HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় সপ্তম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের সপ্তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
সপ্তম অধ্যায় – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
১. নগ্নবীজী উদ্ভিদে কোনটি উপস্থিত?
ক. বৃত্তি
খ. দলমন্ডল
গ. ডিম্বক
ঘ. গর্ভশয়
২. বর্তমানে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়?
ক. ৫৩
খ. ৬৩
গ. ৭৩
ঘ. ৮৩
৩. বাংলাদেশের প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৫. নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়?.
ক. মসে
খ. ফার্ণে
গ. জিমনোস্পার্মে
ঘ. এনজিওস্পর্মে
৭. পুংরেণুর বাইরের স্তরটিকে কী বলে?
ক. এক্সাইন
খ. ইনটাইন
গ. পুংকেশর
ঘ. পুংধানী
৯. জবা ফুল ব্যবহৃত হয়
i) চুল পড়া বন্ধে
ii) মাথা ঠান্ডা করতে
iii) চুল লাল করতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. চড়ধপবধব গোত্রের ফলের বৈশিষ্ট্য
i) ক্যারিওপসিস
ii) ভ্রণ স্কুটেলাম
iii) বীজ অসস্যল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ফাহিম নার্সারি থেকে একটি আম গাছি কিনে আনলো। এ গাছের
i) বীজে দুটি বীজপত্র থাকে
ii) পাতায় শিরাবিন্যাস সমান্তরাল
iii) ফুল পেন্টামেরাস বা টেট্রামেরাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. ঈুপধং এর মূলকে কোলারয়েড বলার কারণ-
i) মূলের শীর্ষ স্ফীত থাকেii) দেখতে প্রবালের মতো
iii) নেমাটোড দ্বারা আক্রান্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক. ঘটে না, ফলে
i) সস্য হ্যাপ্লয়েড
ii) নিষেকের পূর্বে সস্য সৃষ্টি হয়
iii) ফল সৃষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
১৪. চিত্রের অংশটি সাইকাসের স্ত্রী উদ্ভিদের কোথায় অবস্থান করে?
ক. কান্ডের শীর্ষে
খ. মূলে
গ. পাতার শীর্ষে
ঘ. কান্ডের শীর্ষে
১৫. চিত্রের অঙ্গটির বৈশিষ্ট্য হলো এতে
i) বৃন্তের দু’পাশে ডিম্বক. থাকে
ii) ২টি ডিম্বাণু সৃষ্টি হয়
iii) মিয়োসি বিভাজন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও
১৬. পুষ্প প্রতীকটি যেসব বৈশিষ্ট্য গ্রহণ করে
i) দলমন্ডলের এস্টিভেশন কুইনক্যানশিয়াল
ii) পুংকেশর টেট্রাডিনেমাস
iii) গর্ভপত্র সংযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. পুষ্প প্রতীকটি কোন গোত্রের?
ক. সোলানেসী
খ. মালভেসী
গ. লিগুমিনোসী
ঘ. লিলিয়েসী
৪. নগ্নবীজী উদ্ভিদে ফল উৎপন্ন না হওয়ার কারণ কী?
ক. গর্ভাশয় উপস্থিত
খ. গর্ভাশয় থাকে না
গ. গর্ভাশয় গঠিত হয়
ঘ. বীজ আবৃত
৫. নগ্নবীজী উদ্ভিদের বীজ কোন ধরনের?
ক. আবৃত
খ. উন্মুক্ত
গ. ডিপ্লয়েড
ঘ. টিপ্লয়েড
৬. নিচের কোন উদ্ভিদটির ফুল হয় কিন্তু ফল হয় না?
ক. নগ্নবীজী
খ. আবৃতবীজী
গ. দ্বিবীজপত্রী
ঘ. একবীজপত্র
৭. নগ্নবীজী উদ্ভিদের বীজ কিসের উপর অনাবৃত অবস্থায় থাকে?
ক. গর্ভমুন্ডের
খ. গর্ভপত্রের
গ. গর্ভদন্ডের
ঘ. কান্ডের
৮. সবীজ উদ্ভিদের মধ্যে প্রাচীন ও অনুন্নত উদ্ভিদ কোনগুলো?
ক. আবৃতবীজী উদ্ভিদ
খ. দ্বিবীজপত্রী উদ্ভিদ
গ. একবীজপত্রী উদ্ভিদ
ঘ. নগ্নবীজী উদ্ভিদ
৯. নগ্নবীজী উদ্ভিদ কয় ধরনের উদ্ভিদ সৃষ্টি করে?
ক. তিন
খ. চার
গ. দুই
ঘ. পাঁচ
১০. নগ্নবীজী উদ্ভিদ কোন ধরনের উদ্ভিদ সৃষ্টি করে?
ক. লিঙ্গবিহীন
খ. লিঙ্গধর
গ. স্পোরোফাই
ঘ. আবৃতবীজী
১১. নগ্নবীজী উদ্ভিদে কখন সস্য উৎপন্ন হয়?
ক. নিষেকের পর
খ. নিষেককালীন
গ. নিষেকের পূর্বেই
ঘ. ফল সৃষ্টি হলে
১২. নগ্নবীজী উদ্ভিদের অধিকাংশ-
ক. বিরুৎ
খ. বৃক্ষ
গ. উপগুল্ম
ঘ. বর্ষজীবী
১৪. কত বছর আগে নগ্নবীজী উদ্ভিদের অভ্যুদয় ঘটেছে?
ক. ১৫ কোটি বছর
খ. ২০ কোটি বছর
গ. ৩০ কোটি বছর
ঘ. ৪০ কোটি বছর
১৫. কোন যুগে নগ্নবীজী উদ্ভিদের আবির্ভাব হয়েছে?
ক. আধুনিক. যুগে
খ. প্যালিওজোয়িক. যুগে
গ. প্রাচীন যুগে
ঘ. প্রস্তর যুগে
১৬. বর্তমানে জীবাশ্ম হিসেবে কোন উদ্ভিদের অস্তিত্ব পরিলক্ষিত হয়?
ক. আবৃতবীজী উদ্ভিদ
খ. দ্বিবীজপত্র উদ্ভিদ
গ. নগ্নবীজী উদ্ভিদ
ঘ. একবীজপত্র উদ্ভিদ
১৮. কোন ধরনের উদ্ভিদ সর্বদাই স্থলজ?
ক. আবৃতবীজী
খ. গুল্ম
গ. নগ্নবীজী
ঘ. বিরুৎ
১৯. এুসহড়ংঢ়বৎস শব্দটি কে ব্যবহার করেন?
ক. অ্যারিস্টটল
খ. ফিওফ্রাসটাস
গ. সক্রেটিস
ঘ. প্লেটো
২১. এুসহড়ংঢ়বৎস শব্দটি কোন শব্দ থেকে গৃহীত?
ক. ল্যাটিন
খ. ফারসি
গ. গ্রীক
ঘ. জার্মান
২২. পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের গণের সংখ্যা কত?
ক. ৬০
খ. ৫০
গ. ৬৫
ঘ. ৭০ টি বেশি
২৩. কোন অঞ্চলে নগ্নবীজী উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়?
ক. গ্রীষ্ম প্রধান
খ. শীতপ্রধান
গ. নাতিশীতোষ্ণ
ঘ. তুষার
২৫. পৃথিবীর উচ্চতম উদ্ভিদটির উচ্চতা কত?
ক. ১০০ মিটার
খ. ১২০ মিটার
গ. ১৫০ মিটার
ঘ. ১৬০ মিটার
২৬. পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম উদ্ভিদটি কোথায় পাওয়া গিয়েছিল?
ক. ফ্লোরিডা
খ. নিউইয়র্ক
গ. সানফ্রান্সিসকো
ঘ. ক্যালিফোর্নিয়া
২৭. পৃথিবীর সবচেয়ে উচু বৃক্ষটি কোন উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ক. আবৃতবীজী
খ. গুল্ম
গ. বীরুৎ
ঘ. নগ্নবীজী
২৮. নিচের কোন উদ্ভিগোষ্ঠীর কোন জলজ প্রজাতি নেই?
