায় গ্রহণ করতে সম্মত হয়।
৩৫. রনির ব্যবসায়টি কোন ধরনের?
ক. যৌথ উদ্যোগ.
খ. সমবায় উদ্যোগ
গ. একমালিকানা
ঘ. অংশীদারি

৩৬. সাকিব কোন ধরনের অংশীদার?
ক. সাধারণ
খ. নামমাত্র
গ. সীমাবদ্ধ
ঘ. ঘুমন্ত

৩৭. কোম্পনি বিলোপসাধন পদ্ধতি কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৩৮. বাংলাদেশের সমবায় সমিতি সমস্যা দূরীকরণের উপায় হচ্ছে
I. সরকারি আইনি সহযোগিতা বৃদ্ধি
II. দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ
III. প্রণোদনার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III

উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও।
গার্মেন্টস কর্মী রাশেদা ছুটি নিয়ে নিজ বাড়ি দিনাজপুরে আসে। ছুটি শেষ হওয়ায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য কোচের টিকিট ক্রয় করতে গেলে টিকিট না পেয়ে আন্তঃ.নগর এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করে।
৩৯. রাশেদার গন্তব্যস্থলে পৌঁছানোর মাধ্যমটি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্রীয়       খ. প্রাইভেট
গ. বেসরকারি ঘ. সরকারি ও বেসরকারি

৪০. বাংলাদেশের সমবায় সমিতি আইন কত সালের?
ক. ১৯৩২ খ. ১৯৮৪
গ. ১৯৯৪ ঘ. ২০০১

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ : ব্যবসায় সংগঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *