HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় দ্বাদশ | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১২তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
দ্বাদশ অধ্যায়
জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
১. ওঈইঘ. স্বীকৃত সর্বনিœ স্তর কোনটি?
ক. গণ
খ. প্রজাতি
গ. বর্গ
ঘ. গোত্র
২. মরুজ উদ্ভিদের পাতা কোন ধরনের?
ক. ক্ষুদ্র ও রসালো
খ. চওড়া ও পাতলা
গ. নরম ও কোমল
ঘ. নরম ও স্পঞ্জি
৩. জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায়?
ক. ম্যানগ্রোভ
খ. মরুজ
গ. জলজ
ঘ. মেসোফাইট
৪. জবফ ফধঃধ নড়ড়শ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৬৪
খ. ১৯৭৮
গ. ১৯৮০
ঘ. ১৯৮২
৫. বাংলাদেশে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক. প্রজনন ক্ষেত্র হিসেবে সু-পরিচিত নিচের কোনটি?
ক. শ্যালা
খ. হাকালুকি
গ. হালদা
ঘ. কর্ণফুলী
৬. লবণাক্তমাটির উদ্ভিদের ক্ষেত্রে
i) নিউমেটাফোরের সাহায্যে শ^াসকার্য চালায়
ii) বীজে জরায়ুজ অঙ্কুরোগদম ঘটায়
iii) অঙ্কুরিত বীজ ভ্রƒণ মূলের ভরে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. উপক‚লীয় বনাঞ্চলের উদ্ভিদের-
i) শাখাগুলো গম্বুজ আকৃতির
ii) মূল খাটো প্রকৃতির
iii) মূল লম্বা প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. বাংলাদেশের বনভ‚মির-
i) বৃষ্টিপাতের পরিমাণ ২১৫ সে.মি.
ii) শীতকালের তাপমাত্রা ১৭.৮ সে.
iii) গড় আর্দ্রতা ৭০% এর কম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. মরুজ উদ্ভিদের অনেক. সদস্যের কান্ডে
i) শিরদাড়া থাকে
ii) খাঁজ থাকে
iii) স্পঞ্জি প্যারেনকাইমা বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদের-
i) দেহ সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত থাকে
ii) কোনো অংশ পানির সংস্পর্শে থাকে না
iii) দেহ মূলের সাহায়্যে মাটির সাথে আবদ্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. জলজ উদ্ভিদের অভিযোজনে সহায়তা করে
i) কিউটিকলের অনুপস্থিতি
ii) কোলেনকাইমা টিস্যু
iii) অ্যারেনকাইমা টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. পপুলেশনে জীব সংখ্যার পরিবর্তন ঘটায়-
i) অভিযোজনii) অভিবাসন
iii) বহির্গমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও
এমন কতগুলো উদ্ভিদ রয়েছে যারা সমুদ্রের জোয়ার-ভাটার পানিতে সিক্ত হয় এবং লবণাক্ত ও কাদাময় মাটিতে জন্মে। এদের পানি শোষণ অঙ্গের গঠন ও অন্য সব উদ্ভিদ থেকে স্বতন্ত্র।
১৩. উদ্দীপকের উদ্ভিদগুলো যে বিশেষ অঙ্গটি শ^সনের জন্য মাটির বাইরে থাকে তাকে কী বলে?
ক. ঠেসমূল
খ. আরোহী মূল
গ. শোষণ মূল
ঘ. শ^াস মূল
১৪. উদ্ভিদগুলোর মরুজ স্বভাব হলো-
i) রসালো কান্ডii) পুরু ও মাংসল পাতা
iii) পালা পাতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও
এমন কিছু বন রয়েছে যেখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে মাটি ভেজা থাকে এবং গাছপালা ঘন ও সবুজ প্রকৃতির। এখানকার মাটিতেও রয়েছে প্রচুর জৈব পদার্থ।
১৫. এখানে কোন ধরনের বনের কথা বলা হয়েছে?
