HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির তৃতীয় অধ্যায় হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির তৃতীয় অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
১। সর্বপ্রথম গণনার কাজ খি:পূ: কত বছর আগে শুরু হয়?
(ক) ১০০০ (খ) ১৫০০
(গ) ২৫০০ (ঘ) ৩০০০
২। কম্পিউটার অভ্যন্তীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
(ক) দশমিক (খ) বাইনারি
(গ) অকটাল (ঘ) হেক্সাডেসিমেন্ট
৩। শূন্য এর উদ্ভব হয় কোন সংখ্যা পদ্ধতি থেকে?
(ক) গ্রীক (খ) হিন্দু
(গ) রোমান (ঘ) চাইনিস
৪। প্রথম গণনার কাজের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার
করা হয়?
(ক) European (খ) Egypitan Hieroglypic
(গ) Devangari (ঘ) Arabic
৫। ডিজিটাল সার্কিট বুঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী?
(ক) দশমিক (খ) বাইনার
(গ) অকটাল (ঘ) হেক্সোমিল
৬। বেজ এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?
(ক) ২ (খ) ৪
(গ) ৮ (ঘ) ১০
৭। দশমিক থেকে ৯৪ হলে হেক্সাডেসিমেল হবে-
(ক) ৬ F (খ) ৬ E
(গ) ৫ F (ঘ) ৫ E
৮। কয়টি সংখ্যা পদ্ধতি তুমি বাস্তব জীবনে ব্যবহার কর?
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
৯। ইবিসিডিআইসি কত বিটের কোড?
(ক) ৪ (খ) ৮
(গ) ১৬ (ঘ) ৩২
১০। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম সমতুল্য বাইনারি সংখ্যায় রুপান্তরের কোড কোনটি?
(ক) ১ (খ) ৭
(গ) ৮ (ঘ) ৯
১১। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারি সংখ্যায় রুপান্তরের কোড কোনটি?
(ক) ASCII (খ) BCD
(গ) UniCode (ঘ) EBCDIC
১২। EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?
(ক) ৪ (খ) ৭
(গ) ৮ (ঘ) ১৬
১৩। BCD এর পূর্ণরুপ কী?
(ক) Bar Coded Decimal
(খ) Binary Coded Decimal
(গ) Bar Cod Decimal
(ঘ) Binary Compact Disc
১৪। ৬ঈ এর বাইনারি সংখ্যা হলো-
(ক) ১০০১১০০ (খ) ০১১০১১০০
(গ) ০১০০১০১০ (ঘ) ০১০০১১০১
১৫। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
(ক) ২ (খ) ৮
(গ) ১০ (ঘ) ১৬
১৬। দশমিক সংখ্যা ৯১ এর বাইনারি রুপ কোনটি?
(ক) ১০১১০১১ (খ) ১১০১০১০
(গ) ১১১০০১১ (ঘ) ১১০১১০১
১৭। EBCDIC কোড কত বিটের?
(ক) ৩ (খ) ৪
(গ) ৭ (ঘ) ৮
১৮। বাংলা বর্ণমাল কোন কোডভুক্ত?
(ক) BCD (খ) ASCII
(গ) UNICOD (ঘ) EBCDIC
১৯। বাইনারির ১১১১ এর দশমিক সংখ্যায় মান কোনটি?
(ক) ১৪ (খ) ১৫
(গ) ১৬ (ঘ) ১৭
২০। (.৮৭৫)১০ সংখ্যাটির সমকক্ষ বাইনারির নাম লিখ।
(ক) (.১১১)২ (খ) (.১১০১)২
(গ) (.০১১)২ (ঘ) (.০১১১)২
১.ঘ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ
৮.ক ৯.খ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ
১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.ক
২১। (.৬৬)৮ এর পরের সংখ্যাটির বাইনারির মান কত?
(ক) ১১০১১১ (খ) ১০১০০১
(গ) ১১০১০১ (ঘ) ১১১০০১
২২। ৯৫-এর BCD কোডে মান হলো-
(ক) ১১০১১১ (খ) ১১১০০১
(গ) ১১০১১০ (ঘ) ১০০০১
২৩। বাইনারি ১১১.১ এর দশমিক সংখ্যায় মান কোনটি?
(ক) ৫.৫০ (খ) ৭.৫০
(গ) ২.২৫ (ঘ) ৭.২৫
২৪। বাইনারিতে ১১০.০১ + ১০১.১০ এর মান কত?
(ক) ১১০০.১০ (খ) ১১১০.০১
(গ) ১০০১.১১ (ঘ) ১০১১.১১
২৫। হেক্সাডেসিমেল পদ্ধতিতে ঊ এর সমতুল্য দশমিক মান কত?
(ক) ১০০১ (খ) ১১১১
(গ) ১১১০ (ঘ) ১০১০
২৬। বুলেয়ান এ্যালজারয়ায় চলকের কয়টি মান থাকে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
২৭। (১১০১)২ =(?)১০
(ক) ১৫ (খ) ১৪
(গ) ১৩ (ঘ) ১২
২৮। হেক্সাডেসিমেল পদ্ধতিতে ঊ এর সমতুল্য দশমিক মান কত?
(ক) ১০ (খ) ১১
(গ) ১৩ (ঘ) ১২
২৯। (DADA)১৬ অপেক্ষা (BABA)১৬ কত ছোট?
(ক) (১০১০)১৬ (খ) (২০২০)১৬
(গ) (৩০৩০)১৬ (ঘ) (৪০৪০)১৬
৩০। NOR কোন ধরনের আউটপুটের বিপরীত?
(ক) OR(খ) AND
(গ) X-OR (ঘ) X-NOR
৩১। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১১৭ এর আউটপুটের বিপরীত?
(ক) ২৭০ (খ) ২০০
(গ) ১৭০ (ঘ) ১০০
৩৩। NADA গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত?
(ক) NDA (খ) OR
(গ) X-OR (ঘ) X-NOR
৩৪। কোনটি মৌলিক লজিক গেইট?
(ক) AND (খ) NOR
(গ) OR (ঘ) X-OR
৩৫। টহরপড়ফব কত বিটের?
(ক) ৩ (খ) ৪
(গ) ৮ (ঘ) ১৬
৩৭। (৩১)১০ সংখ্যাটির সমতুল্য বাইনারি মান-
(ক) ১০০১১ (খ) ১১১১১
(গ) ১১০১০ (ঘ) ১০১০১
৩৮। কোনটি সার্বজনীন লজিক গেইট?
(ক) AND (খ) NAND
(গ) OR(ঘ) NOT
৩৯। ডিজিটাইল ইলেকনিক্স সার্কিট +৫ ভোল্ট নির্দেশ করে-
(ক) ০ (খ) ১
(গ) ১০ (ঘ) ১০১
৪০। F=(A+B) সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?
(ক) OR (খ) AND
(গ) NOT (ঘ) NOR
২১.ক ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.ঘ
২৯.খ ৩০.ক ৩১.খ ৩২.ক ৩৩.ক ৩৪.গ ৩৫.ঘ
৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.ক
৪১। বাইনারি নিয়মে গুণ করা মানে-
(ক) বার বার গুণ (খ) বার বার যোগ
(গ) বার বার বিয়োগ (ঘ) বার বার ভাগ
৪২। (৭৭)৮ এর পূর্বের মানটি কত?
(ক) ৭৬ (খ) ৭৫
(গ) ৬৭ (ঘ) ৭৮
৪৩। (৭৭)৮ এর পরের মানটি কত?
(ক) ৭৪ (খ) ১০১
(গ) ৬৭ (ঘ) ১০০
৪৪। (১০)১৬ এর পূর্বের মানটি কত?
(ক) ৯ (খ) A
(গ) E (ঘ) F
৪৫। কোন কোডের মাধ্যমে দশমিক সংখ্যার প্রতিটি অংকের সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়?
(ক) BCSII (খ) EBCDIC
(গ) BCD (ঘ) ASCII
৪৬। ১০১ই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে?
(ক) বাইনারি (খ) দশমিক
(গ) অক্ট্যাল (ঘ) হেক্সাডেসিমল
৪৭। (২৭৫)১০ সমতুল্য BCD কোড কত?
