HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | কুমিল্লা বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৯. কুমিল্লা বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. বৈদেশিক বাণিজ্য কয় ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২. নিচের কোনটি সবচেয়ে প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৈŒ^ মƒলধনী কৈাজ্ঞক্সানি ঘ. সমবায় সমিতি
৩. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক. সংযোজন খ. যৌগিক
গ. বিশ্লেষণ ঘ. নিষ্কাশন
৪. কপিরাইট আইনের অন্তর্ভুক্ত
I. গল্প, প্রবন্ধ, কবিতা II. নাটক, চলচ্চিত্র
III. মিউজিক্যাল কম্পোজিশন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৫. সঠিকভাএব আ^িট্টক বিবরণী ৗতরি বঞ্ঝবসাএয়র সামাজিক দায়িত্বের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনের অন্তর্গত?
ক. বিনিয়োগকারী খ. সরকার
গ. ভোক্তা ঘ. সরবরাহকারী
৬. জনাব মামুন আহমেদ বনরূপা কোম্পানি লি.-এর ১০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি শেয়ার প্রতিটি ১০০ টাকা করে বাজার থেকে ক্রয় করেন। জনাব মামুন আহমেদের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?
ক. ১,০০০ টাকা খ. ৫,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ৫৫,০০০ টাকা
৮. নিচের কোন সংস্থাটি এক ও অভিন্ন মুদ্রা ব্যবস্থার প্রচলন করেছে?
ক. ইউরোপীয় ইউনিয়ন খ. সাপটা
গ. বিশ্ব বাণিজ্য সংস্থা ঘ. মাইডাস
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
রসুলপুর এলাকার ৫০টি পরিবারের কর্তাব্যক্তিরা একত্রিত হয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য ‘প্রত্যাশা’ নামে একটি সমবায় সমিতি গঠন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে তা সদস্যদের মধ্যে বিক্রয় করেন।
৯. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদক সমবায় খ. ক্রয় সমবায়
গ. ভোক্তা সমবায় ঘ. বহুমুখী সমবায়
১০. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি থেকে সদস্যগণ যেসব সুবিধা পাবে
I. সদঞ্ঝসএদর আয় বি্র¬ে II. ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি
III. বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১১. নীতি-নৈতিকতা ও মূল্যবোধ কোন ধরনের ব্যবসায় পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক পরিবেশের খ. সামাজিক পরিবেশের
গ. আইনগত পরিবেশের ঘ. রাজনৈতিক পরিবেশের
১৪. চট্টগ্রামের জনাব সিয়াম অনলাইনে জনাব জামানের নিকট থেকে একটি ব্যবহৃত কম্পিউটার ২৫,০০০ টাকায় ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন ধারণাটির প্রতিফলন হয়েছে?
ক. ই২ঈ খ. ঈ২ঈ গ. ঈ২ই ঘ. ই২এ
১৫. মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে রক্ষা পেতে কোন ধরনের ব্যবসায় সংগঠন অধিক উপযোগী?
ক. একমালিকানা খ. সমবায় সমিতি
গ. অংশীদারি ব্যবসায় ঘ. যৌথ মূলধনী
১৬. নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে?
ক. বিএসটিআই খ. টিসিবি
গ. বিসিক ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
এসএসসি পাস জনাব নেহাল যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। পার্শ্ববর্তী গ্রামে কোনো পোল্ট্রি ফার্ম না থাকায় আÍপ্রত্যয়ী নেহাল সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিনরাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্পদিনেই তিনি সফলতা অর্জন করেন।
১৭. উষ্টীপএক বণিট্টত জনাব নৈহাএলর কমট্টপণ্ঠএচ”¡াএক কী বলা হয়?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. বাণিজ্য ঘ. শখ
১৮. উদ্দীপকে বর্ণিত নেহালের ব্যবসায়ে সফলতার কারণ
I. সৃজনশীলতা II. দূরদর্শিতা
III. কঠোর পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৯. ন্যূনতম চাঁদার বিষয়টি নিচের কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. অংশীদারি ব্যবসায় খ. যৌথ মূলধনী ব্যবসায়
গ. রাষ্ট্রীয় ব্যবসায় ঘ. সমবায় সমিতি
২০. সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০% খ. ১৫% গ. ১৮% ঘ. ২০%
উদ্দীপকটি পড়ো এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও।
ফরহাদ টাঙ্গাইল জেলার মধুপুরে সরকারি জমি লিজ নিয়ে আনারসের চাষাবাদ শুরু করেন।
২১. পরিবেশের কোন উপদাান বিবেচনায় ফরহাদ টাঙ্গাইল জেলার মধুপুরে আনারস চাষ শুরু করেন?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক. ঘ. রাজনৈতিক
২২. অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে?
ক. ৭ জন খ. ১০ জন গ. ২০ জন ঘ. ৫০ জন
উদ্দীপকটি পড়ো এবং ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
মি. মিল্টন তার পরিবারসহ সিলেটে বেড়াতে যান। সেখানে যাবতীয় ব্যয় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং কার্ডের মাধ্যমে সম্পন্ন করেন। কার্ডের সঞ্চিত টাকা শেষ হয়ে যাওয়ার পর তিনি ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা করতে বলেন। অতঃপর তিনি সিলেটের ঐ ব্যাংকের শাখা বুথ থেকে কিছু টাকা উত্তোলন করেন এবং কিছু দিন পর স্বাচ্ছন্দ্যে বেড়ানো শেষে ঢাকায় ফিরে আসেন।
২৩. উদ্দীপকে মি. মিল্টন নিচের কোনটির সাহায্যে টাকা উত্তোলন করেন?
ক. ডেবিট কার্ড খ. এসএমএস ব্যাংকিং
গ. ক্রেডিট কার্ড ঘ. ই-ব্যাংকিং
২৪. কোন সংগঠন পরিচালনার জন্য কমপক্ষে ৩ জন পরিচালক থাকতে হয়?
ক. সমবায় খ. অংশীদারি
গ. প্রাইভেট লি. কোম্পানি
ঘ. পাবলিক লি. কোম্পানি
২৫. বিশ্ববাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. জাকার্তা খ. জেনেভা গ. নয়াদিলি ঘ. ভিয়েনা

উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
নীলাচল টেক্সটাইল লি. নামক প্রতিষ্ঠানটি দেশের অন্যতম একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তাদের অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
২৬. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত?
ক. ব্যবসায় নৈতিকতা খ. সহায়ক সেবা
গ. সামাজিক দায়িত্ব ঘ. ব্যবসায় মূল্যবোধ
২৭. উষ্টীপএক বণিট্টত পণ্ঠতি”¤ানটির রৈৃপ কাযট্টকত্থম গণ্ঠহণ করার ফএল@
I. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
II. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়
III. প্রতিযোগিতায় টিকে থাকতে সমর্থ হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
২৮. আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. বিশ্লেষণ শিল্প খ. যৌগিক শিল্প
গ. প্রক্রিয়াভিত্তিক শিল্প ঘ. সংযোজন শিল্প
২৯. বর্তমান কত সালের আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়?
ক. ১৯৩২ খ. ১৯৯৪ গ. ২০০১ ঘ. ২০০৪
৩০. পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?
ক. শেয়ারসংখ্যা খ. মূলধন
গ. পরিচালকের সংখ্যা ঘ. শেয়ারহোল্ডারদের দায়
৩১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত?
I. সৃজনশীল কাজ II. ঝুঁকি ও অনিশ্চয়তা
III. মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩২. নিচের কোনটি আঞ্চলিক বাণিজ্য সংস্থার বহিভ‚র্ত?
ক. বিমস্টেক খ. বিশ্ববাণিজ্য সংস্থা
গ. আসিয়ান ঘ. সাপটা
৩৩. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো
I. অসীম দায় II. প্রচুর মূলধন
III. মালিকের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আকবর একজন তুলা ব্যবসায়ী। তিনি বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বিভিন্ন স্পিনিং মিলে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। গুদামে পণ্য থাকা অবস্থায় সম্ভাব্য ক্ষতির বিপক্ষে তিনি একটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি সম্পাদন করেন। ক্ষতি সংঘটিত হলে বিমা কোম্পানি যথারীতি বিমা দাবি পরিশোধ করে।
৩৪. উদ্দীপকে বর্ণিত জনাব আকবরের বিমা চুক্তি কোন বিমার অন্তর্গত?
ক. দায় বিমা খ. নৌ বিমা
গ. জীবন বিমা ঘ. অগ্নি বিমা
৩৫. উক্ত বিমা চুক্তি সম্পাদন করার ফলে
I. ব্যবসায় সম্প্রসারণ হবে
II. ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস পাবে
III. সম্পত্তির পুনঃস্থাপন হবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৬. পরিবহন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. সময়গত খ. স্বত্বগত
গ. রূপগত ঘ. স্থানগত
৩৭. সমবায় আইন অনুযায়ী সমিতির একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে?
ক. ১৪ অংশ খ. ১৫ অংশ গ. ১২ অংশ ঘ. ১৩ অংশ
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
লাভ-ক্ষতি মূলধন অনুপাতে বণ্টন করা হবে এ শর্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শফিক, আবিদ ও মিহির তিন বন্ধু মিলে ব্যবসায় শুরু করে। বছরের শুরুতে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০, ৭০,০০০ ও ১,০০,০০০ টাকা।
৩৮. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?
ক. অংশীদারি খ. যৌথ মূলধনী
গ. সমবায় ঘ. রাষ্ট্রীয়
৩৯. উক্ত ব্যবসায়ে মুনাফার পরিমাণ ৪৪ হাজার টাকা হলে মিহিরের প্রাপ্য মুনাফা কত?
ক. ৫,০০০ টাকা খ. ৭,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা
৪০. পণ্য ও সেবার বাজারজাতকরণ কোন ধরনের সহায়কা সেবা?
ক. উদ্দীপনামূলক সহায়ক
খ. সমর্থনমূলক সহায়ক
গ. সংরক্ষণমূলক সহায়ক
ঘ. সরকারি সহায়ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।