HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় অষ্টম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১২তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
অষ্টম অধ্যায় – টিস্যু ও টিস্যুতন্ত্র
১. বিভাজন ক্ষমতা অক্ষুণ থাকে কোন টিস্যুতে?
ক. স্থায়ী টিস্যু
খ. ভাজক. টিস্যু
গ. জাইলেম টিস্যু
ঘ. ফ্লোয়েম টিস্যু
২. কোথা হতে ভাজক. টিস্যু সৃষ্টি হয়?
ক. ক্যাম্বিয়াম
খ. কর্টেক্স
গ. মেরিস্টেম
ঘ. প্রোমেরিস্টেম
৩. কোন টিস্যুর কোষীয় বিপাক. হার বেশি?
ক. ভাজক. টিস্যু
খ. স্থায়ী টিস্যু
গ. তরুক্ষীর টিস্যু
ঘ. গ্রন্থি টিস্যু
৪. সেকেন্ডারি ভাজক. টিস্যুর উদাহরণ কোনটি?
ক মেরিস্টেম
খ. কর্ক. ক্যাম্বিয়াম
গ. ফেলোজেন
ঘ. কর্টেক্স
৫. মাস ভাজক. টিস্যু কোনটি সৃষ্টি করে?
ক. বধিষ্ণু মূল
খ. মজ্জা রশ্মি
গ. পাতা
ঘ. কর্টেক্স
৬. মূলের এপিবেমা কোন কোষ নিয়ে গঠিত?
ক. প্যারেনকাইমা
খ. কোলেনকাইমা
গ. স্কে¬রেনকাইমা
ঘ. অ্যারেনকাইমা
৮. একবীজপত্রী কান্ডের ক্ষেত্রে প্রযোজ্য
i) বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
ii) পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
iii) পরিবহন কলাগুচ্ছ অরীয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. পেরিসাইকল সাধারণত অনুপস্থিত থাকে
i) নগ্নবীজীর
ii) আবৃতবীজীর কান্ডে
iii) দ্বিবীজপত্রীর কান্ডে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. ভাজক. টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i) কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
ii) সাইটোপ্লাজম ঘন
iii) কোষ গহর বড়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য-
i) কোষের নিউক্লিয়াস বৃহৎও মন সাইটোপ্লাজমযুক্ত
ii) আন্তঃকোষীয় ফাঁক. থাকে না
iii) কোষগুলো আয়তাকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. হাইডাথোড হতে ক্ষরিত পানিতে দ্রবীভ‚ত থাকে-
i) নাইট্রোজেন
ii) খনিজ লবণ
iii) শর্করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও
শ্রেণিশিক্ষক. ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেনযে, এটি কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর।
১৩. উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?
ক. হাইপোডার্মিস
খ. কর্টেক্স
গ. এন্ডোডার্মিস
ঘ. পেরিসাইকল
১৪. এস্তরের কোষগুলোতে প্রচুর স্টার্চের দানা থাকায়
i) এ স্তরকে স্টার্চ সিথ বলে
ii) এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে
iii) ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও
মিতা একটি নমুনার প্রস্থচ্ছেদ যথা নিয়মে তৈরি করার পর ¯াইড মাউন্ট পর্যবেক্ষণ করে দেখল এর ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো। তারা আরো দেখল এর ভেসেলগুলো ণ আকারে সজ্জিত।
১৫. মিতা কী দেখল?
ক. একবীজপত্রী উদ্ভিদের মূল
খ. একবীজপত্রী উদ্ভিদের কান্ড
গ. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল
ঘ. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড
১৬. মিতার দেখা নমুনাটির-
i) ভাস্কুলার বান্ডল অরীয়
ii) জাইলেম এন্ডার্ক
iii) ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১. কোন টিস্যু থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়?
ক. প্রাইমারি ভাজক. টিস্যু
খ. শীর্ষস্থ ভাজক. টিস্যু
গ. সেকেন্ডারী ভাজক. টিস্যু
ঘ. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
২. সকল জীবদেহের মৌলিক. একক. কোনটি?