ক. পর্ণমোচী বন
খ. চিরহরিৎ বন
গ. তৃণভ‚মির বন
ঘ. ম্যানগ্রোভ বন
১৬. এ বনে পাওয়া যায়-
i) গর্জনii) কড়ই
iii) চাপালিশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও
তালিপাম বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। এটি জীবনে একবার মাত্র ফুল ও ফল উৎপাদন করে মারা যায়। বিজ্ঞানীরা এই উদ্ভিদের টিস্যুনিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন চারা সৃষ্টি করেছেন। বিভিন্ন জায়গায় এই চারা রোপণ করে উদ্ভিদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন।
১৭. বিজ্ঞানীরা কোন পদ্ধতিতে তালিপামের চারা সৃষ্টি করেছেন?
ক. টিস্যু কালচার
খ. হাইব্রিডাইজেশন
গ. সিলেকশন
ঘ. রিকম্বিনেন্ট উঘঅ
১৮. উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে-
i) একই সাথে অনেক. চারা উৎপাদন করা সম্ভব
ii) সারা বছর চারা উৎপাদন করা সম্ভব
iii) হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১. বিজ্ঞানীদের কাছে জীবের পরিচিতি-
ক. বিভাগ. নির্ভর
খ. প্রজাতি নির্ভর
গ. শ্রেণি নির্ভর
ঘ. গোত্র নির্ভর
২. একই প্রজাতির অন্তর্ভূক্ত দুটি জীবের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে-
ক. অক্ষম
খ. কখনো সক্ষম, কখনো অক্ষম
গ. সক্ষম
ঘ. সচেষ্ট
৩. প্রজাতি নির্ণয়ে কোন বৈশিষ্ট্যটি ধরা হয়?
ক. বাহ্যিক. ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য
খ. পরাগ. রেণুর বৈশিষ্ট্য
গ. ক্রোমোসোমাল বৈশিষ্ট্য
ঘ. সবগুলো
৫. পৃথিবীতে বর্ণনাকৃত ব্যাকটেরিয়ার সংখ্যা কত?
ক. ২০০০
খ. ৩০০০
গ. ৪০০০
ঘ. ৫০০০
৬. পৃথিবীতে বর্ণনাকৃত জিমনোস্পার্মের সংখ্যা কত?
ক. ৫৭৫
খ. ৬৫০
গ. ৬৭৫
ঘ. ৭০০০
৭. বাংলাদেশে বর্ণনাকৃত নগ্নবীজীর সংখ্যা-
ক. ৫টি
খ. ৩টি
গ. ১০টি
ঘ. ১১টি
৮. পৃথিবীতে অনুমিত মস প্রজাতির সংখ্যা কত?
ক. ২০০০
খ. ৩০০০
গ. ৭০০০
ঘ. ৯০০০
৯. পৃথিবীতে বিদ্যমান লিভার ওয়ার্টের সংখ্যা কতটি?
ক. ১০০০
খ. ৩০০০
গ. ৬০০০
ঘ. ৯০০০
১০. অসংখ্য প্রজাতির জীব নিয়ে গঠিত-
ক. প্রাণীজগৎ
খ. উদ্ভিদ জগৎ
গ. জীব জগৎ
ঘ. জলাশয়
১১. একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী একদল জীবকে বলা হয়-
ক. সম্প্রদায়
খ. পপুলেশন
গ. উদ্ভিদ জগৎ
ঘ. প্রাণিজগৎ
১২. জীবের সব কমিউনিটি মিলে কী তৈরি করে?
ক. বারিমন্ডল
খ. জীবমন্ডল
গ. বায়ুমন্ডল
ঘ. অশ্মমন্ডল
১৩. বায়ুমন্ডল, বারিমন্ডল, অশ্মমন্ডল-এগুলো জীবের কেমন পরিবেশ?
ক. ভৌত
খ. রাসায়নিক
গ. ক. ও
খ. উভয়ইঘ. গ্রীষ্মমন্ডলী
১৪. ইকোস্ফিয়ার কী?
ক. বায়োস্ফিয়ারের সাথে বায়ুমন্ডলের আন্তঃক্রিয়া
খ. বায়োস্ফিয়ারের সাথে বারিমন্ডলের আন্তঃক্রিয়া
গ. বায়োস্ফিয়ারের সাথে অশ্মমন্ডলের আন্তঃ ক্রিয়া
ঘ. বায়োস্ফিয়ারের সাথে বায়ুমন্ডল, বারিমন্ডল ও অশ্মমন্ডলের আন্তৎক্রিয়া
১৫. একটি সময়ে একটি একক. আয়তনে বসবাসকারী প্রজাতিকে বলা হয়-
ক. পপুলেশনের ঘনত্ব
খ. পপুলেশনের সংখ্যা
গ. পপুলেশনের আয়তন
ঘ. মোট পপুলেশন
১৬. প্রজাতির পপুলেশন ভিন্ন ভিন্ন পরিবেশে-
ক. একই
খ. ভিন্নতর
গ. ক. ও খ. উভই
ঘ. হ্রাস পায়
১৭. পরিবেশের সঙ্গে একটি প্রজাতির অনন্য ও বহুমাত্রিক. সম্পর্ককে কী বলে?
ক. অভিযোজন
খ. পরিবেশ বিদ্যা
গ. নীশ
ঘ. বায়োম
১৮. জন্ম-মৃত্যু হার সমান হলে পপুলেশন বৃদ্ধি-
ক. কমে যায়
খ. বেড়ে যায়
গ. শুণ্য হয়
ঘ. কোনোটিই নয়
১৯. একটি ব্যাকটেরিয়ার কোষ দশ ঘন্টায় বৃদ্ধি পাতে পারে-
ক. ১,০৭৩,৭৮১,৮২৪টি
খ. ১,৬২,৩৪,৫২০টি
গ. ২,৩২,৪২০,৫২১টি
ঘ. ২,৫০,৬৭,৮৯০টি
২০. পপুলেশন প্রজাতি বন্টনে জলবায়ুগত প্রভাবক. কোনটি?
ক. সূর্যালোক
খ. তাপমাত্রা
গ. পানি ও বৃষ্টিপাত
ঘ. সবগুলো
২১. মৃত্তিকাজনিত প্রভাবক. কোনটি?
ক. মাটিতে পানির পরিমাণ
খ. মাটির তাপমাত্রা
গ. মাটির বিক্রিয়া
ঘ. সবগুলো
২২. পপুলেশন প্রজাতি বন্টনে মৃত্তিকাজনিত প্রভাব নয় কোনটি?
ক. মাটির তাপমাত্রা
খ. মাটির বিক্রিয়া
গ. মাটির বুনন
ঘ. সবগুলো
২৩. উদ্ভিদ প্রজাতি বন্টনে ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক. কোনটি?
ক. পাহাড়ের উচ্চতা
খ. পাহাড়ের ঢাল
গ. সমুদ্রের ঢেউ
ঘ. সমতল ভূমি
২৪. জন্মহার কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৫. আদর্শ অবস্থায় বার্ধক্যজনিত শারীরবৃত্তিক. কারণে জীবগোষ্ঠীতে সর্বনিœ সংখ্যক. মৃত্যুকে কী বলে?
ক. চরম জন্মহার
খ. প্রকৃত জন্মহার
গ. সর্বনিœ মৃত্যুহার
ঘ. প্রকৃত মৃত্যুহার
২৬. কোন ক্ষেত্রে জীবগোষ্ঠীর বৃদ্ধি শূন্য হবে?
ক. জন্মহার বেশি হলে
খ. মৃত্যুহার বেশি হলে
গ. জন্ম-মৃত্যুহার সমান হলে
ঘ. বীজ গোষ্ঠীর আকার পরিবর্তন হলে
২৭. জীব সম্প্রদায় গঠিত হয়-
ক. উদ্ভিদ নিয়ে
খ. প্রাণী নিয়ে
গ. উদ্ভিদ ও প্রানী নিয়ে
ঘ. স্তন্যপায়ী জীব নিয়ে
২৮. প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রতিটি সম্প্রদায়ের মধ্যে অবস্থান অনুযায়ী কীরূপ স্তরবিন্যাস বিদ্যমান?
