HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF

HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির বহুনির্বাচনি সমুহ:

 

৬১। টুইস্টেড পেয়াল ক্যাবলে কয় জোড়া তার থাকে?
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪

 

৬২। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিভাবে ডেটা ট্রান্সিমিশন করতে পারে?
(ক) সিনক্রোনাস       (খ) অ্যাসিনক্রোনাস
(গ) আইসোক্রোনাস (ঘ) মাল্টিকাস্ট

 

৬৩। ৮ মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার করা বেশি যৌক্তিক?
(ক) মডেম (খ) ওয়াইম্যাক্স
(গ) ব্লু-টুথ (ঘ) ওয়াইফাই

 

৬৪। মডেমের সাহায্যে করা যায়-
(ক) তথ্য প্রেরণ      (খ) তথ্য সংরক্ষণ
(গ) তথ্য সংশোধন (ঘ) তথ্য সুদ্রণ

 

৬৫। স্বপ্ল দূরত্ব একাধিক খঅঘ কে যুক্ত করে কোনটি?
(ক) Bridge          (খ) Hub
(গ) Reapeter      (ঘ) Swtic

 

৬৬। ভিন্ন ভিন্ন প্রোটকল নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়?
(ক) Swtic           (খ) Gateway
(গ) HUB            (ঘ) Rotuter

 

৬৭। মোবাইলফ টাওয়ার উঁচু স্থানে স্থাপনের কারণ কী?
(ক) একটি হতে অপরটি যেন সহযেই দেখা যায় (খ) টাওয়ারের যন্ত্রপাতি যেন চুরি না হয়ে যায়
(গ) মাইক্রোওয়েভ চলার পথে যেন বাধায় না পড়ে
(ঘ) রেডিও ওয়েব চলার পথে যে বাধায় না পড়ে

 

৬৮। বাংলাদেশে ও অস্ট্রেলিয়ার মধ্যে নেওটয়ার্ক সংযোগ স্থাপনের জন্য মাধ্যম হিসেবে কোনটি বেশি প্রয়োজ্য?
(ক) টুইস্টেড পেয়ার  (খ) অপটিক্যাল ফাইবার
(গ) কো-এক্সিয়াল       (ঘ) টেলিফোনের তার

 

৬৯। মাইক্রোওয়েভ এর ফ্রিকুয়েন্সি বেঞ্জ কত?
(ক) 300 MHZ-30GHz  (খ) 10 KHz 1GHz
(গ) 30 KHz 3GHz           (ঘ) 300Hz-400GTHz

 

৭০। একটি প্রতিষ্ঠানের ১ম ও ২য় মাধ্যমে বেশি কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি বেশি উপযোগী?
(ক) রেডিও লিংক  (খ) ক্যাবল
(গ) স্যাটেলাইট      (ঘ) ওয়াইফাই

 

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন :

৭১। ডেটা ট্রান্সমিশন মেথড হলো-
(i) অ্যাসিনক্রোসনাস ট্রাসমিশন
(ii) সিনক্রোসনাস ট্রাসমিশন
(iii) আইসোক্রোসনাস ট্রাসমিশন

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii          (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭২। অ্যাসিনক্রোসনাস ট্রান্সমিশন পদ্ধতি-(প্রয়োগ)
(i) কি র্বোডে হতে পাঞ্চকার্ডে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়
(ii) কম্পিউটার হতে প্রিন্টারের ডেটা স্থানান্তরের ব্যবহৃত হয়
(iii) পাঞ্চকার্ড রিড়ার হতে কম্পিউটারের স্থানান্তরে ব্যবহৃত হয়

 

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii          (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৩। সিনক্রোনাস ট্রান্সমিশনের গতি অনেক দ্রত হয়-
(i) স্টার বিন না থাকায়
(ii) স্টার্ট বিন না থাকায়
(iii) অনবরত চলতে থাকে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৪। ডর-ঋর এবং ডরগঅঢ এর পার্থক্য হচ্ছে-
(i) কভারেজ এরিয়ার (ii) স্পিডের
(iii) স্ট্যারন্ডর্ডের

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৫। একটি নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-
(i) ক্যবল ব্যবহারের মাধ্যমে
(ii) রেডিও ব্যবহারের মাধ্যমে
(iii) স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৬। লোকাল টক হলো-
(i) একটি নেটওয়ার্ক ব্যবস্থা
(ii) মেকিনটোশ কম্পিউটার ব্যবহৃত হয়
(iii) এলাকার টক

