HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় একাদশ | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের ১১তম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
একাদশ অধ্যায় জীব প্রযুক্তি
১. টিস্যু কালচারের পথিকৃত বলা হয় কাকে?
ক. হার্বার ল্যান্ড
খ. নিউটন
গ. এরিস্টটল
ঘ. ডারউইন
২. আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন করাকে কী বলে?
ক. ইনোকুলেশন
খ. ট্রান্সপ্লান্টেশন
গ. স্টেরিলাইজেশন
ঘ. রেপ্লিকেশন
৩. আণবিক. কাঁচি নামে পরিচিত কোনটি?
ক. রেসট্রিকশন এনজাইম
খ. লাইগেজ এনজাইম
গ. লাইপেজ এনজাইম
ঘ. হাইড্রোলেজ এনজাইম
৪. সূর্যমুখীর সালফার অ্যামিনো এসিড
i) ক্লোভার ঘাসে স্থানান্তর করা যায়
ii) ঘাসে স্টার্চের পরিমাণ বাড়ায়
iii) ভেড়ার লোম অপেক্ষাকৃত উন্নত করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. মানুষের ইনসুলিন হরমোন
i) অগ্ন্যাশয় থেকে নির্গত হয়
ii) রক্তে গুকোজ পরিপাক. করে
iii) রক্তে অক্সিজেন পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. ইন্টারফেরন প্রোটিন
i) মানুষের কোষ থেকে নির্গত হয়
ii) ক্যান্সার প্রতিরোধ করে
iii) জীব প্রযুক্তির প্রথম চিকিৎসা দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. প্লাজমিড এর ক্ষেত্রে প্রযোজ্য
i) এটি চক্রাকার
ii) অল্প সংখ্যক. জিন ধারণ করে
iii) দ্বিসূত্রক, উঘঅ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. টিস্যু কালচার প্রযুক্তিতে-
i) জীবাণুমুক্ত পরিবেশের প্রয়োজন
ii) পুষ্টি মাধ্যমের প্রয়োজন
iii) অীয় মাধ্যমের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. টিস্যু কালচার করার উদ্দেশ্য হলো-
i) উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি
ii) উদ্ভিদের প্রজনন
iii) উদ্ভিদের জীবন রহস্য জানা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও
কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা নিষেকের মাধ্যমে বীজ উৎপাদন করতে পারে না। এসব উদ্ভিদ থেকে চারা উৎপাদনে বিশেষ পদ্ধতিতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয়।
১০. উদ্দীপকে বিশেষ পদ্ধতিতে কোন অঙ্গ. এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করা হয়?
ক. মূল
খ. ডিম্বাণু
গ. শীর্ষস্থ ভাজক. কলা
ঘ. পরাগধানী
১১. উল্লেখিত পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদে
i) প্রচ্ছন্ন মিউটেশন শনাক্ত করা যায় না
ii) প্রচ্ছন্ন মিউটেশন সহজেই শনাক্ত করা যায়
iii) মিউটাজেন ব্যবহার করে মিউটেট উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও
এমন অনেক. উদ্ভিদ রয়েছে যাদের হাইব্রিডাইজেশন করে অনেক. সময় ভালো ফলাফল পাওয়া যায় না। এসব উদ্ভিদ কোষের বাইরে থেকে জিন সংযোজন করে নতুন সন্নিবেশিত উদ্ভিদ তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
১২. এখানে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে?
ক. ক্লোনিং
খ. মিউটেশন
গ. অ্যাক্লিমাটাইজেশন
ঘ. রিকম্বিনেন্ট উঘঅ প্রযুক্তি
১৩. উক্ত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা যায়
i) ছত্রাকমুক্ত কলাii) ইনসুলিন
iii) লৌহসমৃদ্ধ ধান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
রাসেল সায়েন্টিফিক. জার্নালের একটি ফিচার পড়ে জানতে পারলো যে এমন একটি পদার্থ রয়েছে যা মানবদেহে অস্বাভাবিক. কোষ বিভাজন প্রতিরোধ করে এবং অকোষীয় জীবের ক্ষতি থেকেও মানব দেহকে রক্ষা করতে পারে।
১৪. উদ্দীপকের উল্লেখিত পদ্ধতিটির প্রকৃতি কীরূপ?
ক. প্রোটিনধর্মী
খ. লবণধর্মী
গ. ক্ষারধর্মী
ঘ. লিপিডধর্মী
১৫. এ পদার্থটি
i) ভাইরাসের প্রাথমিক. সংক্রমণ প্রতিরোধ করে
ii) ক্যান্সার প্রতিরোধ করে
iii) ডায়াবেটিস প্রতিরোধ করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১. মানবকল্যাণে জৈবিক. উপকরণ তথা অণুজীব অথবা কোষীয় উপাদান-এর নিয়ন্ত্রিত ব্যবহারকে – বলে।
ক. জিন প্রযুক্তি
খ. জৈব প্রযুক্তি
গ. টিস্যু কালচার প্রযুক্তি
ঘ. আধুনিক. প্রযুক্তি
৫. নিচের কোনটি ইরড়ঃবপযহড়ষড়মু এর অন্তর্ভূক্ত?
ক. টিস্যু কালচার
খ. জেনেটিক. ইঞ্জিনিয়ারিং
গ. বায়োগ্যাস
ঘ. সবগুলোই
৮. বিজ্ঞানী ‘কোলম্যান’ কত সালে ইরড়ঃবপযহড়ষড়মু এর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৯৬৮ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৮ সালে
৯. কোন প্রযুক্তি প্রয়োগে দুধ থেকে দই এবং পচা ফল থেকে মদ তৈরি হয়?
ক. ইলেট্রিক্যাল প্রযুক্তি
খ. ইলেক্ট্রনিক্স প্রযুক্তি
গ. জৈব প্রযুক্তি
ঘ. কোনোটিই নয়
১২. জীবপ্রযুক্তি কখন নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?
ক. অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে
খ. বিংশ শতাব্দীর শেষ দিকে
গ. বংশগতির সূত্র আবিষ্কারের পরে
ঘ. বংশগতির সূত্র আবিষ্কারের পূর্বে
১৩. কখন মানুষ গাঁজন ও চোলাইকরণ প্রযুক্তি জ্ঞান রপ্ত করেছিল?
ক. ৪০০০ বছর আগে
খ. ৭০০০ বছর আগে
গ. ৮০০০ বছর আগে
ঘ. ১০,০০০ বছর আগে
১৪. কৃষি উন্নয়নে জীবপ্রযুক্তির কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়?
ক. জিন প্রযুক্তি
খ. তথ্য প্রযুক্তি
গ. টিস্যু কালচার ও জিন প্রকৌশল
ঘ. বিজ্ঞান প্রযুক্তি
১৫. কাচের পাত্রে জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে উদ্ভিদ জন্মানোকে কী বলে?
ক. সেরিকালচার
খ. পিসি কালচার
গ. টিস্যু কালচার
ঘ. সস্য কালচার
১৬. টিস্যু কালচারের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. কোষ
খ. মেরিস্টোম
গ. ভ্রণ
ঘ. সবগুলোই
১৭. টিস্যু কালচারের পথিকৃত বলা হয় কাকে?
ক. হার্বার ল্যান্ড
খ. মুরাসিং
গ. স্কগ
ঘ. গেমবর্গৎ
২১. কত সালে সর্ব প্রথম কোষ কালচারের চেষ্টা করা হয়?
ক. ১৯০৩
খ. ১৯০২
গ. ১৮০২
ঘ. ২০০২
২৪. উদ্ভিদের বিভাজনক্ষম সজীব কোষ হতে পূর্ণাঙ্গ. উদ্ভিদ তৈরির ক্ষমতাকে কী বলে?
ক. ক্লোনিং
খ. সজীবতা
গ. টটিপটেন্সি
ঘ. টিস্যু আবাদ
২৫. টিস্যু কালচারে ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয় বলে এর অন্য নাম কী?