ক. সরলরৈখিক. স্তরবিন্যাস
খ. লম্বালম্বি স্তরবিন্যাস
গ. খাড়া স্তরবিন্যাস
ঘ. বৃত্তাকার স্তরবিন্যাস
২৯. একটি বন সম্প্রদায়ের সবচেয়ে উঁচু বৃক্ষগুলো যে স্তর গঠন করে-
ক. চারা স্তর
খ. ওভার স্টোরি স্তর
গ. আন্ডারস্টোরি স্তর
ঘ. ট্রন্সগেিেসভ স্তর
৩০. বন সম্প্রদায়ে কোন স্তর ছায়াপ্রিয় উদ্ভিদ নিয়ে গঠিত?
ক. চারা স্তর
খ. ট্রান্সগ্রেসিভ স্তর
গ. ওভারস্টোরি স্তর
ঘ. আন্ডারস্টোরি স্তর
৩১. বনের আন্ডাস্টোরি স্তরে কোন জাতীয় বৃক্ষ থাকে?
ক. কম উচ্চতার বৃক্ষ
খ. বেশি উচ্চতার বৃক্ষ
গ. মাঝারি উচ্চতার বৃক্ষ
ঘ. বিরুৎ জাতীয় বৃক্ষ
৩২. তৃণজাতীয় উদ্ভিদ পাওয়া যায় বন সম্প্রদায়ের কোন স্তরে?
ক. আন্ডাস্টোরি স্তরে
খ. ওভারস্টোরি স্তরে
গ. চারা স্তরে
ঘ. ভু-সংলগ্ন স্তরে
৩৩. সময় ও ঋতু পরিবর্তনের সাথে সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির কীরূপ পরিবর্তন ঘটে?
ক. হ্রাস-বৃদ্ধি পায়
খ. শুধু হ্রাস
গ. বৃদ্ধি পায়
ঘ. অপরিবর্তিত থাকে
৩৪. বিশালাকার জীব সম্প্রদায়ের উদাহরণ কোনটি?
ক. বনভূমিখ. নদী
গ. পুকুরঘ. পাহাড়
৩৫. শালবনের ডেমিনেন্ট উদ্ভিদ প্রজাতি কোনটি?
ক. সুন্দরী
খ. শাল
গ. কাঁঠাল
ঘ. সেগুন
৩৭. ইকোলজিক্যাল পিরামিড কত প্রকার হতে পারে?
ক. দু’প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৩৮. ইকোসিস্টেমে খাদ্যস্তরের জীবের সংখ্যাভিত্তিক. সম্পর্ক. প্রকাশ করে-
ক. শক্তির পিরামিড
খ. বায়োমিস পিরামিড
গ. সংখ্যার পিরামি
ঘ. চাহিদার পিরামিড
৩৯. সংখ্যার পিরামিডের প্রারম্ভিক. স্তরের জীবের তুলনায় শেষ খাদ্যস্তরে জীবের সংখ্যা কেমন?
ক. বেশি
খ. কম
গ. সমান
ঘ. দ্বিগুণ
৪০. শক্তির পিরামিডের প্রতি খাদ্যস্তর কী নির্দেশ করে?
ক. বায়োমাসের ভর
খ. বায়োমাসের সংখ্যা
গ. বায়োমাসের শক্তির পরিমাণ
ঘ. জীবের সংখ্যা
৪১. বায়োমাস কী?
ক. জীবজ পদার্থের মোট শুষ্ক. ওজন
খ. সকল অজৈব বস্তুর মোট ভর
গ. উৎপাদনের মোট ভর
ঘ. শুধুমাত্র খাদকের মোট ভর
৪২. জীব সবচেয়ে কম শক্তি ব্যবহার করে কোন স্তরে?
ক. প্রথম স্তরে
খ. দ্বিতীয় স্তরে
গ. তৃতীয় স্তরে
ঘ. চতুর্থ স্তরে
৪৩. ইকোসিস্টেমে ১ম স্তর অপেক্ষা ২য় স্তরের জীব সম্প্রদায়ের সংগৃহীত শক্তির পরিমাণ কী?
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. হ্রাস বৃদ্ধি ঘটে
৪৪. ইকোসিস্টেমের মধ্য দিয়ে শক্তির একমুখী চলনকে কী বলে?
ক. শক্তির চলন
খ. শক্তির আয়তন
গ. শক্তির পিরামিড
ঘ. শক্তির প্রবাহ
৪৫. কোন শক্তি উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে গ্রহণ করে?
ক. সূর্যালোক. শক্তি
খ. তাপশক্তি
গ. রাসায়নিক. শক্তি
ঘ. যান্ত্রিক. শক্তি
৪৬. সালোকসংশ্লেষণে কোনটি উৎপন্ন হয়?
ক. সুক্রোজ
খ. ম্যালটোজ
গ. গ্যালাক্টোজ
ঘ. গুকোজ
৪৭. ইকোসিস্টেমে শক্তির প্রবাহ কীরূপ?
ক. একমুখী
খ. দ্বিমুখী
গ. উভয়মুখী
ঘ. ত্রিমুখী
৪৮. সুর্য থেকে শক্তিগ্রহণ করে কোনটি?
ক. ১ম স্তরের খাদক
খ. ২য় স্তরের খাদক
গ. ৩য় স্তরের খাদক
ঘ. উৎপাদক
৪৯. ইকোসিস্টেমে ফুড-চেইনের সূচনা করে কোনটি?
ক. খাদক
খ. উৎপাদক
গ. বিয়োজক
ঘ. সর্বোচ্চ খাদক
৫০. উৎপাদক. কে ভক্ষণ করে কত অংশ খাদক. দেহ গঠনের কাজে লাগায়?
ক. এক-দশমাংশ
খ. এক-চতুর্থাংশ
গ. এক-তৃতীয়াংশ
ঘ. অর্ধেক
৫২. পরস্পর একাধিক. খাদ্যশৃঙ্খলের জটিল অবস্থাকে কী বলে?
ক. ফুড চেইন
খ. ফুডওয়েব
গ. ফুড তরঙ্গ
ঘ. ফুডনেট
৫৩. খাদ্যশৃঙ্খলের শুরু হতে শেষের দিকে শক্তির কী ঘটে?
ক. অপরিবর্তিত
খ. বৃদ্ধি ঘটে
গ. ক্রমহ্রাস ঘটে
ঘ. হ্রাস-বৃদ্ধি ঘটে
৫৪. কাদের বেলায় জীবভরের পিরামিড বিপরীতমুখী হয়?
ক. সজীবী
খ. পরভোজী
গ. মৃতজীবী
ঘ. পরজীবী
৫৫. সংখ্যার পিরামিডে নিচের কোনটি দেখানো হয়?
ক. প্রতিটি খাদ্যস্তরে জৈব বস্তুর মোট ভর
খ. প্রতিটি খাদ্যস্তরে মোট শক্তির হিসাব
গ. প্রতিটি খাদ্যস্তরে জীবের সংখ্যা
ঘ. প্রতিটি খাদ্যস্তরে জীবের ঘনত্ব
৫৬. একটি হরিণ ১০০ কেজি পাতা খেলে কত কেজি তার দেহ গঠনে কাজে লাগে?
ক. ৫ কেজি
খ. ১০ কেজি
গ. ২০ কেজি
ঘ. ৫০ কেজি
৫৭. এক. পুষ্টিস্তর হতে অন্য পুষ্টিস্তরে মক্তি স্থানান্তরের সময় কত ভাগ. স্থিতিশক্তির পরিমাণ হ্রাস পায়?
ক. ৫-১০%
খ. ২০-২৫%
গ. ৫০-৬০%
ঘ. ৮০-৯০%
৫৮. একটি নির্দিষ্ট পরিবেশে কোনো জীবের খাপ খাইয়ে নেওয়াকে কী বলে?