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৭। মডেমের কাজ হলো-
(i) ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিবতন করা
(ii) কোনো লিস্ট থেকে কোনো কিছু খোঁজ করা
(iii) অ্যানালগ সংকেতকে ডিজিটাইট সংকেতে পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৮। এক্সেটারনাল মডেমের স্ট্যানটাস বাতির সাহায্যে জানা যায়
(i) মডেমটি ইন্টারনেটের সাথে যুক্ত কিনা
(ii) ডেটা গৃহীত হচ্ছে কিনা
(iii) ডেটা প্রেরিত হচ্ছে কিনা।

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৭৯। অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয়-
(i) কাঁচ (ii) কপার
(iii) প্লাস্টিক

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮০। ডেটা সংঘর্ষের সম্ভবনা কমায়-
(i) হাব (ii) রাউটার
(ii) সুইচ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:

৬১.ঘ ৬২.খ ৬৩.গ ৬৪.ক ৬৫.ক ৬৬.খ৬৭.গ ৬৮.খ ৬৯.ক ৭০.খ

৭১.খ ৭২.ক ৭৩.খ ৭৪.ঘ ৭৫.ঘ ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.খ ৮০.গ

 

৮১। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-
(i) একটটির পর একটি কারেক্টার ট্রান্সমিট হয়
(ii) স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহৃত হয়
(iii) নির্দিষ্ট সময় পর পর কারেক্টর ট্রান্সমিট হয়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮২। ডর-ঋর ব্যবহার করা হয়-
(i) ওয়্যারলেস নেটওয়ার্কি-এ (ii) সীমিত পরিসরে
(iii) সবচেয়ে দ্রæত গতির ট্রান্সমিশনে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৩। অপটিক্যাল ফাইবারের ডেটা দ্রত হওয়ার কারণ এতে-
(i) এতে সূক্ষ কাঁচ তন্তু ব্যবহৃত হয়
(ii) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
(iii) বেশি ওজনের উপাদান ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৪। ডর-ঋর এর ক্ষেত্রে-
(i) ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়
(ii) ক্যাবল এর প্রয়োজন নেই
(iii) কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৫। অপটিক্যাল ভাইভার-
(i) উচ্চগতিসম্পন্ন (ii) দামে সস্তা
(iii) বিদ্যুৎ চম্বুক প্রভাব মুক্ত

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৬। ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হল-
(i) সিমপ্লেক্স (ii) হাফ-ডুপ্লেক্স
(iii) ফুল ডুপ্লেক্স

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৭। রোমিং সুবিধা হচ্ছে-
(i) একটি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা
(ii) অন্যের নেটওয়ার্ক ব্যবস্থার সুবিধা
(iii) কম খরচে বেশি কথা বলতে পারা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৮। অপটিক্যাল ফাইবর ক্যাবলের সুবিধা হল-
(i) দ্রæতগতিতে ডাটা স্থানান্তর করা যায়
(ii) স্বপ্ল ব্যয়ে স্থাপন করা যায়
(iii) বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৮৯। নেটওয়ার্ক স্থাপনের ফলে-
(i) কাজের গতি বৃদ্ধি পায়
(ii) যোগাযোগ সহজ হয়
(iii) খরচ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৯০। Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে
(i) নেটওয়ার্ক সীমানায় (ii) ডেটা ট্রান্সমিশনে
(iii) ডেটা ট্রান্সমিশন মাধ্যম

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৯১। লোকাল এরিয়া নেটওয়ার্ক করার ফলে যে সকল সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
(i) তথ্য আদান-প্রদান
(ii) ই-মেইল আদান-প্রদান
(iii) প্রিন্টার শেয়ার করা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৯২। মডেমের সাহায্যে করা যায়-
(i) তথ্য প্রেরনের কাজ (ii) তথ্য গ্রহণের কাজ
(iii) তথ্য প্রিন্টের কাজ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

৯৩। ইন্টারনেট ব্যবহারের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে-
(i) কম্পিউটার, স্কানার, সফটওয়্যার
(ii) কম্পিউটার, মডেম, সফটওয়্যার, ইন্টারনেট সংযোগ
(iii) মোবাইল ফোন, সফটওয়্যার, ইন্টারনেট সংযোগ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও

রহিম সাহেবের একটি ভিডিও এডিটিং প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি ভিডিও শেয়ারের জন্য ১০টি কম্পিউারের মধ্যে কম খরচের সংযোগ স্থাপন করলেন। হঠাৎ একদিন দেখলেন কম্পিউটারগুলো কাজ করছে না। তিনি টেকনিশিয়ানের শরণাপন্ন হলেন। যেকোন কম্পিটার নষ্ঠ হলেও প্রতিষ্ঠানের এডিটিং কার্যক্রম যাতে ব্যবহৃত না হয় সে লক্ষ্যে টেকনিশিয়ান একটি বিশেষ ধরনের ডিভাইস সংযুক্ত করলেন।

 

৯৪। প্রতিষ্ঠানের কোন ধরনের ক্যাবলের কথা বলা হয়েছে?
(ক) টুইস্টেড পেয়ার   (খ) কো-এক্সিয়াল
(গ) ফাইবার অপটিক (ঘ) টেলিফোন

 

৯৫। উল্লেখিত ডিভাসটি স্থাপনের ফলে-
(i) প্রেরক সরাসরি তথ্য প্রেরণ করতে পারবে
(ii) ডাটা আদান-প্রাদানের গতি বেশি হবে
(iii) ডাটা ট্রান্সমিশন লস কমবে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও

একটি মোবাইল কোম্পানি সার্র্ভারের মাধ্যমে গ্রাহকরা পরষ্পপর যোগাযোগ রক্ষা করে।

 

৯৬। গ্রহকেরা কোন পদ্ধতিতে ডেটা আদানপ্রদান করে।
(ক) Simplex       (খ) Half Duplex
(গ) Complex      (ঘ) Full Duplex

 

৯৭। মোবাইল গ্রহকদের জন্য ব্যবহৃত নেওটায়ার্ক টপোলজি কোনটি?
(ক) Star      (খ) Ring
(গ) Tree      (ঘ) Hybrid

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও

করিম সাহেবের তিন তালাবিশিষ্ট অফিসের নেওয়াকিং করা করা কম্পিউটারগুলো পারস্পরিব তথ্য আদান-প্রাদান বন্ধ হয়ে যাওয়ায় অফিসের কাজের ব্যপক সমস্য হয়ে যাচ্ছে। কারণ হিসাবে জানা গেল যে কেন্দিয় ডিভাইস নষ্ট হযে গেছে। অন্যদিকে তার বন্ধু বাশার সাহেবের অফিসের নেটওয়াকিং ব্যবস্থায় কোন একটি কম্পিউটার নষ্ট হয়েগেলেও বাকীগুলো সচল থাকে এবং কাজের কোন সমস্যা হয় না।

 

৯৮। করিম সাহের নেটওয়াকিংটি কোন ধরনের?
(ক) Star  (খ) বাস
(গ) রিং     (ঘ) মেশ

 

৯৯। করিম সাহেবের ব্যবহৃত টপোলজিদ্বয়ের মিল হচ্ছে-
(i) কম ব্যয় বহুল
(ii) সংযোগ বিচ্ছিন্নকরণ কঠিন
(iii) নতুন সংযোগ স্থাপন

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও

বাতেন সাহেব তার অফিসের সবগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করেছেন। আবর বিদেশি কষ্টমার ও কোম্পানীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ প্রত্যেকটি কম্পিউটার সক্ষম। কিছু সংখ্যক পিন্টার, স্কানার ব্যবহার করেই তিনি তার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন এর ফলে বাতেন সাহেব বেশ অর্থ সাশ্রয় করতে পারছেন।

 

১০০। উদ্দীপকের বর্ণিত অফিসটিতে ব্যবহৃত নেটওয়ার্ক হচ্ছে-
(i) LAN  (ii) MAN
(iii) WAN

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:

৮১.ক ৮২.ক ৮৩.ক ৮৪.গ ৮৫.খ ৮৬.ঘ ৮৭.গ ৮৮.খ ৮৯.ক ৯০.ক

৯১.ঘ ৯২.ক ৯৩.ক ৯৪.খ ৯৫.ঘ ৯৬.ঘ ৯৭.ঘ ৯৮.ক ৯৯.ঘ ১০০.খ

 

১০১। উদ্দীপকের অফিসটিতে বিদ্যামান ব্যবস্থায়-
(i) রিসোর্স শেয়ারিং সহজতর হবে
(ii) সিদ্ধান্ত গ্রহণ দ্রæততর হবে
(iii) তথ্য ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি পাবে

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও

শুধু মাত্র তার দিয়ে ১০টি কম্পিউটার নিয়ে একটি ল্যাবে নেওটয়ার্ক তৈরি করা হল। একদিন একটি কম্পিউটার নষ্ট হওয়ার সম্পূর্ণ নেওটয়ার্ক অচল হয়ে যায়।

 

১০২। উদ্দীপকের সমস্যা সমাধানের করণীয়-
(ক) বাস (খ) স্টার
(গ) রিং   (ঘ) মেশ

 

১০৩। উদ্দীপকের সমস্যা সমাধানের করণীয়-
(i) ট্রান্সমিশন মাধ্যমের পরিবর্তন
(ii) টপোলজির পরিবর্তন
(iii) সুইচ সংযোগ

 

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০৪ নং প্রশ্নের উত্তর দাও

সোনালী তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য বন্ধু জিহাদকে বললে জিহাদ তাকে ইন্টারনেট সংযোগ দেয় ফলে সোনালী স্বাচ্ছন্দে ভিডিও দেখতে পারে এবং সব ধরনের ডেটা বেশি পরিমাণে সর্বোচ্চ গতিতে আপলোড করতে পারে।

 

১০৪। সোনালীর সংযোগকৃত ইন্টারনেট স্পীড কোন ব্যান্ড এর-
(ক) এফএম ব্যান্ড (খ) ন্যারো ব্যান্ড
(গ) ভয়েস ব্যান্ড   (ঘ) ব্রড ব্যান্ড

 

নিচের উদ্দীপকের আলোকে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও

 

১০৫। উদ্দীপকটি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি প্রকাশ করে?
(ক) হাইব্রিড (খ) বাস
(গ) মেশ       (ঘ) স্টার

 

১০৬। উদ্দীপকে HUB অচল হলে নীচের কোন দু’টি কম্পিটার
নেটওয়ার্ক সচল থাকবে?
(ক) C2 ও C3  (খ) C3 ও C6
(গ) C1  ও C7   (ঘ) C5 ও C8

 

নিচের চিত্র থেকে ১০৭ নং প্রশ্নের উত্তর দাও ঃ

 

১০৭। চিত্রের ‘?’ চিহ্নিত স্থানে কোন ডিভাইস যুক্ত করা হলে, স্বল্প দূরত্বে নেটওয়ার্ক হবে-
(ক) NIC        (খ) HUB
(গ) Router   (ঘ) Gateway

 

নিচের চিত্র থেকে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও ঃ

 

১০৮। উদ্দীপকটির ন্যায় নেটওয়ার্ক সংগঠন তৈরি করতে দরকার
(i) হাব (ii) ক্যাবল
(iii) গেটওয়ে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

১০৯। উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনটি বাস সংগঠনে রুপান্তর করলে
(i) নতুন ডিভাইস সংযোজন সহজ হবে
(ii) ডেটা ট্রান্সমিশন দ্রæতগতির হবে
(iii) অকার্যকর ডিভাইস সরিয়ে নেওয়া সহজ হবে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও

সৈকত সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসে বিভিন্ন শাখায় তথ্য আদান প্রদানের জন্য কম্পিটার সমূহ মধ্যে সংযোগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতির বৃদ্ধিও লক্ষ্যে কমিউনিশন মাধ্যমে পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

 

১১০। উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?
(ক) PAN  (খ) LAN
(গ) MAN  (ঘ) WAN

 

১১১। সৈকত সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?
(ক) বাস্তাবায়ন খরচ হ্রাস পাবে
(খ) ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে
(গ) বেশি শক্তি ব্যবহৃত হবে
(ঘ) প্রতিস্থাপন সহজ হবে

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১২ নং প্রশ্নের উত্তর দাও

বাংলাদেশের সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের কম্পিউটার গুলোকে একই নেটওয়ার্কের আওতায় আনয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

১১২। নেটওয়ার্কটি গড়ে উঠার জন্য প্রয়োজন হতে হবে?
(i) রাউটার (ii) ক্যাবল
(iii) স্যাটালাইট

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও

অনিক তার কম্পিটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে করতে পারেন না। ফলে এমন এক সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচ কম হয়।

১১৩। উদ্দীপকের সার্ভিসটির নাম কী?
(ক) Blurtooh     (খ) Wi-Fi
(গ)Wi-max        (ঘ) Cloud Compuiting

 

১১৪। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য-
(i) কোন লাইসেন্স ফি দিতে হয় না
(ii) ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না
(iii) রক্ষণাবেক্ষণ এর খরচ নেই

 

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও

একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক বিল্ডিং এর বিভিন্ন তলায় ১০টি কম্পিউটার আছে। কর্তৃপক্ষ সবগুলো কম্পিউটার একটি নেটওয়ার্কের অধীনে আনতে চান।