ক. কোষ
খ. স্থায়ী টিস্যু
গ. তরুক্ষীর টিস্যু
ঘ. ভাজক. টিস্যু
৩. ভাজক. টিস্যুর বিভাজন কোন প্রক্রিয়ায় ঘটে?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. হ্রাসমূলক. বিভাজন
৪. কোষ গহর অনুপস্থিত কোনটিতে?
ক. জটিল টিস্যু
খ. সরল টিস্যু
গ. ভাজক. টিস্যু
ঘ. ক্ষরণকারী টিস্যু
৫. উৎপত্তি অনুসারে ভাজক. টিস্যু কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৬. প্রারম্ভিক. ভাজক. টিস্যু হতে উৎপন্ন হয় নিচের কোনটি?
ক. শীর্ষস্থ ভাজক. টিস্যু
খ. প্রাইমারি ভাজক. টিস্যু
গ. ইন্টারক্যালারি ভাজক. টিস্যু
ঘ. সেকেন্ডারি ভাজক. টিস্যু
৭. কর্কক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক. টিস্যুর উদাহরণ?
ক. প্রাইমারি ভাজক. টিস্যু
খ. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
গ. সেকেন্ডারী ভাজক. টিস্যু
ঘ. রিব ভাজক. টিস্যু
৮. নিচের কোন টিস্যুটি উদ্ভিদের ভ্রƒণাবস্থায়ই উৎপত্তি লাভ করে?
ক. প্রাইমারি ভাজক. টিস্যু
খ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
গ. মাস ভাজক. টিস্যু
ঘ. ভিত্তি ভাজক. টিস্যু
৯. অবস্থান অনুসারে ভাজক. টিস্যু কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১০. ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, সর্হটেইল প্রভৃতি পত্রমূলে কোন ধরনের টিস্যু দেখা যায়?
ক. শীর্ষক. বাজক. টিস্যু
খ. নিবেশিত ভাজক. টিস্যু
গ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
ঘ. ভিত্তি ভাজক. টিস্যু
১১. কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে?
ক. শীর্ষস্থ ভাজক. টিস্যু
খ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
গ. প্রোটোর্ডাম
ঘ. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
১২. ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক. ক্যাম্বিয়অম কিসের উদাহরণ?
ক. রিব ভাজক. টিস্যু
খ. প্লেট ভাজক. টিস্যু
গ. শীর্ষস্থ ভাজক. টিস্যু
ঘ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
১৩. কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে ভাজক. টিস্যুর প্রকারভেদ কোনটি?
ক. মাস, প্লেট, রিব
খ. প্রোটোর্ডাম, পোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম
গ. প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কে¬রেনকাইমা
ঘ. প্রোমেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালরি মেরিস্টেম
১৪. কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়?
ক. মাস ভাজক. টিস্যু
খ. রিব ভাজক. টিস্যু
গ. প্লেট ভাজক. টিস্যু
ঘ. ভিত্তি ভাজক. টিস্যু
১৫. মাস ভাজক. টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য?
ক. কোষ বিভাজন একটি তলে ঘটে
খ. কোষ বিভাজন দুটি তলে ঘটে
গ. কোষ বিভাজন সব তলে ঘটে
ঘ. কোষ বিভাজন ঘটে না
১৬. কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি ঘটে?
ক. মাস ভাজক. টিস্যু
খ. প্লেট ভাজক. টিস্যু
গ. রিব ভাজক. টিস্যু
ঘ. উপরের সবগুলো
১৭. নিচের কোনটির কোষ বিভাজন একটি তলে ঘটে?
ক. মাস ভাজক. টিস্যু
খ. রিব ভাজক. টিস্যু
গ. প্লেট ভাজক. টিস্যু
ঘ. প্রোটোর্ডাম
১৮. বুকের পাঁজরের ন্যায় দেখতে নিচের কোন টিস্যুটি?