ক. ইকোলজি
খ. অভিযোজন
গ. অভিজনন
ঘ. জীববৈচিত্র
৫৯. উদ্ভিদের কয় ধরনের অভিযোজন রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৬০. কোন জীব সম্প্রদায়ের পরিবেশীয় অবস্থায় খাপ খাইয়ে নেওয়ার জন্য কেম পার্থক্য সৃষ্টি হয়?
ক. গঠনগত
খ. আচরণগত
গ. পুষ্টিগত
ঘ. বৈশিষ্ট্যগত
৬১. কোনটি জলজ উদ্ভিদ?
ক. কলমি লতা
খ. শাপলা
গ. কাঁঠাল
ঘ. লিচু
৬২. জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
ক. উদ্ভিদের কান্ড নরম, দুর্বল প্রকৃতির
খ. মুল সুগঠিত নয়
গ. মূল ও কান্ডে বড় বড় বায়ুকুঠুরী থাকে
ঘ. সবগুলো
৬৩. ভাসমান জলজ উদ্ভেদে বিদ্যমান টিস্যু কোনটি?
ক. কোলেনকাইমা
খ. স্কে¬রেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. ফাইবার
৬৪. হেটারোফিলিস কী?
ক. একই উদ্ভিদে একই ধরনের পাতা
খ. একই উদ্ভিদে ভিন্ন ধরনের পাতা
গ. ভিন্ন উদ্ভিদে একই ধরনের পাতা
ঘ. ভিন্ন উদ্ভিদে ভিন্ন ধরনের পাতা
৬৫. লবণাক্ততা সহনশীল উদ্ভিগুলোকে কী বলে?
ক. হাইড্রোফাইট
খ. মেসোফাইট
গ. জেরোফাইট
ঘ. হ্যালোফাইট
৬৮. ভাসমান মূল বিদ্যমান কোনটিতে?
ক. কেশরদামে
খ. হাইড্রিলায়
গ. শাপলায়
ঘ. পদ্মতে
৬৯. বায়ুকুঠুরী যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
ক. অ্যারেনকাইমা
খ. কোলেনকাইমা
গ. স্কে¬রেনকাইমা
ঘ. ফাইবার তন্তু
৭০. জলজ উদ্ভিদে অনুপস্থিত কোনটি?
ক. অ্যারেনকাইমা
খ. বান্ডল সিথ
গ. স্কে¬রেনকাইমা
ঘ. ফাইবার তন্তু
৭২. কোনটি ভাসমান জলজ?
ক. টোপা পানা
খ. শাপলা
গ. হাইড্রিলা
ঘ. পদ্ম
৭৩. জলজ উদ্ভিদের সুগঠিত মূল নেই কারণ-
ক. উদ্ভিদের সমস্ত অঙ্গ. গিয়ে পানি গ্রহণ করে
খ. কান্ডে বড় বড় বায়ুকুঠুরী থাকে
গ. কান্ড ও পাতার বহিঃত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে
ঘ. মেকানিক্যাল টিস্যুর অনুপস্থিতি
৭৪. কোনটি উভচর উদ্ভিদ?
ক. শাপলা
খ. টোপাপানা
গ. ক্ষুদিপানা
ঘ. কলমি লতা
৭৫. মরু পরিবেশে জন্মানো উদ্ভিদকে কী বলে?
ক. হ্যালোফাইট
খ. জেরোফাইট
গ. লিথুফাইট
ঘ. মেসোফাইট
৭৬. কোনটি মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক. উদ্ভিদ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত
খ. উদ্ভিদ কোষ আকারে ছোট হয়
গ. কোষপ্রাচীর পুরু হয়
ঘ. স্টোমাটা কম থাকে
৭৭. প্রতিকূল পরিবেশ হতে পরিত্রাণের জন্য অন্ডকোরকে সৃষ্টি করে কোন প্রাণী?