(ক) ০১০১০১১১০১০
(খ) ০০১০০১১১০১০১
(গ) ০০১০০১১০০১০১
(ঘ) ০০১০০১১১০০০১১
৪৮। যদি P,Q, R এবং ঝ চারটি বুলিয়ান চালক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?
(ক) ৪ (খ) ৮
(গ) ১৬ (ঘ) ৩২
আইসিটি শিক্ষক ক্লাশে মিতাকে জিজ্ঞেস করলেন তোমার
ক্লাল রোল কত? মিতা উত্তর দিল ৩উ। সংখ্যাটির
৪৯। দশমিক পদ্ধতিতে মিতার রোল কত?
(ক) ৬০ (খ) ৬১
(গ) ৯৪ (ঘ) ৯৫
৫০। বাইনারের পদ্ধতিতে মিতার রোল কত?
(ক) ১১১০১১ (খ) ১১১১০১
(গ) ১১০১১১ (ঘ) ১১০০১১
৫১। ৫টি ইনপুট বিশিষ্ট্য ডিকোডারের আইটপুট লাইন কতটি?
(ক) ৮ (খ) ১৬
(গ) ৩২ (ঘ) ৬৪
৫২। Alphanumeric code কোনটি?
(ক) A1(খ) AB
(গ) ২৪ (ঘ) + i
৫৩। ৯২১০ = ?
(ক) ১০০১০০১০ BCB (খ) ১০১০১১২
(গ) ৭২৮ (ঘ) অ২১৬
৫৪। ১০১২+১০০২=?
(ক) ৯২১০ (খ) ১০১১২
(গ) অ১৬ (ঘ) ১৩৮
৫৭। বুলিয়ান স্বত্বঃসিন্ধ মতে ১+১ = ?
(ক) ০ (খ) ১
(গ) ২ (ঘ) ১০
৬০। AB + BC + CD এখানে কয়টি খড়মরপ Logic gate ব্যবহৃত হয়েছে?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
৪১.ঘ ৪২.ক৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.গ ৪৯. খ
৫০.খ ৫১.গ ৫২.ক ৫৩.ক ৫৪.ক ৫৫.গ ৫৬.ক
৫৭.খ ৫৮.ক ৫৯.গ ৬০.ক
৬৪। x + y+ z = ?
(ক) x (খ) y
(গ)xy (ঘ) x+y
৬৫। যদিA=0, B=1, C=1 তাহলে অ A (B+C) এর মান কত?
(ক) ০ (খ) ১
(গ)A+BC (ঘ) A+BC
৬৬। 2 to 4 line decoder –এ কয়টি input
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
৬৭। তিন বিট Count এর মাধ্যমে Count করা যায়-
(ক) ০-৯ (খ) ০-৫
(গ) ০-৭ (ঘ) ০-৮
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন :
৬৮। ৫৪৯ সংখ্যাটি হতে পারে?
(i) অক্টাল (ii) ডেসিমল
(iii) হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬৯। লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে-
(i) জটিল সমীকরণ সহজ করা
(ii) সহজে সার্কিট তৈরি করা
(iii) যোগফল বের করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৭০। ১০১ সংখ্যাটিতে হচ্ছে-
(i) বাইনারি (ii) অক্টাল
(iii) ডেসিমেল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৭১। ৩১০.৭৬ সংখ্যাটিতে কোন সংখ্যা পদ্ধতি?
(i) দশমিক (ii) অক্টাল
(iii) হেক্সাডেসিমল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৭২। পজিশনার সংখ্যাটি মান নির্ণয় করতে প্রয়োজন-
(i) সংখ্যাটির মোট অংক
(ii) অংকের নিজেস্ব মান
(iii) অংকের স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৭৩। জবংরংঃবৎ ব্যবহার করা হয়-
(i) ০, ১ স্টোর করতে
(ii) ০ ও ১ যোগ করতে
(iii) উধঃধ ঝযরভঃ করতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৭৪। NAND গেইট ব্যবহার করে তৈরি করা যায়-
(i)OR Gate (ii) AND Gate
(iii) NOT Gate
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) u, ii ও iii
৭৫। যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়?