ক. আবৃতবীজী
খ. নগ্নবীজী
গ. গুল্ম
ঘ. বীরুৎ
২৯. রেণুধর উদ্ভিদ কোনটি?
ক. ধান
খ. পাট
গ. পাইনাস
ঘ. তুঁত
৩০. কোন ধরনের উদ্ভিদে নিষেকের পূর্বে স্ত্রী রেণু অংকুরিত হয়ে হ্যাপ্লয়েড (ী) সস্য উৎপন্ন হয়?
ক. সপুষ্পক
খ. নগ্নবীজী
গ. দ্বিবীজপত্র
ঘ. একবীজপত্রী
৩১. নগ্নবীজী উদ্ভিদে কোনটি হয় না?
ক. ফুল
খ. পাতা
গ. কান্ড
ঘ. ফল
৩২. নগ্নবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডলে কোনটি অনুপস্থিত?
ক. সীভনল
খ. সঙ্গীকোষ
গ. ফ্লোয়েম প্যারেনকাইমা
ঘ. ফ্লোয়েম ফাইবার
৩৩. নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডলগুলো কোন ধরনের?
ক. সমপাশ্বীয় মুক্ত
খ. সমপার্শ্বীয় বদ্ধ
গ. সমদ্বিপার্শ্বীয়
ঘ. অরীয়
৩৪. সস্য কখন উৎপন্ন হয়?
ক. নিষেকের পরে
খ. নিষেকের পূর্বে
গ. নিষেকের সময়
ঘ. বর্ষবলয় গঠনের সময়
৩৫. নগ্নবীজী উদ্ভিদের ডিম্বক. কোথায় সৃষ্টি হয়?
ক. মেগাস্পোরোফিলের গাত্রে
খ. মাইক্রোস্পোরোফিলের গাত্রে
গ. গর্ভাশয়েঘ. রেণুমঞ্জরীপত্রে
৩৬. পরাগরেণুগুলো সরাসরি কোথায় পতিত হয়?
ক. গর্ভাশয়ে
খ. গর্ভমুন্ডে
গ. ডিম্বকরন্ধ্রে
ঘ. গর্ভদন্ডে
৩৭. মেগাস্টেপার অঙ্কুরিত হয়ে কোনটি গঠন করে?
ক. পুং গ্যামেটোফাইট
খ. স্ত্রী গ্যামেটোফাইট
গ. স্ট্রোবিলাস
ঘ. ডিম্বক
৩৮. নিষেকের পরে ডিম্বক. কিসে পরিণত হয়?
ক. ফলে
খ. ফলত্বকে
গ. ভ্রণে
ঘ. বীজে
৩৯. মাইক্রোস্পোরোফিলের প্রস্থ কত?
ক. ৩-৫ সে.মি.
খ. ১২-২৩ মি.মি.
গ. ১০-২০ মি.মি.
ঘ. ৫০-১০০ মি.মি.
৪০. মাইক্রোস্পোরোফিলের প্রান্তভাগ. ত্রিভুজাকার গঠনটির নাম কী?
ক. সোরাস
খ. সিনোসোরাস
গ. অ্যাপোফাইসিস
ঘ. স্পারেঞ্জিয়াম
৪১. কতটি স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে একটি সোরাস গঠন করে?
ক. ২-৩টি
খ. ২-৪টি
গ. ২-৫
ঘ. ২-৭
৪২. প্রতিটি মেগাস্পোরোফিলে কত জোড়া ডিম্বক. থাকে?
ক. ২-৩
খ. ২-৪
গ. ২-৫
ঘ. ২-৭
৪৩. ভারতবর্ষে ঈুপধং এর কতটি প্রজাতি জন্মায়?
ক. ৪ খ. ৫ গ. ৬ঘ. ৭টি
৪৪. কত বছর বয়সে ঈুপধং এর প্রথম পুষ্পায়ন ঘটে?
ক. প্রায় ৬ বছর
খ. প্রায় ৭ বছর
গ. ৮ বছর
ঘ. প্রায় ১০ বছর
৪৫. ঈুপধং এর স্ট্রোবিলাস কোন ধরনের?
ক. উভলিঙ্গিক
খ. একলিঙ্গিক
গ. স্ত্রী লিঙ্গিক
ঘ. সহবাসী
৪৬. উস্পোর এর নিউক্লিয়াস বিভাজিত হয়ে কতটি নিউক্লিয়াস উৎপন্ন করে?
ক. ২৫০-২৬০টি
খ. ২৫৫-২৬৬টি
গ. ২৫০-৫০০টি
ঘ. ২৫৬-৫১২ টি
৫০. লাটিমের মতো শুক্রাণু দেখা যায় কোনটিতে?
ক. নারিকেল
খ. পাম
গ. সুপারি
ঘ. সাইকাস
৫১. ঈুপধং এর পাতা কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫৪. নিচের কোনটি বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ?
ক. রজনিগন্ধা
খ. সাইকাস
গ. নারকেল
ঘ. গোলাপ
৫৫. কোন উদ্ভিদে কোলারয়েড মূল বিদ্যমান?
ক. বেল
খ. কাঁঠাল
গ. নারকেল
ঘ. সাইকাস
৫৬. কোন উদ্ভিদে যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. সাইকাস
ঘ. শাপলা
৫৭. কোন উদ্ভিদের পাতা গৃহের সাজ-সজ্জার কাজে ব্যবহৃত হয়?
ক. কাঁঠাল
খ. সাইকাস
গ. লিচু
ঘ. জামরুল
৫৮. ঈুপধং উদ্ভিদের প্রধান দেহ কোন প্রকৃতির?
ক. গ্যামেটাফাইট
খ. স্পোরোগনি
গ. স্পোরোফাইট
ঘ. থ্যালয়েড
৫৯. নিচের কোন উদ্ভিদটিকে পাম ফার্ন বলা হয়?
ক. নারকেল
খ. পাইন
গ. সাইকাস
ঘ. সুপারি
৬০. সাধারণ ঈুপধং উদ্ভিদের উচ্চতা কত মিটার পর্যন্ত হতে পারে?
ক. ১-২ মিটার
খ. ২-৫ মিটার
গ. ৮-১০ মিটার
ঘ. ৪-৬ মিটার
৬১. ঈুপধং সবফরধ এর উচ্চতা কত মিটার পর্যন্ত হতে পারে?
ক. ৩০ মিটার
খ. ২৫ মিটার
গ. ২০ মিটার
ঘ. ৩৫ মিটার
৬২. ঈুপধং উদ্ভিদের প্রধান মূল বিনষ্ট হলে কোন প্রকৃতির মূল উৎপন্ন হয়?
ক. স্থানিক. মুল
খ. অস্থানিক. মূল
গ. শাখা মূল
ঘ. প্রধান মূল
৬৩. ঈুপধং মূলের আকৃতির পরিবর্তিত রূপ কী?
ক. বেলনাকার
খ. প্রবাল আকৃতির
গ. খন্ডাকৃতির
ঘ. নলাকৃতির
৬৬. মাইক্রোস্পোরোফিলের দৈর্ঘ্য কত?
ক. ২-৩ সে.মি.
খ. ৩-৫ সেমি.
গ. ৪-৬ সেমি.
ঘ. ৫-৭ সেমি.
৬৭. মাইক্রোস্পোরোফিলের গোড়ার অংশের আকৃতি কেমন?
ক. চেপ্টা
খ. চওড়া
গ. সুর
ঘ. মোটা
৬৮. ঈুপধং উদ্ভিদের মাইক্রোস্পোরিফিলের প্রান্তের অংশ কেমন?
ক. চিকন
খ. চ্যাপ্টা
খ. চওড়া
ঘ. সরু
৬৯. স্পোরাঞ্জিয়ার প্রতিটি দলকে কী বলে?
ক. সোরাই
খ. পিনা
গ. সোরাস
ঘ. ডিম্বক
৭০. স্পোরমাতৃকোষ কোথায় সৃষ্টি হয়?
ক. স্পোরাঞ্জিয়ামের বাইরে
খ. স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে
গ. ডিম্বকের ভেতরে
ঘ. ডিম্বকের বাইরে
৭১. ঈুপধং উদ্ভিদের স্পোর মাতৃকোষে কোন ধরনের কোষ বিভজন ঘটে?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. প্রত্যক্ষ কোষবিভাজন
৭২. স্পোরমাতৃকোষে কোন ধরনের পুংরেণু সৃষ্টি হয়?
ক. ডিপ্লয়েড
খ. হ্যাপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. টেট্রাপ্লয়েড
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৭৮. কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না?
ক. বীজ নেই বলে
খ. গর্ভাশয় নেই বলে
গ. পরাগায়ন হয় না বলে
ঘ. নিষেক. ক্রিয়া হয় না বলে
৮০. উদ্ভিদ জগতে সবচেয়ে বড় শুক্রাণুবিশিষ্ট উদ্ভিদ কোনটি?
ক. সেগুন উদ্ভিদ
খ. নারিকেল
গ. সাইকাস
ঘ. সূর্যমুখী
৮১. সর্পমণি নামে পরিচিত কোনটি?
ক. ফার্নের স্ত্রী জননাঙ্গ
খ. মস উদ্ভিদের পুং জননাঙ্গ
গ. ঈুপধং উদ্ভিদের স্ত্রী রেণুপত্র
ঘ. ঈুপধং উদ্ভিদের পুং স্ট্রোবিলাস
৮৮. সর্পমনি আসলে কী?
ক. সাপের মণি
খ. সর্ব রোগের ঔষুধ
গ. ঈুপধং এর মেগাস্পোরোফিল
ঘ. সাপের মাথা
৯০. ফলের বীজ নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত উদ্ভিদকে বলা হয়-
ক. নগ্নবীজী উদ্ভিদ
খ. আবৃতবীজী উদ্ভিদ
গ. ব্যাক্তবীজী উদ্ভিদ
ঘ. জিস্পার্ম
৯১. বৈচিত্রময় উদ্ভিদ জগতের প্রধান উদ্ভিদ কোনটি?
ক. আবৃতবীজী উদ্ভিদ
খ. ব্যক্তবীজী উদ্ভিদ
গ. নগ্নবীজী উদ্ভিদ
ঘ. মসবর্গীয় উদ্ভিদ
৯২. পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের জীবিত প্রজাতির সংখ্যা কত?
ক. প্রায় ২,৪০,০০০ টি
খ. ২,৮৬,০০০ টি
গ. ৩,৮৬,০০০ টি
ঘ. ৪,৮৬,০০০ টি
৯৩. কত কোটি বছর পূর্বে পৃথিবীতে আবৃতজীবী উদ্ভিদের আবির্ভাব হয়েছে?
ক. প্রায় ৭ কোটি
খ. প্রায় ৯ কোটি
গ. প্রায় ৮ কোটি
ঘ. প্রায় ১০ কোটি
৯৪. কোন যুগে আবৃতবীজী উদ্ভিদের আবির্ভূত হয়েছে?
ক. প্রাচীন যুগে
খ. প্যালিওজোয়িক. যুগে
গ. ভূতাত্তি¡ক. ক্রিটোসিয়াস যুগে
ঘ. আধুনিক. যুগে
৯৫. নিচের কোনটি আবৃতবীজী উদ্ভিদে সৃষ্টি হয় না?
ক. ডিম্বাশয়
খ. আর্কিগোনিয়াম
গ. গর্ভাশয়
ঘ. বীজ
৯৬. আবৃতবীজী উদ্ভিদ চেনার উপায় কী?
ক. সস্য ডিপ্লয়েড
খ. সস্য টেট্রাপ্লয়েড
গ. সস্য টিপ্লয়েড
ঘ. সস্য হ্যপ্লয়েড
৯৮. পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা-
ক. প্রায় দুই লক্ষ
খ. প্রায় আড়াই লক্ষ
গ. প্রায় তিন লক্ষ
ঘ. প্রায় চার লক্ষ
৯৯. আবৃতবীজী উদ্ভিদের প্রায় দুই-তৃতীয়াংশ কোন অঞ্চলের?
ক. শীতপ্রধান
খ. গ্রীষ্মপ্রধান
গ. উষ্ণমন্ডলীয়
ঘ. কোনোটিই নয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।