ক. মাছ
খ. স্পঞ্জ
গ. ঘাস ফড়িং
ঘ. জলজ পোকা
৭৮. কোন উদ্ভিদের মূলগুলো খুব গভীরে গমনকারী-
ক. জলজ উদ্ভিদ
খ. স্থলজ উদ্ভিদ
গ. লবণাক্ত উদ্ভিদ
ঘ. মরুজ উদ্ভিদ
৮০. সমুদ্রের পানিতে লবণের পরিমাণ কত ভাগ?
ক. ৩.৫%
খ. ৬.৫%
গ. ৮.৯%
ঘ. ১১.২%
৮২. মরুভুমির জাহাম বলা হয় কাকে?
ক. লিজার্ড
খ. উট
গ. হর্নিটোড
ঘ. মাকড়সা
৮৫. হ্যালোফাইট উদ্ভিদের উদাহরণ-
ক. সুন্দরী
খ. আকন্দ
গ. করবী
ঘ. বাবলা
৮৬. জলজ অভিযোজন কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৮৭. মুখ্য জলজ প্রানীর উদাহরণ কোনটি?
ক. কুমির
খ. ব্যাঙ
গ. মাছ
ঘ. জলহস্তী
৮৮. পৃথিবীর বিশালতম বায়োম কোনটি?
ক. পুকুর
খ. নদী
গ. মহাসাগর
ঘ. হ্রদ
৮৯. আরবের খেজুর গাছ মাটির কত ফুট নিচ হতে পানি শোষণ করতে সক্ষম?
ক. ৪০ ফুট
খ. ৫০ ফুট
গ. ৫৫ ফুট
ঘ. ৬০ ফুট
৯০. লবণাক্ত পরিবেশে জন্ম নিতে পারে এমন উদ্ভিদগুলোকে বলে-
ক. জেরোফাইট
খ. লিথুফাইট
গ. হাইড্রোফাইট
ঘ. হ্যালোফাইট
৯২. শ্বাসমূল দেখা যায় যে সকল উদ্ভিদে-
ক. জোরোফাইট
খ. হ্যালোফাইট
গ. হাইড্রোফাইট
ঘ. টেরোফাইট
৯৩. লবণাক্ত পরিবেশের উদ্ভিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য-
ক. এদের পাতা শুষ্ক. থাকে
খ. কান্ড রসালো নয়
গ. নিউম্যাটাফোর বিদ্যমান
ঘ. প্রস্বেদন বেশি হয়
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৪. হ্যালোফাইট উদ্ভিদে নিউম্যাটাফোর সৃষ্টি হওয়ার কারণ-
ক. মূলগুলো মাটির গভীরে প্রবেশ করে
খ. মুলগুলো মাটির গভীরে প্রবেশ করতে পারে না
গ. মাটি শক্ত থাকে
ঘ. মাটি নরম থাকে
৯৬. হ্যালোফাইটগুলোর মূল মাটির গভীরে পৌছায় না, কারণ-
ক. মাটির গভীরতার সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়
খ. মাটির গভীরতার সাথে লবণাক্ততা হ্রাস পায়
গ. শ্বাসমূলের উপস্থিতি
ঘ. কান্ড ও পাতা রসালো থাকে
৯৭. স্তম্ভ মূলের কাজ নয় কোনটি?
ক. জোয়ার-ভাঁটার সময় পানির টান সহ্য করে গাছকে দাড়িয়ে থাকতে সাহায্য করে
খ. বায়ুর সাথে গ্যাসের বিনিময়
গ. পানি শোষন করা
ঘ. দৃড়তা প্রদান করা
৯৮. কোনটিকে ম্যানগ্রোভ বন বলা হয়?
ক. সিলেটের বন
খ. সুন্দর বন
গ. ময়নামতির বন
ঘ. ঝাউবন
১০০. যে পরিবেশে মাটিতে পানির পরিমাণ খুব কম সেখানে কোন উদ্ভিদ জন্মে?
ক. স্থলজ উদ্ভিদ
খ. জলজ উদ্ভিদ
গ. মরুজ উদ্ভিদ
ঘ. লোনা-মাটির উদ্ভিদ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।