১১৬। তাদের নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-
(i) ক্যাবল ব্যবহারের মাধ্যমে
(ii) স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
(iii) রেডিও লিংক ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

১১৬। উদ্দীপকের কম্পিউটারগুলোতে একই নেটওর্য়ার্কের অধীনে আনলে ব্যবহারকারী কী সুবিধা পাবেন?
(i) ফাইল ও পিন্ট ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন
(ii) গ্রপ সফটওয়্যার তৈরি করতে পারেন
(iii) এক কম্পিউটার বসে অন্য কম্পিউটারের প্রোগ্রাম
চালাতে পারেন

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও

একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসারের সাথে গার্ডম্যানের কথপোকথন হচ্ছে। কিন্তু দুই জন এক সাথে কথা বলতে পারছে না।

 

১১৭। তারা কি ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করেছিলেন?
(ক) সিমপ্লেক্স     (খ) ফুল ডুপ্লেক্স
(গ) ওয়াকিটোক (ঘ) বাইপ্লেক্স

 

১১৮। কোন ধরনের ডেটা ডিভাইস সাহায্যে কথাপোকথন করেছিলেন-
(ক) মোবাইল       (খ) পেজার
(গ) ওয়াকিটোকি (ঘ) রেডিও সিস্টেম

 

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও

চিত্র : ক চিত্র : খ চিত্র : গ

 

১১৯। উদ্দীপকের চিত্রে-ক কোন টেপলজি নির্দেশ করে?
(ক) রিং সংগঠন (খ) স্টার সংগঠন
(গ) বাস সংগঠন (ঘ) হাইব্রিড

 

১২০। চিত্র তিনটি সম্বলিত ফলাফল কী হবে? (উচ্চতর দক্ষতা)
(ক) রিং সংগঠন  (খ) স্টার সংগঠন
(গ) বাস সংগঠন  (ঘ) হাইব্রিড

 

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও

 

১২১। চিত্রে কোন ধরনের ক্যাবল দেখানো হয়েছে?
(ক) কো-এক্সিয়াল
(খ) টুইস্টেড পেয়ার ক্যাবল
(গ) ফাইবার অপটিক্যাল ক্যাবল (ঘ) সিনক্রোনাইজ

 

১২২। এ ধরনের ক্যাবল তৈরিতে ব্যবহার হয়?
(i) পরিবাহী পদার্থ (ii) অপরিবাহী পদার্থ
(iii) পরা বিদ্যুতিক পদার্থ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও

 

১২৩। চিত্রে কোন ধরনের নেটওয়ার্ক দেখানো হয়েছে?
(ক) স্টার (খ) ট্রি
(গ) বাস (ঘ) রিং

 

১২৪। এধারনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য?
(i) বৃত্তাকার পথে পরস্পরের সাথে যুক্ত থাকে
(ii) তথ্যের একমুখি প্রবাহ দেখা যায়
(iii) লাইনের সাথে সবগুলো নোড যুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii           (খ) ii ও iii
(গ) i ও iii         (ঘ) i, ii ও iii

 

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও ঃ

 

১২৫। চিত্রে কোন ধরনের ট্রান্সমিশন মোড দেখানো হয়েছে
(ক) সিমপ্লেক্স     (খ) হাফ ডুপ্লেক্স
(গ) ফুল-ডুপ্লেক্স (ঘ) মাল্টিকাস্ট মোড

 

বহুনির্বাচনির প্রশ্নের উত্তর:

১০১.ক ১০২.গ ১০৩.গ ১০৪.ঘ ১০৫.ক ১০৬.ঘ ১০৭.খ ১০৮.ক ১০৯.খ ১১০.খ

১১১.গ ১১২.গ ১১৩.ঘ ১১৪.ঘ ১১৫.ক১১৬.গ ১১৭.গ ১১৮.গ ১১৯.গ ১২০.ঘ

১২১.ক ১২২.ঘ ১২৩.ঘ ১২৪.গ ১২৫.ক

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

HSC সৃজনশীল প্রশ্ন ১-৩৫ অধ্যায় তৃতীয় PDF – ICT

HSC | সৃজনশীল প্রশ্ন ১-৩৫ | অধ্যায়: তৃতীয় | PDF – ICT

HSC | সৃজনশীল প্রশ্ন ১-৩৫ | অধ্যায়: তৃতীয় | PDF – ICT: তথ্য ও যোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *