Class:1 প্রথম শ্রেণির নতুন বাংলা বই।। শব্দার্থ লিখ ।। প্রথম শ্রেণির নতুন বাংলা বই Class:1 ।।প্রথম শ্রেণির নতুন বাংলা বই সহ যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণির বাংলা বিভাগ নিয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ষষ্ঠ শ্রেণি Class: 1, এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
১। শব্দার্থ লিখ
বাদল = বৃষ্টিসপ্তাহ = সাতদিন
বুনি = বুনন করিসুন্দর = ভালো
বেলা = সময়হাঁক = চিৎকার
টলটলে = পরিস্কারসকল সবাই
মুক্তিযুদ্ধ = দেশকে স্বাধীন করার লড়াইঢালু = নিচু
মোদের = আমাদেরমুগ্ধ = বিভোর
কন্ঠ = গলাবৃষ = ষাঢ়
অনুষ্ঠান = আয়জনতৃণ = ঘাস
মমতা = মায়াসৈকত = সমুদ্রের তীর
মিষ্টি = মিঠাদুল = কানের গহনা
২। বাক্য গঠন
ফুল= গোলাপ ফুল খুব সুন্দর।
সবুজ= ঘাসের রঙ সবুজ।
পশু= বাঘ আমদের জাতীয় পশু।
রং= জবা য়ুলের রং লাল।
সূর্য= পুব আকাশে সকালে সূর্য ওঠে।
ছুটি= আজ অমাদের ছুটি।
নেতা= বঙ্গবন্ধু আমাদের মহান নেতা।
বাংলাদেশ= আমাদের দেশের নাম বাংলাদেশ।
ইলিশ = মাছের রাজা ইলিশ।
নদী = মেঘনা আমাদের নদী।
সেলাই= সুচ দিয়ে সেলাই করি।
শিকার= ধনুক দিয়ে শিকার করি।
পিঁপড়ে= পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।
দানব= পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো।
পতাকা= স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা।
৩। শূন্যস্থান পূরণ কর উত্তর
ক।সাদা শিউলি ফুলের বোঁটা …………………. রঙ্গের। উত্তর ঃ কমলা
খ।বাগানের পাশে মাঠ জুড়ে …………………. খেত। উত্তর ঃ সরষে
গ।মা পাখিটা …………………. আদর করল। উত্তর ঃ বাচ্চাদের
ঘ।…………………. পড়ার টেবিল সাজাই। উত্তর ঃ শনিবার
ঙ।শুক্রবার …………………. দিন। উত্তর ঃ ছুটির দিন
চ।পিঁপড়ের খুব …………………. পেল। উত্তর ঃ পিপাসা
ছ।গাছের ডালে ছিল একটি ………………….। উত্তর ঃ ঘুঘু
জ।পিঁপড়ে …………………. বেচে গেল। উত্তর ঃ প্রাণে
ঝ।বাগানে …………………. গাছ লাগাবো। উত্তর ঃ নতুন
ঞ।পিঁপড়ে …………………. গায়ে কামড় দিল। উত্তর ঃ শিকারির
ট।…………………. গাছ আমাদের জাতীয় গাছ। উত্তর ঃ আম
ঠ।…………………. আমাদের জাতীয় পাখি। উত্তর ঃ দোয়েল
৩। কবিতা
ক। ছুটিখ। ভোর হলো
৪। প্রশ্নের উত্তর দাও ঃ
ক।বাগানের পাশে কীশের ঝোপ?
খ।ঘুঘু পিঁপড়েকে কিভাবে বাচালো?
গ।কে শিকারির পায়ে কামড় দিল?
ঘ।গাছ আমাদের কি কি দেয়?
ঙ।কে মুক্তিযোদ্ধের ডাক দিল?
চ।খেলায় কয়টি দল আছে?
ছ।ঘুঘু কার বন্ধু হলো?
জ।আমাদের জাতীয় ফল কী?
ঝ।কয় মাস যুদ্ধ চলল?
ঞ।লোকটি তার ভুল কীভাবে বুঝলো?
ট।পাখির বাসায় কয়টি ছানা ছিল?
ঠ।ভোর হরো কবিতার লেখকের নাম কী?
ড।শুভুর দাদি কি করবেন?
ঢ।রুবির কয়টি বাগান ছিল?
ণ।শিউলি ফুলের রঙ কেমন?
উত্তর
ক।বাগানের পাশে জবা ফুলের ঝোপ।
খ।ঘুঘু পানিতে পাতা ফেলে পিঁপড়ে কে বাচাঁলো।
গ।পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।
ঘ।গাছ আমাদের ফুল, ফল ও চারা দেয়।
ঙ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধের ডাক দেন।
চ।খেলায় দুটি দল আছে।
ছ।ঘুঘু পিঁপড়ের বন্ধু হয়।
জ।আমাদের জাতীয় ফল কাঠাঁল।
ঝ।নয় মাস যুদ্ধ ছলল।
ঞ।নবীজির কথা মতে কাজ করে লোকটি তার ভুল বুঝলো।
ট।পাখির বাসায় দুইটি ছানা চিল।
ঠ।ভোর হলো কবিতার লেখক কাজী নজরুল ইসলাম।
ড।শুভুর দাদি সেলাই করবেন।
ঢ।রুবির দুইটি বাগান ছিল।
ণ।শিউলি ফুলের রঙ সাদা।
৬। ব্যাকরণ ঃ
ক।পুরুষ কাকে বলে?
খ।উত্তম পুরুষ কাকে বলে?
গ।মধ্যম পুরুষ কাকে বলে?
ঘ।সন্ধি কাকে বলে?
ঙ।সন্ধি কত প্রকার ও কি কি?
চ।স্বরসন্ধি কাকে বলে?
ছ।ব্যঞ্জনসন্ধি কাকে বলে?
ঝ।নাম পুরুষ কাকে বলে?
Class:1 প্রথম শ্রেণির নতুন বাংলা বই।। শব্দার্থ লিখ
৭। বিপরীত শব্দ
অন্তর বাহিরআকাশ পাতাল
অমৃত গরলআরম্ভ শেষ
অর্থ অনর্থআচার অনাচার
অনুকূল প্রতিকূলআদর অনাদর
অগ্র পশ্চাৎকোমল কঠিন
অনন্ত সান্তটক মিষ্টি
আসা যাওয়াচোর সাধু
আসল নকলআয় ব্যয়
আশা নিরাশাআমদানি রপ্তানি
আয় ব্যয়উপকার অপকার
৮। এক বচনের বহু বচন লেখ- Class:1 প্রথম শ্রেণির নতুন বাংলা বই।। শব্দার্থ লিখ
শিশু শিশুরামাছ মাছগুলো
জেলে জেলেরাবই বইগুলো
তুমি তোমরারাখাল রাখালেরা
ও ওরামাছ কত মাছ
সে তারাগরু গরুগুলো
গরু গরুগুলোএটা এগুলো
ছাত্র ছাত্ররাজেলে জেলেরা
৮। এক কথায় প্রকাশ
যে কোন বাধা মানে না।= বেপরোয়া
বাধা দেওয়ার সময়।= পিরিমুড
স্বাধীনতার প্রতীক।= পতাকা
যিনি বিচার করেন।= বিচারক
যা করা উচিত।= কর্তব্য
আপন হয়ে কাছে থাকে।= বন্ধু
অহঙ্কার নেই যার।= নিরহঙ্কার
অন্যের অধীন নয়।= স্বাধীন
আদরের অভাব।= অনাদর
উপায় নেই যার।= নিরুপায়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।