Class 8 science book || পরিযায়ী পাখির সংখ্যা ও চৌম্বকক্ষেত্র-প্রমাণ কর | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
Class 8 science book pdf 2024 নবম ও দশম সেশন
কাজ-৮] পৃথিবী একটি বিরাট চৌম্বকক্ষেত্র-প্রমাণ কর ৷
উত্তর : প্রয়োজনীয় উপকরণ :
১. একটি দণ্ড চুম্বক বা চুম্বক শলাকা, ২. একটি দড়ি ও ৩. নরম লোহার দণ্ড ।
কাজের ধারা :
দণ্ড চুম্বকটিকে মুক্তভাবে ঝোলাই ।
খেয়াল করি যাতে দণ্ডটি কোন কিছুর সংস্পর্শে না যায় ।
লোহার দণ্ডটি কিছুদিন ফেলে রাখি।
দুটি আলাদা পরীক্ষার ফলাফল আলাদাভাবে লিখে রাখি।
ফলাফল পরীক্ষা-১ : মুক্তভাবে ঝুলন্ত অনুভূমিক দণ্ড চুম্বকটিকে যেকোনো দিকে মুখ করে রাখলে তা ঘুরে উত্তর-দক্ষিণ বরাবর স্থির হয়ে যায়। এক্ষেত্রে যে নিয়ামকটি দণ্ড চুম্বকটিকে প্রভাবিত করছে সেটি হলো পৃথিবী। অর্থাৎ পৃথিবী একটি চুম্বকক্ষেত্রের ন্যায় আচরণ করছে।
ফলাফল পরীক্ষা-২: দীর্ঘদিন ফেলে রাখা লোহার দণ্ডটি চৌম্বক মধ্যতলে মৃদুভাবে চুম্বকায়িত হয়। চুম্বকায়িত হওয়ার এ কাজটি কে করল? এক্ষেত্রে পৃথিবী লোহার দণ্ডটিকে চুম্বকায়িত করেছে।
অর্থাৎ এবারও পৃথিবী একটি বিরাট চুম্বকের ন্যায় আচরণ করেছে। উপরের পরীক্ষা দুটি পৃথিবীর চৌম্বকত্বকেই প্রকাশ করে। পৃথিবীর চৌম্বক ধর্মের কারণে এর উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু মুখ করে থাকে।
৫ প্রশ্ন বাংলাদেশে পরিযায়ী পাখির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে- এর কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর : পরিযায়ী পাখিরা আমাদের সম্পদ। বাস্তুতন্ত্র থেকে শুরু করে সৌন্দর্য বৃদ্ধিতেও অতিথি পাখিদের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানে বিভিন্ন কারণে পরিযায়ী পাখিদের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।
এর কারণগুলো ব্যাখ্যা করা হলো : জলাধার ধ্বংস : পরিযায়ী পাখিদের আবাসস্থল ও খাদ্যের জন্য জলাধার যেমন লেক, খাল-বিল, নদী অত্যাবশ্যক। কিন্তু বর্তমান সময়ে বিনা প্রয়োজনে, অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করা হচ্ছে যা পরিযায়ী পাখিদের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে।
Class 8 science book || পরিযায়ী পাখির সংখ্যা ও চৌম্বকক্ষেত্র-প্রমাণ কর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
চোরা শিকারী ও অসাধু পাখি ব্যবসায়ীদের উপদ্রব : স্বল্প সময়ের জন্য আসা এসব পরিযায়ী পাখিদের আথিতেয়তা না করে বরং কিছু অসাধু শিকারী ফাঁদ পেতে, বিষটোপ দিয়ে বা বন্দুক দিয়ে পাখি শিকার করেছে। এতে করে পরিযায়ী পাখিদের সংখ্যা কমছে পাশাপাশি এদেশে তাদের পরিযানও কমছে।
মূলত আইন সম্পর্কে অজ্ঞতা চোরাকারবারিদের পাখি শিকারে প্রলুব্ধ করছে। যথাযথ ব্যবস্থা না নিলে অতিথি পাখি বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, বলাই বাহুল্য। শিকারীদের দমন করতে না পারলে অতিথি পাখির বদ্ধভূমিতে পরিণত হবে বাংলাদেশ ।
জলবায়ু পরিবর্তন : জলবায়ু পরিবর্তনের কারণে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কবলে পড়েছে সারা বিশ্ব ; বাংলাদেশ। তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণ, বিরূপ আবহাওয়ার কারণেও অতিথি পাখির আগমন দিন দিন কমে যাচ্ছে। খাদ্য সংকট, নিরাপদ আবাস ও বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত উপদ্রবের কারণেও পরিযায়ী পাখিদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।
জনসাধারণের অজ্ঞতা : অতিথি পাখিদের গুরুত্ব সম্পর্কে না জানা এবং অতিথি পাখি শিকার শাস্তিযোগ্য অপরাধ, এগুলো না জানার কারণেও অতিথি পাখি বলির শিকার হচ্ছে। যথাযথ প্রচার-প্রচারণা ও সচেতনতা সৃষ্টির অভাবই এজন্য দায়ী।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।