Honours 1st | উন্নয়ন প্রশাসন‘র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর> Honours 1st | উন্নয়ন প্রশাসন‘র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Honours 1st year |অনার্স প্রথম বর্ষ|বিষয়ঃ লোকপ্রশাসন পরিচিতি, অধ্যায় ৪ : উন্নয়ন প্রশাসন | PDF: লোকপ্রশাসন পরিচিতি বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর Honours 1st year |অনার্স প্রথম বর্ষ এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
Honours 1st | অধ্যায় ৪: উন্নয়ন প্রশাসন‘র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- অনার্স প্রথম বর্ষ
- বিষয়ঃ লোকপ্রশাসন পরিচিতি
- অধ্যায় ৪ : উন্নয়ন প্রশাসন
- বিষয় কোডঃ ২১১৯০৭
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০১. উন্নয়ন কী?
উত্তর : উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা। সাধারণত বলা যায়, অব্যাহত মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধিই হলো উন্নয়ন।
০২. উন্নয়নের প্রকৃত অর্থ কী?
উত্তর : উন্নয়নের প্রকৃত অর্থ হলো পরিপূর্ণতা।
০৩. উন্নয়ন প্রশাসন কী?
উত্তর : উন্নয়ন প্রশাসন হলো একটি লক্ষ্যভিত্তিক ও কর্মচঞ্চল ব্যবস্থা যা সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নমূলক পরিবর্তন সাধন করে ।
Honours 1st | অধ্যায় ৪: উন্নয়ন প্রশাসন‘র সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০৪. উন্নয়ন প্রশাসনের মূল কথা কী?
উত্তর : প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধিই হলো উন্নয়ন প্রশাসনের মূল কথা ।
০৫. সর্বপ্রথম কোথায় উন্নয়ন প্রশাসন প্রচলিত হয়? উত্তর : আমেরিকায় সর্বপ্রথম উন্নয়ন প্রশাসন প্রচলিত হয়।
০৬. ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর :. ১৯৫৫ সালে ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়।
০৭. কে প্রথম “উন্নয়ন প্রশাসন’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর : ভারতীয় পণ্ডিত গোস্বামী ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি প্রথম ব্যবহার করেন ।
০৮. উন্নয়ন প্রশাসনের পথিকৃৎ বলা হয় কাকে?
উত্তর : উন্নয়ন প্রশাসনের পথিকৃৎ বলা হয় ভারতীয় পণ্ডিত গোস্বামীকে ।
০৯. উন্নয়নমুখী প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : উন্নয়নমুখী প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো পরিবর্তনমুখিতা ।
১০. উন্নয়নমুখী প্রশাসনের মূল বৈশিষ্ট্য কী?
উত্তর : উন্নয়নমুখী প্রশাসনের মূল বৈশিষ্ট্য হলো ক্ষমতার সুষ্ঠু বিকাশ।
১১. উন্নয়ন প্রশাসন কোন প্রকৃতির?
উত্তর : উন্নয়ন প্রশাসন উদ্ভাবনী প্রকৃতির।
১২. উন্নয়নমুখী প্রশাসনের উপাদান কয়টি?
উত্তর : উন্নয়নমুখী প্রশাসনের উপাদান চারটি। যথা : ১. রাজনৈতিক উপাদান, ২. মৌলিক উপাদান, ৩. পরিচালনামূলক উপাদান ও ৪. সামাজিক পরিবর্তনগত উপাদান ।
১৩. উন্নয়ন প্রশাসন কোন প্রকৃতির?
উত্তর : উন্নয়ন প্রশাসন গতিশীল প্রকৃতির ।
১৪. “উন্নয়নশীল দেশে জনগণের জন্যই উন্নয়নমূলক কার্যকলাপ।”— উক্তিটি কে করেছেন?
উত্তর : “উন্নয়নশীল দেশে জনগণের জন্যই উন্নয়নমূলক কার্যকলাপ।”— উক্তিটি পল মিজেস করেছেন।
১৫. নব লোকপ্রশাসন বলতে কী বুঝ?
উত্তর : নব লোকপ্রশাসন হলো উন্নয়নমূলক প্রশাসন ।
১৬. সনাতন প্রশাসন কী?
উত্তর : সনাতন প্রশাসন হলো সেই প্রশাসন যা কোনো ইতিবাচক চিন্তাধারায় সংশ্লিষ্ট না থেকে প্রশাসনের গতানুগতিক দায়িত্ব পালন করে ।
ফ্রি অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
১৭. উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর : উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের মধ্যে প্রধান পার্থক্য হলো কার্যগত পার্থক্য । উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের ২টি পার্থক্য লেখ।
১৮. উত্তর উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের ২টি পার্থক্য হলো- ১. সনাতন প্রশাসনে পরিবেশের মানুষকে তেমন প্রভাবিত করে না। কিন্তু উন্নয়ন প্রশাসনে পরিবেশে মানুষ একে অপরের দ্বারা প্রভাবিত হয় যা অগ্রগতিকে ত্বরান্বিত করে এবং ২. উন্নয়ন প্রশাসন পরিকল্পিতভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে আগ্রহী। অন্যদিকে, সনাতন প্রশাসনে মন্থরতা বিরাজমান ।
১৯. উন্নয়ন প্রশাসনের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : উন্নয়ন প্রশাসনের তিনটি বৈশিষ্ট্য হলো- ১. উন্নয়ন প্রশাসন পরিবর্তনমুখী, ২. পরিকল্পনা মাফিক ও ৩. সেবাদানকারী।
২০. মিল্টন এসম্যান’ উন্নয়ন প্রশাসনের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?
উত্তর : ‘মিল্টন এসম্যান’ উন্নয়ন প্রশাসনের চারটি উপাদানের কথা উল্লেখ করেছেন?
২১. উন্নয়ন প্রশাসনে তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানের অগ্রগামী বলা হয় কাদের?
উত্তর : আমেরিকান বিজ্ঞানীদের উন্নয়ন প্রশাসনে তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানের অগ্রগামী বলা হয়।
২২. কত সালে উন্নয়ন প্রশাসন ধারণাটির পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায়?
উত্তর : ১৯৬০-১৯৬১ সালে উন্নয়ন প্রশাসন ধারণাটির পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় ।
২৩. ‘Development Administration’ এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : ‘Development Administration’ এর বাংলা প্রতিশব্দ হলো উন্নয়ন প্রশাসন ।
২৪. আধুনিক লোকপ্রশাসনে উন্নয়ন প্রশাসনের সমীকরণটি লেখ।
উত্তর : আধুনিক লোকপ্রশাসনে উন্নয়ন প্রশাসনের সমীকরণটি হলো প্রবৃদ্ধি + পরিবর্তন + প্ৰশাসন সমতাভিত্তিক বণ্টন + পরিকল্পনা + প্রশাসন ।
২৫. উন্নয়নমুখী প্রশাসনকে ‘4P’s এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন কে?
উত্তর : ডোনাল্ড সি স্টোনস উন্নয়নমুখী প্রশাসনকে ‘4P’s এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
২৬. উন্নয়ন প্রশাসনে ‘4P’s কী?
উত্তর : উন্নয়ন প্রশাসনে 4Ps হলো- ১. Planning, 2. Policies, 3. Programmes, 8. Projects.
২৭. কত সালে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়?
উত্তর : ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়।
২৮. এফ. ডব্লিউ. রিগস (F. W. Riggs) প্রদত্ত উন্নয়নশীল দেশের সমাজ কাঠামোর শ্রেণিবিভাগগুলো লেখ ।
উত্তর : এফ. ডব্লিউ. রিগসের (F. W. Riggs) মতে উন্নয়নশীল দেশের সমাজ কাঠামো ২টি শ্রেণিতে বিভক্ত যথা : ১. প্রিসমেটিক ও ২. সালা ।
২৯. উন্নয়ন প্রশাসনকে ‘উন্নয়ন পরিকল্পনা স্ট্র্যাটেজি’ হিসেবে উল্লেখ করেছেন কে?
উত্তর : উইলিয়াম জে. সিফিন (William J. Siffin ) উন্নয়ন প্রশাসনকে ‘উন্নয়ন পরিকল্পনা স্ট্র্যাটেজি’ হিসেবে উল্লেখ করেছেন ।
অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
৩০. কারা উন্নয়ন প্রশাসনের পূর্ণাঙ্গ অর্থ প্রদান করেছেন?
উত্তর : মার্লে ফেইনসড (Merle Fainsod), জন ডি. মন্টগোমারি (John D. Montgomery), এডওয়ার্ড ডব্লিউ. উইডনার (Edword W. Weidner) প্রমুখ পণ্ডিতগণ উন্নয়ন প্রশাসনের পূর্ণাঙ্গ অর্থ প্রদান করেছেন ।
৩১. কোন প্রশাসন ব্যবস্থাকে ‘Field Oriented’ প্রশাসন বলা হয়?
উত্তর : উন্নয়ন প্রশাসন ব্যবস্থাকে ‘Field Oriented’ প্রশাসন বলা হয় ।
৩২. “উন্নয়ন প্রশাসন পরিকল্পিত সামাজিক উন্নয়নের সাথে জড়িত।” — উক্তিটি কার?
উত্তর : “উন্নয়ন প্রশাসন পরিকল্পিত সামাজিক উন্নয়নের সাথে জড়িত।” — উক্তিটি F. W. Riggs-এর।
৩৩. বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা কেমন?
উত্তর : বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা উন্নয়নমুখী।
৩৪. সুশাসন অর্জনে উন্নয়ন প্রশাসনের প্রধান ভূমিকা কী?
উত্তর : সুশাসন অর্জনে উন্নয়ন প্রশাসনের প্রধান ভূমিকা হলো প্রশাসনকে জনমুখী করা।
৩৫. টেকসই উন্নয়ন কী?
উত্তর : টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও পরিবেশকে সংরক্ষণের জন্য সঠিক অর্থে জীবনের মানোন্নয়ন ঘটাতে সাহায্য করে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।