HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায় দ্বিতীয় – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির বহুনির্বাচনি সমুহ:
১। ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) ডেটা কমিউনিকেশন (খ) ডেটা ট্রান্সমিশন
(গ) সিনক্রোনাস ডেটাট্রামিশন (ঘ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
২। কোন ট্রাকন্সমিশন পদ্ধতিতে পেরক ও একজন প্রাপককের মধ্যে ডেটা আদান-প্রাদান হয়ে থাকে?
(ক) ব্রডকাস্ট ট্রান্সমিশন
(খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড
(গ) মাল্টিকাস্ট ট্রান্সমিশন
(ঘ) ডেটা ট্রান্সমিশন মোড
৩। প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত?
(ক) ৬ (খ) ৫
(গ) ৩ (ঘ) ৭
৪। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের নাম কী?
(ক) ব্রডাকাস্ট (খ) সিমপ্লেক্স
(গ) ফুল-ডুপ্লেক্স (ঘ) হাফ-ডুপ্লেক্স
৫। নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়? (অনুধাবন)
(ক) সিমপ্লেক্স (খ) ব্রডকাস্ট
(গ) মাল্টিকাস্ট (ঘ) হাফ-ডুপ্লেক্স
৬। সাধারণত কোন ওয়্যারলেসে প্রযুক্তি ব্যবহার হয়? (প্রয়োগ)
(ক) আল্ট্রো ভায়োলেট টেলিকমিউনিকেশন
(খ) ইলেকক্টো ম্যাগনিটিক ওয়্যারলেস টেলিকমিউনিকেশন
(গ) লাইট ইমেলেটিং টেলিকমিউনিকেশন
(ঘ) ইনফ্রারেড
৭। নিচের কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিওে জড়নো থাকে? (অনুধাবন)
(ক) প্লাস্টিকের আবরণ (খ) সুতার জাল
(গ) প্লাস্টিকের ফোমের ইনসুলেশন
(ঘ) ফোমের ইনসুলেশন
৮। কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা? (উচ্চতার দক্ষতা)
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৬
৯। কোনটি কো-এক্সিয়াল ক্যাবলে সুুবিধা? (উচ্চতর দক্ষতা)
(ক) টুইস্টেডে পেয়ারের গতি
(খ) ডেটা ট্রান্সফার রেট কম
(গ) ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম
(ঘ) সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম
১০। ডেটা ট্রান্সমিণ স্পিডের ক্ষুদ্রত্তম একক কী?
(ক) mbps (খ) bps
(গ) kbps (ঘ) gbps
১১। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিনিকেশন করে?
(ক) সিমপ্লেক্স (খ) হাফ ডুপ্লেক্স
(গ) ফুল ডুপ্লেক্স (ঘ) মাল্টিকাস্ট
১২। কোন ফাইবার অপটিক ক্যাবলের বড় বৈশিষ্ট্য?
(ক) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে রশ্মি ট্র্যান্সমিট করে
(খ) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক রশ্মি ট্রান্সমিট করে
(গ) ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে ক্যাবল ট্রান্সমিট করে
(ঘ)ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে ডেটা ট্রান্সমিট করে
১৩। একটি চ্যালেন দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
(ক) 1800 bps (খ) 2700 bps
(গ) 5400 bps (ঘ) 600 bps
১৪। ভয়েজ ব্যান্ডে বেশি ব্যবহৃত হয় কোনটিতে?
(ক) টেলিফোন (খ) ট্যালিগ্রাফে
(গ) স্যাটেলাইটে (ঘ) কম্পিউটারে
১৫। কোনটি ফুল ডুপ্লেক্স মোড?
(ক) রেডিও (খ) টেলিফোন
(গ) ওয়াকিটকি (ঘ) টেলিভিশন
১৬। কোন ভিভাইস হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা আদান-প্রদান করে?
(ক) রেডিও (খ) টেলিফোন
(গ) ওয়াকিটকি (ঘ) টেলিভিশন
১৭। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবল মাত্র একজন গ্রহণ করতে পারে তাকে কী বলে?
(ক) ইউনিকাস্ট (খ) মাল্টিকাস্ট
(গ) সিনক্রোনাস (ঘ) এ্যাসনক্রোনাস
১৮। ডেটা ট্রাসন্সমিশনের কোন চ্যালনটিতে খরচ কম?
(ক) অপটিক্যাল ফাইবার (খ) টুইস্টেড পেয়ার কেবল
(গ) মাইক্রোওয়েব (ঘ) স্যাটালাইট
১৯। কোন ক্যাবলে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়?
(ক) অপটিক্যাল ফাইবার (খ) ইউ.টি.পি
(গ) এস.টি.পি (ঘ) কো-এক্সিয়াল
২০। কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নি কোনটি তৈরি হয়?
(ক) ডেটা-এক্সিয়েল (খ) টুইস্টেড পেয়ার
(গ) অপটিক্যাল ফাইবার (ঘ) রাউটার
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:
১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.খ
১১.গ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.গ
২১। ফাইবার অপটিকের ফটোডিকটরের কাজ কোনটি?
(ক) ডেটা এ্যাস্পিফিকেশন
(খ) উদ্ধারকৃত ডেটা ফিল্টরেশন
(গ) ফাইবার অপটিক থেকে ডেটাকে ডিমুলেশন
(ঘ) ফাইবার অপটিকস থেকে ডেটাকে উদ্ধার
২২। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি?
(ক) UTP (খ) STP
(গ) Co-axial (ঘ) Fiber Optic
২৩। কোন উক্তিটি হার ও সুইচের ক্ষেত্রে প্রয়োজ্য?
(ক) ডেটা প্রসেসিংর এর ক্ষেত্রে সুইচ সর্বদা এগিয়ে
(খ) পোস্টের সক্রিয়তার দিক থেকে হার সুইচের চেয়ে বেশি
(গ) দামের ক্ষেত্রে এদের মধ্যে তেমন কোন পার্থক্য নেই
(ঘ) ডেটা সংঘর্ষে বা কলিশনে উভয়ে সমান পারদশী
২৪। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়?
(ক) হাব (খ) রাউটার
(গ) গেটওয়ে (ঘ) সুইচ
২৫। কোন টপোলচি ডঅঘ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(ক) স্টার (খ) রিং
(গ) হইবিট (ঘ) বাস
২৬। এ্যানালগ মোবাইল কোন প্রজন্মের?
(ক) চতুর্থ (খ) তৃতীয়
(গ) দ্বিতীয় (ঘ) প্রথম
২৭। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য?
(ক) আন্তর্জাতিক রোমিং সুবিধা
(খ) আইপি নির্ভর ওয়্যাললেস নেটওয়ার্ক সিস্টেম
(গ) মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনের সংযোগ
(ঘ) সেমিকান্ডক্টও ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার
২৮। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটি?
(ক) সার্বক্ষনিক ব্যবহার করা যায়
(খ) তথ্য কিভাবে সংরক্ষিত হয় তা জানা যায়
(গ) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়
(ঘ) নিজেস্ব হার্ডওয়্যার প্রয়োজন
২৯। হটস্পট কী?
(ক) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
(খ) তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা
(গ) তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা
(ঘ) বিশ^ব্যাপি নেটওয়ার্ক
৩০। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
(ক) PNA (খ) LAN
(গ) MNA (ঘ) WAN
৩১। মেসটেপোলজির বৈশিষ্ট্য কোনটি?
(ক) অনেক বেশি নির্ভরযোগ্য (খ) তুলনামূলক খরচ কম
(গ) কম রাউটার দরকার হয় (ঘ) অবকাঠামো দুর্বল
৩২। হার ব্যবহৃত হয় কোন টপোলজিতে?
(ক) রিং (খ) স্টার
(গ) বাস (ঘ) মেশ
৩৩। ব্লুট্রুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
(ক) PNA (খ) LAN
(গ) MNA (ঘ) WAN
৩৪। ভূ-পৃষ্ঠের যে রিসিভিং অ্যান্টনা ব্যবহার করা হয় তার নাম কী? (জ্ঞান)
(ক) মেটাবলিক (খ) প্যারাবলিক
(গ) অ্যান্টিনা (ঘ) মাইক্রোওয়েব
৩৫। ডর-গঅঢ প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে?
(ক) WMAN (খ) WWAN
(গ) WLAN (ঘ) WPAN
৩৬। সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করার পদ্ধতি –
(ক) Wi-fi (খ) Wi-max
(গ) Blutooth (ঘ) Sattelite
৩৭। পাহাড়ী এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক? (উচ্চতার দক্ষতা)
(ক) কো- এক্সিয়াল (খ) অপটিক্যাল ফাইবার
(গ) ওয়্যারলেস (ঘ) টুইস্টেট
৩৮। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
(ক) ই-মেইল (খ) ফেসবুক
(গ) টেলিকনফারেন্সিং (ঘ) টুইটার
৩৯। কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মাটফোনে এবই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে?
(ক) Bluetooth (খ) Wi-Fi
(গ) WAN (ঘ) LAN
৪০। বাস টপোলজির ব্যাকবোন কোনটি?
(ক) হোস্ট কম্পিউটার (খ) হাব
(গ) ক্লায়েন্ট কম্পিউটার (ঘ) প্রধান ক্যাবল
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:
২১.ঘ২২. ঘ ২৩.ক ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.খ২৮.ক ২৯.গ ৩০.ঘ
৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.খ৩৫.ক ৩৬.ঘ ৩৭.গ ৩৮.গ ৩৯.খ ৪০.ঘ
৪১। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কোয়টি?