(i) On, Off (ii) High, Low
(iii) Positiv, Negative
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৭৭। কোন বর্তনী B বর্ণ কে ASCII তে রুপান্তর করে-
(i) অ্যাডার (ii) এনকোডার
(iii) ডিকোডার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৭৮। AOR গেট থেকে পাওয়া যায়-
(i) মৌলিক (ii) যৌগিক
(iii) সর্বজনীন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৭৯। XOR যে গেইটের সমন্বয় গঠিত তা হচ্ছে-
(i) AND + OR
(ii) OR + NOT
(iii) NOT + AND
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৮০। XOR যে গেইট যে গেইটের সমন্বয়ে গঠিত তা হচ্ছে-
(i) AND (ii) OR
(iii) NOT
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৬১.গ ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.খ ৬৬.ঘ ৬৭.গ
৬৮.গ ৬৯.ঘ ৭০.ঘ ৭১.ঘ ৭২.ঘ ৭৩.খ ৭৪.ঘ
৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.খ ৮০.ঘ
৮১। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হওয়ার কারণ-
(i) ভুলের সম্ভবনা কমানো যায়
(ii) মেমরি এড্রেস ব্যবহার করা যায়
(iii) কালার কোড নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৮৫। উদ্দীপকটিতে তৈরিতে ব্যবহৃত গেটগুলো কী কী?
(i) NOT (ii) NOR
(iii) XOR
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮৬, ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ
৮৬। চিত্রে x’ এর আউটপুট কোন লজিক গেইটের?
(ক) NADA (খ) NOR
(গ) XOR (ঘ) XNDR
A জন্য B-এর মান ১ হবে?
(i) অ = ০, ই = ০ (ii) অ = ১, ই = ০
(iii) অ = ০, ই = ১
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও ঃ
৯০। চিত্রে লজিক গেইটি তৈরি করার জন্য কয়টি মৌলিক গেইট দরকার হয়?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও ঃ
লেজিক গেইট সংক্রান্ত আলোচনা শেষে শিক্ষক বোর্ডে লিখলেন-
EF + EF + EG
৯১। উদ্দীপকের সমীকরণটির ফলাফল কত?
(ক) EF (খ) E
(গ) F (ঘ) EG
৯২। উদ্দীপকের সমীকরণের সাথে H যোগ করে NOT গেটর এর ভিতর দিয়ে পরিচালিত করা হলে-তৈরি হবে
(i) যৌগিক গেট (ii) নর গেইট
(iii) সার্বজনীন গেইট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৯৩ নং প্রশ্নের উত্তর দাও ঃ
P | Q | X |
0 | 0 | 0 |
0 | 0 | 0 |
1 | 1 | 1 |
1 | 1 | 1 |
৯৩। সত্যক সারণীতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেইটকে নির্দেশ করে?
(ক) OR (খ) AND
(গ) NOT (ঘ) XOR
৯৬। উপরের উদ্দীপকের চিত্রটি আউটপুট নির্দেশ করে-
(ক) OR Gate (খ) AND Gate
(গ) NOT Gate (ঘ) NOR Gate
৯৭। উদ্দীপকের লজিক গেটি আউটপুটের ১ পেতে হলে ইনপুট দিতে হবে-
(i) A= 0, B = 0, C = 0
(ii) A= 0, B = 1, C = 1
(iii) A= 1, B = 0, C = 1
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৯৮। নিচের চিত্রে S = ১ পেতে জলে A ও B এর মান কত হবে?
(ক) A= 0, B = 0 (খ) A= 0, B = 1
(গ) A= 1, B = 0 (ঘ) A= 1, B = 1
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৯৯ , ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও ঃ
৯৯। চিত্রে S = ?
(ক) ) (A + B) . C (খ) A ⊕ B ⊕ C
(গ) (A ⊕ B) C (ঘ) (A ⊕ B) C
১০০। উদ্দীপকের গেইটের ব্যবহার করা হয়েছে-
(i) AND Gate
(ii) OR Gate(iii) NOT Gate
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
৮১.খ ৮২.ঘ ৮৩.খ ৮৪.ক ৮৫.খ ৮৬.গ ৮৭.গ ৮৮.গ
৮৯.ক ৯০.ঘ ৯১.খ ৯২.ঘ ৯৩.খ ৯৪.ঘ ৯৫.ঘ
৯৬.ক ৯৭.গ ৯৮.ক ৯৯.গ ১০০.ঘ
১০১। A B ও C এর কোন মানের জন্য X এর মান 1 হবে (i) A= 1, B = ০, C = ১
(i) A= 1, B = 0, C = 1
(ii) A= 1, B = 0, C = 0
(iii) A= 0, B = 1, C = 1
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও
১০৩। উদ্দীপকটিতে OR গেইটটির স্থলে NOR Gate বসালে ফলাফলটি কোন গেইটটির সমান?
(ক) NOR (খ) X-NOR
(গ) XOR (ঘ) OR
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও
১০৫। উদ্দীপকটিতে ২নং গেইটটির কোন গেইটের সমতুল্য –
(ক) AND (খ) NOT
(গ) XOR (ঘ) OR
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও
১০৬। চিত্রে X চিহ্নিত গেইটের পরিবর্তে কোন গেইট বসালে Q=A+B হবে?
(ক) NOT (খ) OR
(গ) NAND (ঘ) EX-OR
১০৭। Q=1 পেতে হলে A ও B এর মান কত হবে?
(ক) A= 0, B = 0 (খ) A= 0, B = 1
(গ) A= 1, B = 0 (ঘ) A= 1, B = 1
নিচের উদ্দীপকের আলোকে ১০৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ
রহিম আইডিবি ভবনে একটি ইলেক্টনিক ডিভাইস কিনতে গিয়ে এর গায়ে ১০১১০ দেখতে পেল?
১০৮। কোডটি বাইনারিতে লেখা হলে ১ এর পরিপূরক কত?
(ক) ০১০০১ (খ) ১০১১০
(গ) ০১০০০ (ঘ) ১০১১১
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও
১১১। উপরের বর্তনীতিটি কোন লজিক গেইটকে নির্দেশ করে?
(ক) OR (খ) NAD
(গ) NOR (ঘ) NAND
১১২। উদ্দীপকের বর্তনীটির আউটপুট X = O পেতে হলে A ও B এর মান হবে?
(ক) A= 0 I B = 0 (খ) A= 0 I B = 1
(গ) A= 1 I B = 0 (ঘ) A= 1 I B = 1
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও
১১৩। উপরের গেইটের সাথে একটি NOT গেইট যুক্ত করলে নিচের কোন গেইটের ফলাফল পাওয়া যাবে?
(ক) OR (খ) NAD
(গ) NOR (ঘ) NAND
১১৪। উপরের গেইটের আউটপুট ঢ এর মান ০ পেতে হলে নিচের কোনটি সঠিক?
(ক) অ= ১, ই = ১ (খ) অ= ০, ই = ১
(গ) অ= ১, ই = ০ (ঘ) অ= ০, ই = ০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও
মি. পার্থিব তার একটি ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায়
সে বলল তার রোল বাইনারিতে ১১০১।
১১৫। উদ্দীপকের বাইনারি নম্বরের সাথে (১১০১)২ যোগ করলে তার যোগফল কত হবে।
(ক) ১১০১০২ (খ) ০১১০০২
(গ) ১০০১০২ (ঘ) ১১১১২
১১৬। উদ্দীপকের বাইনারি মানটি সমতুল্য মান-
(i) ১৩১০ (ii) ১১১৬
(iii) ১৫৮
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) র, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও
১১৮। উদ্দীপকের খড়মরপ মধঃব ১ কোন মৌলিক মধঃব কে নির্দেশ করে?
(ক) AND (খ) NAND
(গ) OR (ঘ) NOT
বহুনির্বাচনির প্রশ্নের উত্তর ঃ
১০১.খ ১০২.ক১০৩.খ ১০৪.ক ১০৫.খ ১০৬.গ ১০৭.ঘ ১০৮.ক ১০৯.ঘ
১১০.ঘ ১১১.ঘ ১১২.ঘ ১১৩.খ ১১৪.ক ১১৫.ক ১১৬.ক ১১৭.ঘ ১১৮.ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।