ক. রিব ভাজক. টিস্যু
খ. প্রোটোর্ডাম
গ. প্লেট ভাজক. টিস্যু
ঘ. প্রাইমারি ভাজক. টিস্যু
১৯. প্রোটোর্ডম, প্রোকাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম কিসের ভিত্তিতেত ভাজক. টিস্যুর প্রকারভেদ?
ক. অবস্থান অনুসারে
খ. উৎপত্তিত অনুসারে
গ. অবস্থান অনুসারে
ঘ. কাজ অনুসারে
২০. ভাজক. টিস্যুর সবচেয়ে বাইরের স্তরটি কি নামে পরিচিত?
ক. প্রোমেরিস্টেম
খ. প্রোটোর্ডাম
গ. প্রোক্যাম্বিয়াম
ঘ. গ্রাউন্ড মেরিস্টেম
২১. প্রোক্যাম্বিয়ামের প্রধান কাজ নিচের কোনটি?
ক. মূল, কান্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক. সৃষ্টি করা
খ. উদ্ভিদদেহের কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করা
গ. পরিবহন টিস্যু সৃষ্টি করা
ঘ. ত্বকের সৃষ্টি করে
২২. কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকল প্রভৃতি কোন টিস্যু হতে উৎপন্ন?
ক. প্রোটোডার্ম
খ. প্রোক্যাম্বিয়াম
গ. প্রোক্যাম্বিয়াম
ঘ. এডিপডার্মাল
২৩. এপিবেমা সৃষ্টিকারী টিস্যুটির নাম কী?
ক. প্রোটোডার্ম
খ. প্রোক্যাম্বিয়াম
গ. প্লেট ভাজক. টিস্যু
ঘ. এপিক্যাল মেরিস্টেম
২৪. নিচের কোন টিস্যুটি সংবহনে সাহায্য করে?
ক. মাস
খ. রিব
গ. প্লেট
ঘ. প্রোটোর্ডাম
২৫. নিচের কোনটি প্লেট ভাজক. টিস্যুর কাজ?
ক. আচ্ছাদনে সাহায্য করে
খ. সংবহনে সাহায্য করে
গ. খাদ্য উৎপাদনে সাহায্য করে
ঘ. খাদ্য পরিবহনে সাহায্য করে
২৬. মাস ভাজক. টিস্যু সৃষ্টি হয়-
ক. কর্টেক্সে
খ. বর্ধিষ্ণু মূলে
গ. পাতায়
ঘ. কান্ডের মজ্জায়
২৭. স্থায়ী টিস্যু হতে পুনরুৎপত্তি ঘটে কোনটি?
ক. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
খ. প্রাইমারি ভাজক. টিস্যু
গ. সেকেন্ডারি ভাজক. টিস্যু
ঘ. শীর্ষস্থ ভাজক. টিস্যু
২৮. কোন উদ্ভিদের একটিমাত্র কোষে ভাজক. টিস্যু বিদ্যমান?
ক. ব্রায়োফাইট উদ্ভিদে
খ. টেরিডোফাইট উদ্ভিদে
গ. সপুষ্পক. উদ্ভিদে
ঘ. ক. ও খ. উভয়টিতে
২৯. দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে কোনটি?
ক. নিবেশিত ভাজ
ক. টিস্যুখ. শীর্ষস্থ ভাজক. টিস্যু
গ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
ঘ. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
৩০. সবতলে বিভাজন ঘটে কোন ভাক. টিস্যুর?
ক. মাস
খ. প্লেট
গ. রিব
ঘ. প্রোটোডার্ম
৩১. কালচার মিডিয়ামে কোন টিস্যু হতে ক্যালাস সৃষ্টি হয়?
ক. ভাজক. টিস্যু
খ. স্থায়ী টিস্যু
গ. ক্ষরণকারী টিস্যু
ঘ. তরক্ষীর টিস্যু
৩২. কোন কোষে কো-প্লাস্টিড বিদ্যামান?
ক. ভাজক. কোষে
খ. স্থায়ী কোষে
গ. প্যারেনকাইমা কোষে
ঘ. কোলেনকাইমা কোষে
৩৩. বিভাজনে সক্ষম টিস্যু কোনটি?
ক. ভাজক. টিস্যু
খ. স্থায়ী টিস্যু
গ. ক্ষরণকারী টিস্যু
ঘ. তরক্ষীর টিস্যু
৩৪. ভাজক. টিস্যুর বেশিষআট্য কোনটি?
ক. কোষে নিউক্লিয়াস ক্ষুদ্র
খ. কোষে স্বচ্ছ সাইটোপ্লাজম
গ. কোষে আন্তঃকোষীয় ফাঁক. থাকে
ঘ. কোষ বিভাজনে সক্ষম
৩৫. কোন ভাজক. টিস্যু কোষ দেখতে বুকের পাঁজরের মতো?
ক. মাস
খ. প্লেট
গ. রিব
ঘ. প্রোটেডার্ম
৩৬. প্লেট টিস্যুর উদাহরণ কোনটি?
ক. মজ্জা
খ. পাতা
গ. সস্যকলা
ঘ. কর্টেক্স
৩৭. ভাজক. টিস্যুর বৈশিষ্ট্য নয়-
ক. কোষগুলো সাধারণত আয়তাকার ডিম্বাকার, ষড়ভুজাকার
খ. নিউক্লিয়াস বড়
গ. বড় কোষ গহর থাকে
ঘ. কোষীয় বিপাক. হার বেশি
৩৮. নিচের কোনটি ভাজক. টিস্যুর কাজ?
ক. উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়
খ. উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়
গ. স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়
ঘ. সবগুলো
৩৯. নিচের কোনটি ভাজক. টিস্যুর বৈশিষ্ট্য নয়?
ক. বিভাজন ক্ষমতাসম্পন্ন
খ. নিউক্লিয়াস বড়
গ. কোষ গহর থাকে না
ঘ. বিপাক. হার কম
৪০. ক্রমাগত কোষ বিভাজনই কোন টিস্যুর বৃদ্ধির কারণ?
ক. ভাজক. টিস্যু
খ. সরল টিস্যু
গ. যৌগিক. টিস্যু
ঘ. স্থায়ী টিস্যু
৪১. নিচের কোন টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষকৃত বড়?
ক. জটিল টিস্যু
খ. ভাজক. টিস্যু
গ. যৌগিক. টিস্যু
ঘ. সরল টিস্যু
৪২. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত ও পাতলা টিস্যু কোনটি?
ক. সরল টিস্যু
খ. জটিল টিস্যু
গ. ক্ষরণকারী টিস্যু
ঘ. ভাজক. টিস্যু
৪৩. বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ. করা হয়েছে?
ক. ২ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪৪. সেকেন্ডারি ভাজক. টিস্যুর সৃষ্টি-
ক. প্রোমেরিস্টেম হতে
খ. পাতার মেসোফিল কোষ হতে
গ. কর্ক. ক্যাম্বিয়াম হতে
ঘ. বায়ু কুঠুরী হতে
৪৫. কোন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়?
ক. পার্শ্বীয় ভাজক. টিস্যু
খ. শীর্ষস্থ ভাজক. টিস্যু
গ. রিব ভাজক. টিস্যু
ঘ. প্রারম্ভিক. ভাজক. টিস্যু
৪৬. নিচের কোনটি প্রোটোডার্মের কাজ?
ক. কর্টেক্স ও মজ্জা সৃষ্টি করা
খ. মূল ও কান্ডের ত্বক. সৃষ্টি করা
গ. জাইলেম সৃষ্টি করা
ঘ. পরিবহন টিস্যু সৃষ্টি করা
৪৭. উদ্ভিদের অধিকাংশ অঞ্চল কোন টিস্যু দিয়ে গঠিত?
ক. কোলেনাকাইমা
খ. ক্লোরেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. প্যারেনকাইমা
৪৮. আকন্দ, হাতিশূঁড় উদ্ভদের পত্রবৃন্তে কোন ধরনের টিস্যু দেখা যায়?