ক. মাইক্রোপ্রোপাগেশন
খ. ম্যাক্রোপ্রোপাগেশন
গ. ক্লোনিং পদ্ধতি
ঘ. কোনটিই নয়
২৬. কালচার করে মাতৃ ও পিতৃর সমগুণ সম্পন্ন প্রজন্ম তৈরিকে বলে
ক. ক্লোনিং প্রযুক্তি
খ. যৌন মিলন পদ্ধতি
গ. আইসোগ্যামী
ঘ. সবগুলোই
২৭. উদ্ভিদের ক্ষুদ্র অংশ বা কোষ, যা টিস্যু কালচারে ব্যবহৃত হয় তাকে বলে?
ক. এক্সপ্লান্ট
খ. ক্যালাস কালচার
গ. সস্য কালচার
ঘ. মেরিস্টেম কালচার
২৮. টিস্যু কালচারে কাচের কোন উপকরনটি ব্যবহৃত হয়?
ক. টেস্টটিউব
খ. বিকার
গ. কনিক্যার ফ্লাস্ক
ঘ. সবগুলোই
২৯. কোন রাসায়নিক. দ্রব্যটি টিস্যু কালচারে ব্যবহৃত হয়?
ক. হরমোন
খ. ভিটামিন
গ. অজৈব লবণ
ঘ. সবগুলোই
৩০. টিস্যু কালচারের প্রাথমিক. কাজ কোনটি?
ক. সকল উপকরণ জীবাণুমুক্ত করা
খ. এক্সপ্লান্ট সংগ্রহ করা
গ. কনিক্যাল ফ্লাস্কে এগার যোগ. করা
ঘ. সবগুলোই
৩১. পুষ্টি মিডিয়ামগুলো কত তাপমাত্রায় নির্বীজন করা হয়?
ক. ১৬০০ -১৮০০ ঈ
খ. ১৫০০ -১৭০০ ঈ
গ. ১০০০ -২০০০ ঈ
ঘ. ২৫০০ -২৬০০ ঈ
৩২. টিস্যু কালচারের কাচের জিনিসপত্রগুলো কত ঘন্টা ওভেনে রেখে নির্বীজন করা হয়?
ক. ১-৪ ঘন্টা
খ. ১-২ ঘন্টা
গ. ১-৩ ঘন্টা
ঘ. ১-৫ ঘন্টা
৩৩. ফরসেপস, নিডল, স্ক্যালপেল উপকরণগুলো কত ভাগ. অ্যালকোহল ডুবিয়ে জীবাণুমুক্ত করা হয়?
ক. ৯৫% খ. ৯৬% গ. ১০০% ঘ. ৯৮%
৩৪. টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক. উদ্দেশ্য কী?
ক. বেশি টিস্যু উৎপাদন
খ. উন্নতমানের বীজ উৎপাদন
গ. নতুন জাতের টিস্যু সৃষ্টি
ঘ. বিভাজনক্ষম অঙ্গ. থেকে নতুন চারা উৎপাদন
৩৭. দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন না ঘটে শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটলে তাকে বলা হয়-
ক. নিষেক
খ. হাইব্রিড
গ. সাইব্রিড
ঘ. মেরিস্টেম
৩৮. উদ্ভিদ টিস্যু কালচারের ক্ষেত্রে ‘ক্যালাস’ বলা হয়-
ক. উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে
খ. পরাগরেণু ও পরাগধানী কালচার এর মাধ্যমে উৎপাদিত উদ্ভিদকে
গ. অবয়বহীন টিস্যুমন্ডকে
ঘ. ভ্রণ কালচারের মাধ্যমে উৎপাদিত উদ্ভিদকে
৪০. টিস্যু কালচারের উদ্দেশ্যে কে উদ্ভিদাংশ পৃথক. করে নেওয়া হয় তাকে কী বলে?
ক. পরাগকণা
খ. এক্সপ্লাস্ট
গ. এপিকটাইল
ঘ. বিটপ
৪২. টিস্যু কালচার প্রযুক্তির প্রথম ধাপ কোনটি?
ক. পুষ্টি মাধ্যম প্রস্তুতি
খ. জীবাণুমুক্ত করণ
গ. এক্সপ্ল্যান্ট নির্বাচন
ঘ. এক্সপ্ল্যান্ট কালচার
৪৪. এক্সপ্লান্টের জন্য নির্বাচিত অঙ্গ. কোনটি?
ক. উন্নত গুণসম্পন্ন
খ. রোগমুক্ত
গ. পুষ্টিসমৃদ্ধ
ঘ. সবগুলো
৪৫. টিস্যু কালচারে ব্যবহৃত এক্সপ্ল্যান্ট এর গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
ক. কান্ডের শীর্ষ মুকুল
খ. পার্শ্বমুকুল
গ. পাতার অংশ
ঘ. সবগুলোই
৪৬. এক্সপ্ল্যান্ট নির্বাচনের সময় কোন বিষয়টি বেশি লক্ষ রাখতে হয়?
ক. মাতৃ উদ্ভিদটির সহেজতা
খ. রোগমুক্ততা
গ. উন্নতমানের
ঘ. সবগুলোই
৪৭. এক্সপ্ল্যান্ট কাটার জন্য কি ধরনরে ছুরি ব্যবহার করা হয়?
ক. জীবাণুমুক্ত ছোট ছুড়ি
খ. জীবাণুমুক্ত ধারালো ছুরি
গ. জীবাণুমুক্ত বড় ছুড়ি
ঘ. যেকোন রকমের হতে পারে
৪৮. পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে এক্সপ্ল্যান্টকে কোনটি দিয়ে জীবাণু মুক্ত করা হয়?
ক. সোডিয়াম হাইপোক্লোরাইড
খ. সোডিয়াম পারম্যাঙ্গানেট
গ. সালফিউরিক. এসিড
ঘ. হাইড্রোক্লোরিক. এসিড
৪৯. এক্সপ্ল্যান্টকে অ্যালকোহলে জীবাণুমুক্ত করতে হলে কত ভাগ. অ্যালকোহল দরকার?
ক. ৯৫%
খ. ৭০%
গ. ৬০%
ঘ. ৭৫%
৫০. টিস্যু কালচারের অধিকাংশ সাফল্য নির্ভর করে কোনটির উপরে?
ক. এক্সপ্ল্যান্ট নির্বাচন
খ. চারা উৎপাদন
গ. পুষ্টি মাধ্যম প্রস্তুতি
ঘ. পুষ্টি মাধ্যমে এক্সপ্ল্যান্ট নির্বাচন
৫১. টিস্যু কালচারে ব্যবহৃত সর্বাধিক. গ্রহণযোগ্য মিডিয়া কোনটি?
ক. উঝ মিডিয়া
খ. গঝ মিডিয়া
গ. ই৫ মিডিয়া
ঘ. জউ মিডিয়া
৫২. নতুন উদ্ভিদ তৈরির ক্ষেত্রে কার্বনের উৎস হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. ক্লোরোফম
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. ইথিলিন
ঘ. সুক্রোজ
৫৩. গঝ মিডিয়া কত সালে প্রস্তুত করা হয়?
ক. ১৯৭২
খ. ১৯৬২
গ. ১৯৮২
ঘ. ১৯৫২
৫৪. পুষ্টি মাধ্যমের ঢ়ঐ কত রাখা উত্তম?
ক. ৫.৫-৫.৯
খ. ৫৩.৫-৫.৭
গ. ৫.৫-৫.৮
ঘ. ৫.৫-৫.৬
৫৫. মৌলিক. পুষ্টি উপাদান সমৃদ্ধ পুষ্টি মাধ্যমকে কী বলে?
ক. ব্যাসাল মিডিয়াম
খ. সলিড মিডিয়াম
গ. লিকুইড মিডিয়া
ঘ. অটোক্লেড মিডিয়া
৫৬. পুষ্টি মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থানান্তরের পূর্বে কী করা উচিত?
ক. পুষ্টি মাধ্যমকে জীবাণুমুক্ত করতে হয়
খ. এক্সপ্ল্যান্টকে গরম করতে হয়
গ. পুষ্টি মাধ্যমে এসিড চালতে হয়
ঘ. সবগুলোই
৫৭. পুষ্টি মাধ্যমকে কনিক্যাল ফ্লাস্কে রাখার পর কী করতে হয়?
