Class8 2024 | প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকটি আনন্দদায়ক কাজের নাম লেখ এবং কেন তা আনন্দদায়ক তা উপস্থাপনকর। ৮ম শ্রেণির অষ্টম শ্রেণি জীবন ও জীবিকা‘র পর্যবেক্ষণমূলক প্রশ্নোত্তর সহ Class8 2024 | সমাধান : ৮ম শ্রেণির অষ্টম শ্রেণি জীবন ও জীবিকা‘র এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কাজ ১৩ প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকটি আনন্দদায়ক কাজের নাম লেখ এবং কেন তা আনন্দদায়ক তা উপস্থাপনকর।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যবই, জীবন ও জীবিকা খাতা, কলম ইত্যাদি ।
কাজের নির্দেশনা :
- কোন কোন কাজে তুমি আনন্দ পাও তা ভাব ।
- কেন সেই কাজগুলো করতে তোমার ভালো লাগে তা মনে কর ।
- এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রশ্নের উত্তর দাও ।
- নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও ।
Class8 2024 | প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকটি আনন্দদায়ক কাজের নাম লেখ এবং কেন তা আনন্দদায়ক তা উপস্থাপনকর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা উত্তর : যেসব কাজ করলে আমাদের মন প্রফুল্ল হয়, সেসব কাজই আনন্দদায়ক কাজ ।
ক) কয়েকটি আনন্দদায়ক কাজের নাম কী কী?
উত্তর : ১. খেলাধুলা করা; ২. টিভি দেখা; ৩. গল্পের বই পড়া; ৪. বেড়াতে যাওয়া; ৫. পরিবারের সাথে সময় কাটানো; ৬. বাগান করা।
খ) খেলাধুলা করা কেন আনন্দদায়ক ?
উত্তর : খেলাধুলা করলে আমাদের শরীর সুস্থ থাকে। সবার সাথে দেখা ও কথা হয় । খেলাধুলা করলে মন প্রফুল্ল থাকে । তাই এটি আনন্দদায়ক কাজ ।
গ) টিভি দেখা কেন আনন্দদায়ক কাজ?
উত্তর : টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যা দেখলেও মন ভালো থাকে। কিছু শিক্ষণীয় চলচ্চিত্র বা কার্টুন দেখানো হয়, যা শিক্ষণীয় এবং আনন্দদায়ক হয়ে থাকে । এসব দেখে আমরা আনন্দ লাভ করতে পারি ।
ঘ) গল্পের বই পড়া কেন আনন্দদায়ক কাজ?
উত্তর : একটি সুন্দর বই যেমন শিক্ষণীয় হতে পারে তেমনই তা মজারও হতে পারে। গল্পের বই আমাদের মনে নানা রকম ছাপ ফেলে । তাই নিঃসন্দেহে এটি আনন্দদায়ক কাজ ।
ঙ) বেড়াতে যাওয়া কেন আনন্দদায়ক কাজ?
উত্তর : নিঃসন্দেহে বেড়াতে যাওয়া একটি আনন্দদায়ক কাজ । প্রকৃতির কাছাকাছি গেলে মন অনেক শান্ত ও প্রফুল্ল হয় । আবার, কোনো পার্কে বা আত্মীয়দের বাসায় বেড়াতে গেলেও মন ভালো থাকে । তাই বেড়াতে যাওয়াও একটি আনন্দদায়ক কাজ ।
চ) পরিবারের সাথে সময় কাটানো কেন আনন্দদায়ক কাজ?
উত্তর : পরিবারের সদস্যদের সাথে দিনের কিছু সময় কাটানো, গল্প করা, আড্ডা দেওয়া আমাদেরকে আনন্দ দেয়। এতে করে পরিবারের সবার সাথে সম্পর্ক দৃঢ় হয়, ভুল বোঝাবুঝি কমে যায়। সুন্দর সম্পর্ক তৈরি হয়। তাই এটিও একটি আনন্দদায়ক কাজ ।
ছ) বাগান করা কেন আনন্দদায়ক কাজ?
উত্তর : বাগান করা, গাছের পরিচর্যা করা, নতুন গাছ লাগানো এসবই শখের কাজ । আর যেকোনো শখের কাজই মানুষকে আনন্দ দেয় । তাই বাগান করাও একটি আনন্দদায়ক কাজ ।
মাইন্ড ম্যাপ মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে একক ও দলগত কাজ
শ্রেণির একটি দলের ছয়জন শিক্ষার্থীর সাথে কথা বলে তথ্যগুলো সংগ্রহ করে (পরিবারের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতামূলক কাজ) দলীয়ভাবে একটি মাইন্ড ম্যাপ তৈরি কর।
নমুনা মাইন্ড ম্যাপ :
পরিবারের আর্থিক সহযোগিতামূলক কাজ
- গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া
- নিজের পোশাক নিজে ইস্ত্রি করা
- স্কুলে হেঁটে যাওয়া
- অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করা
- রিকশায় না চড়ে বাসে ওঠা
- গৃহস্থালি বর্জ্য থেকে সার তৈরি ও বিক্রয়
- বাড়ির পুরনো জিনিস পুনঃব্যবহার
- পোশাক নকশা/ ডিজাইন করা
মাইন্ড ম্যাপ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৭.৮.৪.২ অর্থসংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী সম্পাদন করতে পারছে। | বিভিন্ন আর্থিক কাজের তালিকা তৈরি করে তা সম্পাদন করার জন্য প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছে । | বিভিন্ন আর্থিক কাজ সম্পাদনের দায়িত্ব বুঝে নিয়ে কয়েকটি (দুই-তৃতীয়াংশ) কাজ সময়মতো সম্পাদন করছে। | বিভিন্ন আর্থিক কাজ সম্পাদনের দায়িত্ব বুঝে নিয়ে তালিকার সবগুলো কাজ নিয়মিতভাবে
সম্পাদন করছে ৷ |
ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনায় যেসব দিকে লক্ষ রাখা জরুরি বলে তুমি মনে কর তা নিয়ে একটি মাইন্ড ম্যাপ প্রস্তুত কর ।
নমুনা মাইন্ড ম্যাপ
ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনার লক্ষণীয় বিষয়
কার্যকর সিদ্ধান্ত গ্রহণ
চাহিদা অনুযায়ী অনুষ্ঠান সাজানো
আয়োজনে অভিনবত্ব
শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা
মিতব্যয়ী বাজেট প্রণয়ন ও পরিচালনা
প্রয়োজনীয় সব জিনিসের অনুমতি
নির্ধারিত সময়ে আয়োজন শেষ করা
আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা
অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে বাড়ির কাজ (একক কাজ)
সম্পাদনায়
শিক্ষার্থীর নাম :.
শ্রেণি :
রোল :
নির্দেশনায়
শিক্ষকের নাম :
বিষয় :
তারিখ :
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।