ক. রূপাকার কোলেনকাইমা
খ. কোণাকার কোলেনকাইমা
গ. স্তরীভূত কোলেনকাইমা
ঘ. স্কে¬রাইড
৪৯. ফ্লোয়েম, পেরিসাইকল ও কর্টেক্স ফাইবারকে সাধারণত কী বলা হয়?
ক. স্কে¬রাইড
খ. ট্রাকিড
গ. বাস্ট ফাইবার
ঘ. ভেসেল
৫০. প্লেট মেরিস্টেম এর উদাহরণ হলো-
ক. কান্ডের মজ্জাকলা
খ. পাতার কলা
গ. সস্য কলা
ঘ. মূল্যের কলা
৫১. মাসমেরিস্টেম এর উদাহরণ-
ক. কান্ডের মজ্জাকলা
খ. পাতর কলা
গ. সস্য কলা
ঘ. মূলের কলা
৫২. ক্যাম্বিয়াম যে ভাজক. টিস্যুর উদাহরণ-
ক. শীর্ষস্থ ভাজক. টিস্যু
খ. গ্রাউন্ড ভাজক. টিস্যু
গ. নিবেশিত ভাজক. টিস্যু
ঘ. পার্শ্বীয় ভাজক. টিস্যু
৫৩. বিভাজন প্রক্রিয়া অনুসারে নিচের কোনটি ভাজক. কলার শ্রেণিবিভাগ. নয়?
ক. মাস
খ. প্লে
গ. ইন্টারক্রালারী
ঘ. রিব
৫৪. ভাজক. টিস্যুর বৈশিষ্ট্য-
ক. নিউক্লিয়াস ছোট
খ. বড় কোষ গহর
গ. পাতলা কোষ প্রাচীর
ঘ. আন্তঃকোষীয় ফাঁক. থাকে
৫৫. কোনটি প্রাথমিক. ভাজক. কলার কাজ?
ক. বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়
খ. বিভাজিত হয়ে উদ্ভিদের কান্ড ও মূলের দৈর্ঘ্য বাড়ায়
গ. বিভাজিত হয়ে শুধুমাত্রা উদ্ভিদের মূলের দৈর্ঘ্য বাড়ায়
ঘ. বিভাজিত হয়ে শুধুমাত্র উদ্ভিদের মূলের দৈর্ঘ্য বাড়ায়
৫৬. নিচের কোন স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়?
ক. বিভাজনে অক্ষম
খ. নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট
গ. কোষপ্রাচীর বেশ পুরু
ঘ. কোষগহর অপেক্ষকৃত ছোট
৫৭. স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক. নিউক্লিয়াস বড়
খ. বিভাজনে অক্ষম
গ. আন্তঃকোষীয় ফাঁক. অনুপস্থিত
ঘ. ঘন সাইটোপ্লাজম
৫৮. গঠন ও কাজের ভিত্তিতে কোনটি স্থায়ী টিস্যুর প্রকারভেদ নয়?
ক. ভাজক. টিস্যু
খ. সরল টিস্যু
গ. জটিল টিস্যু
ঘ. ক্ষরণকারী টিস্যু
৫৯. গঠন ও কাজের ভিত্তিতে স্থায়ী টিস্যু কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৬০. নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু?
ক. প্যারেনকাইমা
খ. জাইলেম
গ. গ্রন্থি টিস্যু
ঘ. কোলেনকাইমা
৬১. নিচের কোন টিস্যুকে যৌগিক. টিস্যু বলা হয়?
ক. জাইলেম টিস্যু
খ. ক্যাম্বিয়াম টিস্যু
গ. তরক্ষীর টিস্যু
ঘ. ক্ষরণকারী টিস্যু
৬২. ফ্লোয়েম কোন ধরনের টিস্যু?
ক. যৌগিক. টিস্যু
খ. সরল টিস্যু
গ. জটিল টিস্যু
ঘ. ক. + গ
৬৩. বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমার নাম কী?
ক. ইডিওবাস্ট
খ. অ্যারেনকাইমা
গ. ক্লোরেনকাইমা
ঘ. স্টিলেট
৬৪. অ্যারেনকাইমা থাকে কোন উদ্ভিদে?
ক. স্থলজ
খ. মরুজ
গ. জলজ
ঘ. ম্যানগ্রোভ
৬৫. ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষের নাম কী?
ক. ইডিওবাস্ট
খ. ক্লোরেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. স্টিলেট
৬৬. তেল, ট্যানিন ও খনিজ লবণ বিদ্যমান কোনটিতে?
ক. ইডিওবাস্ট
খ. ক্লোরেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. স্টিলেট
৬৭. তারকাকৃতি প্যারেনকাইমা কোষ কোনটি?
ক. ইডিওবাস্ট
খ. ক্লোরেনকাইমা
গ. অ্যারেনকাইমা
ঘ. স্টিলেট
৬৮. আকন্দের পত্রবৃন্তে কীরূপ কোলেনকাইমা বিদ্যমান?
ক. কৌণিক
খ. কূপাকার
গ. স্তরীভূত‘
ঘ. দন্ডাকার
৬৯. স্তরীভূত কোলেনকাইমার বৈশিষ্ট্য কোনটি?
ক. কৌণিক
খ. কূপাকার
গ. ঘনসন্নিবিষ্ট
ঘ. দন্ডাকার
৭০. কোষ প্রাচীরের স্থলত্বের উপর ভিত্তি করে কোলেনকাইমাকে কয় ভাগে ভাগ. করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৭১. লুমেন কী?
ক. কোষস্থ ফাঁকা স্থান
খ. কোষস্থ গহরের স্থান
গ. কোষস্থ নিউক্লিয়াসের স্থান
ঘ. কোষস্থ-সাইটোপ্লাজমের স্থান
৭২. কোন টিস্যুতে লুমেন বিদ্যমান?
ক. প্যারেনকাইমা
খ. কোলেনকাইমা
গ. স্কে¬রেনকাইমা
ঘ. অ্যারেনকাইমা
৭৩. কোন টিস্যুর কোষ স্টোন কোষ?
ক. স্কে¬রাইড
খ. কোলেনকাইমা
গ. প্যারেনকাইমা
ঘ. ফাইবার
৭৪. কোনটি জটিল টিস্যু?
ক. জাইলেম
খ. প্যারেনকাইমা
গ. কোলেনকাইমা
ঘ. স্কে¬রেনকাইমা
৭৫. জাইলেমের অন্তর্ভূক্ত কোনটি?
ক. ভেসেল
খ. সীভনল
গ. সঙ্গীকোষ
ঘ. ফ্লোয়েম ফাইবার
৭৬. ঢুষড়ংব শব্দটির অর্থ কী?
ক. বস্ত্র
খ. বাঁশ
গ. কাঠ
ঘ. লোহা
৭৭. ফ্লোয়েমের অংশ কোনটি?
ক. ট্রাকিড
খ. ভেসেল
গ. সীভনল
ঘ. জাইলেম, প্যারেনকাইমা
৭৮. মোটা গর্তযুক্ত ভেসেলের নাম কী?
ক. জাইলেম
খ. ট্রাকিড
গ. মেটাজাইলেম
ঘ. প্রটোজাইলেম
৭৯. সরু গর্তযুক্ত ভেসেল কোনটি?
ক. জাইলেম
খ. মেটাজাইলেম
গ. প্রোজাইলেম
ঘ. প্রোটোজাইলেম
৮০. ফ্লোয়েম টিস্যু কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৮১. সঙ্গী কোষ পাওয়া যায় কোনটিতে?
ক. ফার্ন উদ্ভিদে
খ. নগ্নবীজী উদ্ভিদে
গ. চঃবৎরং উদ্ভিদে
ঘ. আবৃতবীজী উদ্ভিদে
৮২. কোথায় সীভপ্লেট বিদ্যমান?
ক. সীভনলে
খ. সঙ্গীকোষে
গ. ট্রাকিডে
ঘ. ভেসেলে
৮৩. সীভ প্লেটের প্রস্থ প্রাচীরের ছিদ্রগুলো কোন সময় খুলে যায়?
ক. শীতকালে
খ. বর্ষাকালে
গ. গ্রীষ্মকালে
ঘ. বসন্তকালে
৮৪. তরুক্ষীর নালি বিদ্যমান কোনটিতে?
ক. আম
খ. জাম
গ. লিচু
ঘ. কলা
৮৫. মধু, আঠা, রজন ইত্যাদি ক্ষরিত হয় কোনটি থেকে?
ক. তরুক্ষীর নালি
খ. গ্রন্থিটিস্যু
গ. তরুক্ষীর কোষ
ঘ. সীভনল হতে
৮৬. তরুক্ষীর কোষ বিদ্যমান থাকে কোনটিতে?
ক. শিয়ালকাঁটা
খ. বট
গ. কলা
ঘ. রবার
৮৭. খাদ্রদ্রব্য ও পানি পরিবহন নিচের কোন টিস্যুর প্রধান কাজ?
ক. সরল টিস্যু
খ. যৌগিক. টিস্যু
গ. ক্ষরণকারী টিস্যু
ঘ. নিঃ¯্রাবী টিস্যু
৮৮. মধু, উৎসেচক. ইত্যাদি নিঃসৃত হয় নিচের কোন টিস্যু থেকে?
ক. তরুক্ষীর টিস্যু
খ. গ্রন্থি টিস্যু
গ. মাস টিস্যু
ঘ. রিব টিস্যু
৮৯. নিচের কোনটি থেকে আঠা, গদ ও বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়?
ক. শল্ক
খ. কোলেটার্স
গ. রোম
ঘ. কিউটিকল
৯০. বিভাজনে অক্ষম টিস্যু কোনটি?
ক. ভাজক. টিস্যু
খ. জটিল টিস্যু
গ. সরল টিস্যু
ঘ. খ. + গ
৯১. নিচের কোনটির কোষ প্রাচীর বেশ পুরু?
ক. ভাজক. টিস্যু
খ. স্থায়ী টিস্যু
গ. পরিবহন টিস্যু
ঘ. প্রোটোডার্ম
৯২. বিজ্ঞানী স্যাকস টিস্যুতন্তকে ভাগ. করেন কত সালে?
ক. ১৭৭৫
খ. ১৭৭৬
গ. ১৮৭৫
ঘ. ১৮৭৬
৯৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে-
ক. উর্ধ্বত্বকে
খ. ভাস্কুলার বান্ডলে
গ. স্পঞ্জী প্যারেনকাইমাতে
ঘ. নিত্বকে
৯৪. অন্তঃত্বকের পাতলা প্রাচীরযুক্ত কোষ নিচের কোনটিকে বলা হয়?
ক. পেরিসাইকল
খ. প্যাসেজ কোষ
গ. রক্ষীকোষ
ঘ. ইপিবেমা
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৫. নিচের কোনটিতে কোষ প্রাচীরের প্রধান উপাদান?
ক. লিপিড
খ. সেলুলোজ
গ. লিপোপ্রোটিন
ঘ. হেমিসেলুলোজ
৯৬. নিচের কোনটি মেডুলারী রে-এর কাজ?
ক. খাদ্য সঞ্চয় করা
খ. জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করা
গ. খাদ্য পরিবহন করা
ঘ. পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ. রক্ষা করা
৯৭. নিচের কোনটিতে পানিরন্ধ্র থাকে?
ক. ঘাস
খ. টমেটো
গ. কচু
ঘ. উপরের সবগুলোকেই
৯৮. ককরবী গাছের পাতার ত্বকে কয় স্তর কোষ বিদ্যমান?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
৯৯. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?
ক. ঈুপধং
খ. সরিষা
গ. গম
ঘ. আখ
১০০. পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণ ঘটে কোন উদ্ভিদে?
ক. ঈুপধং
খ. চরহধং
গ. সরিষা
ঘ. আখ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।