ক. নির্বীজন
খ. অটোক্লেভ
গ. ঝাঁকাতে
ঘ. সবগুলোই
৫৮. অটোক্লেভের জন্য কত তাপমাত্রা প্রয়োজন হয়?
ক. ১৩০০ খ. ১২৫০গ. ১২১০ ঘ. ১২০০
৫৯. অটোক্লেভ মেশিনে কত চাপে নির্বীজন করা হয়?
ক. ১০ পাউন্ড
খ. ১৫ পাউন্ড
গ. ২০ পাউন্ড
ঘ. ১২ পাউন্ড
৬০. এক্সপ্ল্যান্টসহ পুষ্টি মিডিয়ামকে কত মিনিট ধরে নির্বীজন করা হয়?
ক. ১৫ মিনিট
খ. ২০ মিনিট
গ. ২৫ মিনিট
ঘ. ৩০ মিনিট
৬১. কোনটির উপর ভিত্তি করে অটোক্লেভ ভিন্ন হয়?
ক. এক্সপ্ল্যান্টের আয়তন
খ. বিভিন্ন পদার্থের আয়তন
গ. পুষ্টি মাধ্যমের আয়তন
ঘ. এগার মাধ্যমের আয়তন
৬২. অটোক্লেভের পর পুষ্টি মাধ্যমে কী রূপ ধারণ করে?
ক. তরল পাদর্থের ন্যায়
খ. জেলির ন্যায়
গ. কঠিন পদার্থের ন্যায়
ঘ. তৈলের ন্যায়
৬৩. পুষ্টি মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে কোনটি লক্ষণীয়?
ক. এক্সপ্ল্যান্ট পুষ্টি মাধ্যম স্পর্শ করা
খ. হালকা উপরে রাখা
গ. এক্সপ্ল্যান্ট এক. পাশে রাখা
ঘ. উপরের কোনটিই নয়
৬৪. টিস্যু কালচারের সম্পূর্ণ প্রক্রিয়াটি কোন যন্ত্রের নিচে করা হয়?
ক. অটোক্লেভ
খ. লেমিনার এয়ার ফ্লো
গ. স্টিম ওয়াট
ঘ. সবগুলোই
৬৫. টিস্যু আবাদ প্রযুক্তির জন্য কী ধরনের পরিবেশ দরকার?
ক. জীবাণুমুক্ত পরিবেশ
খ. শীতল পরিবেশ
গ. গরম পরিবেশ
ঘ. সবগুলোই
৬৬. একাধিক. অণুচারা উৎপন্ন হয় নিচের কোনটি থেকে?
ক. এক্সপ্লান্ট
খ. ক্যালাস মাধ্যমে
গ. টিস্যু মন্ড
ঘ. কান্ড
৬৭. এক্সপ্লান্টের বৃদ্ধির জন্য কক্ষতাপমাত্রা কত হওয়া উচিত?
ক. ২৫২০
খ. ২৫৫০
গ. ২৫৭০
ঘ. ২৫১০
৬৮. এক্সপ্ল্যান্ট কালচারের জন্য আলোর তীব্রতা কত হওয়া উচিত?
ক. ১০০০-৫০০০ লাক্স
খ. ২০০০-৫০০০ লাক্স
গ. ১০০০-৩০০০ লাক্স
ঘ. ১০০০-২০০০ লাক্স
৬৯. পর্যায়ক্রমিক. পরিবর্তনের মাধ্যমে কেলাস হতে কী উৎপন্ন হয়?
ক. মূলযুক্ত চারা
খ. রোগমুক্ত চারা
গ. মূলহীন চারা
ঘ. অপুষ্টিজনিত চারা
৭০. টবে চারা স্থানান্তরের ক্ষেত্রে কোনটি লক্ষণীয়?
ক. পর্যায় ক্রমিক. অভিযোজন
খ. জীবাণুমুক্ত মাটিতে স্থানান্তর
গ. কয়েকদিন ধরে পানি দেওয়া
ঘ. সবগুলোই
৭১. মুলযুক্ত চারাগুলোকে কিসে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়?
ক. ক্যালাস মাধ্যমে
খ. এসিডে
গ. পানিতে
ঘ. খনিজ লবণে
৭২. টবে চারা স্থানান্তরের ক্ষেত্রে আপেক্ষিক. আর্দ্রতা কত হওয়া উচিত?
ক. ৯০-১০০%
খ. ৯০-১১০%
গ. ৮০-৯০%
ঘ. ৭০-৮০%
৭৩. এক্সপ্ল্যান্ট কালচারের জন্য কত ঘন্টা আলোক-অন্ধকার চক্র নিয়ন্ত্রিত হয়?
ক. ১৪/১৫ খ. ১৪/১০ গ. ১০/১৪ ঘ. ১৫/১৪ ঘন্টা
৭৪. টবে চারা অভিযোজন ক্ষম হলে পরে কোথায় স্থানান্তর করা হয়?
ক. পুষ্টি মিডিয়ামে
খ. বাড়ির ছাদে
গ. মাঠে
ঘ. গবেষণাগারে
৭৫. চারাগাছে যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে বিচ্ছিন্ন করে কোথায় রাখা হয়?
ক. ক্যালাস মাধ্যমে
খ. মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে
গ. জীবণুমুক্ত আবাদ মাধ্যমে
ঘ. অ্যাগার মাধ্যমে
৭৬. পূর্ণাঙ্গ. চারাগুলো প্রাকৃতিক. পরিবেশে কখন লাগানো হয়?
ক. কান্ড মোটা হলে
খ. সজীব ও সবুজ হয়ে উঠলে
গ. সজীব ও সবল হয়ে উঠলে
ঘ. কান্ড থেকে শাখা-প্রশাখা গজালে
৭৭. এক্সপ্ল্যান্ট থেকে সৃষ্ট অনুচারাকে কী বলে?
ক. মাইক্রোপ্রোপাগেশন
খ. প্লান্টলেট
গ. ক্যালাস
ঘ. উদ্ভিদ
৭৮. কোন প্রযুক্তি ব্যবহারে কৃষি ক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে?
ক. এগঙ
খ. উঘঅ প্রযুক্তি
গ. টিস্যু কালচার প্রযুক্তি
ঘ. ট্রান্সজেনিক
৭৯. বিলুপ্ত উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণে নির্ভরযোগ্য প্রযুক্তি কোনটি?
ক. এক্সপ্ল্যান্ট
খ. বায়োপ্ল্যান্ট
গ. মেরিস্টোম
ঘ. টিস্যুকালচার
৮০. ভ্রণ থেকে কিভাবে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়?
ক. মেরিস্টোম কালচারের মাধ্যমে
খ. পত্র কালচারের মাধ্যমে
গ. ভ্রণ কালচারের মাধ্যমে
ঘ. টিসু কালচারের মাধ্যমে
৮১. নিচের কোনটি টিস্যু কালচারের ব্যবহার?
ক. রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি
খ. পত্র কালচারের মাধ্যমে
গ. ভ্রণ উদ্ধার
ঘ. সবগুলোই
৮২. টিস্যু কালচারে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. পরাগরেণু
খ. কোষ
গ. ভ্রণ
ঘ. বীজ
৮৩. আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলনে কোনটি সৃষ্টি হয়?
ক. টমেলু
খ. পোমাটো
গ. পোআলু
ঘ. সবগুলোই
৮৪. পোমাটো কোন ধরনের মিলনের ফল?
ক. ভ্রণের
খ. প্রোটোপ্লাস্টের
গ. নিউক্লিয়াসে
ঘ. কোনটি নয়
৮৫. ধানের অ্যান্ডোজেনিক. হ্যাপ্লয়েড কোনটি?
ক. গুয়ান-১৮
খ. জিনাযুয়া-১
গ. উগুয়ান-১
ঘ. সবগুলোই
৮৬. কোন ধরনের উদ্ভিদে সহজে প্রচ্ছন্নধর্মী মিউটেশন ঘটে?
ক. ডিপ্লয়েড উদ্ভিদে
খ. ট্রিপ্লয়েড উদ্ভিদে
গ. হ্যাপ্লয়েড উদ্ভিদে
ঘ. সবগুলোই
৮৭. সোমোক্লোনাল ভ্যারিয়েশন এর সুবিধা কোনটি?
ক. রোগ. প্রতিরোধী
খ. পেস্টিসাইড প্রতিরোধী
গ. টলারেন্স ক্ষমতা বৃদ্ধি
ঘ. সবগুলোই
৮৮. কাঙ্খিত জিন উদ্ভিদের প্রোটোপ্লাস্টে প্রবেশ করিয়ে আবাদ মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টিকে কী বলে?
ক. ক্লোনিং
খ. সোমাক্লোনিং
গ. ট্রান্সজেনিক
ঘ. ট্রান্সজিন
৮৯. সেকেন্ডারি বিপাকীয় দ্রব্য কোনটি?
ক. অ্যাকালয়েড
খ. হরমোন
গ. এনজাইম
ঘ. এসিড
৯০. রোগমুক্ত উদ্ভিদ তৈরিতে কোন কালচার ব্যবহার করা হয়?
ক. কেলাস কালচার
খ. আবাদ মাধ্যম
গ. মেরিস্টম কালচার
ঘ. গবেষণাগার
৯১. বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. জিন প্রকৌশল
খ. মেরিস্টোম কালচার
গ. টিস্যু কালচার
ঘ. কেলাস কালচার
৯২. মেরিস্টোম কালচারে উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হয়?
ক. শীর্ষ মূল
খ. শীর্ষ মুকুলের অগ্রভাগ
গ. পার্শ্বমুকুল
ঘ. পার্শ্বমূল
৯৩. বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে টিস্যু কালচার প্রযুক্তির কোন পদ্ধতি প্রয়োগ. করা হয়?
ক. এক্সপ্লান্ট পদ্ধতি
খ. পুষ্টি মিডিয়াম
গ. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি
ঘ. মেরিস্টেম কালচার
৯৪. প্রোটোপ্লাস্টের মিলনের সময় কোষের কোন অঙ্গাণুর বিলিন ঘটে?
ক. নিউক্লিয়াসের
খ. মাইটোকন্ড্রিয়ার
গ. সাইটোপ্লাজমের
ঘ. ক্লোরোপ্লাস্টের
৯৫. কাঙ্খিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের উঘঅ-এর পরিবর্তন ঘটানোকে কী বলে?
ক. জেনেটিক. ইঞ্জিনিয়ারিং
খ. ট্রান্সজেনিক. প্ল্যান্ট
গ. সোমাক্লোন
ঘ. টিস্যু মিডিয়া
৯৬. জিন প্রকৌশলকে কি বলে?
ক. রিকম্বিন্টে প্রযুক্তি
খ. জিন ক্লোনিং
গ. জৈব প্রযুক্তি
ঘ. সবগুলোই
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
৯৭. কত সালে উঘঅ খন্ড জোড় লাগানো পদ্ধতি আবিষ্কার হয়?
ক. ১৯৭০
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৬৩
৯৮. কোন প্রযুক্তি বর্তমানে আমাদের জীবন ধারাকে পাল্টে দিচ্ছে?
ক. রিকম্বিনেট উঘঅ প্রযুক্তি
খ. নতুন গাছ লাগানো প্রযুক্তি
গ. বন ও পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি
ঘ. কোনোটিই নয়
৯৯. জেনেটিক. ইঞ্জিনিয়ারিং এ খন্ডিত উঘঅ গ্রাহক. কোষে প্রবেশ করানোকে কী বলে?
ক. ট্রান্সক্রিপশন
খ. ট্রান্সফরমেশন
গ. ট্রান্সজিশন
ঘ. ট্রান্সফারেটেড
১০০. ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন সমন্বিত জীবটিকে কী বলে?
ক. ট্রান্সফরমড উদ্ভিদ
খ. মিউটেন্ট উদ্ভিদ
গ. হাইব্রিড উদ্ভিদ
ঘ. ট্রান্সজেনিক. জীব
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।