(ক) ৩ (খ) ৪
(গ) ৫ (ঘ) ৬
৪২। GSM পূর্ণ অর্থরুপ কী?
(ক) Global System for Mobiale Communication
(খ) Global System for Mobiale Communication
(গ) General System for Mobiale Communication
(ঘ) General System for Mobiale Community
৪৩। নিচের কোনটি FTP-এর পূর্ণরুপ? (অনুধাবন)
(ক) Frist Telephone Program (খ) Frist Telephone Program
(গ) File Transfer Protocol
(ঘ) File Transfer Protocol
৪৪। রহিম ও করিম মোবাইলে কথোপকথন করছে। এক্ষেত্রে কোন মোড় কাজ করছে?
(ক) সিমপ্লেক্স (খ) হাফ-ডুপ্লেক্স
(গ) ফুল-ডুপ্লেক্স (ঘ) মাল্টিকাষ্ট
৪৫। কয়েন্ট সার্ভর নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে-
(ক) LAN (খ) MAN
(গ) WAN (ঘ) PAN
৪৬। কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?
(ক) সুইচ (খ) রাউটার
(গ) হাব (ঘ) গেটওয়ে
৪৭। কোন নেটওয়ার্ক টপোজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়?
(ক) RING (খ) BUS
(গ) STAR (ঘ) MCSH
৪৮। কোনটি আইসিটিতে নৈতিকতা নির্দেশ করে?
(ক) ইন্টারনেটের যথেচ্ছা ব্যবহার
(খ) তথ্যের গোপনীয়তা বজায়
(গ) দক্ষ হ্যাকার হওয়া
(ঘ) নিরাপত্তার হস্তক্ষেপ করা
৪৯। NIC-এর পূর্ণরুপ কী?
(ক) Network Interet Card
(খ) Network Indenifid Card
(গ) Network Interface Card
(ঘ) Network Information Card
৫০। কোনটি ৩এ মোবাইল ফোনের বৈশিষ্ট্য?
(ক) নেটওয়ার্কে রেড়িও সিগন্যালে হিসেবে অ্যানগল
সিস্টেমে ব্যবহার
(খ) মোবাইল ডেটা পরিচালনার জন্য সিমপ্লেক্স মোড
নেওটয়ার্কে ব্যবহার
(গ) ভিডিও কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যায়
(ঘ) ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে
৫১। কোনটি গেটওয়ের কাজ?
(ক) বিভিন্নধর্মী নেটওয়ার্কক সংযুক্ত করা
(খ) ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা
(গ) সিগন্যাল পরিবর্তন করা
(ঘ) নিটওয়ার্ক ব্যাকবোন হিসেবে কাজ করা
৫২। কোনটি স্টার ব্যাকবোন সম্প্ররিত রুপ?
(ক) রিং (খ) বাস
(গ) মেশ (ঘ) ট্রি
৫৩। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডাটা সঞ্চালন মোড হল-
(ক) Simplex (খ) Half Dupex
(গ) Full Dupex (ঘ) Multipex
৫৪। এসিনক্রোনাস ডেটার ট্রান্সিমিশনের সুবিধা কোনটি?
(ক) বøক আকারে ডেটা ট্রান্সমিট
(খ) বেশি ডাটা ট্রান্মমিট হয়
(গ) প্রাইমারী স্টেরেজ ডিভাইজসের প্রয়োজন নেই
(ঘ) বিরতিহীন ভাবে ডেটা ট্রান্সমিমট করে
৫৫। কোনটি Network Topolog?
(ক) LAN (খ) BUS
(গ) WAN (ঘ) MAN
৫৬। জিএসএম (এঝগ) সার্ভিস এর বৈশিষ্ট্য কোনটি?
(ক) কল খরচ কম (খ) রোমিং সুবিধা
(গ) সীমিত অপারেটের (ঘ) আলাদা ব্যান্ডউইথ
৫৭। কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?
(ক) Wi-Max (খ) ব্লু-টুথ
(গ) ইনফোরেড (ঘ) Wi-Fi
৫৮। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?
(ক) জ্যাকেট (খ) ক্লাডিং
(গ) কোর (ঘ) বাফার
৫৯। ভয়েস ব্যান্ড এর গতি কত?
(ক) ৪৫-৩০০ bps (খ) ৯৬০০ bps
(গ) ১ bps (ঘ) ৯৬০০ bps
৬০। কোন প্রজন্মের মোবাইল প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) চতুর্থ
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:
৪১.গ ৪২.ক ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.ক ৪৮.খ ৪৯. গ ৫০.গ
৫১.ক ৫২.ঘ ৫৩.ক ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.খ ৬০.গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।