HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | কুমিল্লা বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | কুমিল্লা বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কুমিল্লা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

৪৮. কুমিল্লা বোর্ড-২০১৭

সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]

১. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভ‚মিকা পালন করে কোনটি?
ক. ব্যাংক.             খ. বিমা
গ. সমবায় সমিতি ঘ. ব্যবসায়

২. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত খ. স্থানগত
গ. স্বত্বগত  ঘ. সময়গত

উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
আনোয়ার পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে মুরগির খামার স্থাপন করে। সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় হলে বাজারে সরবরাহ করে।
৩. আনোয়ারের কাজটি কোন ধরনের?
ক. বাণিজ্য             খ. শিল্প
গ. আÍকর্মসংস্থান ঘ. প্রক্রিয়াজাত

৪. আনোয়ারের মুরগি পালনের কারণ
I. পৈত্রিক ব্যবসায়
II. আÍকর্মসংস্থানের সুযোগ
III. মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

৫. বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উন্নতির কারণ
I. মূলধনের প্রাচুর্য
II. দক্ষ উদ্যোক্তা
III. সস্তা শ্রম
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

৬. সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?
ক. রাজনৈতিক. খ. অর্থনৈতিক
গ. আইনগত      ঘ. প্রযুক্তিগত

৭. স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি?
ক. উদ্দেশ্য খ. মূলধন
গ. সম্মতি    ঘ. দায়

উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
অ ও জ দুটি মোবাইল কোম্পানি। ‘অ’ কোম্পানির ৮০% শেয়ার ‘জ’ কোম্পানি ক্রয় করে ব্যবসায় পরিচালনা করছে।
৮. উদ্দীপকে ‘জ’ কোম্পানি কোন ধরনের?
ক. সাবসিডিয়ারি খ. বিধিবদ্ধ
গ. প্রাইভেট          ঘ. হোল্ডিং

৯. ‘জ’ কোম্পানির এমন সিদ্ধান্তের কারণ
I. ব্যবসায় সম্প্রসারণ
II. বন্ধুত্ব সৃষ্টি
III. মুনাফা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

১০. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল লক্ষ্য কোনটি?
ক. জনকল্যাণ                  খ. মুনাফা অর্জন
গ. মূল্যের স্থিতিশীলতা     ঘ. আঞ্চলিক বৈষম্য দূর

১১. রাষ্ট্রীয় ব্যবসায়ের খাত হলো
I. বাংলাদেশ রেলওয়ে
II. রাজশাহী মেডিকেল কলেজ
III. পর্যটন কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

১২. দায় বিবেচনায় কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ক. অংশীদারি খ. একমালিকানা
গ. সমবায়       ঘ. যৌথ মূলধনী

১৩. ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কী অর্জিত হয়?
ক. বিক্রয় বৃদ্ধি             খ. অধিক মুনাফা
গ. ব্যবসায় সম্প্রসারণ ঘ. ব্যবসায়িক সুনাম

 

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম কুমিল্লা বোর্ড ২০১৭ বহুনির্বাচনি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

 

উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়। তাই মাছ ব্যবসায়ী আজমল অতিরিক্ত মুনাফার প্রত্যাশায় কয়েক মাস পূর্ব থেকেই ইলিশ মাছে এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে গুদামে সংরক্ষণ করেন।
১৪. মি. আজমলের কাজটি কোন বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ?
ক. গুদামজাতকরণ খ. মুনাফা অর্জন
গ. নৈতিকতা             ঘ. চাহিদা পূরণ

১৫. উদ্দীপকে উলি­খিত অবস্থা মোকাবিলায় একজন দায়িত্বশীল ব্যবসায়ীর করণীয়
I. স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ
II. মজুদ বৃদ্ধি
III. মনোভাবের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

১৭. কোন ধরনের প্রতিষ্ঠানে ই-রিটেইলিং অধিক ব্যবহৃত হয়?
ক. শেয়ার বাজার খ. বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান
গ. বিমা প্রতিষ্ঠান ঘ. ব্যাংক

উদ্দীপকটি পড়ো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মিজানুর রহমান ‘বাংলাদেশ জামদানি লি.’ এর কর্ণধার। তার প্রতিষ্ঠানের উৎপাদিত শাড়ি বিশ্বের ৫০টি দেশে রপ্তানি হয়। তিনি বিভিন্ন দেশে তার শাখা অফিসগুলোতে যোগাযোগের ক্ষেত্রে এক বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। যার মাধ্যমে মিজানুর রহমান ও আঞ্চলিক অফিসগুলোর কর্মীরা পরস্পরকে সরাসরি দেখতে পারেন এবং তথ্য আদান-প্রদান করেন।
১৮. উদ্দীপকে যোগাযোগের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. সেমিনার                 খ. টেলিকনফারেন্স
গ. ভিডিও কনফারেন্স ঘ. আলোচনা সভা

১৯. একটি সফল উদ্যোক্তার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার কারণ কোনটি?
ক. ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশা
খ. মূল লক্ষ্য অর্জন
গ. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা
ঘ. ব্যবসায়ের সম্প্রসারণ

উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
মি. মিলন যমুনা নদীর তীরে কালিতলা নামক স্থানে কিছু জমি লিজ নিয়ে একটি বিনোদনকেন্দ্র গড়ে তোলেন।
২০. মি. মিলনের বিনোদন কেন্দ্র গড়ে তোলাকে কী বলে?
ক. উদ্যোগ.              খ. আÍকর্মসংস্থান
গ. ব্যবসায় উদ্যোগ. ঘ. ব্যবসায়

২১. মি. মিলনের বিনোদন কেন্দ্র পরিচালনায় যে সমস্যার মুখোমুখি হতে পারেন
I. নিরাপত্তাহীনতা
II. অভিজ্ঞতার অভাব
III. মূলধনের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. I ও II   খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III

২২. বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত?
ক. ২০০০ খ. ২০০৬
গ. ২০০৯ ঘ. ২০১১

২৪. রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. শিক্ষা   খ. অর্থ
গ. বাণিজ্য ঘ. শিল্প

 

 

২৫. ঝঅচঞঅ-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
ক. মালদ্বীপ খ. ভুটান
গ. নেপাল    ঘ. আফগানিস্তান

উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস সাদিয়া পদ্মা লি.-এর কিছু শেয়ার কিনেছেন। তার বান্ধবী সোনিয়াও একই প্রতিষ্ঠানের ২ লাখ টাকার ঋণপত্র কেনেন। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় মিসেস সাদিয়া ভোট দিতে পারলেও মিসেস সোনিয়া সে সুযোগ পাননি।
২৬. মিসেস সোনিয়া ভোটদানের সুযোগ না পাওয়ার কারণ কী?
ক. নিজেই প্রার্থী ছিলেন
খ. সম্প্রতি স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছেন
গ. ভোটাধিকার নেই
ঘ. কমমূল্যের ঋণপত্র কেনা

২৭. মিসেস সোনিয়া আগামীতে ভোট দিতে চাইলে কী করতে হবে?
ক. আরো ঋণপত্র ক্রয়
খ. সাদিয়াকে কোম্পানি থেকে বাদ দেয়া
গ. পদ্মা লি.-এর শেয়ার ক্রয় করা
ঘ. কোম্পানিতে কর্মচারী হিসেবে যোগদান

২৮. লেখক ও প্রকাশকের মধ্যে মুদ্রণ সম্পর্কিত চুক্তিকে কী বলে?
ক. ট্রেডমার্ক. খ. পেটেন্ট
গ. কপিরাইট ঘ. ফ্রানসাইজিং

২৯. কোন ব্যবসায় সংগঠন নিæবিত্ত মানুষের আÍরক্ষার উপায় হিসেবে বিবেচিত?
ক. অংশীদারি      খ. কোম্পানি
গ. একমালিকানা ঘ. সমবায়

৩০. অংশীদারি ব্যবসায়ে বিলোপসাধন কতভাবে হয়ে থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ৭ সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০

ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৭ | সৃজনশীল প্রশ্নোত্তর ১৬-২০ : ব্যবসায় সংগঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *